ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ

ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ, Media, Mirpur, Dhaka.
(3)

13/03/2024

সারাদেশে ভুয়া ফিজিওথেরাপি সেন্টারে সয়লাভ। সবাই সাবধান।বিপিটি বা বিএসপিটি নয়তো ফিজিওথেরাপি চিকিৎসক নয়।

06/03/2023

সকলের অবগতির জন্য জানা প্রয়োজনঃ
১.বিএসসি ইন ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রি ছাড়া ফিজিওথেরাপিস্ট কেও নয়!
২.ফিজিওথেরাপিস্টরা ফিজিওথেরাপির ডাক্তার। ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপির ডাক্তার আলাদা টার্ম নয়। যেমন নিউরোলজিস্ট ও নিউরো ডাক্তার আলাদা নয়।

৩."ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি(ফিজিওথেরাপি) " কোর্স সম্পন্নকারীরা তারা ফিজিওথেরাপি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট। কোনভাবেই তারা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট নয়।
তাদের সরকারি ১১তম গ্রেডভুক্ত জব রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে তারা সম্মানিত পৃথক পেশাজীবি।

৪.ভারতে "ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি" কোর্স সম্পন্নকারীরা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট। তারা কোনভাবেই মেডিকেল টেকনোলজিস্ট নয়! এদেশে তাদের জন্য আলাদা সরকারি জব নেই।

৫.ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি দুটো আলাদা কোর্স। দুটোর সিলেবাস কন্টেন্ট একরকম নয়!

৬.এদেশে কোনও ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স চালু নেই।

৭.বাংলাদেশ ফিজিওথেরাপি কোর্স ডিপ্লোমা ডিগ্রি দিয়ে শুরু হয় নি।জন্ম থেকেই বিএসসি ইন ফিজিওথেরাপি (বিপিটি)দিয়ে শুরু হয়েছে।

৮.সরকারিতে ফিজিওথেরাপিস্ট,সিনিয়র ফিজিওথেরাপিস্ট,জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কলসালট্যান্ট, লেকচারার, সহকারী অধ্যাপক পদ বিপিটি ডিগ্রিধারীদের রয়েছে।সংখ্যায় তা ৩০+। পেশাজীবি সংগঠন এর লবিং ও নিগোচিয়েশন এবং কৌশলগত ব্যবস্হাপনার অভাবে পদগুলোর কিছু ফিজিক্যাল মেডিসিন বিভাগ কতৃক বেদখল অবস্থায় আছে এবং বাকীগুলো নিয়োগ সম্ভব হয় নি,কিছুতে কয়েকজন কর্মরত আছেন।

১০.মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি বিন্যাস হলো মেডিকেল টেকনোলজিস্ট>সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট>চীফ থেরাপিস্ট।

১১.ফিজিওথেরাপিস্টদের সরকারি বিন্যাস হলো ফিজিওথেরাপিস্ট>সিনিয়র ফিজিওথেরাপিস্ট/জুনিয়র কনসালটেন্ট >সিনিয়র কনসালট্যান্ট
একাডেমিক ক্ষেত্রে -
লেকচারার >সিনিয়র লেকচারার>সহকারী অধ্যাপক >সহযোগী অধ্যাপক

27/01/2023
তিনি একজন ভুয়া ফিজিওথেরাপিস্ট।
03/11/2022

তিনি একজন ভুয়া ফিজিওথেরাপিস্ট।

একজন ভুয়া ফিজিওথেরাপিস্টের প্রেসক্রিপশন...
01/11/2022

একজন ভুয়া ফিজিওথেরাপিস্টের প্রেসক্রিপশন...

22/10/2022

বিএমডিসি আইন এবং একটি মিথ্যাচার
___________________________________
আমাদেরও দেশের বিএমডিসি রেজিস্ট্রারড চিকিৎসকগণের একটি অংশ কিছু বিষয়ে আদিম কাল থেকেই চরম গোঁড়ামি করে আসছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে নিজেদের ক্ষেত্রে "মেডিকেল চিকিৎসক" শব্দটা ব্যবহার না করে শুধুমাত্র "চিকিৎসক" শব্দটা ব্যবহার করা। আপনি বলতে পারেন, তারা তো চিকিৎসকই, তাহলে "চিকিৎসক" শব্দ ব্যবহার করবে না কেনো?
তারা নিজেদের ক্ষেত্রে অবশ্যই "চিকিৎসক" শব্দ ব্যবহার করবে, তবে "বিএমডিসি আইন-২০১০" তাদেরকে যেই নাম দিছে ঐ নাম ব্যবহার করবে। বিএমডিসি শুধুমাত্র দুইধরণের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা। তারা হলেন "মেডিকেল চিকিৎসক" এবং "ডেন্টাল চিকিৎসক"।
"বিএমডিসি আইন-২০১০" অনুযায়ী এমবিবিএস (যেটা আসলে "বিএমএস" হয়) ডিগ্রিধারীগণ "মেডিকেল চিকিৎসক"। কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য হচ্ছে তারা নিজেদেরকে "মেডিকেল চিকিৎসক" হিসেবে পরিচয় না দিয়ে শুধুমাত্র "চিকিৎসক" হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। এর কারণ হচ্ছে নিজেদেরকে "মেডিকেল চিকিৎসক" হিসেবে পরিচয় দিলে তারা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে চলে আসেন। কিন্তু শুধুমাত্র "চিকিৎসক" শব্দ ব্যবহার করলে যেকোনো চিকিৎসা পেশার উপরই নিজেদের বিস্তার জাহির করা যায়। দিন-রাত ওনারা যেই বিএমডিসি আইনের হাতি দেখিয়ে অন্য চিকিৎসা পেশাজীবীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন, নিজেদের সুবিধার ক্ষেত্রে নিজেরাই ঐ আইনকে বেমালুম ভুলে বসে থাকেন। আজব হলেও সত্য যে ওনারাই ২০১০ সালে আইন সংশোধন হওয়ার আগ পর্যন্ত দাবি করতেন, কেউ ডেন্টাল চিকিৎসা নিতে হলেও আগে তাদের রেফারেল হয়ে যেতে হবে। এমনিভাবে তারা নিজেদের আসল পরিচয় ভুলে গিয়ে চিকিৎসাক্ষেত্রের প্রতিটা জায়গায় তাদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন। রোগীর যতই ক্ষতি হোক, রোগীকে এমবিবিএস বা বিডিএস ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ডিসিপ্লিনের কারো কাছে রেফার করা যাবে না। এতে দেশের সাধারণ রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে ক্ষোভ বুকে নিয়ে পাড়ি জমান ভারতে।
আলহামদুলিল্লাহ এই বিষয়ে এখন ব্যাপক পরিবর্তন আসছে। দেশের মেডিকেল প্রাকটিশনারগণের অনেকেই এখন রেফারেল সিস্টেম ফলো করছেন। মানুষজনও এখন শিক্ষিত হচ্ছেন, আস্তে আস্তে সবকিছু বুঝতেছেন। এখন সরাসরিই বিশেষায়িত চিকিৎসকদের কাছে রোগী আসছেন। তথ্য-সন্ত্রাস করে অন্তত এই যুগে আর কোনো সত্য ঢেকে রাখার উপায় নাই।
মেডিকেল চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবা প্রাণ, এটা অস্বীকার করার উপায় নেই। তাদের প্রতি আমাদের চাওয়া তারা নিজ নামে পরিচিত হোন। এতে অন্যান্য চিকিৎসকরাও তাদের নিজ নামে পরিচিত হওয়ার সুযোগ পাবে৷ যতদিন তারা এই কনসেপ্টে থাকবেন যে, চিকিৎসা-ব্যবস্থায় আমরাই একমাত্র অপরিহার্য এবং আমরাই একমাত্র চিকিৎসক ততদিন বাকি ডিসিপ্লিনের লোকও ম্যালপ্রাকটিস ছাড়বে না। পার্থক্য হবে এতটুকুই যে মেডিকেল চিকিৎসকগণ নিজেদের সুবিধামতো ইন্টারন্যাশনাল সব গাইডলাইনকে অমান্য করে আইন বানিয়ে ম্যালপ্রাকটিস করবে আর বাকিরা সবাই সবকিছু অমান্য করে ম্যালপ্রাকটিস করবে।

 #সেইম_অবস্থা_সব_জায়গায় #সবার_সচেতনতা_জরুরী কলমে --ডাঃ মারুফা মান্নানফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা ফিজিওথেরাপিস্টের যোগ...
15/10/2022

#সেইম_অবস্থা_সব_জায়গায়
#সবার_সচেতনতা_জরুরী

কলমে --ডাঃ মারুফা মান্নান

ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা ফিজিওথেরাপিস্টের যোগ্যতা কেনো দেখিনা?

যেকোনো রোগের ক্ষেত্রেই আমরা বরাবরই চাই সেরা চিকিৎসকের কাছে যেতে। কার কতো ডিগ্রি আছে, কার কতো নাম আছে, কে কতো ভালো কিংবা কিসে বিষেশজ্ঞ তা জেনেই আমরা চিকিৎসকের সরনাপন্ন হই তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে কেনো আমরা যাচাই করি না?

বেশির ভাগ রোগীকে যদি জিজ্ঞেস করি এর আগে কোথায় ফিজিওথেরাপি নিয়েছেন কিংবা আপনার আগের ফিজিওথেরাপিস্টের যোগ্যতা কি?

রোগী হোক অল্প শিক্ষিত কিংবা বেশি শিক্ষিত বেশিরভাগ উত্তর হয় অমুক যায়গা থেকে ফিজিওথেরাপি নিয়েছিলাম কিন্তু পড়াশোনা কতদূর কি করলো জানি না! বরাবরের মতোই প্রচন্ড অবাক হই ওনারা অনেক ডিগ্রিধারী বিশেষজ্ঞের কাছে গেলেও ফিজিওথেরাপি নেয়ার ক্ষেত্রে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তার যোগ্যতা যাচাই করাতো দূর জিজ্ঞেসও করে না।

একটা ছোট্ট ঘটনা বলি, কিছুদিন আগেই এক রোগী এসে বললো অমুক যায়গায় গিয়েছিলাম। আপনারা যে মেশিন দেন পাঁচ মিনিট ওইটা উনি দিলো ২ ঘন্টা ধরে! আমি আকাশচুম্বী পরিমাণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম ফিজিওথেরাপি সম্পর্কে ওনার পড়াশোনা কি তা কি জিজ্ঞেস করেছেন? বললো হু! তিনবার মেট্রিক ফেইল করে চতুর্থবার পরীক্ষা দিবে। এখানে কাজ শিখার জন্য আসছি। এই কাজে নাকি অনেক টাকা!!

অবাকের মাত্রা নিমজ্জিত হয়ে ডুবে গেলাম। এরা কিভাবে ফিজিওথেরাপি দেয়! কি দেয়? কিভাবে দেয়!? অথচ ৪ বছরে গবেষণা সহ ৪৫ টা বিষয় ৬৩০০ মার্ক্সের পরীক্ষা দিয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে ১ বছর ঢাকার সেরা হাসপাতালগুলোতে ইন্টার্ণশীপ করেও মনে হয় এখনো শেখার অনেক কিছু বাকি।

মানুষ কিভাবে ধোকা খাচ্ছে? আপনি যার কাছ থেকে ফিজিওথেরাপি নিবেন তার যোগ্যতা জানার অধিকার আপনার আছে। কোথাও লেখা না থাকলে জিজ্ঞেস করবেন। যাদের বিপিটি ডিগ্রি আছে ওনারা ফিজিওথেরাপি চিকিৎসক অর্থাৎ ফিজিওথেরাপিস্ট এবং যারা ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করেছেন ওনারা মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)। এর বাহিরে কেউ ফিজিওথেরাপি সম্পর্কে জানে না। যার যত ডিগ্রিই থাকুক না কেনো বিপিটি না থাকলে সে ফিজিওথেরাপিস্ট না।

যত্রতত্র ফিজিওথেরাপি নেয়া থেকে প্লিজ বিরত থাকুন। আপনি অর্থ, সময় খরচ করে ফিজিওথেরাপি নিচ্ছেন। কে আপনাকে ফিজিওথেরাপি পরামর্শ দিচ্ছে এবং কে চিকিৎসা দিচ্ছে তা জানার সম্পূর্ণ অধিকার আপনার আছে। মনে রাখবেন বিপিটি নয় তো ফিজিওথেরাপিস্ট নয়। প্রতারিত হওয়া থেকে নিজেকে বিরত রাখুন। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

ইউটিউব বিজ্ঞানীনাহ ইউটিউব পন্ডিত নাহ ইউটিউব ডাক্তারকি বলবো??সার্জারি টাও ইউটিউব দেখে করবে নাকি?
14/10/2022

ইউটিউব বিজ্ঞানী
নাহ ইউটিউব পন্ডিত
নাহ ইউটিউব ডাক্তার

কি বলবো??

সার্জারি টাও ইউটিউব দেখে করবে নাকি?

কি ভয়াবহ অবস্থা,পায়ে স্ক্রু বা মেটাল রেখে একজন চিকিৎসক কিভাবে ফিজিওথেরাপির এই মেশিন সাজেস্ট করেন, কোন টেকনিশিয়ান বা ভুয়া...
11/10/2022

কি ভয়াবহ অবস্থা,
পায়ে স্ক্রু বা মেটাল রেখে একজন চিকিৎসক কিভাবে ফিজিওথেরাপির এই মেশিন সাজেস্ট করেন, কোন টেকনিশিয়ান বা ভুয়া ফিজিওথেরাপিস্টের এর হাতে পড়লে রোগীর অবস্থা কি হবে ভেবে দেখেছেন?
এই মেশিন ব্যবহার করলে রোগীর পা গলে যাবে, যার কারনে পরবর্তীতে রোগীর পুরো পাটা কেটে ফেলে দিতে হবে, এর দায়ভার কে নিবে?

সে জন্যই বলি যার ডিপার্টমেন্ট এর চিকিৎসা সেই ডিপার্টমেন্ট এর চিকিৎসক করুক।
সব জায়গায় পন্ডিতি দেখানো এই সমাজের সবার অভ্যসে পরিনত হয়ে গেসে,তাই বলে ডাঃ রাও এমন করবে??

সবার উদ্দেশ্যে বলবো অন্তত ফিজিওথেরাপি চিকিৎসার ব্যপারে ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ এবং প্রেসক্রিপশন মত চিকিৎসা নিন,তাহলে উপকার পাবেন।কারো সিল মারা ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন না,টাকাও যাবে, সময়ও নস্ট এবং ক্ষতিগ্রস্ত হবেন।

19/09/2022

'BPT' ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকগন নামের পূর্বে প্রিফিক্স ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন।
-হাইকোর্ট

27/08/2022

"বিএমডিসি আইন -২০১০ থাকার পরও ফিজিওথেরাপিস্টরা যেভাবে ডাক্তার(২য় ও শেষ পর্ব)"

গত পর্বের লেখায় আমি বলেছিলাম ফিজিওথেরাপিস্টদের সাথে নার্স, পুষ্টিবিদ,সাইকোলজিস্টদের সাথে কেনো তুলনা চলে না তা আলোচনা করব। কারন প্রায়শ নব্য MBBS/ MBBS শিক্ষার্থীরা তাদের পরিচালিত অনলাইন পেজে এটা বলে অপপ্রচার চালায় "ফিজিওথেরাপিস্টরা ডাক্তার হলে নার্স,পুষ্টিবিদ এবং সাইকোলজিস্টরাও ডাক্তার। "

এবার আমরা দেখি এমবিবিএসরা ৪টা পেশাগত পরীক্ষায় কি কি সাবজেক্ট পড়েঃ
১.এনাটমি(৫০০ মার্কস) ২.ফিজিওলজি( ৪০০ মার্কস) ৩.বায়োকেমিস্ট্রি (৪০০ মার্কস) ৪.ফার্মাকোলজি (৪০০ মার্কস) ৫.প্যাথলজি ৬.মাইক্রোবায়োলজি ৭.কমিউনিটি মেডিসিন ৮.ফরেন্সিক মেডিসিন ৯. মেডিসিন এন্ড এলাইড. ১০.সার্জারী ১১.গাইনেকোলজি এন্ড অবস,.

এবার দেখুন ফিজিওথেরাপিস্ট হওয়ার ডিগ্রি "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি)"এর ৪ টা পেশাগত পরীক্ষায় কি কি সাবজেক্টস পড়ে-
১.এনাটমি(৪০০মার্কস) ২.ফিজিওলজি (৪০০ মার্কস) ৩.বায়োকেমিস্ট্রি(১০০মার্কস) ৪.ফার্মাকোলজি (৩০০মার্কস) ৫.প্যাথলজি (১৫০মার্কস) ৬.মাইক্রোবায়োলজি(১৫০মার্কস) ৭.কমিউনিটি মেডিসিন ৮.জেনারেল সার্জারী ৯.নিউরোলজি ১০.কার্ডিওপালমোনারি ১১.অর্থোপেডিক্স এন্ড রিউম্যাটোলজি ১২.পেডিয়াট্রিক্স ১৩.রেডিওলজি এন্ড ইমেজিং ১৪.সাইকোলজি ১৫.সাইকিয়াট্রি ১৬.ইলেক্ট্রোথেরাপি এন্ড হাইড্রোথেরাপি ১৭.থেরাপিউটিক এক্সারসাইজ ১৮.কাইনেসিওলজি ১৯.বায়োমেকানিক্স ২০.পিটি ইন অর্থোপেডিক্স ২১.পিটি ইন কার্ডিওপালমোনারি ২২.পিটি ইন সার্জিক্যাল কন্ডিশন ২৩.জেরিয়াট্রিক ২৪.স্পোর্টস ফিজিওথেরাপি ২৫.প্রফেশনাল ইথিক্স এন্ড ম্যানেজমেন্ট ২৬.রিহ্যাব মেডিসিন ২৭.অর্থোপেডিক মেডিসিন ২৮.টিচিং মেথডোলজি ২৯.প্রস্হোটিক্স এন্ড অর্থোটিক্স ৩০.রিসার্চ মেথডোলজি।

এবার এমবিবিএস আর বিপিটি বিষয়গুলো তুলনা করুন তো।ক্লিয়ার বুঝা যাচ্ছে চিকিৎসার হওয়ার মৌলিক বিষয়গুলো ফিজিওথেরাপিস্টরা অধ্যয়ন করেই আসে,তার উপর ফিজিওথেরাপির বিষয়ভিত্তিক পড়াশোনা তো করছেই। সুতরাং তাদের চিকিৎসক হওয়া নিয়ে কোনও প্রশ্ন উঠা উচিৎ নয়।

এবার দেখুন ত নার্সিং, সাইকোলজিস্টরা ও পুষ্টিবিদরা চিকিৎসক হওয়ার এই সকল মৌলিক সাবজেক্ট পড়ে কিনা। কলেবর বড় হবে এই কারনে অত্র পোস্টের কমেন্টে এদের প্রত্যেকে কি কি পড়ে তা তাদের কারিকুলাম থেকে স্ক্রিনশট নিয়ে তুলে দিলাম। আপনারা দেখে জাজ করুন তাদের পাঠ্যক্রমে চিকিৎসক হওয়ার মৌলিক পড়াশোনার বিষয় অন্তর্ভুক্ত আছে কিনা.

সুতরাং এটা ক্লিয়ার চিকিৎসক হওয়ার মৌলিক পড়াশোনা নার্স, সাইকোলজিস্ট ও পুষ্টিবিদদের নাই। সুতরাং ফিজিওথেরাপিস্টদের সাথে তাদের তুলনা করে চিকিৎসক দাবি হাসি তামাশারও সুযোগ নাই।

এবার কথা হলো কে ডাক্তার কে ডাক্তার নয় তা ঠিক করে দেয় সংশ্লিষ্ট শাস্ত্র । ফিজিওথেরাপি শাস্ত্র অনুযায়ী ফিজিওথেরাপিস্ট রোগ বা সমস্যা নির্ণয় করে,ফিজিওথেরাপি ইন্টারভেনশনের ডোজ উল্লেখ করে প্রেসক্রিপশন করে, ফিজিওথেরাপি ইন্টারভেনশন ব্যবহার করে চিকিৎসা করে।
✪নার্স, পুষ্টিবিদ এবং সাইকোলজিস্টরা কি রোগ বা সমস্যা নির্ণয় করতে পারে?
✪তাদের কি আলাদা কোনও ইন্টারভেনশন আছে যা দ্বারা রোগ আরোগ্য বা উপশম হয়??

এ দুই প্রশ্নের উত্তর হলো না।সুতরাং তারা কখনই চিকিৎসক হতে পারে না,পারবে না।

এবার আসুন একটু ডিকশনারীর অর্থ দিয়ে জাজ করি।
ব্রিটানিকা ডিকশনারিতে নার্সের অর্থ করা হয়েছে -
"a person who is trained to care for sick or injured people and who usually works in a hospital or doctor's office."
এখন বলেন নার্স কি চিকিৎসক হতে পারে?

অক্সফোর্ড ডিকশনারিতে পুষ্টিবিদের অর্থ করা হয়েছে-

"a person who is an expert on the relationship between food and health"

তাহলে বলেন পুষ্টিবিদের চিকিৎসক হওয়ার কোনও অপশন আছে?

সর্বশেষ সাইকোলজিস্ট এর মিনিং বুঝি আসুন কলিনস ডিকশনারি অনুযায়ী -
"A psychologist is a person who studies the human mind and tries to explain why people behave in the way that they do."

তাহলে তারা চিকিৎসক এরকম কোনও বিষয় এখানে নাই।

এবার আসুন দেখি বিভিন্ন ডিকশনারি ফিজিওথেরাপিস্ট নিয়ে কি বলছে।
অক্সফোর্ড লার্নাস ডিকশনারি তে বলা আছে-

"physiotherapist : a person whose job is to treat disease, injury or weakness in the joints or muscles by exercises, massage and the use of light and heat"

কলিনস ডিকশনারিতে বলা আছে-
"A physiotherapist is a person who treats people using physiotherapy."

তো দেখা গেল ডিকশনারি বলছে ফিজিওথেরাপিস্ট চিকিৎসা করে, বাকীরা করেনা।

এরপরও কারো সন্দেহ হলে আসেন শাস্ত্র অনুযায়ী ধাপে ধাপে আলোচনা করব রেফারেন্সসহ।

আমার এই পোস্ট কোনওমতেই নার্স,নিউট্রিশনিস্ট বা সাইকোলজিস্টদের অসম্মান এর জন্য নয়।তারা কেও চিকিৎসক নয়। কিন্তু তারাঁ সবাই সম্মানিত পেশাজীবি। তাদের শাস্ত্র অনুযায়ী তাদের কাজ আছে, তারাও মানুষের জন্য মেধা ও শ্রম প্রয়োগ করে।তারাও বিশ্ববিদ্যালয় স্বীকৃত ডিগ্রিধারী। আমরা কিছু সংখ্যক অকালপক্ক নব্য MBBS/MBBS শিক্ষার্থীদের মত অন্য পেশাজীবিদের তুচ্ছতাচ্ছিল্য করতে শিখি নাই। আমরা যেমন এমবিবিএস ডাক্তারদের সম্মান করি, সম্মান করি সকল পেশাজীবিদের। শুধু ফিজিওথেরাপির ডাক্তার নিয়ে কোনও অপপ্রচার বরদাশত করি না,করব না।

©
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
সিনিয়র ক্লাসিক্যাল ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার,
ঢাকা

27/08/2022

"বিএমডিসি আইন -২০১০ থাকার পরও যেভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার "(পর্ব-১)

অনলাইনে বেশ কিছু নব্য পাস করা MBBS /MBBS অধ্যয়নরত শিক্ষার্থী পরিচালিত পেজ আছে যারা ঢালাওভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার নয় এটা প্রচার করে বিএমডিসি আইনের দোহাই দিয়ে। কখনও কখনও তারা সীমা লঙ্ঘন করে ফিজিওথেরাপিস্টদের সাথে সাইকোলজিস্ট, পুষ্টিবিদ এদের তুলনা করে।
আজকে এই দুটো বিষয়ই ক্লিয়ার করব।

বিএমডিসি আইন ২০১০ এর ধারা ২ এর ১০ নং উপধারায় লেখা আছে-

"(১০) ‘‘মেডিসিন’’ অর্থ আধুনিক বৈজ্ঞানিক মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিকস, কিন্তু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত মেডিসিন ও সার্জারী ইহার অন্তর্ভুক্ত হইবে না"

অর্থাৎ এই আইনটি মডার্ন মেডিসিন তথা এ্যালোপ্যাথি প্র্যাকটিস, সার্জারী ও অবস. প্র্যাকটিস যারা করে তাদের জন্যই শুধু প্রযোজ্য। ভেটেরিনারী ডাক্তার ও সার্জনরা যে এই আইনে নয়, তাও ক্লিয়ার করে বলা আছে।
দন্ত চিকিৎসাকে এই আইনে আলাদা করে দেওয়া আছে এবং এ্যালোপ্যাথির অন্তর্ভুক্ত করা হয় নি। এইজন্য মেডিকেল এবং ডেন্টাল আলাদা আলাদা করে চিহ্নিত ও সঙ্গায়িত করা হয়েছে।
তাহলে বুঝা গেলো-
১.এই আইনটি এ্যালোপ্যাথি ও দন্ত চিকিৎসা কারা করবে আর কারা করতে পারবে না তা ঠিক করে দিয়েছে।
২.এ্যালোপ্যাথি চিকিৎসার বাইরে অন্য কোনও চিকিৎসা পদ্ধতির উপর এটার কোনও এখতিয়ার নেই।

এবার আসুন দেখি যে ২৯ ধারা নিয়া অপপ্রচার করা হয় তাতে কি লিখা আছে। ২৯ ধারা ১ উপধারাতে বলা আছে-

" ২৯। (১) এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করিবেন না যাহার ফলে তাহার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেহ মনে করিতে পারে, যদি না উহা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হইয়া থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেনা।"

এখানে পুরো ধারাটা পড়লে ক্লিয়ার বুঝা যাচ্ছে, মেডিকেল চিকিৎসক হলে MBBS এবং দন্ত চিকিৎসক হলে BDS ডিগ্রি লাগবে। মেডিকেল চিকিৎসা করতে এবং দন্ত চিকিৎসা করতে MBBS এবং BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবেন না।
অথচ এই ধারাটি পুরো না দেখে শেষাংশ তুলে ধরে বারবার বলা হয় পুরো দেশে MBBS ও BDS ব্যতীত কেও ডাক্তার নয়।
উপরিউক্ত আলোচনায় ৩ টি বিষয় ক্লিয়ার হলো-
১.মেডিকেল চিকিৎসক তথা এ্যালোপ্যাথি চিকিৎসা করতে এমবিবিএস ন্যূনতম লাগবে।
২.দন্ত চিকিৎসার জন্য ন্যূনতম বিডিএস ডিগ্রি লাগবে।
৩.এই দুই চিকিৎসার ক্ষেত্রে MBBS ও BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবে না।

এবার আসুন ফিজিওথেরাপিস্টদের অবস্থান কি-
১.ফিজিওথেরাপি হলো এ্যালোপ্যাথি চিকিৎসা নয়,হোমিওপ্যাথি চিকিৎসাও নয়,দন্ত চিকিৎসাও নয়।ফিজিওথেরাপি হলো স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। কারন-

"ফিজিওথেরাপি হলো তাপ,চাপ, জল,বিদ্যুৎ, বায়ু,মাটি,তরঙ্গ, ঘর্ষণ, শক্তি,বল ইত্যাদি বিভিন্ন ভৌত উপাদান ও পদ্ধতি দ্বারা চিকিৎসা। এজন্য ফিজিওথেরাপি অর্থই হলো "ভৌত চিকিৎসা"।

যেহেতু ফিজিওথেরাপি বিএমডিসি আইনে বর্ণিত চিকিৎসার অন্তর্ভুক্ত নয়। তাই ফিজিওথেরাপিস্ট তথা ভৌত চিকিৎসকরা ডা. নাকি ডা. নয় তা নিয়ে বলার এখতিয়ার কোনও এমবিবিএসের নাই।

২.যেহেতু ফিজিওথেরাপিস্টরা মেডিক্যাল চিকিৎসক নয়,ডেন্টাল চিকিৎসকও নয়। তারা ফিজিওথেরাপি চিকিৎসক তথা ভৌত চিকিৎসক। সেহেতু তাদের ডাঃ লিখার জন্য MBBS ও বিডিএস ডিগ্রির প্রয়োজন নাই।

আমি জানি এরপরও কিছু মানুষের সন্দেহ কাজ করবে। তাই তাদের জন্য বলছি। বিএমডিসি আইনের এই ২৯(১) নং ধারা যে ফিজিওথেরাপিস্টদের উপর প্রযোজ্য হবে না এটা মহামান্য হাইকোর্ট ও বলে দিছে যারা নং ১০৯৯৮/২০১১।

সুতরাং " অল্পবিদ্যা ভয়ংকরী " এই প্রবাদ কে সত্য না করে আরো পড়াশোনা করে মেডিকেল পেজ চালানো উচিৎ।
এমবিবিএস পড়লে বা পাস করলেই সবজান্তা শমসের হয় না।
এমবিবিএস মানেই একসাথে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে ফেলা না।
এমবিবিএস এ্যালোপ্যাথি চিকিৎসা ও শল্য চিকিৎসার একটি স্নাতক কোর্স মাত্র। আর দশটা ডিসিপ্লিনের স্নাতক কোর্সের মতই এটিও একটি স্নাতক কোর্স। একটি প্রতিযোগীতামূলক পরীক্ষার ভিতর দিয়ে এখানে আসতে হয় বলে নিজেদের "সো স্পেশাল" ভাবার কারন নেই। মেধার প্রমাণ দিয়ে আসতে হয় ও কঠিন অধ্যবসায় দিয়ে পাস করতে হয় বলেই মানুষ সম্মান করে। আমরাও সম্মান করি। কিন্তু এর মানে এটা নয়" অন্য সকল চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কোনও এমবিবিএস বা বিডিএস ডাক্তারের আছে। "
বি কেয়ারফুল।
(লেখা বড় হয়ে যাচ্ছে । তাই পরবর্তী পোস্টে ফিজিওথেরাপিস্টদের সাথে কেন নার্স,পুষ্টিবিদ ও সাইকোলজিস্টদের তুলনা চলবে না তা নিয়া আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ)।

©
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
সিনিয়র ক্ল্যাসিক্যাল ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার, ঢাকা।

13/05/2021

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

বিপিডিএফ এর পক্ষ থেকে সবাইকে
ঈদের শুভেচ্ছা।
ঘরে থাকুন, সুস্থ্য ও সুন্দর থাকুন।

বাংলাদেশ ফিজিওথেরাপি ডেভেলপমেন্ট ফোরাম (বিপিডিএফ) এর পক্ষ হতে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।'ঈদ মোবারক'
24/05/2020

বাংলাদেশ ফিজিওথেরাপি ডেভেলপমেন্ট ফোরাম (বিপিডিএফ) এর পক্ষ হতে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
'ঈদ মোবারক'

শারীরিক জটিলতায় বিপিটি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, ভূয়া চিকিৎসক হতে এড়িয়ে চলুন।
14/05/2020

শারীরিক জটিলতায় বিপিটি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, ভূয়া চিকিৎসক হতে এড়িয়ে চলুন।

আমরা যতই বলি,, যখন নিজেকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করবেন,, তখন অবশ্যই প্রফেশনাল ইথিক্স মেনে নিজেকে প্রেজেন্ট করা।দিন দিন ...
07/05/2020

আমরা যতই বলি,, যখন নিজেকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করবেন,, তখন অবশ্যই প্রফেশনাল ইথিক্স মেনে নিজেকে প্রেজেন্ট করা।

দিন দিন যেভাবে মিডিয়ায় আপনারা রোগীদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসক হয়ে শুধু ব্যয়াম সাজেস্ট করছেন,, এতে করে সাধারন জনগন বুঝে যাচ্ছে আমরা ব্যায়াম বিশেষজ্ঞ।। যদি ব্যায়াম নিয়ে মিডিয়ায় লিখতে হয়,,দয়াকরে পরিচয়টা ব্যায়াম বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে উপস্থাপন করবেন।।।

এই গুটিকয়েক এর জন্য,, যখন আমাদের প্রফেশনাল স্যাররা কোন রোগীকে ( যেমনঃ ফ্রোজেন সোল্ডার,ব্যাক পেইন) আরও অনেক রোগের চিকিৎসার জন্য, যখন চিকিৎসা ব্যায়াম বা থেরাপিউটিক এক্সারসাইজ প্রেসক্রাইব করে,,তখন রোগীরা বলে থাকে এসব ব্যায়াম তো আমরা আগে থেকেই বাসায় করে থাকি।

তাই আমাদের উচিত,, প্রফেশনাল ইথিক্স মেনে মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করা।

আর এইসব বয়কট করুন।।❎❎❎

(আমাদের এইরকম অভিযান চলতেই থাকবে)।।

05/05/2020

:
,

1. Be aware of quack persons doing physiotherapy.
2.Consult your physiotherapy doctors to get better treatment outcomes.
3. Ask your physiotherapy doctor for prescription.
4. Enquire about the qualification of your visiting physiotherapists.
5. Follow the instructions only given by your physiotherapy doctor.

Physiotherapy is not a subdivision of any other medical profession.other medical professionals irrespective of their highest qualification can only refer patient for physiotherapy, cannot prescribe treatment guidelines.
So always follow the treatment parameters prescribed by a qualified physiotherapy doctor only.

ফিজিওথেরাপি সম্পর্কে সচেতন হোন, অপচিকিৎসা হতে দূরে থাকুন।
04/05/2020

ফিজিওথেরাপি সম্পর্কে সচেতন হোন, অপচিকিৎসা হতে দূরে থাকুন।

02/05/2020

আমরা ফিজিওথেরাপিষ্ট হিসেবে গর্বিত...
We are proud to be Physiotherapist....

ফিজিওথেরাপি প্রাকটিশনার কর্তৃক পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি গ্রহন করুন। কোন প্রেক্রিপশনে সিল দিয়ে বা ছাপানো কাগজে কিছু হিট নামক থেরাপি দাগ দিয়ে দেয়া ফিজিওথেরাপি গ্রহন করবেন না। চিকিৎসক মানেই তিনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নয়।বর্তমানে অর্থ লোভী কতিপয় চিকিৎসক কিছু শব্দ বিক্রি করে কমিশনের বিনিময়ে ভুল বা অসম্পুর্ন ফিজিওথেরাপি পরামর্শ দিচ্ছে এবং নিদৃষ্ট কিছু অসাধু সেন্টারে যেতে বাধ্য করছে অন্যথায় রুগীদের সহিত খারাপ আচরন করছে। এ ধরনের ফিজিওথেরাপি গ্রহণ করে রোগিরা উপকৃত না হয়ে পঙ্গুত্ব বরণ করছেন বা অতিরিক্ত ঔষধ গ্রহন বা অপারেশনের মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

অথচ দেশের বহু অভিজ্ঞ চিকিৎসক আছেন তাদের রোগীদের মেডিসিন পরামর্শ দিয়ে সরাসরী একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের নিকট রেফার্ড করেন বা প্রয়োজনে সম্মিলিত আলোচনায় রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করছেন।

???
কে বা কারা ফিজিওথেরাপি প্রাকটিশনারঃ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদ থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রি অর্জন কারীগন ফিজিওথেরাপি প্রাকটিশনার।

*ব্যায়াম সাজেস্ট করে বিপিএড ডিগ্রিধারীরা৷*বিপিটি/বিএসপিটি চিকিৎসকরা "থেরাপিউটিক এক্সারসাইজ" বা "চিকিৎসা ব্যায়াম" সাজেস্ট...
01/05/2020

*ব্যায়াম সাজেস্ট করে বিপিএড ডিগ্রিধারীরা৷
*বিপিটি/বিএসপিটি চিকিৎসকরা "থেরাপিউটিক এক্সারসাইজ" বা "চিকিৎসা ব্যায়াম" সাজেস্ট করে থাকে।
**ফিজিওথেরাপির নামে যারা এরকম ব্যায়াম প্রচার করে এরা নিঃসন্দেহে কোয়াক বা হাতুড়ে। এদের ডিগ্রি থাকলেও সেই ডিগ্রি প্রশ্নবিদ্ধ (?)।এধরণের কোয়াকদের বর্জন করুন!

24/04/2020

*ফিজিওথেরাপি পেশাজীবিদের BMDC নিয়ন্ত্রন করে না। এ পেশাজীবিদের নিয়ন্ত্রন কাউন্সিল গঠন প্রক্রিয়াধীন।
*মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ফিজিওথেরাপি চিকিৎসকগণ ' ডা:' প্রিফিক্স ব্যবহার করেন।
*ফিজিওথেরাপি চিকিৎসকগন নামের শেষে ডিগ্রী বা ফিজিওথেরাপি প্র্যাকটিশনার বা ফিজিওথেরাপিস্ট লিখে থাকেন।
*অনেকে তাদের ডাকনাম বা নিকনেম হিসেবে নামের শেষে 'পিটি' লিখে যার সাথে ফিজিওথেরাপি পেশার সম্পর্ক নাই।
*অনেক কোয়াক বা হাতুড়ে নামের শেষে 'পিটি' লিখে সংক্ষিপ্তরুপ বলে চালিয়ে সাধারন জনগনের সাথে প্রতারনার আশ্রয় নেয়। এদেরকে পরিহার করুন।
*মনে রাখবেন ফিজিওথেরাপি প্র্যাকটিশনারগন স্বচ্ছ ও নৈতিকবোধসম্পন্ন। কোন ধরনের প্রতারণার আশ্রয় নেবার তাদের প্রয়োজন নাই।

23/04/2020

*ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যায়ামের কোনও অস্তিত্ব নাই।
*বিপিএড ডিগ্রীধারী ফিজিক্যাল এডুকেটররা ব্যায়াম শিখায়।
*বিপিটি/বিএসপিটি ডিগ্রীধারীরা "থেরাপিউটিক এক্সারসাইজ বা চিকিৎসা ব্যায়াম" প্রেসক্রিপশন করে ।
*সাধারন ব্যায়াম আর চিকিৎসা ব্যায়াম এক বিষয় নয়,যেমন মাদক হিসেবে ড্রাগ আর ঔষধ হিসেবে ড্রাগ এক কথা নয়।
*"থেরাপিউটিক এক্সারসাইজ" ফিজিওথেরাপির একটি চিকিৎসা ইন্টারভেনশন মাত্র। ফিজিওথেরাপির আরো অনেক ইন্টারভেনশন রয়েছে।।
*যারা ফিজিওথেরাপি প্র্যাকটিস করে ব্যায়াম বলে তিনি নিঃসন্দেহে একজন কোয়াক বা হাতুড়ে

*কোয়াককে পরিহার করুন, সচেতন হউন।

সচেতন হোন, নয় তো অপচিকিৎসায় স্বীকার হবেন।
22/04/2020

সচেতন হোন, নয় তো অপচিকিৎসায় স্বীকার হবেন।

22/04/2020

আপনি জানেন কি?
*ফিজিওথেরাপি চিকিৎসা শুধুমাত্র স্নাতক(BPT/BSPT) ডিগ্রিধারীদের প্রেসক্রিপশনেই দেওয়া বৈধ।
* BPT/BSPT একটি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রি।
*ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয় থেকে BPT/BSPT ডিগ্রি প্রদান করা হয়৷
*মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে 5 বছরে বিশ্ববিদ্যালয়ের ৪ টি প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে BPT/BSPT ডিগ্রি অর্জন করতে হয়।
*বাংলাদেশে একমাত্র BPT/BSPT ডিগ্রিধারীরাই স্নাতকে প্রায় ৪৩টি সাবজেক্ট পড়ে এবং পরীক্ষা দেয়।
*BPT/BSPT ডিগ্রিধারীরা ১ বছর ইন্টার্নশিপ বাধ্যতামুলকভাবে করে থাকে।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওথেরাপির নামে অপপ্রচাররোধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category