Tafrish

Tafrish Colours-Brush-canvas

সুবহানাল্লাহ। কোন কারণ ছাড়াই হুট করে এত ফলোয়ার হইছিল। পুরাই মিরাকেল ছিল।আবার কোন কারণ ছাড়াই টুপ্টুপ করে পড়ে যাচ্ছে সব🙂
23/11/2023

সুবহানাল্লাহ।
কোন কারণ ছাড়াই হুট করে এত ফলোয়ার হইছিল। পুরাই মিরাকেল ছিল।
আবার কোন কারণ ছাড়াই টুপ্টুপ করে পড়ে যাচ্ছে সব🙂

আসসালামু আলাইকুম!  পেইজের টু ফ্যানদের জন্য একটি অফার!ডিসেম্বরের টপ ফ্যান লিস্টে যতজন আপু থাকবেন তাদেরকে ফ্রি এক্সেস দেয়া...
20/11/2023

আসসালামু আলাইকুম!
পেইজের টু ফ্যানদের জন্য একটি অফার!
ডিসেম্বরের টপ ফ্যান লিস্টে যতজন আপু থাকবেন তাদেরকে ফ্রি এক্সেস দেয়া হবে আমাদের ওয়াটারকালার টিউরিয়াল কোর্সের রেকর্ডেড ক্লাসগুলোর!
তাহলে আর দেরী কিসের?

১০ তারিখে এটা চলে গিয়েছিল হ্যান্ডমেইড র‍্যাপিং এ মুড়ে 🥰
19/11/2023

১০ তারিখে এটা চলে গিয়েছিল হ্যান্ডমেইড র‍্যাপিং এ মুড়ে 🥰

এরকম কাস্টোমাইজড বুকমার্ক হাদিয়া দেয়ার জন্য বানিয়ে নিতে পারেন আমাদের থেকে🥰
10/11/2023

এরকম কাস্টোমাইজড বুকমার্ক হাদিয়া দেয়ার জন্য বানিয়ে নিতে পারেন আমাদের থেকে🥰

An-Naba' 78:8وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا Soulmate 2.0
07/11/2023

An-Naba' 78:8

وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا

Soulmate 2.0

07/11/2023


ইহা কভার ফটোতে রেখে দেয়ার মত। তাহলে সবার পেইন্টিং এর সাইজ সংক্রান্ত কনফিউশান দূর হয়ে যাবে।
06/11/2023

ইহা কভার ফটোতে রেখে দেয়ার মত।
তাহলে সবার পেইন্টিং এর সাইজ সংক্রান্ত কনফিউশান দূর হয়ে যাবে।

এই প্যালেটটা বি-ল্যান্ড নিবেদিত ছিল।নিচের প্রোডাক্টটা একটা ইউটিউব শর্টস এ দেখেছিলাম।https://www.daraz.com.bd/products/8-...
04/11/2023

এই প্যালেটটা বি-ল্যান্ড নিবেদিত ছিল।
নিচের প্রোডাক্টটা একটা ইউটিউব শর্টস এ দেখেছিলাম।
https://www.daraz.com.bd/products/8-grid-portable-sketchbook-palette-mini-travel-paint-tray-box-with-a-clip-without-paint-i320061189-s1477104334.html?dsource=share&laz_share_info=714413047_100_100_700025925451_714413047_null&laz_token=742fd70b80864b2a71832a35f9c09f4a
পরে সার্চ করে দেখলাম ইটসিতে ৪০ ডলার মাত্র🙂। দারাজে তো ছিলই না। তারপর কি আর করার আইসক্রিমের কাঠি আর নষ্ট ইয়ারফোনের ম্যাগনেট দিয়ে অনেক খেটেখুটে পুচকে কে বানিয়েছিলাম।
তারপর আর কী!
এখন দারাজেই পাওয়া যাচ্ছে!
আমার আবার এই পুচকের জন্য এতটা খরচ করার মত বড় কলিজা এখনো হয়নাই।
এরকম প্যালেট দিয়ে কেমন পেইন্টিং করা যায় তার রিলস আমার পেইজে আছে।
কুটুমুটু জিনিসটার জন্য অনেকেই জিজ্ঞাসা করছিলেন, এই যে এখন পাওয়া যাচ্ছে।

04/11/2023

এই ফুলটা আপনারা কি নামে চেনেন?

               আমি অনেক পরে শুরু করেছি তাই ডেওয়াইজ ওয়ার্ল্ড ইভেন্ট মিলবে না।ইনক্টোবার আমার জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ। ...
28/10/2023



আমি অনেক পরে শুরু করেছি তাই ডেওয়াইজ ওয়ার্ল্ড ইভেন্ট মিলবে না।
ইনক্টোবার আমার জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ।
৩১ টা প্রম্পট থেকে ব্রেইনস্টোর্মিং করে ইংক ড্রয়িং জেনারেট করা।

28/10/2023

Mixing the Shades of greens for landscape and seascape.
No music.
No voiceover.
Only sub.
Hope you all will get benefitted from this..
Thank you for watching
এডিটঃ সবাই কমেন্ট ও চেক করবেন, দেখবেন সবুজের কত রঙ আছে প্রকৃতিতে। গাছের রঙ সাগরের রঙ, ভুগোল , মৌসুম ও আলোভেদে কতরকম হয়।

20/10/2023

ভাইরাল জেলি গশ কি কেনা লাগবেই? নাকি কোন বিকল্প আছে?
বিকল্প আছে একেবারেই যেটা বলে কিনা নাকের নিচেই।
জানতে চাইলে দেখতে থাকুন🥰
১.৩০ মিনিট পরে থেকে শুরু করতে পারেন।
ধন্যবাদ

20/10/2023

খুব শখের জেলী গশটা কিনেছিলাম গত বছরের অক্টোবরে।
খুব খুশি ছিলাম আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ এইটা ইউটিউবের মোস্ট রিচড পেইন্টিং ভ্লগ আমার।


বারবার লগড আউট হয়ে যাচ্ছে আইডি 🙂।২দিন পর থেকে টিউটোরিয়াল ক্লাস এবং হোমওয়ার্ক  নেয়া  শুরু হয়ে যাবে। এই টিউটোরিয়ালগুলোতে থ...
20/10/2023

বারবার লগড আউট হয়ে যাচ্ছে আইডি 🙂।

২দিন পর থেকে টিউটোরিয়াল ক্লাস এবং হোমওয়ার্ক নেয়া শুরু হয়ে যাবে।
এই টিউটোরিয়ালগুলোতে থাকবে লাইফটাইম এক্সেস আর থাকবে লাইফটাইম কনসাল্টেশন ।
রেকর্ড+ পিডিএফ+ পিপিটি+ হোমওয়ার্ক+ মার্ক্স +লাইভ ( লাইভেরও রেকর্ড থাকবে)
এবং শুধুমাত্র মেয়েদের (بنات) জন্য।
এসব কোর্সের জন্য অনলাইন আয়োজন খুবই ফলপ্রসু।
যাতায়াত, ক্লাস, পরীক্ষা, ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা থাকেন, পর্দার জন্য যারা অন্যান্য মেল ইন্সট্রাকটরের সাথে অনলাইনে সংযুক্ত হচ্ছে না, তাদের কথা চিন্তা করে এই আয়োজন।
এমনকি আমি জানি অনলাইনেও লাইভের জন্য সকলের সুবিধাজনক টাইম মেলানো সম্ভব না, অভিজ্ঞতা থেকে বলছি।
সেইজন্যেই আমি লাইভ আর রেকর্ড, পিডিএফ পিপিটি, এসব মিলিয়ে এই আয়োজনের প্রয়াস করেছি।
রেজিস্ট্রেশন ফি পাঠানোর নাম্বার জানতে ইনবক্স করুন।

রামপুরা, বনশ্রী, আফতাবনগর এর আশেপাশের আপুরা সরাসরি ক্লাসের জন্য ইনকোয়ারি করতে পারেন। সরাসরি কর্মশালা হলে এট এ টাইম ৩-৫ জনের বেশি সংখ্যার ব্যাচ করা সম্ভব হবে না।

18/10/2023

গশ আর পোস্টার কালারের আদ্যাপান্ত জানতে চান?
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রকমারী ভ্লগ দেখলে অনেক আর্ট সাপ্লাই কিনতে ইচ্ছে হয়। সবকিছুই কি দরকারী?
কোনটার কি কাজ? কোনটার কেমন বিকল্প? কোন আর্ট সাপ্লাইয়ে কাজ করতে আরো কিছু বিশেষ সাপ্লাই ছাড়া হয় ই না, তা জানতে চাইলে আমাদের পেইজ ফলো করুন কেননা নিচের ভিডিওটা তেমনই একটি আপকামিং ভিডিওর কাট করা অংশ🥰।
Learn to know more about the difference beween goache and poster color?
Follow our page.
This is just a part of the actual introduction video.

Jelly goache ghibili landscape
Can you guess the movie name?
Late upload

゚ ゚viral ゚viralシ2023 ゚viralシ

জুম্মা মোবারক! বছরের শেষ দিকের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে বাচ্চাদের  কোর্সের রেজিস্ট্রেশন এর শেষ দিন বর্ধিত করা হল...
13/10/2023

জুম্মা মোবারক!
বছরের শেষ দিকের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে বাচ্চাদের কোর্সের রেজিস্ট্রেশন এর শেষ দিন বর্ধিত করা হলো।

Just love
05/10/2023

Just love

A classic way to show love.
05/10/2023

A classic way to show love.

Flowers
05/10/2023

Flowers

আলহামদুলিল্লাহ,  প্রথম স্টুডেন্টের কাজ ছিল এটা। কোন প্রচার প্রচারণা  ছাড়াই আল্লাহর রহমতে যেই স্টুডেন্ট এসেছিল।যাস্ট ১৫ ট...
05/10/2023

আলহামদুলিল্লাহ, প্রথম স্টুডেন্টের কাজ ছিল এটা। কোন প্রচার প্রচারণা ছাড়াই আল্লাহর রহমতে যেই স্টুডেন্ট এসেছিল।
যাস্ট ১৫ টা জুম ক্লাস + ১ দিন সরাসরি ক্লাসে সে আলহামদুলিল্লাহ এই পেইন্টিংটা করতে পেরেছিল।
এখন যেহেতু এ'লান করেই শিখাতে নেমেছি, তাই আরো অনেক সময় নিয়ে, সিলেবাস আরো গুছিয়ে, আরো টপিক এড করেছি। যা পুরোনো স্টুডেন্টদের সময় সিলেবাসভুক্ত ছিল না।
তাই পুরোনো স্টুডেন্টের জন্যেও একটা ফেসিলিটি রাখার নিয়ত করলাম আজ ৪০% ছাড়ে তারা এই টিউটোরিয়াল কোর্সটিতে এনরোল করতে পারবে 🥰।
তাহলে আর দেরী কেন?
মাথা গোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
নির্দিষ্ট সংখ্যার বেশি কিন্তু এই ব্যাচে নেব না।
সেই সংখ্যাটাও হাতের আংগুলের চেয়ে বেশি না কিন্তু!
ক্লাস রেকর্ড + লাইভ দুইরকমই থাকবে।

ক্যানভাসে ল্যান্ডস্কেপ পেইন্টিং শুধু এই তিনটাই 🥺।শীঘ্রই নতুন আরেকটা করার অপেক্ষা। ক্যাপশন দ্রষ্টব্য
05/10/2023

ক্যানভাসে ল্যান্ডস্কেপ পেইন্টিং শুধু এই তিনটাই 🥺।
শীঘ্রই নতুন আরেকটা করার অপেক্ষা।
ক্যাপশন দ্রষ্টব্য

Colorful geomateic art in islamic architecture.
04/10/2023

Colorful geomateic art in islamic architecture.

Watercolor fundamentals.Complementary colors, underpainting theory and apply.
02/10/2023

Watercolor fundamentals.
Complementary colors, underpainting theory and apply.

যা যা শিখতে পারবেন,  ইন শা আল্লাহ https://fb.watch/nuBRqYDW67/মাঝে মাঝেই আপুরা ইনবক্সে নক দিতেন,  দেন, ক্যালিগ্রাফি, পেই...
02/10/2023

যা যা শিখতে পারবেন, ইন শা আল্লাহ
https://fb.watch/nuBRqYDW67/
মাঝে মাঝেই আপুরা ইনবক্সে নক দিতেন, দেন, ক্যালিগ্রাফি, পেইন্টিং অনলাইনে শিখাই কি না! এতদিন লেগে গেল আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে আয়োজন করতে। আসন সংখ্যা সীমিত আগ্রহী আপুরা তাই দ্রুতই রেজিষ্ট্রেশন করুন। ইন শা আল্লাহ আমার সাজানো সিলেবাস থেকে অনেক অনেক দিক থেকেই উপকৃত হতে পারবেন এবং গতানুগতিক থেকে ভিন্ন ভিন্ন কিছু শিখতে পারবেন।
নোট ১ঃ আর্ট সাপ্লাই, সিলেবাস জানতে, রেজিস্ট্রেশন করতে পেইজে নক দিবেন। পারসোনাল ইনবক্সের এত মেসেজের ভীড়ে চাপা পড়ে যায়।
নোট ২ঃ রেগুলার হোমওয়ার্ক করতে হবে, এবং যতটুকু বলি, যতবার করে বলি ইন্সট্রাকশন মানার মত মানসিকতা রাখেন এমন হতে হবে।
বি.দ্রঃ থিওরিটিকাল ব্যাপারগুলো পিডিএফ দিয়ে দিব এমন আমার নিয়ত। এই আমানত রক্ষা করবেন এমন আপুরাই আসবেন প্লিজ। একটু হিন্টস দিয়ে দেই সে ব্যাপারে পোস্টারে যেই পেইন্টিংগুলো সেগুলোর হরফ, কালার কম্পোজিশন, পেইন্টিং আমার ব্রেইনচাইল্ড। এইখানে যেই যেই খ্বত, টেকনিক, যেই টাইপের আর্ট দেখানো হইছে সেগুলোই সিলেবাসে ইনক্লুডেড। আমি এই জন্যেই ক্লাস সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করিনি। ক্লাস ধারণার চেয়ে বেশিও লাগতে পারে তাই।
মা আস সালাম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!!!যা যা শিখতে পারবেন,  ইন শা আল্লাহ https://fb.watch/nuBRqYDW67/মাঝে মাঝেই আপুরা ইনবক...
02/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!!!
যা যা শিখতে পারবেন, ইন শা আল্লাহ
https://fb.watch/nuBRqYDW67/
মাঝে মাঝেই আপুরা ইনবক্সে নক দিতেন, দেন, ক্যালিগ্রাফি, পেইন্টিং অনলাইনে শিখাই কি না! এতদিন লেগে গেল আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে আয়োজন করতে। আসন সংখ্যা সীমিত আগ্রহী আপুরা তাই দ্রুতই রেজিষ্ট্রেশন করুন। ইন শা আল্লাহ আমার সাজানো সিলেবাস থেকে অনেক অনেক দিক থেকেই উপকৃত হতে পারবেন এবং গতানুগতিক থেকে ভিন্ন ভিন্ন কিছু শিখতে পারবেন।
নোট ১ঃ আর্ট সাপ্লাই, সিলেবাস জানতে, রেজিস্ট্রেশন করতে পেইজে নক দিবেন। পারসোনাল ইনবক্সের এত মেসেজের ভীড়ে চাপা পড়ে যায়।
নোট ২ঃ রেগুলার হোমওয়ার্ক করতে হবে, এবং যতটুকু বলি, যতবার করে বলি ইন্সট্রাকশন মানার মত মানসিকতা রাখেন এমন হতে হবে।
বি.দ্রঃ থিওরিটিকাল ব্যাপারগুলো পিডিএফ দিয়ে দিব এমন আমার নিয়ত। এই আমানত রক্ষা করবেন এমন আপুরাই আসবেন প্লিজ। একটু হিন্টস দিয়ে দেই সে ব্যাপারে পোস্টারে যেই পেইন্টিংগুলো সেগুলোর হরফ, কালার কম্পোজিশন, পেইন্টিং আমার ব্রেইনচাইল্ড। এইখানে যেই যেই খ্বত, টেকনিক, যেই টাইপের আর্ট দেখানো হইছে সেগুলোই সিলেবাসে ইনক্লুডেড। আমি এই জন্যেই ক্লাস সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করিনি। ক্লাস ধারণার চেয়ে বেশিও লাগতে পারে তাই।
মা আস সালাম।

"কিশলয় অর্থ কচি পাতা "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!  নতুন একটা আয়োজন নিয়ে হাজির হলাম।এই আয়োজন না অংকুর ধাপের, নাই বা...
30/09/2023

"কিশলয় অর্থ কচি পাতা "
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
নতুন একটা আয়োজন নিয়ে হাজির হলাম।
এই আয়োজন না অংকুর ধাপের, নাই বা তরু ধাপের। এই দুইটার মাঝামাঝি একটা আয়োজন।
বিকাশ বা নগদে ফি এডভান্স করে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য বার্তাবক্সে টুক করে একটা বার্তা দিয়ে রাখতে হবে।
রেজিস্ট্রেশন করতে মেসেজ করুন

বাচ্চার জন্য হালাল আর্ট ইন্সটাক্টর খূঁজছেন?বাচ্চাকে একাডেমীতে এডমিট করেছেন কিন্তু সিলেবাস হালাল - হারাম মেইন্টেইন্ড না ত...
30/09/2023

বাচ্চার জন্য হালাল আর্ট ইন্সটাক্টর খূঁজছেন?
বাচ্চাকে একাডেমীতে এডমিট করেছেন কিন্তু সিলেবাস হালাল - হারাম মেইন্টেইন্ড না তাই বিকল্প খুজছেন?
জ্যাম ঠেলে একাডেমী যেতে বাচ্চার কষ্ট হচ্ছে?
বন্ধের দিনে এই যাতায়াত জ্যাম সহ আগে পরে আরো মূল্যবান সময় নষ্ট হচ্ছে?
বাচ্চা রেস্ট নিতে না পেরে সপ্তাহজুড়ে টায়ার্ড হয়ে থাকছে?
তাই ভাবছেন বাসায় বসেই যদি বন্ধের দিনে বাচ্চাদের স্কুল সিলেবাসের চেয়ে আরেকটু বেটার আর্ট ইন্সটাকশন যত্নের সাথে দিতে পারা যেত ভালো হতো?
বাচ্চাকে ফুল, ফল, দৃশ্যের পাশাপাশি ইসলামিক আর আরবী আর্ট কি শেখাতে চাচ্ছেন?
তাহলে অনুগ্রহ করে নিচের পোস্টটি চেক করুন
https://m.facebook.com/story.php?story_fbid=337112742013910&id=100071455598648&mibextid=Nif5oz

শিক্ষিকা ছাত্রী পাশাপাশি
শিক্ষার্থীর বয়স ৫+
these are just one of many memories.

গতকালের ক্লাসপূর্বের পাঠের পূণরালোচনা এবং জলরং এর কৌশল।
29/09/2023

গতকালের ক্লাস
পূর্বের পাঠের পূণরালোচনা এবং জলরং এর কৌশল।

সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী2k15- september 2k23
21/09/2023

সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী
2k15- september 2k23

Beauty of arabic khatt
20/09/2023

Beauty of arabic khatt

SubhalnAllahi Oya Bi-Hamdihi Subhanallajil Ajim.Dec26/22-sept6/23
05/09/2023

SubhalnAllahi Oya Bi-Hamdihi Subhanallajil Ajim.
Dec26/22-sept6/23

Address

Jatrabari
Dhaka
1204

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Alerts

Be the first to know and let us send you an email when Tafrish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tafrish:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All