Sunzida Akter

Sunzida Akter Business

09/12/2022

Jumma Mubarak !

08/12/2022
07/12/2022


germ protection soap


উপকারিতা:
✅ এটি ব্যাকটেরিয়া, ফাংগাল ও বাতাসের ভারী ময়লা যা চোখে দেখা যায় না এরূপ জীবাণু হতে ত্বককে রক্ষা করে ।
✅ ৯৯.৯৯% জীবাণু প্রতিরোধে সক্ষম ।
✅ এটি ক্ষত স্থানের জীবাণু রোধ করে । ফলে এই সাবান ব্যবহারে শরীরে ইনফেকশন হবে না ।
✅ ফেঁটে যাওয়া ত্বকের জন্য এই সাবান বেশ উপকারি ।
✅ ত্বকের নমনীয়তা ধরে রাখে এবং আর্দ্রতা কমে যাওয়া থেকে ত্বককে রক্ষা করে ।
✅ বাইরের ধূলা বালি ও ময়লার কারণে সৃষ্ট রোগ জীবাণু দ্বারা সংক্রমণের হাত থেকে রক্ষা করে ।

যে কোন ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষিত করতে লড়াই করবে এই Germ Protection Soap. আপনার সন্তান ও পরিবারের সদস্যদের রোগ জীবাণু থেকে সুরক্ষা দিতে আজই সংগ্রহ করুন Assure Germ Protection Soap. আপনার সচেতনতাই আপনাকে করোনা এবং অন্য যে কোন ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করবে ।

নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন এবং মাস্ক পড়ুন, সুস্থ থাকুন ।

29/11/2022

 #✅
29/11/2022

#✅

  Sha Allah
29/11/2022

Sha Allah

25/11/2022

biggest difference between money and time. You always know how much money you have left but you never know how much time you have left

   Instant Glow Facepack #ব্রণ প্রতিরোধ ও তেল-মুক্ত, ত্বক-ক্লিয়ারিং মাস্ক, এটি দাগ দূর করতে সাহায্য করে, অতিরিক্ত তেল ক...
18/11/2022


Instant Glow Facepack

#ব্রণ প্রতিরোধ ও তেল-মুক্ত, ত্বক-ক্লিয়ারিং মাস্ক, এটি দাগ দূর করতে সাহায্য করে, অতিরিক্ত তেল কমায় এবং ত্বকের উজ্জ্বলতায় একটি ম্যাট প্রভাব প্রদান করে।

 #একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, ...
17/11/2022

#একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসে, একদম মিষ্টি না! এই নেন একটা খেয়ে দেখুন।
এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে তখনি লোকটি চলে যায়।

লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলো, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি! বেশ ভালো এবং মিষ্টি।

লোকটি বললো, আসলে আপেলগুলো মিষ্টি আমি জানি। কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহেরা! অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দেই।

এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নিদিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন!

বৃদ্ধা হেসে বললো, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝিনা।
তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে।

কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসাগুলো বর্ণনা করে বুঝানো যায়না। এগুলো টাকার পরিমাণেও মাপা যায়না। এগুলো শুধু অনুভব করা যায়।
এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি কিন্তু কেউ কাউকে বুঝতে দেইনা।
#বেঁচে থাকুক আড়ালে ভালোবাসা গুলো ।

13/11/2022

সফলতার মানে এই না যে, একেবারে বিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া। সফলতার মানে সকালবেলা ঘুম থেকে উঠে চমৎকার সুন্দর মন মেজাজে থাকা।

13/11/2022



24 Hours Banking

What is the Full meaning of ATM?

a) Automated Transfer Machine

b) Automated Transaction Machine

c) Automated Teller Machine

d) None of the Above

10/11/2022

EVERY MOMENT YOU FIND YOURSELF SILENT, SAY:
"ASTAGHFIRULLAH"

 #শিশুদের ব্রেইনের ৯০-৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫-১০% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের  মেধা বিকাশ...
09/11/2022

#শিশুদের ব্রেইনের ৯০-৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫-১০% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের মেধা বিকাশের জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর ভিতর প্রথম ৫ বছর বেশী গুরুত্বপূর্ণ।। এই সময়ে আপনি আপনার সন্তানকে বেশি সময় দিন,বিভিন্ন রংএর খেলনা কিনে দিন, বেশি বেশি গল্প করুন, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যান।।

08/11/2022

দীর্ঘ নিশ্বাস এর ভর বা ওজন হয়তো নির্ণয় করা যায় না কিন্তু এর ঘনত্ব ও গভীরতা নির্ণয় করা যায়।

06/11/2022

#ফাতেহা-ই-ইয়াজদাহাম হল হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.) এর মৃত্যুবরণ দিবস। বলা হয়ে থাকে, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি মৃত্যুবরণ করেন। হযরত আবদুল কাদির জিলানীকে দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা বলা হয়।

  Daily Moisturizer #অ্যাসিওর ডেইলি ময়েশ্চারাইজার ত্বককে তৈলাক্ত না করে নরম, মসৃণ এবং কোমল রেখে গভীর থেকে পুষ্টি জোগায়...
04/11/2022

Daily Moisturizer

#অ্যাসিওর ডেইলি ময়েশ্চারাইজার ত্বককে তৈলাক্ত না করে নরম, মসৃণ এবং কোমল রেখে গভীর থেকে পুষ্টি জোগায়। একটি হালকা ওজনের এবং অ-চর্বিযুক্ত ফর্মুলা যা সহজেই ত্বকের তথ্য শোষণ করে এবং ত্বককে একটি স্বাস্থ্যকর আভা দেয়।

  Complexion Bar
04/11/2022

Complexion Bar

  Neem Soap
04/11/2022

Neem Soap

  Hand & Body Lotion #প্রাকৃতিক জলপাই তেল দিয়ে সমৃদ্ধ, এটি ত্বকে ময়শ্চারাইজিং, পুষ্টিকর, নরমকরণ, অ্যান্টিঅক্সিডেন্ট এব...
04/11/2022

Hand & Body Lotion
#প্রাকৃতিক জলপাই তেল দিয়ে সমৃদ্ধ, এটি ত্বকে ময়শ্চারাইজিং, পুষ্টিকর, নরমকরণ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুনরুত্পাদন সুবিধা প্রদান করে। ক্রমাগত ব্যবহারে, ত্বক লাম্পট্য বোধ করে এবং চর্বিযুক্ত বোধ না করেই খুব নরম এবং মসৃণ স্পর্শ করে।

Address

East Kadamtaly
Dhaka
1362

Telephone

+8801401365636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunzida Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunzida Akter:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All