Halaqa Media

Halaqa Media Our page is an Islamic page. Here all kinds of Islamic content and news are published regularly.

বাংলাদেশে নতুন প্রজন্মের ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এটিকে ইতিহাসের একটি সূচনা বলা যায়। সিলেটের শিবগ...
26/02/2022

বাংলাদেশে নতুন প্রজন্মের ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এটিকে ইতিহাসের একটি সূচনা বলা যায়। সিলেটের শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী মসজিদ ও তালিমুদ্দিন একাডেমী সিলেট-এর যৌথ উদ্যোগে সৈয়দ হাতিম আলী মসজিদ প্রাঙ্গণে ৮৪ জন কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। তাদের কৃতিত্ব: লাগাতার 40 দিন পাঁচ ওয়াক্ত তাকবীরে উলার (প্রথম তাকবীর) সাথে মসজিদে নামাজ আদায়। সাথে ছিল তালিমুদ্দিন একাডেমির দরসে প্রতিদিন এক ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত শেখা-সহ জরুরি দ্বীনি শিক্ষার ক্লাসে অংশগ্রহণ। অসাধারণ একটি হৃদয় জুড়ানো উদ্যোগ ছিল। রাত 10:30 পর সাইকেল বিতরনের সময় ছোট ছোট বাচ্চাদের আবেগ- আনন্দ, তাদের অভিভাবকদের হাসিমাখা মুখ অনেক অমূল্য একটি উপলক্ষ উপহার দিয়েছে।

অনেক আনন্দের, অনেক বরকতের এই প্রোগ্রামে সিলেট শিবগঞ্জের হাজী আব্দুল কাইয়ুম কামাল ভাই এবং মারকাযুদ দাওয়াহর মুদির সাহেব-আমাদের অভিভাবক-মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে উপস্থিত হওয়ার ইশারা পেয়ে আনন্দের সঙ্গেই যুক্ত হয়ে যাই। আজকে জুমার পর হুজুরের সঙ্গেই আমরা কয়েকজন একসঙ্গে রওনা দিই।

দু আড়াই বছর আগে এখানেই একই উপলক্ষে অল্পকিছু সাইকেল বিতরণ-এর প্রথম উদ্যোগটি সম্পন্ন হয়েছিল। সিলেটের এই একটি অঞ্চলের এই উদাহরণটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সারাদেশে বিভিন্ন শহরে, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায়-সহ বিভিন্ন জরুরী দ্বীনি আমলের ক্ষেত্রে এজাতীয় উৎসাহ প্রদানের চর্চার অনুসরণ শুরু হলে নতুন প্রজন্মের দ্বীনি ও নৈতিক জাগরণের একটি নতুন যুগ শুরু হতে পারে। অবাধ অনৈতিকতা, মাদকের হাতছানি, অসাধু জীবনাচারের উশৃঙ্খলতার বিরুদ্ধে এ ধরনের সুন্দর নজির সামনের দিনগুলোতে শুদ্ধতা ও শান্তির বাতাস নিয়ে আসতে পারে, ইনশাআল্লাহ।

সিলেট শিবগঞ্জে তালিমুদ্দিন একাডেমী সিলেট, শিবগঞ্জ সৈয়দ হাতেম আলী মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ এজাতীয় ইতিহাস সূচনামূলক উদ্যোগের জন্য অবশ্যই প্রশংসা ও অভিনন্দন-প্রাপক। আল্লাহ তা'আলা তাদেরকে উত্তম জাযা দান করুন।

সাইকেল বিতরণ-এর আগে পুরস্কার প্রাপক কিশোরেরা, তাদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় দীনপ্রাণ মানুষদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া রঈস মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ (আমাদের মুদির সাহেব হুজুর) দা. বা., বরুনার শায়েখ দেশবরেণ্য বুজুর্গ রাশিদুর রহমান ফারুক বর্ণভী সাহেব দা.বা, শায়খ মুহিব্বুল হক গাছবাড়ি সাহেব দা,বা., শায়খ মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী সাহেব দা.বা., মাওলানা আবু হাসসান রাইয়ান দা, বা,। সঙ্গে আমিও উপস্থিত ছিলাম।

সাইকেল বিতরণের সময় আলাদাভাবে নসিহত করেন এবং দোয়া পরিচালনা করেন মারকাযুদ দাওয়াহর মুদির সাহেব দা.বা.।

© মাওলানা শরীফ মুহাম্মদ

24/11/2021

খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাইলেন মুফতি ফয়জুল করিম

22/11/2021

#টাকলার কথা বলতেই আওয়ামীলীগের নেতা মাহফিলে বাধা দিলেন। জনগণের জুতার বৃষ্টির মাধ্যমে স্টেজ থেকে বিদায় নিলো আওয়ামী নেতা✌️✌️
মাওলানা আজিজুল ইসলাম জিহাদী

08/11/2021

পৃথিবীর মানুষকে খুশি করার সবথেকে কঠিন, আর আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ।

Address

Goran
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halaqa Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halaqa Media:

Videos

Share

Category