24/09/2023
রাত ১2 টা হঠাৎ করে আমার রুমে আব্বুর প্রবেশ।
কি হইছে এতো রাতে আমার রুমে আসলা কেন আব্বু??
কি খুঁজছো?😮
-ঝাড়ু টা কইরে??
রুম টারে তো বস্তী
বানায় রাখছস একটু পরিষ্কার ও করস না।
,[[ "কি ব্যাপার আব্বু এতো রাতে আমার রুমে ঝাড়ু খুঁজে কেন?? নিজেকে ভালো করে দেখলাম...
কই আমার কোনো দোষ তো নাই। তাহলে ঝাড়ু খুঁজে কেন?? হঠাৎ মনে পড়ল পাশের বাসার বড় আপুকে আজ প্রপোজ করছিলাম।
মনে হয় নালিশ
আসছে। আল্লাহ!!
নিজেরে নিজে বুদ্ধি দিলাম, " মিস্টার পিলু দৌড় দেও নাইলে
আজ নিস্তার নাই]]
" . > দাঁড়াও আব্বুজান,আমি খুঁজে দিচ্ছি, ওইযে ওই খানেই তো ছিলো,,,,,-নাহ তুই শুইয়াই থাক।
আমি নিজে খুজইজ্জা লইতাছি। (( আবার নিজেরে বললাম "বিছানা ছেড়ে দৌড় মার পিলু নাইলে কপাল খারাপ আছে তোর বাপ এতো ভালো না যে রাত ১২ টায় তোর রুম পরিষ্কার করে দিবে " .))
- >আররেহ্ নাহ্ আমার মতো একজন যুবক ছেলে থাকতে তুমি কষ্ট করবা কিসের জন্য??
আমি এই খুঁজে দিচ্ছি দাঁড়াও। ( বিছানা থেকে দড়জার কাছে যেতে যেতে বললাম এখানেই ছিলো গেলো কই!!
এই কথা বলাও শেষ,,, দরজা
খুলে দৌড় মারাও শেষ,,,,
-ওই পিলুর বাচ্চা,,, কই যাস দাঁড়া দাঁড়া নাইলে কিন্তু তোর কপাল খারাপ আছে বইলা দিলাম,,,,😃
- আমাকে কি বালিশ পাইছ??
নরম পাইয়া ইচ্ছামত পিটাইয়া গাল লাল করবা??
এই কথা বলতে বলতে মেইন গেট খুলছিলাম এর মইধ্যেই দুড়ন্ত বাবার উড়ন্ত ঝাড়ুর বাড়ি পিঠে লেগে গেলো।
-
- > ওরে মারে বাঁচাও বাঁচাও ছিনতাই কারী ধরছে আমারে বাঁচাও ,,, আমার চিৎকার শুনে ছোট চাচায় তার বাসার মাছ কাটার বটি নিয়ে লাফাইয়া বের হয়েছে..
-
-> -কইরে কই কই হালার পুতে কই?? এতো বড় সাহস আমার বাড়িতে ঢুইক্কা আমার ভাতিজা রে এটাক করে কই হালার পুতে??
,
-ওই বেদ্দপ??
কি কইলি আমি
ছিনতাই কারী??
পিলুর মা,,, বাসাই যাইয়্যা সাইজ করা রড টা নিয়া আসো তো ওর ঠ্যাং ভাইংগা ফালাব। তোমার পোলায় আজকা আমারে
বলে ছিনতাইকারী ,,,,,
এর মধ্যেই আম্মাজান বের হলো... -
- >কি হইছে এতো রাতে চিল্লাচিল্লি করো কেন তোমরা??
> তোমার গুনধর ছেলে আইজকা ঐ আরিফ ভাইয়ের মেয়ে মিলাকে নাকি গোলাপ
দিছে..
আমার মান সম্মান আছে কিছু বাকি??
তোমার গুণধর ছেলে আমারে আজকে বলে ছিনতাই কারী... আমার আপন ভাই আর একটু হইলে আমাকে বটি দিয়া মাছের মত কাইট্টা ফালাইতো।
এলাকার লোকজন
আমাকে পিডাইয়া আলু ভত্তা করতো এই রাত্রে কি তারা দেখত যে আমি কেডা???
ছোট চাচা বটি নিয়া দৌড় দিল, ধর হারামি ডারে ধর ওরে আজকা পুস্কুনি তে চুবামু,,,
>পুকুরে না ওইটাারে ধর, ধরে ছাদের উপর বাইন্ধা রাখ ১ দিন, খাওয়া বন্ধ।
আমি দৌড় দিব এমন সময় আম্মা বলল -ওই দাড়া, দৌড় দিবি না দিলে কিন্তু খবর আছে,
>দৌড় না দিয়া তো, এই ডাকাইত ফেমিলির হাতে আমার নিষ্পাপ প্রান বিসর্জন দিব তাই না??? আব্বাজান :-খাড়া কিন্তু,
যা, বেশি
পিডামু না আমি একটা থাপ্পড় দিমু আর তোর চাচায় একটা আর তর মায় একটা,,,. >তোমার কথা আমি বিশ্বাস করব?? বলদ পাইছো??
আগের বার ও এই
কথা বলছিলা।
পড়ে গন ধোলাই
দিছিলা,,, -যা এইবার আর বেশি পিটাব না। তাও থাম।
এই রাত্রে আর দৌড়াইতে
পারব না,,, .
>কসম দাও একটা করে
থাপ্পড় দিবা সবাই..
আগের বারের
মতো গন ধোলাই দিবা না,,,
-আচ্ছা কসম, পি/টা/ব না (বাপ জান) .
-কি আর করব, নিরীহ প্রানীর মতো সেইলেন্ডার করলাম তবে তিন টা থা/প্পড় যা খাইছিলাম তা জীবনেও ভুলমু না,,,,
বিয়ে টা করা হোক,বউ এর ভুল ধরে এই তিনটা থাপ্পড় এর দু:খ ওর উপর ঝাড়ব।
একটা বউ খুঁজতে গিয়েই আজ আমার এই দশা...😂😂