Mukarrom Rahat

Mukarrom Rahat You have to fight for your own life. Everyone will give knowledge but no one will give company

নামঃ মোঃ মোকাররম রাহাত
ঠিকানাঃ About এ দেখেন..!
পেশাঃ Student
⏺ প্রিয় রং-: কালো, নীল, বেগুনী!!!
⏺ আমি হারতে চাইনা, হয়তো তাই বারে বারে পরাজিত!
⏺ শূন্যতা ও অপ্রাপ্তির খাতায় সাদা পাতা নেই!
⏺ ঘুমাতে ভালবাসি! তাই ভোরে ঘুম ভাঙ্গে না!
⏺ স্মার্টনেস বলে কিছু নাই আমার মাঝে!
⏺ অগোছালো ধরনের!
⏺ একা থাকতে সাচ্ছন্দ বোধ করি না. পছন্দ করি!!!
⏺ মাঝেমাঝে গান শুনি!
⏺ এক কথায় "আমি অদ্ভূত”!
⏺ অনর্গল কথা বলি না, আ

বার কমও বলিনা!
⏺ ছোটরা অজানা এক কারনে পছন্দ করে আমায় !
⏺ কথা বলি জড়তা নিয়ে (সুন্দর মানুষদের সাথে )
⏺ ঝগড়া করি - অশুদ্ধ ভাসায় (রেগে গেলে )
⏺ বিরক্ত করি না বন্ধুদের!
⏺ লিখতে গেলে কলম ভাঙ্গার দশা হয়!
⏺ অলস(বিসাল রকমের অলস)
⏺ অবাস্তব চিন্তা ও কল্পনাপ্রেমী!
⏺ কিছু না পারলে মাথা চুল্কাই!
⏺ হাসতে পারি না (সঠিক ভাবে)!
⏺ ফোন নিয়ে পরে থাকি!
⏺ মানুষ সম্পর্কে নেগেটিভ ভাবতে ভাল লাগে।
কারন, নেগেটিভ না ভাবলে পজেটিভ দিকগুলো বের করা যায় না।
⏺ শীত কাল পছন্দ করি..
⏺ জোছনা রাতে বেলকনিতে বসে চাঁদ দেখতে ভালবাসি......
⏺ রাতে হাটতে পছন্দকরি..... (তুমি কি আজ বন্ধু রবে আমার সাথে, এই ভরাট জোছনায় পায়ে পায়ে দুরের পথে)
⏺ তুচ্ছ বিষয় নিয়ে প্রচুর চিন্তা করি আর জরুরী বিষয় গুলো হাওয়ায় উড়িয়ে দেই।
⏺ রহস্য ব্যাপারটা নিয়ে একটু আলাদা ইন্টারেষ্ট আছে !
⏺ অল্পতেই বিশ্বাস করতে মন চায়.!
⏺ আমি খুব কল্পনা প্রবণ,
⏺ স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা করিনা। কি দরকার চেষ্টা করার যা ভাগ্যে থাকবে তাইতো হবে।
⏺ ভালোবাসতে ভালবাসি, স্মৃতিগুলোকে হাতের মুঠোয় বন্দি করে ভাবতে ভালবাসি ।

⏺ আমি ভালো একটা ক্ষমতা নিয়ে জন্মেছি পৃথিবীতে!
আমি অসম্ভব পরিমাণে ভালোবাসতে পারি। অপরিমেয় অফুরন্ত ভালোবাসা..

••• প্রকৃতি তার সৃষ্ট জীবের মাঝে সব অপূর্ণতা গুলো মনে হয় আমাকে ঢেলে দিয়েছেন.....
•••তাই নিজের মতন থাকি আর এই অপূর্ণতা গুলো ঢেকে রাখার চেষ্টা করি!

26/10/2023

ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিন, ডিজিটাল মার্কেটিং এর উপর গুরুত্ব দিন।
সব ব্যবসায় মার্কেটিং প্রয়োজন, আপনার মার্কেটিং এর সকল সাপোর্ট দিতে প্রস্তুত আমাদের UpWay Digital Agency.

তে রয়েছে নন স্টপ বুস্টিং সার্ভিস এবং এক্সপার্ট মার্কেটিং টিম।

▶️ আমাদের সার্ভিস সমূহঃ-◀️
➤ পেইজ প্রোমোশন।
➤ পোস্ট বুস্ট টার্গেট কাস্টমার।
➤ প্রফেশনাল পেইজ সেটআপ।
➤ রেস্ট্রিকটেড পেইজ রিকভারি।
➤ গ্রাফিক্স ডিজাইন।
➤ ওয়েবসাইট ডিজাইন।
➤ মোবাইল অ্যাপ ডিজাইন।
➤ এডভান্স মার্কেটিং গাইড।
বিঃদ্রঃ
➤ কাজ না হলে পেমেন্ট রিটার্ন সুবিধা।
➤ হারাম পণ্য বুস্ট করা হয় না।
➤ অফিস টাইম সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

যোগাযোগঃ- 📞 01518 - 916450

কখনও-ই হতাশ হবেন না...বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেস...
27/02/2023

কখনও-ই হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..

এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..

কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।

আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে।কিন্তু আপনার ধারনা ভুল..

প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..


আমাদের থেকে কাজ করানোর আগে আমাদের সম্পর্কে জানুন কন্ডিশন পড়ুনঃ-আমাদের এক্সপার্ট ডিজিটাল মার্কেটার আছে যার কারনে আপনার বু...
10/01/2023

আমাদের থেকে কাজ করানোর আগে আমাদের সম্পর্কে জানুন কন্ডিশন পড়ুনঃ
-আমাদের এক্সপার্ট ডিজিটাল মার্কেটার আছে যার কারনে আপনার বুস্ট এর রেসপন্স ভালো হবে।
-বুস্ট করলেই কখনো সেল হয়না তাই কখনো সব বিষয় না জেনে পেইজ খুলে ছবি আপলোড দিয়ে বুস্ট করতে আসবেন না।
-ফেসবুক সবসময় একই রেসপন্স দেয়না যার কারনে আপনি আগের বুস্ট এ এতো রেসপন্স হইছে এটায় নাই এই কমপ্লিন দিবেননা। যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্ট টিম আপনাদের সহায়তা করবে।
-আমাদের কোনো রিফান্ড সিস্টেম নাই।
-আপনার বুস্ট কোনোকারনে কখনো বন্ধ হয়ে গেলে আমাদের জানাবেন আমরা সেটা আবার ঠিক করে দিবো।
-বুস্ট এ শুধুমাত্র আমরা টার্গেটিং করবো বাকি সবকিছু আপনাদের করতে হবে। পেইজের সবকিছু ঠিক থাকলে সেল ও হবে আপনার অনেক। আর পেইজের বাকি কিছু ঠিক নাই বুস্ট যতই ৫০/১০০ ডলার দেন না কেনো সেল আসবেনা। তাই আগে মার্কেটিং বুঝুন তারপরে বুস্ট করুন।
- ধন্যবাদ আপনার দিন টি শুভ হোক! 💗💗💗

আলহামদুলিল্লাহ 💗 Md Jahidul Islam ভাইয়ের পেইজটি ঠিক হয়েছে। বিঃদ্রঃ আপনাদের পেইজ Restricted হয়ে গেলে আমাদের সাতে যোগাযোগ ...
06/01/2023

আলহামদুলিল্লাহ 💗 Md Jahidul Islam ভাইয়ের পেইজটি ঠিক হয়েছে।

বিঃদ্রঃ আপনাদের পেইজ Restricted হয়ে গেলে আমাদের সাতে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ৮০-৯০% নিশ্চয়তা দিয়ে পেইজ ঠিক করা হয়।

Mobile: 01642318440 (what's app)




আলহামদুলিল্লাহ আমাদের বুষ্ট প্রমোট সার্ভিস নেওয়া কয়েকটি পেজ ঠিক হলো৷ উনারা আমাদের বুষ্ট সার্ভিসে নিয়মিত নিচ্ছেন । হটাৎ ক...
13/12/2022

আলহামদুলিল্লাহ
আমাদের বুষ্ট প্রমোট সার্ভিস নেওয়া কয়েকটি পেজ ঠিক হলো৷

উনারা আমাদের বুষ্ট সার্ভিসে নিয়মিত নিচ্ছেন । হটাৎ কোন কারন ছাড়াই পেজটি Restricted হয়ে যায়, আপিল করা হয় এবং পেজটি আবারো ঠিক হয়ে যায়৷

বিঃদ্রঃ আপনাদের পেইজ Restricted হয়ে গেলে আমাদের সাতে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ৮০-৯০% নিশ্চয়তা দিয়ে পেইজ ঠিক করা হয়।

Mobile: 01642318440 (what's app)




05/12/2022
তিন প্রকারের লোকের জন্য জান্নাত হারাম!
27/11/2022

তিন প্রকারের লোকের জন্য জান্নাত হারাম!

সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না।এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নি...
08/11/2022

সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না।

এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে।

দুই. যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে তারপর দরকার শেষে আপনাকে উস্টা মেরে আবার আগের রুপ ধারন করে।

ট্রাস্ট মি, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারেনা। লাইফে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সড়িয়ে দিন। অনেক শান্তিতে থাকবেন!🖤

29/10/2022

#তোমরা_যদি_আমার_নবীর_গোলাম_হইয়া_যাও || আল্লামা নজরুল ইসলাম কাসেমী

27/10/2022

গুরুত্বপূর্ণ আলোচনা ( ফানা আনিল এরাদা) Hasan Azhari

25/10/2022

27 Rabi-Al-Awwal 24 October 2022 at Maizbhandar Darbar Sharif.
Maizbhandar Darbar Sharif 💕


মোকাররম রাহাত

আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই মানুষ একবার প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে।© মোকাররম রাহাত
23/10/2022

আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই
মানুষ একবার প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে।

© মোকাররম রাহাত

চলে এল ফেসবুকের Sub Account ফিচার, যা সকলের জন্য উন্মুক্ত!ফেসবুক প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট আমাদের সম্মুখে এনে আমাদ...
19/10/2022

চলে এল ফেসবুকের Sub Account ফিচার, যা সকলের জন্য উন্মুক্ত!
ফেসবুক প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট আমাদের সম্মুখে এনে আমাদের তাক লাগিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ফেসবুক নিয়ে এলো Sub Account বা এক একাউন্ট থেকে একাধিক একাউন্ট পরিচালনা করার সিস্টেম।
এখন থেকে আপনি আপনার নিজের একাউন্ট থেকে চাইলেই আরো ৫ টি একাউন্ট তৈরি করতে পারবেন।
☞ ফিচারটি কেনো দেয়া হলো?
ফিচারটি মূলত ফেক একাউন্ট খোলা বন্ধ করতে দেয়া হয়েছে, এক ব্যাক্তি যেনো একাধিক একাউন্ট খুলে বিভ্রান্তিতে না পরতে হয় সে জন্য এই ফিচারটি দেয়া হয়েছে।
এতে করে এক ব্যাক্তি চাইলেই তার একাউন্ট থেকে তার Family Members Add রাখার জন্য একটা Active অফিস Colleagues Add রাখার জন্য একটি Account , কলেজ Friends দের জন্য একটি একাউন্ট এভাবে মোট ৫ টি একাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন।
কিভাবে খুলতে হয় সাব একাউন্ট?
আপনার একাউন্ট এ ঢুকে প্রোফাইলে যাবেন, তারপর থ্রিডটে যাবেন (যেখান থেকে নিজের আইডির লিংক কপি করে নিতে হয়) সেখান থেকে একেবারে নিচে লেখা দেখবেন Create Another Profile.

বিঃদ্রঃ অনেকের অপশনটি এখনো কাজ করছেনা বলে ঘাবড়ানোর কিছু নেই। অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই অপশনটি কাজ করবে।

14/10/2022

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” ❤️

মৃত ব্যক্তিরা এসে গাড়ি ভাংচুর করে, মৃত ব্যক্তিরা এসে ভোট দেয়, মৃত ব্যক্তিরা এসে ব্যাংক থেকে লোন নিয়ে যায়। এদের আইনের আওত...
14/10/2022

মৃত ব্যক্তিরা এসে গাড়ি ভাংচুর করে, মৃত ব্যক্তিরা এসে ভোট দেয়, মৃত ব্যক্তিরা এসে ব্যাংক থেকে লোন নিয়ে যায়। এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো মৃত ব্যক্তি এরকম কাজ করার সাহস না পায়।🙂

মৃত্যুর ১১ বছর পর ‘জীবিত হয়ে’ ঋণ নিলেন তিনি
বিস্তারিত- prothomalo.com/bangladesh/district/bqelauxj8l

Address

Gulshan Model Town
Dhaka
1212

Telephone

+8801642318440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukarrom Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukarrom Rahat:

Videos

Share