12/07/2024
১৭টা কারণে তোমায় ভালোবাসি বইয়ের প্রি-অর্ডার
সুখবর!
প্রি-অর্ডার ঘোষণা....
নতুন করে আবারও চলে এল কুহক কমিক্স ও পাবলিকেশন থেকে প্রকাশিত আমার লেখা রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার "১৭টা কারণে তোমায় ভালবাসি" এর পেপারব্যাক এডিশন। কম খরচে যাদের বড় কলেবরের রোমান্টিক ও থ্রিলার বই পছন্দ, তাদের জন্য কুহক কমিক্স ও পাবলিকেশনের এই অসাধারণ উদ্যোগ।
৬৪০০০ শব্দের উপন্যাসের একটা পাতায়ও আপনাদের বোরিং লাগবে না এই বিশ্বাস আমি আমার এগারো বছরের লেখালেখির অভিজ্ঞতা প্রেক্ষিতে ধারণ করছি। বইটির সম্ভাব্য প্রকাশের তারিখ.... । এরমধ্যে চলবে প্রি-অর্ডার। প্রি-অর্ডারের সমস্ত লিংক কমেন্টে দেওয়া হল।
সারসংক্ষেপ :
উগ্র নারীবাদী লেখিকা নীহারিকা হান্নান সমাজে ঘটে চলা সত্য নারী নির্যাতনের ঘটনা নিয়ে গল্প, উপন্যাস লেখে। তার লেখনির মাধ্যমে দেশের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা সামনে উঠে আসে, এমনকি সামাজিক আন্দোলন সৃষ্টি হয় নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে প্রথমে বিচার এড়ানো নারী নির্যাতনকারীদের জেল তো বটে, ফাঁসিও হয়। কিন্তু তার দুনিয়া এলোমেলো হয়ে যায়, যখন এক উগ্র নারীবিদ্বেষী লেখক তার গল্পের মাধ্যমে প্রমাণ করে দেয়, একই নারী নির্যাতনের ঘটনায় নীহারিকার লেখনির উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলে যাদের ফাঁসি হয়েছিল, তারা ছিল নিরাপরাধ। এই ব্যাপারটা ফাঁস হলে নীহারিকার এবং উক্ত সামাজিক আন্দোলনের সাথে জড়িত আরো অনেকেরই বিশাল বিপদ! কাহিনীর মোড় ঘুরে যায়, যখন উক্ত নারীবিদ্বেষী লেখক উগ্র নারীবাদী নীহাকে প্রেমের প্রস্তাব দেয়। নীহা জড়িয়ে যায়, বিশ্বাস, অবিশ্বাস, নীতির যুদ্ধ, আর অস্তিত্ব রক্ষার এক অবিশ্বাস্য দাবা খেলায়…….
বই পরিচিতি:
নাম: ১৭ টা কারণে তোমায় ভালবাসি (পেপারব্যাক সংস্করণ)
লেখক: রায়হান মাসুদ
প্রকাশনী: কুহক কমিক্স এন্ড পাবলিকেশন্স
জনরা : রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার
পৃষ্ঠা: ২৫৫
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
প্রি-অর্ডার মুল্য: ২৯০ টাকা
প্রি-অর্ডার চলবে ২৮ জুলাই পর্যন্ত
প্রি অর্ডার করতে পারবেন বুকমার্ক, বইপিয়ন, রকমারি, বুকস এন্ড ক্রাফটস (দারাজ), এনি বুক বিডি থেকে
ইনশাআল্লাহ আপনাদেরকে রোমান্টিসিজম আর থ্রিলারের মিশেলের এক নতুন বাস্তবতায় নিয়ে যাবে বইটি। আশা করি, প্রি-অর্ডারের সময় থেকেই আপনারা সাথে থাকবেন বইটির।