26/11/2024
খুলনা তেরখাদায় শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে, শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন।
খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা) মহিলা দাখিল মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে নারী ধর্ষন, ছাত্রী নিপিড়ক,ও বাল্য বিবাহের অভিযোগ উঠেছে মোঃ আলাউদ্দিন শিকদার নামের এক মাদ্রাসা শিক্ষকের নামে তার চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। এসময় স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। মঙ্গলবার দুপুরে মাদরাসা চত্ত্বর ও শেখপুরা বাজারের প্রধান সড়কে শিক্ষক মোঃ আলাউদ্দিন শিকদারের কঠোর শাস্তির দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এলাকা বাসির সুত্রে জানা গেছে, উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা) মহিলা দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় বেঞ্চের নিচ দিয়ে ছাত্রীর শরীর স্পর্শ সহ নানাভাবে যৌন হয়রানি করে ওই শিক্ষক। ভুক্তভুগি শিক্ষার্থী মাদরাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা কারন জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা খুলে বলে। এ ব্যাপারে শিক্ষার্থীর মা বাদী হয়ে তেরখাদা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন।
মানবন্ধনে বক্তারা জানান, পূর্বেও ওই শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি এবং মাদরাসার এক ছাত্রীকে বিয়ে করে ৩ বছর পর তালাক দেওয়ার অভিযোগ রয়েছে। মাদরাসার পুরুষ শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করে সেখানে অন্যান্য ছাত্রীরাও নিরাপদ না। এমন চরিত্রহীন শিক্ষককে চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।