MadnesS

MadnesS You have a dream to make every moment amusing and Enjoyable! You always work hard to set up your dream. MADNESS coloring your dream.

24/05/2024

"আল্লাহর দান মায়ের দোয়া" ক্রিকেট টিমের আমেরিকান বিধর্মীদের হেদায়েতের নিয়তে তাবলীগ সফরের সদস্যবৃন্দ।

নাজমুল হোসেন শান্ত (গাঁয় মানেনা আপনি মোড়ল),
তাসকিন আহমেদ (বড় হুজুরের খাদেম),
লিটন দাস, (পিনাকি টাইপ মুমিন)
সৌম্য সরকার, (দেখি না কি করি)
তানজিদ হাসান তামিম (রাধুনী)
সাকিব আল হাসান, (এলাকার নেতা বড়ভাই)
তাওহিদ হৃদয়,(হেদায়েতের খোঁজে)
মাহমুদুল্লাহ রিয়াদ (মুরুব্বি হুজুর),
জাকের আলী, (নতুন হাজ্বী)
মোহাম্মদ তানভির ইসলাম, (মুরুব্বিরা জোর কইরা পাঠাইছে)
শেখ মাহাদি, (বড়ভাইয়েরা ডাকছে তাই আসছি)
রিশাদ হোসেন, (তৌহিদী জনতা)
মুস্তাফিজুর রহমান, (হাফপ্যান্ট মুমিন)
শরিফুল ইসলাম, (সাপ্তাহিক মুমিন)
তানজিম সাকিব । (মুরুক্ষসোডা মুমিন)

:হাসান মাহমুদ, (হেদায়েতের আসায় ঘুরাঘুরি)
আফিফ হোসেন ধ্রুব (আইলাম ভাই বেরাদারের লগে)

পলাশ আহমেদ

16/04/2024
দেশ হয়েছে মগের মুলুকবালতি ভরা তেলঅনেক পদের তেল আছে ভাইতেলেই করে খেল।পদে তেল বিপদে তেলতেল বেগুনে লড়াইকার চেয়ে কার তেল বেশ...
08/04/2024

দেশ হয়েছে মগের মুলুক
বালতি ভরা তেল
অনেক পদের তেল আছে ভাই
তেলেই করে খেল।

পদে তেল বিপদে তেল
তেল বেগুনে লড়াই
কার চেয়ে কার তেল বেশি
করছে তারই বড়াই।

ব্যনারে তেল ম্যনারে তেল
তেল ভরা ফেস্টুন
বক্তৃতাতে তেল চুপচুপে
নেতার গুনাগুন।

ধর্মেও তেল কর্মেও তেল
কাজে লবডংকা
তেল না দিলে জাত যদি যায়
মনে বড়ই শংকা

ধান্দা করা আন্ধা শুয়োর
তেলের অংক কষে
আতেল ভয়ে বোতল মারে
পাগল মুচকি হাসে।

©পলাশ আহমেদ

27/03/2024

-চিনু মিয়ার চটি-

চিনু মিয়া ইদানিং বোধকরি গাঁজা খাওয়ার পরিমান বাড়িয়ে দিয়েছে। কি সব আবোল তাবল প্রশ্ন নিয়ে সামেনে আসে তার উত্তর দেয়া আমার জন্য কস্টসাধ্য। কিন্তু পীরের নাতী হিসেবে যেহেতু সে আমায় খুব মান্য করে উত্তর তো দিতেই হবে। তার দৃষ্টিতে আমি তার পীর। আর সে আমার একমাত্র মুরিদ।

বাড়ির সামনের কাচারি ঘরে বসে বসন্তের হাওয়া খাচ্ছিলাম। রোজার মাসে দিনের বেলায় খাবার হিসেবে এই বাতাস, বস আর বউয়ের ঝাড়ি খেলে রোজা ভাঙ্গে না। চিনু মিয়া কিঞ্চিত টলতে টলতে যখন সামনে এস সালাম দিলো, বুঝলাম এই বান্দা দিয়ে আর যাই হোক ধর্ম কর্ম হবে না। সালামের উত্তর দিয়ে হাতের ইসারায় বসতে বললাম। ইদানিং চিনু মিয়া সামনে আসলেই নিজের বেতর কেমন একটা আসল পীরের ভাব আসে।

চারিদিক খোলা টিনের কাচাবী ঘরে একটাই খাট পাতা গরমের দিনে একটু প্রশান্তির জন্য। দুপুর গড়িয়ে গিয়েছে। আমি বগলের নিচে বালিস দিয়ে কাত হয়ে একটু পীর কায়দায় শুয়ে আছি। সামনে চিনু মিয়া বসা। একটু রাগতঃ সরে বললাম,
-কিরে রোজা রাখিস না আবার খেযে দেয়ে সামনে দিয়ে ঘুরিস, এইটা তো রোজার মাসে বেয়াদবি।

মাথা চুলকানো দেখে বুঝলাম আমার খবর আছে। চিনু প্রশ্ন করবে।
-মাথা চুলকাইতেছো কেন মিয়া। কইয়া ফালাও।
-না মানে ছোট হুজুরের কাছে কিছু জানার ছিলো।
-বলে ফেলো।
-হুজুর, বর্তমানে তো বোজার মাস চলো। আমি নাহয় পাগল ছাগল মানুষ। ধম্ম-কম্ম করি না। যারা ধম্ম পালন করে তারা কেন এমন?
আমার শরীরের রক্ত প্রবাহ বাড়ছে। ও নিশ্চই ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে। কি বলতে কি বলি আর কে কি বোঝা, শেষে না কল্লাটা হারােই। আমি তাকে জিজ্ঞেস করলাম,
-কেমন? (গলাটা মনেহয় একটু কাপলো। ইদানিং এই বিষয়ে কথা বলতে ভয় লাগে)
-এই ধরেন রমজান মাস সংযোমের মাস। মানে আপনি রোজা রাখবেন আপনার সোয়াবের আশায়, জান্নাতের আশায়। করেন, ভালোকথা।কিন্তু আপনি আমারে নিয়া টানাটানি কেন করতেছেন?
-তোরে টানলাম কই?
-এই যে ধরেন আপনি রোজা রাখবেন, আপনার সামনে খাওয়া যাবে না। আপনার কাজের টাইম কমায় দিতে হবে, আপনার জন্য আমার উৎসব বাদ দিতে হবে, আপনার সকল কষ্ট অর্ধেক করে দিতেহবে, আর আপনি কি করবেন? সামান্য কয়েক ঘন্টা না খেয়ে এমন ভাব করবেন যে ইফতার থেকে সেহরী পর্যন্ত এক দিনে এক সপ্তাহের খাবার খেয়ে সংযোম করবেন। এতে কি আল্লাহ সোয়াব আপনারে দিবে নাকি আপনার জন্য অন্য যারা কষ্ট করলো তাদের দেবে?

এই এ্যঙ্গেল থেকে প্রশ্ন আসবে ভাবিনি। কিছুটা ইতস্তত করে বললাম,
তউ এখন যা। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। দেখি নানাজান খোয়াবে এসে কোন উত্তর দেন কি না ।

চলবে.......

পলাশ আহমেদ

আর এই উট চলে ফেরে ঘাষ খায় সরকারি মদদে।
26/03/2024

আর এই উট চলে ফেরে ঘাষ খায় সরকারি মদদে।

Happy Birthday Daddy of allrounder's ❤️❤️❤️❤️❤️
24/03/2024

Happy Birthday Daddy of allrounder's ❤️❤️❤️❤️❤️

31/12/2023

Happy new year 2024

26/07/2021

আমিও জানতে চাই
কেনো? কোনে? কেনে?

বসেন বসেন
13/07/2021

বসেন বসেন

04/06/2021

আসেন গল্প করি

শুভ জন্মদিন প্রানের কবি....
25/05/2021

শুভ জন্মদিন প্রানের কবি....

 #বউপিডিয়া-৯
25/05/2021

#বউপিডিয়া-৯

20/05/2021

গত ৩৬ বছরে মানুষ নিজের পায়ে কতটা কুড়াল মেরেছে তার তথ্য প্রকাশ করেছে গুগল। নিজ চোখে দেখুন আর ভাবুন....

সন্তানের জন্য কি রেখে গেলেন??

18/05/2021

বন্ধ হোক মানুষ হত্যা। বন্ধ হোক আগ্রাসন।

https://youtu.be/SdzoSboxank
17/05/2021

https://youtu.be/SdzoSboxank

A tower block in Gaza, housing media organisations, including The Associated Press and Al-Jazeera, plus a number of offices and apartments, has collapsed aft...

 #বউপিডিয়া-০৮
15/05/2021

#বউপিডিয়া-০৮

 #বউপিডিয়া-৭
13/05/2021

#বউপিডিয়া-৭

সঙ্গী বলুন, ওষুধ-পথ্য বলুন বা সম্পদ বলুন,গাছের মত বন্ধু দ্বিতীয়টি নেই।
12/05/2021

সঙ্গী বলুন, ওষুধ-পথ্য বলুন বা সম্পদ বলুন,
গাছের মত বন্ধু দ্বিতীয়টি নেই।

 #বউপিডিয়া
11/05/2021

#বউপিডিয়া

সিনেমার নাম--“ধর সাইকেল মুতে আসি”।
08/05/2021

সিনেমার নাম--
“ধর সাইকেল মুতে আসি”।

Address

House#1. Road#9, Sector#13, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when MadnesS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MadnesS:

Videos

Share

Category

Nearby media companies