Khadija Akter kona

Khadija Akter kona Hey, I 'm digital marketing specialist. Special l'm work social media marketing. I'm grow organic fol

15/12/2022

Believe yourself more than anything ❤️

Increase Instagram followers......Optimize your Instagram account.Keep a consistent content calendar.Schedule Instagram ...
06/12/2022

Increase Instagram followers......

Optimize your Instagram account.
Keep a consistent content calendar.
Schedule Instagram posts in advance.
Avoid fake Instagram followers.
Showcase your Instagram everywhere.
Post content followers want.
Get the conversation started.
Find hashtags that convert.

Facebook followers grow tips.....Run Facebook Ads.Invite People to Like Your Page.Create Viral Content.Host a Giveaway.P...
04/12/2022

Facebook followers grow tips.....

Run Facebook Ads.
Invite People to Like Your Page.
Create Viral Content.
Host a Giveaway.
Post Attention Grabbing Content.
Add a Facebook Likes Pop-Up.
Try Out Facebook Live.
Partner with an Influencer.

#

Social media v real life.Social media is an important thing in your activity.  when you are active, people will knock yo...
02/12/2022

Social media v real life.
Social media is an important thing in your activity. when you are active, people will knock you. When you are inactive, People will forget you. It’s the different Between real life and social media life. it’s also true your online business.

Story of the freelancer life🫣🫣
30/11/2022

Story of the freelancer life🫣🫣


Every success story is beautiful but no one knows the story of hard work behind success... 💥
01/11/2022

Every success story is beautiful but no one knows the story of hard work behind success... 💥

ফ্রিল্যান্সিং করতে ল্যাপটপ আর একটি স্মার্ট ফোনের প্রয়োজন, এছাড়া আর কী প্রয়োজন?- ফ্রিল্যান্সিং জগতে আসতে হলে প্রথমেই আপনা...
25/10/2022

ফ্রিল্যান্সিং করতে ল্যাপটপ আর একটি স্মার্ট ফোনের প্রয়োজন, এছাড়া আর কী প্রয়োজন?

- ফ্রিল্যান্সিং জগতে আসতে হলে প্রথমেই আপনার মনকে স্থির রাখতে হবে।
- ধৈর্যের শেষ সীমানায় নিজেকে নিয়ে পোঁছাতে হবে।
- আপনার টার্গেটটি নিশ্চিত করে রাখতে হবে।
- ইনকান নিয়ে ভাবনা ছেড়ে স্কিল নিয়ে ভাবতে হবে।

মনস্থির, ফ্রিল্যান্সিং বিষয়টি এমন নয় যে আপনি ৩/৪ মাসের কোর্স শেষ করে হাতে নাগালেই কাজ পেয়ে যাবেন। ধরুন, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করলেন। সাধারণত, কোর্সে আপনাকে কেবল শেখানো হবে,

কোন কাজটি কীভাবে করবেন।
কীভাবে ক্লাইন্টের সাথে ডিল করবেন।

এর থেকে বেশি আপনাকে শেখানো হবে না। সহজভাবে বললে ব্যাপারটি এমন দাঁড়ায় যে, আপনাকে হাত ধরে হাঁটা শেখানো হবে, যখন আপনি হাঁটা শিখে ফেলবেন তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে মার্কেটপ্লেসে। সুতরাং নিজে নিজেই হাঁটতে হবে।

একটি কোর্স থেকে আপনি কেবল এতটুকুই সাপোর্ট পাবেন। আপনাকে কেউ কাজ এনে দেবে না। কাজের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। নিজেই ক্লাইন্ট খুঁজতে হবে, নিজেই ক্লাইন্টকে সন্তুষ্ট করতে হবে, এবং আপনার প্রতি ক্লাইন্টের ভরসা বলেন বা বিশ্বাস তা কেবল আপনাকেই অর্জন করে নিতে হবে।

অনেকেই আছেন কোর্স করে কাজ পাচ্ছেন না। যা যা শেখানো হয়েছে সব টেকনিক এপ্লাই করেছেন তবুও কাজ পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে বলা যায় যে তাদের ভিত্তি মজবুদ করতে পারেননি। আপনি আপনার ভিত্তি মজবুদ করুন কাজ পেয়ে যাবেন। আর কাজ শিখেই যে কাজ পেয়ে যাবেন তা কোনো ইন্সটিটিউট গ্রান্টি দিতে পারবেন না। যারা এসব কথা বলে তাদেরকে এড়িয়ে চলাই শ্রেয়। সুতরাং একমাস, দুইমাস, পাঁচমাস, সাতমাস হোক তবুও আপনাকে আপনার কাজে অটল থাকতে হবে।

ধৈর্য, কথায় আছে সবুরে মেওয়া ফলে। তা কিন্তু অক্ষরে অক্ষরে ঠিক। অনেক সময় দেখা যায় যে ক্লাইন্ট আপনাকে প্রশ্ন করতে করতে আপনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিবে। তারপর দেখা যায় ক্লাইন্ট বলে উঠে “আমি চিন্তা করে জানাব”। আর আপনি দুইতিন দিন পর পর তাঁকে অনবরত নক দিলেন। তখন সে বিরক্ত হয়ে আপনাকে না বলে দিল আর তাতেই আপনি রেগে গিয়ে উলটো-পাল্টা কিছু বলে দিলেন। সাবধান এমন কাজ করবেন না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটি ক্লাইন্ট, সে আমার সাথে কাজ নিয়ে কথা বলত কিন্তু কাজ দিত না। বারবার তারিখ করত। আমিও কথা বলতাম। তবে আমি আশা ছেড়ে দিয়েছিলাম তার থেকে কাজ পাওয়ার। তো হঠাৎ একদিন দেখি ক্লাইন্ট অর্ডার দিয়ে ফেলেছে। তারপর আমাকে ছোট একটি এসএমএস করে বলে,

“তুমি অনেক ধৈর্যশীল। তোমার সাথে আমি কাজ করতে পারি। আর এতদিন আমি কাজ দিব দিব বলে যে তারিখ করেছি তার জন্য দুঃখিত, আমি ছুটিতে ফ্যামিলি নিয়ে ট্যুরে ছিলাম”

এখনো অবধি আমি এই ক্লাইন্টের সাথে কাজ করছি। সুতরাং, ডিজিটাল মার্কেটিং মানে শুধু নির্দিষ্ট ইনকাম নয়, আপনাকে মাথায় রাখতে হবে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে “অন্যের পকেটের টাকা আপনার পকেটে নিয়ে আসা”। আপনি ক্লাইন্টকে অফার করলেন আর ক্লাইন্ট আপনার অফার একসেপ্ট করে ফেলবে এমন আশা করাটা প্রায় বোকামি। বাইরের দেশের মানুষ অনেক হিসেব-নিকেশ করে চলাফেরা করে। তাদের কাছে সময়ের মূল্য যেমন রয়েছে তেমনি এক একটি পয়সারও মূল্য আছে। আপনি ধৈর্য ধরুন, নিজেকে এবং নিজের কাজকে সুন্দরভাবে ক্লাইন্টের সামনে উপস্থাপন করুন।

টার্গেট, আজকে কাজ পাননি কিংবা বিগত কয়েকমাস ধরে কাজ পাননি! ধ্যাত, না-বলে আপনার ক্লাইন্ট খোঁজার টার্গেট প্রতিদিন ফিলআপ করুন। এখানে কখনোই অলসতা টেনে আনবেন না। কিছু কিছু বিষয় আছে যা আপনার চাহিদা মতো ঘটবে না মাঝেমধ্যে ভাগ্যেরও সহায়তা লাগে।

ইনকাম এবং স্কিল, আপনি যদি রাতারাতি বড়লোক হতে চান তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়। আপনি বরং শেয়ার মার্কেটে যান বা অন্য কোথায় যেখানে রাতারাতি কপাল বদলায় কিংবা কপালে কেউ কেউ হাত দিয়ে বসে থাকে। একজন ফ্রিল্যান্সার যখন তার ইনকান দেখায় (আপনার উৎসাহ বাড়ানোর জন্য) তারমানে এই নয় যে আপনি কোর্স কমপ্লিট করলে এভাবে ইনকাম করতে পারবেন। তার ইনকামের পেছনে তার কতটুকু সময়, শ্রম ব্যয় হয়েছে সেটা নিয়ে কখনো ভেবেছেন? উপরের কথাগুলো সময় করে ভেবে দেখবেন।

ফ্রিল্যান্সিং জগতে আপনার স্কিল বা দক্ষতার উপর নির্ভর করে আপনার সফলতা।
ধন্যবাদ,
ভালো থাকুন।😊

সংগৃহীত........

25/10/2022
25/10/2022
25/10/2022
Focus_on_your_work_success _will_be_come_your_life🫡🤑
06/10/2022

Focus_on_your_work_success _will_be_come_your_life🫡🤑

বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল, "জনাব গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?"বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যা...
02/10/2022

বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল, "জনাব গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?"

বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক বই সামনে বাড়িয়ে দিয়ে বললো, আপনার যতো ইচ্ছা লিখে নেন। উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস আবার চেকটি অফার করলেন।
উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন।

বিল গেটস উপস্থাপিকার দিকে তাকালেন এবং অবশেষে উত্তর দিলেন। সফলতার গোপন রহস্য হলো, আমি কখনো সুযোগ হাত ছাড়া করি না যেভাবে আপনি এইমাত্র করলেন। আপনার যদি এরকম মাইন্ডসেট থাকত তাহলে আপনি হয়ে যেতেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী উপস্থাপিকা।

চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে। তখনই সফল হওয়া যাবে যখন সুযোগ কাজে লাগিয়ে একশনে যেতে পারবেন।

উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেন, সুযোগ হল সূর্যোদয়ের মতো। বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়।
(সংগৃহীত)

চীনা বাঁশের গল্প বলি একটা। খুব ইন্টারেস্টিং গল্প।আমাদের দেশে আমরা এই যে গ্রামে গেলেই বাঁশঝাড় দেখি, এগুলো হতে কিন্তু খুব ...
01/10/2022

চীনা বাঁশের গল্প বলি একটা। খুব ইন্টারেস্টিং গল্প।

আমাদের দেশে আমরা এই যে গ্রামে গেলেই বাঁশঝাড় দেখি, এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি দ্রুতই বেড়ে ওঠে বাঁশগুলো। চীনা বাঁশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না! চীনা বাঁশের কাহিনী টা একটু আলাদা।

ধরো তুমি একটা চীনা বাঁশের বীজ বপন করলে। এরপর তোমাকে সেই বাঁশটাকে পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক যত্নআত্তিও করতে হবে। এখানেই শেষ নয়, নিয়মিত খেয়াল রাখতে হবে তার, পাশাপাশি অন্যান্য কাজগুলোও নিয়মিত করতে হবে।

অদ্ভুত ব্যাপার হলো, এতো কিছু করার পর দেখা যায় প্রথম বছরে চারার নামগন্ধ নেই, সেটি বাড়ার কোন সম্ভাবনাই নেই। প্রথম বছর যায়, দ্বিতীয় বছর আসে। এ বছরেও কোনরকম লক্ষণ দেখা যায় না। তৃতীয় বছরেও যখন দেখা যায় না কোন সম্ভাবনা, অনেকেই মনে করতে থাকে বীজটা মরে গেছে। বাঁশ হবার সম্ভাবনা নেই। এই করেই একেবারেই নিষ্ফল চতুর্থ বছরও যখন যায়, তখন মোটামুটি সবাই আশা ছেড়ে দেয় বাঁশ হবার।

চমক দেখা যায় এর পরপরই। চতুর্থ বছরের শেষে দেখা গেল ছোট্ট একটা চারার মত উঠেছে সেইখান থেকে। পরের দিন থেকেই তুমি দেখলে হু হু করে বাড়তে শুরু করেছে চীনা বাঁশগুলো! এক ফিট, দুই ফিট করতে করতে দেখা গেল ৫ সপ্তাহে বাঁশ থেকে ৯০ ফুটি দানব বাঁশে পরিণত হয়েছে চীনা বাঁশগুলো!

অনেকে শুধু অল্পদিনের সফলতাটাই দেখে অনুপ্রেরণা হয় কিন্তু এই সফলতার পেছনের গল্পটা কেউ শোনে না।এই সফলতার জন্য যে কত কাট খড় পড়াতে হয়েছে সেটা কেউ দেখে না।

ফ্রিল্যান্সিং জীবনটাই এমন। অনেক পরিশ্রম আর ধৈর্য ধরে লেগে থাকতে হয় তবেই সফলটা আসবে। এই ১-২ দিনেই সফলতা আসবে না। যারা সফল হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখেন তারা কতটা ধৈর্য আর পরিশ্রম করে গেছে।

সংগৃহীত

পরিসংখ্যান অনুসারে ফ্রিল্যান্সিং পেশায় প্রবেশের তুলনায় সফলতা বা টিকে থাকার হার অর্ধেকেরও কম। যার কারণ হিসেবে কিছু বিষয় স...
29/09/2022

পরিসংখ্যান অনুসারে ফ্রিল্যান্সিং পেশায় প্রবেশের তুলনায় সফলতা বা টিকে থাকার হার অর্ধেকেরও কম। যার কারণ হিসেবে কিছু বিষয় সামনে আসে যা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে প্রবেশের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে।

১. প্রফেশনাল ভাবে কাজ করতে হলে প্রথমেই স্কিল্ড হতে হবে, যার কোন বিকল্প নেই। টুকটাক ছোট ছোট কাজ শিখে মার্কেটপ্লেসে একাউন্ট খোলা যাবেনা।
২. হ্যাঁ, কাজ শুরু করার পূর্বেই প্রয়োজন স্ট্রং একটা পোর্টফলিও।
৩. ইংলিশে দক্ষতা অর্জন শুরু করতে পারেন কাজ শেখার পাশাপাশি। এই স্কিলটা বেশি বেশি কাজ পেতে আপনাকে সহায়তা করবে।
৪. আপনার কাজের ধরণ অনুসারে মার্কেটপ্লেস নির্ধারণ করতে হবে। সব কাজের জন্য সব মার্কেটপ্লেস নয়।

সংগৃহীত....

Life_is_the_part_of_game😶😶
29/09/2022

Life_is_the_part_of_game😶😶

If you have enough Patience and patience, I say you welcome freelancing.. 😓😥
26/09/2022

If you have enough Patience and patience, I say you welcome freelancing.. 😓😥

👉ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধাঃ💥অনেকেই ভাবে ফ্রিল্যান্সিং মানেই অনেক টাকা। অনেক সহজে মাসে লাখ টাকা ইনকাম করা যায় ।আস...
21/09/2022

👉ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধাঃ

💥অনেকেই ভাবে ফ্রিল্যান্সিং মানেই অনেক টাকা। অনেক সহজে মাসে লাখ টাকা ইনকাম করা যায় ।আসলে অন্যের পকেট থেকে টাকা নিজের পকেট এ আনা এত সহজ নাহ। এর মধ্যে রয়েছে হার নাহ মানা অনেক কষ্টের অজানা গল্প যেটা অনেকে জানে নাহ।

💥সফল হতে হলে অবশ্যই ধৈর্য , অধ্যবসায় ,পরিশ্রম , চেষ্টা , কাজের স্কিল , ইংলিশ এর দক্ষতা ইত্যাদি থাকা লাগবে।🔥

👉প্রত্যেকটি জব সেক্টরের সুবিধা বা অসুবিধা ২ টাই থাকে! অবশ্যই যার সুবিধা আছে তার অসুবিধাও আছে! চলুন, ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা গুলো জেনে নিই।

👉ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:

💥কাজের ক্ষেত্রে স্বাধীনতা
💥সময়ের স্বাধীনতা
💥অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা
💥ঘরে বসে কাজ করার সুবিধা
💥নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা
💥নিজের মূল্য নিজেই নির্ধারনের স্বাধীনতা
💥অবসরের ক্ষেত্রে কোন বাঁধা না থাকা
💥উপার্জনের স্বাধীনতা
💥একক বা দলগত কাজের সুবিধা
💥একই সময়ে কয়েকটি কোম্পানীতে কাজ করার স্বাধীনতা
💥দ্রুত উপার্জন করতে পারার সুবিধা
💥নিজের কাজের প্রতি সৎ থাকা

👉ফ্রিল্যান্সিং এর অসুবিধাঃ

💥অনেক ধৈর্য থাকা লাগে,যেটা অনেকের নাই
💥Stablish হতে সময় লাগে
💥সব মাসে সমান উপার্জন হয় না
💥সামাজিক মর্যাদা এখনও ওইভাবে নাই, যেহেতু এটা এখনও অনেকের কাছে অজানা।
💥একাউন্ট ব্যান হবার সম্ভাবনা
💥ফ্রিল্যান্সিং হলেও সব সময় ফ্রি ভাবে কাজ করা যায় না!
💥অনেকের ক্ষেত্রে রাত জাগা একটি সমস্যা
💥অতিরিক্ত কাজের কারণে শারীরিক সমস্যা

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন*...
21/09/2022

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!❤
সংগৃহীত

14/09/2022

Brands that ignore social media..... Will die it’s that simple 😐

সময় এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই। 😔😔
09/09/2022

সময় এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই। 😔😔

Address

Gazipur
Dhaka
1702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Akter kona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Social Media Agencies in Dhaka

Show All