Digital Idea

Digital Idea আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর,যিনি আমার অফুরন্ত পাপের পরেও আমাকে দয়া করেন..! services for you:
1. Business Page Creation.
2. Page Promoting.
3. Website SEO.
(28)

Daily basis maintain social media pages.
4. Ad Camping/Boosting.
5. Page SEO (Search Engine Optimization).
6. Logo/Cover Photo/Profile Photo Design.
7. Picture/Photo SEO.
8. Youtube Video Upload/ Channel Creation/ Video SEO.
9. Off-page/ On-page. We do all kinds of social media work here.

20/03/2024
আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর,যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও আমাকে দয়া করেন..!
22/10/2023

আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর,যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও আমাকে দয়া করেন..!

মার্কেটিং কী এবং  ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব ?ফেসবুক মার্কেটিং বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের ব্যবস...
14/10/2023

মার্কেটিং কী এবং ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব ?
ফেসবুক মার্কেটিং বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের ব্যবসা সেক্টরে । ব্যবসার জন্যই মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ অংশ । এক্ষেত্রে আমাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য অবশ্যই যেকোন একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং চ্যানেল বা মাধ্যম বেছে নিতে হয় ।
মার্কেটিং বলতে কি বুঝি? সহজভাবে বললে মার্কেটিং হলো যেকোন কিছুর প্রচার করা । বোঝা যাচ্ছে আমাদের ব্যবসার প্রচার প্রসারের জন্য মার্কেটিং করতে হয় । আমরা কোন প্রোডাক্ট বিক্রি করি কিংবা সার্ভিস দিয়ে থাকি নির্দ্রিষ্ট একটি ভোক্তা শ্রেণিকে । এক্ষেত্রে আমাদের ব্যবসার প্রচার করতে হয় যারা উক্ত ব্যবসার জন্য সঠিক অডিয়েন্স এর কাছে । যারা আপনার ব্যবসার প্রকৃত ক্রেতা বা ভোক্তা হতে পারবে তাদের নিকট যদি পৌছাতেই না পারেন তাহলে আপনার ব্যবসার কিন্তু কোন রেভেনিউ জেনারেট হবে না । মার্কেটিং চ্যানেল হচ্ছে মার্কেটিং করার মাধ্যম । অর্থাৎ আমরা কোন মাধ্যমে মার্কেটিং করব সেটা । যেমন, কেউ তার ব্যবসার বিজ্ঞাপন দিল নিউজ পেপারে, টিভিতে । এক্ষেত্রে নিউজ পেপার হচ্ছে একটা মার্কেটিং চ্যানেল । এগুলো হচ্ছে ট্রাডিশনাল মার্কেটিং চ্যানেল ।
ফেসবুক এর মাধ্যমে যদি মার্কেটিং করা হয় তাহলে ফেসবুক হচ্ছে একটা মার্কেটিং চ্যানেল । ফেসবুকের মাধ্যমে বিজনেস করাকে এফ কমার্স বলা হয়ে থাকে । এটা সম্পুর্ণ অর্থ হচ্ছে ফেসবুক কমার্স (F-commerce or) । অনেকেই এটাকে Facebook Business বলে থাকেন । ফেসবুক এ বিজনেস পেজ খুলে, আপনি চাইলে নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন । নিজের ফেসবুক বিজনেস পেজ এ নিজের প্রোডাক্ট সাজানো, শপ খোলা, প্রোডাক্টের ছবি বা ভিডিও পাবলিশ করা, এড দেওয়া অর্থাৎ মার্কেটিং করা ইত্যাদি সব কিছুই করতে পারবেন । এছাড়াও সহজেই কাস্টোমারের সাথে যোগাযোগ বা কানেক্টেড থাকতে পারবেন । আপনি নিজের ব্যবসার জন্য যত বেশি ফেসবুক ব্যবহার করবেন তত বেশি আপনার বিজনেস প্রসারিত হবে এবং বিক্রি বারবে।

Digital Idea

ব্যবসায় ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব:ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব ও সুবিধা অতুলনিয় যা  লিখে শেষ করা যাবে না । তবে এটা বলতে...
11/10/2023

ব্যবসায় ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব:

ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব ও সুবিধা অতুলনিয় যা লিখে শেষ করা যাবে না । তবে এটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে । আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন । এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমস্ত অর্থই পানিতে যাবে ।

আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ব্যবসাকে বড় করতে চান, প্রোপার ব্র্যান্ডিং করতে চান তাহলে ফেসবুক এড ক্যাম্পেইন অবশ্যই করতে হবে ।

ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতে হলে সঠিক অডিয়েন্সের কাছে ব্যবসার প্রোমোট এবং সেলস বাড়াতে হবে । এটি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে করা সম্ভব ।

ব্যবসার বিক্রি বৃদ্ধি করতে ও ব্যবসার প্রোমোট করতে ফেসবুক মার্কেটিং ভাল ভুমিকা রাখে বাংলাদেশের মার্কেটে ।

ফেসবুক মার্কেটিং প্রধানত দুই প্রকার । অর্গানিক প্রমোশন ও পেইড প্রমোশন । ফেসবুকে আপনার বিজনেস প্রমোশন করার জন্য যদি কোন টাকা খরচ করতে না হয় । ফ্রিতেই করতে পারেন তাহলে সেটা হচ্ছে অর্গানিক ।

পেইড প্রমোশন বা এড যেটার জন্য টাকা খরচ করতে হবে । সবাই নিজেদের ব্যবসার প্রমোশন পেইড এডের মাধ্যমেই করে থাকে কারণ এটাই স্ট্যান্ডার্ড যেকোন বিজনেসের জন্য । এটা জন্য আপনাকে প্রতিনিয়ত এড দিতে হবে ফেসবুকে । এই কাজটি করে থাকেন ফেসবুক এড এক্সপার্টরা।
Digital Idea

Our services:1. Business Page Creation.2. Page Promoting.3. Daily basis maintain social media pages.4. Ad Camping/Boosti...
08/10/2023

Our services:
1. Business Page Creation.
2. Page Promoting.
3. Daily basis maintain social media pages.
4. Ad Camping/Boosting.
5. Page SEO (Search Engine Optimization).
6. Logo/Cover Photo/Profile Photo Design.
7. Picture/Photo SEO.
8. Youtube Video Upload/ Channel Creation/ Video SEO.
9. Website SEO. Off-page/ On-page.

Digital Idea
Whatsapp: 01648-800596

If u need boost.... Knock me
08/10/2023

If u need boost.... Knock me

07/10/2023
Digital Idea
06/10/2023

Digital Idea

ফেসবুক মার্কেটিং এর কিছু টিপস –ফেসবুক মার্কেটিং করে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে। এই ফেসবুক মার্কেটিং টিপ...
09/02/2023

ফেসবুক মার্কেটিং এর কিছু টিপস –
ফেসবুক মার্কেটিং করে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে। এই ফেসবুক মার্কেটিং টিপসগুলো সঠিক ভাবে অনুকরণ করলে আমরা লাভবান হবো।

দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করতে হবে। কোন কিছুই যেন শর্টকাট আকারে না হয়। যেহেতু ব্যবসা একটা চলমান প্রক্রিয়া তাই এর জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার সকল প্রকার কনটেন্ট, পোস্ট, ব্র্যান্ড প্রমোশন যাতে লম্বা সময় ধরে আউটপুট দিয়ে থাকে সে অনুযায়ী হতে হবে।

ভালো মানের কনটেন্ট তৈরি করতে হবে যার রেশ দীর্ঘদিন ধরে থাকে। কনটেন্ট হচ্ছে যেকোন মার্কেটিং এর প্রাণ। এমনভাবে কনটেন্ট বানাতে হবে যাতে পরবর্তী সময়ে পুনরায় পোস্ট দেয়া হলেও গ্রাহকের আগ্রহ আগের মতোই সমানভাবে সক্রিয় থাকে।

ফেসবুক মার্কেটিং পুরোটাই আপনি কিভাবে উপস্থাপন করছেন তার উপর নির্ভর করে। আপনার পণ্য বা সেবার মাধ্যমে গ্রাহক কিভাবে উপকার পেতে পারে তার ধারণা দিয়ে করতে হবে।

আপনি যদি ফেসবুক মার্কেটিং এ ভালো করতে চান তাহলে আপনার পেজ, পোস্ট, অফার এর ক্ষেত্রে সবসময় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এমন যাতে না হয়, এক সপ্তাহে খুব একটিভ কিন্তু পরের দুই সপ্তাহে কোন আপডেট নেই। বিরতি হলে গ্রাহকের আগ্রহ নষ্ট হয়ে যাবে, যা কোন ভাবেই হওয়া উছিত নয়।

মোটকথা আপনার পণ্য বা সেবা গ্রহীতার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কোনভাবেই কোন গ্রাহকের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যাবে না। গ্রাহকের সকল ধরণের জিজ্ঞাসার ব্যাপারে সক্রিয় থাকতে হবে।

Saiful Islam

Part: 2ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?আপনি জানেন কি মার্কেটিং ম্যানেজার এর কাজ কি? এক্ষেত্রে...
03/02/2023

Part: 2

ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?
আপনি জানেন কি মার্কেটিং ম্যানেজার এর কাজ কি?

এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমনঃ

সুন্দর ও মার্জিত কন্টেন্টঃ
আপনার বিজনেস এর জন্য যে কন্টেন্ট টা দিবেন সে টা অবশ্যই সুন্দর এবং মার্জিত হতে হবে। ভিডিও তে এমন রঙ সিলেক্ট করুন যেগুলো দেখতে ভালো লাগে। দেখতে বিশ্রী এমন কিছু কন্টেন্ট এ অ্যাড করা থেকে বিরত থাকুন। এমন কিছু অ্যাড করুন যাতে একজন কাস্টমার আপনার ভিডিও টি দেখে ইম্পেস হয়। এমন কিছু ইম্প্রেশন অ্যাড করবেন যেনো একজন গ্রাহক এর টাইম না থাকলেও ভিডিও টি দেখার জন্য টাইম বের করে। এক কথায় যারা ভিডিও টি দেখবে তাদের মনের মতো করে ভিডিও কন্টেন্ট টি বানানো উচিত।

রেস্পন্সিভ অ্যাড তৈরি করুনঃ
ফেসবুক ক্যাম্পেইন টি লোকেশন সিলেক্ট এর মাধ্যমে ভিন্ন ভিন্ন যায়গায় শো হয়। আপনার অবজেক্টিভ সিলেকশন এর মাধ্যমে একটি এড সর্বোচ্চ ১২ জায়গায় প্রদর্শন করা হয়। লোকেশন টি হতে পারে ফেসবুকের নিউজ ফিড, ম্যাসেন্জার অথবা ডান সাইডের কলাম ইত্যাদি। ফেসবুকের এড এর লোকেশন আলাদা হওয়ার কারনে এড এর ধরন ও আলাদা হয়ে থাকে। আপনি চাইলে আপনার বিজনেস এর এড টি ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ এ-ও রান করাতে পারেন কারণ ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনাকে আগে বুঝতে হবে আপনার টার্গেটেড কাস্টমার কোথাও বেশি এক্টিভ। আপনার এড এর লোকেশন টি সেখানে হলে আপনার কাস্টমার পেতে সুবিধা হবে।

সঠিক ভাবে বয়স নির্ধারণঃ
আপনার এড টি যাদের জন্য তৈরি করা হলো তাদের কাছে পৌঁছে দিতে আপনার সঠিক ভাবে বয়স টা নির্ধারণ করে দিতে হবে। এতে ঠিক যেই কাস্টমার এর কাছে আপনি এড টা পৌঁছাতে চাচ্ছেন তার কাছেই পৌঁছে যাবে। ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে সঠিক ভাবে বয়স নির্ধারণ করে দেওয়া টা জরুরি।

ক্যাম্পেইন সময় নির্ধারণঃ
এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দেওয়া উচিত। সপ্তাহের কখন, কোন দিনে, কোন সময় ফেসবুক এ্যাড টি রান করলে সবার কাছে পৌঁছাতে পারে আপনার সে দিকে অধিক নজর দেওয়া উচিত। আপনার বিজনেস এর Facebook Ads Campaign টি তে ও সময় নির্ধারণ করে দেওয়া উচিত। এ বিষয়ে লক্ষণীয় যে আপনার টার্গেটেড কাস্টমাররা কখন, কোন সময়ে ফ্রি থাকে।

বাজেট অপ্টিমাইজড করাঃ
আপনি যদি ভেবে থাকেন বাজেট বাড়ালেই আপনার বিজনেসে রাতারাতি সফলতা পেয়ে যাবেন এমনটা নয়। ফেসবুক অফিশিয়াল বিজ্ঞাপন দাতাদের কে সর্বোচ্চ বিড এ বাজেট অপ্টিমাইজেশন এ সর্বদা নিরুৎসাহিত করে থাকে। ধরুন সেম ক্যাটাগরিতে আপনি এবং অন্য আরেকজন অনলাইন বিজনেস ম্যান ফেসবুক ক্যাম্পেইন দিলেন। এখন তার বাজেট যদি হয় বেশি হয় আর আপনার বাজেট যদি কম হয় তাহলে তার এড টা-ই ফেসবুক বেশি শো করবে।

আপনি যদি বাজেট অপ্টিমাইজড করতে চান তাহলে প্রতি ক্লিক অথবা প্রতি ক্যাম্পেইন অনুযায়ী বাজেট অপ্টিমাইজড করতে পারেন। খুব বেশি বাজেট অপ্টিমাইজড করাটা ও যেমন বুদ্ধিমানের কাজ নয় তেমনি কম বাজেট সিলেক্ট করাটাও বোকামি। তাই বাজেট অপ্টিমাইজড করার সময় আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে। তা না হলে সামান্য ভুলের জন্য আপনাকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।

উপরিউক্ত বিষয় মাথায় রেখে আপনাকে একটি ফেসবুক এড ক্যাম্পেইন চালু করতে হবে।

Saiful Islam

Part: 1ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?অনেকেই ফেসবুক পেইজ অথবা গ্রুপের মাধ্যমে তাদের বিজনেস চ...
02/02/2023

Part: 1
ফেসবুক এড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়?

অনেকেই ফেসবুক পেইজ অথবা গ্রুপের মাধ্যমে তাদের বিজনেস চালায়। এর মাঝে আবার অনেকেই আছে যারা ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় তা সঠিক ভাবে বোঝেনা।তাদের অবশ্যই তা শিখে নিতে হবে।
তবে বিজনেসের প্রসারতা, ব্র্যান্ডিং, রিচ, পাবলিসিটি অথবা সেল যা-ই বাড়াতে চান না কেনো ফেসবুক এড ক্যাম্পেইন আপনাকে চালু করতেই হবে। তাই ফেসবুক এড ক্যাম্পেইন চালু করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা জেনে নেওয়া যাক।

ফেসবুক এড ক্যাম্পেইন কিঃ

ফেসবুক এড ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগে ফেইসবুক এড ক্যাম্পেইন কি আপনাকে সেটা জানতে হবে। Facebook Ads Campaign হলো ফেসবুক কে নির্দেশনা দেওয়া আপনার অ্যাডের অবজেক্টিভ টা কি। ফেসবুকে এ্যাড দেওয়ার আগে আপনাকে অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে। সেখানে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে যাতে বোঝা যায় আপনার ফেসবুকে এ্যাড দেওয়ার উদ্দেশ্য টা কি।
আপনি যদি চান আপনার পেইজের লাইক বাড়াবেন তাহলে আপনি ফেসবুক ক্যাম্পেইন এর “পেইজ লাইক” অবজেক্টিভ টা সিলেক্ট করবেন। এর ফলে ফেসবুক ম্যানেজার বুঝতে পারবে আপনি আপনার পেইজ এর অ্যাড দিতে চাচ্ছেন লাইক বাড়ানোর জন্য। এর ফলে আপনার অ্যাড ডিজাইন টা পেইজের লাইক বাড়ানোর জন্যই করা হবে। এরকম আরও অনেক অবজেক্টিভ রয়েছে। আপনি চাইলে রিচ, ট্রাফিক জেনারেট ইত্যাদি অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এ সেগমেন্ট রয়েছে ৩টি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভারসন। আবার এর ভেতর অবজেক্টিভ রয়েছে ১১টি।

আপনি কোন উদ্দেশ্য নিয়ে ফেসবুক এ্যাড ক্যাম্পেইন রান করাতে চাচ্ছেন সে অনুযায়ী অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এভাবে আপনার বিজনেস এর উদ্দেশ্য অনুযায়ী আপনি Facebook Ads Campaign চালু করে ফেলতে পারেন। এ ছাড়াও আপনি চাইলে একজন দক্ষ ফেসবুক ম্যানেজার হায়ার করতে পারেন।

continue............
Saiful Islam

Address

Dhaka
1216

Telephone

+8801648800596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Idea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Idea:

Share