27/08/2022
"বিএমডিসি আইন -২০১০ থাকার পরও যেভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার "(পর্ব-১)
অনলাইনে বেশ কিছু নব্য পাস করা MBBS /MBBS অধ্যয়নরত শিক্ষার্থী পরিচালিত পেজ আছে যারা ঢালাওভাবে ফিজিওথেরাপিস্টরা ডাক্তার নয় এটা প্রচার করে বিএমডিসি আইনের দোহাই দিয়ে। কখনও কখনও তারা সীমা লঙ্ঘন করে ফিজিওথেরাপিস্টদের সাথে সাইকোলজিস্ট, পুষ্টিবিদ এদের তুলনা করে।
আজকে এই দুটো বিষয়ই ক্লিয়ার করব।
বিএমডিসি আইন ২০১০ এর ধারা ২ এর ১০ নং উপধারায় লেখা আছে-
"(১০) ‘‘মেডিসিন’’ অর্থ আধুনিক বৈজ্ঞানিক মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিকস, কিন্তু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত মেডিসিন ও সার্জারী ইহার অন্তর্ভুক্ত হইবে না"
অর্থাৎ এই আইনটি মডার্ন মেডিসিন তথা এ্যালোপ্যাথি প্র্যাকটিস, সার্জারী ও অবস. প্র্যাকটিস যারা করে তাদের জন্যই শুধু প্রযোজ্য। ভেটেরিনারী ডাক্তার ও সার্জনরা যে এই আইনে নয়, তাও ক্লিয়ার করে বলা আছে।
দন্ত চিকিৎসাকে এই আইনে আলাদা করে দেওয়া আছে এবং এ্যালোপ্যাথির অন্তর্ভুক্ত করা হয় নি। এইজন্য মেডিকেল এবং ডেন্টাল আলাদা আলাদা করে চিহ্নিত ও সঙ্গায়িত করা হয়েছে।
তাহলে বুঝা গেলো-
১.এই আইনটি এ্যালোপ্যাথি ও দন্ত চিকিৎসা কারা করবে আর কারা করতে পারবে না তা ঠিক করে দিয়েছে।
২.এ্যালোপ্যাথি চিকিৎসার বাইরে অন্য কোনও চিকিৎসা পদ্ধতির উপর এটার কোনও এখতিয়ার নেই।
এবার আসুন দেখি যে ২৯ ধারা নিয়া অপপ্রচার করা হয় তাতে কি লিখা আছে। ২৯ ধারা ১ উপধারাতে বলা আছে-
" ২৯। (১) এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করিবেন না যাহার ফলে তাহার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেহ মনে করিতে পারে, যদি না উহা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হইয়া থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেনা।"
এখানে পুরো ধারাটা পড়লে ক্লিয়ার বুঝা যাচ্ছে, মেডিকেল চিকিৎসক হলে MBBS এবং দন্ত চিকিৎসক হলে BDS ডিগ্রি লাগবে। মেডিকেল চিকিৎসা করতে এবং দন্ত চিকিৎসা করতে MBBS এবং BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবেন না।
অথচ এই ধারাটি পুরো না দেখে শেষাংশ তুলে ধরে বারবার বলা হয় পুরো দেশে MBBS ও BDS ব্যতীত কেও ডাক্তার নয়।
উপরিউক্ত আলোচনায় ৩ টি বিষয় ক্লিয়ার হলো-
১.মেডিকেল চিকিৎসক তথা এ্যালোপ্যাথি চিকিৎসা করতে এমবিবিএস ন্যূনতম লাগবে।
২.দন্ত চিকিৎসার জন্য ন্যূনতম বিডিএস ডিগ্রি লাগবে।
৩.এই দুই চিকিৎসার ক্ষেত্রে MBBS ও BDS ছাড়া কেও ডাঃ লিখতে পারবে না।
এবার আসুন ফিজিওথেরাপিস্টদের অবস্থান কি-
১.ফিজিওথেরাপি হলো এ্যালোপ্যাথি চিকিৎসা নয়,হোমিওপ্যাথি চিকিৎসাও নয়,দন্ত চিকিৎসাও নয়।ফিজিওথেরাপি হলো স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। কারন-
"ফিজিওথেরাপি হলো তাপ,চাপ, জল,বিদ্যুৎ, বায়ু,মাটি,তরঙ্গ, ঘর্ষণ, শক্তি,বল ইত্যাদি বিভিন্ন ভৌত উপাদান ও পদ্ধতি দ্বারা চিকিৎসা। এজন্য ফিজিওথেরাপি অর্থই হলো "ভৌত চিকিৎসা"।
যেহেতু ফিজিওথেরাপি বিএমডিসি আইনে বর্ণিত চিকিৎসার অন্তর্ভুক্ত নয়। তাই ফিজিওথেরাপিস্ট তথা ভৌত চিকিৎসকরা ডা. নাকি ডা. নয় তা নিয়ে বলার এখতিয়ার কোনও এমবিবিএসের নাই।
২.যেহেতু ফিজিওথেরাপিস্টরা মেডিক্যাল চিকিৎসক নয়,ডেন্টাল চিকিৎসকও নয়। তারা ফিজিওথেরাপি চিকিৎসক তথা ভৌত চিকিৎসক। সেহেতু তাদের ডাঃ লিখার জন্য MBBS ও বিডিএস ডিগ্রির প্রয়োজন নাই।
আমি জানি এরপরও কিছু মানুষের সন্দেহ কাজ করবে। তাই তাদের জন্য বলছি। বিএমডিসি আইনের এই ২৯(১) নং ধারা যে ফিজিওথেরাপিস্টদের উপর প্রযোজ্য হবে না এটা মহামান্য হাইকোর্ট ও বলে দিছে যারা নং ১০৯৯৮/২০১১।
সুতরাং " অল্পবিদ্যা ভয়ংকরী " এই প্রবাদ কে সত্য না করে আরো পড়াশোনা করে মেডিকেল পেজ চালানো উচিৎ।
এমবিবিএস পড়লে বা পাস করলেই সবজান্তা শমসের হয় না।
এমবিবিএস মানেই একসাথে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে ফেলা না।
এমবিবিএস এ্যালোপ্যাথি চিকিৎসা ও শল্য চিকিৎসার একটি স্নাতক কোর্স মাত্র। আর দশটা ডিসিপ্লিনের স্নাতক কোর্সের মতই এটিও একটি স্নাতক কোর্স। একটি প্রতিযোগীতামূলক পরীক্ষার ভিতর দিয়ে এখানে আসতে হয় বলে নিজেদের "সো স্পেশাল" ভাবার কারন নেই। মেধার প্রমাণ দিয়ে আসতে হয় ও কঠিন অধ্যবসায় দিয়ে পাস করতে হয় বলেই মানুষ সম্মান করে। আমরাও সম্মান করি। কিন্তু এর মানে এটা নয়" অন্য সকল চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কোনও এমবিবিএস বা বিডিএস ডাক্তারের আছে। "
বি কেয়ারফুল।
(লেখা বড় হয়ে যাচ্ছে । তাই পরবর্তী পোস্টে ফিজিওথেরাপিস্টদের সাথে কেন নার্স,পুষ্টিবিদ ও সাইকোলজিস্টদের তুলনা চলবে না তা নিয়া আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ)।
©
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
সিনিয়র ক্ল্যাসিক্যাল ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার, ঢাকা।