Fortify It

Fortify It Fortify: Strengthening Minds, Upholding Rights. Your sanctuary against cyber threats and online injustice.

We offer a fortress of mental resilience and legal expertise to victims of cybercrime, harassment, blackmail and social media entanglements. Let us empower you to fortify your digital existence and stand tall in the face of adversity."

06/10/2024

জেন জি’-কে আকৃষ্ট করতে ফেসবুকের নতুন ফিচার!

লোকাল’ ও ‘এক্সপ্লোর’ নামের এই ট্যাব দুটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি শহর ও মার্কেটে পরীক্ষাধীন আছে।

বলা হয় "দেখেই ডিলিট করে দেবো!"আসলেই কি ডিলিট করে..!!!বিস্তারিত ভিডিও দেখতে চোখ রাখুন CyberTalks With Rakib  এই পেজে।
02/07/2024

বলা হয় "দেখেই ডিলিট করে দেবো!"
আসলেই কি ডিলিট করে..!!!

বিস্তারিত ভিডিও দেখতে চোখ রাখুন CyberTalks With Rakib এই পেজে।

Fortify It  এর পক্ষ থেকে লক আইডি আনলক করা হলো।
08/04/2024

Fortify It এর পক্ষ থেকে লক আইডি আনলক করা হলো।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়ং এর পক্ষ থেকে এমন কোনো অফার দেয়া হয়নি।একটি মহল অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের স্ক্যাম লি...
21/03/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়ং এর পক্ষ থেকে এমন কোনো অফার দেয়া হয়নি।একটি মহল অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের স্ক্যাম লিংক ছড়িয়ে দিচ্ছে।

তাই এই ধরনের কোনো লিংকে ক্লিক করা,ব্যক্তিগত তথ্য দেয়া ও অন্যদের শেয়ার করা থেকে বিরত থাকুন।

গুজবকে না বলি, সত্য প্রচার করি...বেশকিছু দিন যাবত এই ধরনের কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে প...
20/03/2024

গুজবকে না বলি, সত্য প্রচার করি...

বেশকিছু দিন যাবত এই ধরনের কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে।যার কোনো ভ্যালিড সোর্স নেই।প্রকৃতপক্ষে ২০১৮ সাল থেকেই বিভিন্ন সূত্র উল্লেখ করে উক্ত দাবিটি ফেসবুকে প্রচার হয়ে আসছে।

প্রসঙ্গত এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত কোথাও ঘটেনি এবং ঘটার কোনো তথ্য পাওয়া যায়নি।এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও এই ধরনের কোনো তথ্য দেয়া হয়নি।

তাই কোনো বিষয়ে সত্যতা নিশ্চিত না হয়ে ভাইরাল টপিকের উপর নির্ভর করে কোনো কিছু প্রচার থেকে বিরত থাকুন।

নোট: শিক্ষাবার্তা নামক পেজটিও একটি ফেক পেজ।যার সাথে শিক্ষা মন্ত্রণালয়েরও কোনো সম্পর্ক নেই।এই পেজ থেকেও প্রচুর পরিমানে গুজব রটানো হচ্ছে।

19/03/2024

অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার ফলে ব্ল্যাকমেইল এর শিকার হয়েছিলেন ভিন্ন ভিন্ন স্থানের ২ জন নারী।

ভবিষ্যতে এমন কর্মকান্ডে লিপ্ত হবেন না এই মর্মে ওয়াদা করলে CyberTalks With Rakib এর পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান করা হয় এবং তথ্য ও প্রমাণের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

Two Factor Authentication জনিত সমস্যায় ২ টি একাউন্ট  এর Two Factor Bypass সম্পন্ন করা হলো।
15/03/2024

Two Factor Authentication জনিত সমস্যায় ২ টি একাউন্ট এর Two Factor Bypass সম্পন্ন করা হলো।

ফেসবুক ব্যবহার করার সময় স্পর্শকাতর বিষয় বস্তু এড়াতে যা করবেন...বিস্তারিত কমেন্টে...
11/03/2024

ফেসবুক ব্যবহার করার সময় স্পর্শকাতর বিষয় বস্তু এড়াতে যা করবেন...

বিস্তারিত কমেন্টে...

রক্ষক পরিচয়ের মুখোশের আড়ালের ভক্ষক থেকে সাবধান! পর্ব:১Based on True StoryStory Teller: Rakibul Hasanভিডিও লিংক কমেন্টে.....
18/02/2024

রক্ষক পরিচয়ের মুখোশের আড়ালের ভক্ষক থেকে সাবধান!
পর্ব:১

Based on True Story
Story Teller: Rakibul Hasan

ভিডিও লিংক কমেন্টে...

14/02/2024

ভালোবাসার পরীক্ষায় পাশ করতে গিয়ে আবেগে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েন না,অন্যথায় এর ফলাফল আসার পর কান্না করতে করতে আমাদের কাছে আসতে হবে।আর এমন হলে আমাদের থেকে সেবা পাবেন কিনা সন্দেহ🙂

ভালোবাসা পবিত্র তবে সেটা বৈধতা পাওয়ার পর🖤

২৪ জুন ২০২৩ সালে হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে অনেক সংগঠনের সাথেইতো কাজ করেছি ও করছি,পাশাপাশি নিজে নিজে আরও নতুন কিছু করা যা...
28/01/2024

২৪ জুন ২০২৩ সালে হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে অনেক সংগঠনের সাথেইতো কাজ করেছি ও করছি,পাশাপাশি নিজে নিজে আরও নতুন কিছু করা যায় কিনা ভেবে Fortify It পেজটি খুলি এবং যেই ভাবনা সেই অনুযায়ী কাজ শুরু করে দেই অল্প অল্প করে।শুরু করি সাইবার হয়রানির শিকার ভুক্তভোগীদের সহযোগিতা করা।যার মাধ্যমে দেশের গণ্ডী পেরিয়ে ভারত,ফিলিপাইনসহ আরও বেশ কিছু দেশের নাগরিকদের সেবা দিয়েছি।

এগুলো গতবছর ও এই বছরের সাইবার হয়রানির শিকার ভুক্তভোগীদের সেবা দেয়ার কিছু চিত্র।বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি সুদুর ফিলিপাইন ও ভারতীয় নাগরিকরাও সেবা নিয়েছেন।। এখানে ৮টি কেইসের চিত্র তুলে ধরেছি।এর মধ্যে উল্লেখযোগ্য ১ টি ছিলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ন্যুড ছবি বানিয়ে ভাইরাল করে দেয়া এবং বাকি ২ টি ছিলো পর্নোগ্রাফি ওয়েবসাইটে ভুক্তভোগীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়া এবং সেগুলো আমরা উক্ত ওয়েবসাইট গুলো থেকে ডিলিট করতে সক্ষম হই।এছাড়াও অভ্যন্তরীণ ভাবে অনেক সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতেও সহযোগিতা প্রদান করা হয়।

On June 24, 2023, I suddenly decided that I have been working with many organizations and I am also doing something new myself. To cooperate. Through which I have served the citizens of several other countries including India, Philippines across the borders of the country.

These are some pictures of the services provided to victims of cyber harassment last year and this year. Apart from Bangladeshi citizens, citizens from as far away as the Philippines and India have also received services. Here are the pictures of 8 cases. Among them, 1 was the use of artificial intelligence technology to make n**e pictures viral and the other 2 were the distribution of offensive videos of the victims on po*******hy websites and we were able to delete them from the said websites. Also internal It also helps bring many cyber criminals to justice.

Rakibul Hasan
Founder Of Fortify IT

দীর্ঘদিন যাবত ফেক একাউন্ট দ্বারা একজন বোনের সম্মানহানি করা হচ্ছিলো। জিডি মূলে আমরা উক্ত সমস্যার সমাধান করতে সক্ষম হই। আপ...
26/01/2024

দীর্ঘদিন যাবত ফেক একাউন্ট দ্বারা একজন বোনের সম্মানহানি করা হচ্ছিলো। জিডি মূলে আমরা উক্ত সমস্যার সমাধান করতে সক্ষম হই।

আপনিও যদি এমন অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে নিকটস্থ থানায় জিডি করে যোগাযোগ করুন আমাদের সাথে।ধন্যবাদ।

📌🔴গণহারে সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিজেবল হচ্ছে।যা ফেসবুকের ত্রুটির কারণে হচ্ছে।🔴📌তাই সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ ও সুরক্...
20/01/2024

📌🔴গণহারে সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিজেবল হচ্ছে।যা ফেসবুকের ত্রুটির কারণে হচ্ছে।🔴📌

তাই সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ ও সুরক্ষিত রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলতে নিচে উল্লেখিত টিপস গুলো মেনে চলুন।

⭕ Social Media Security Tips

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট সুরক্ষিত রাখতে যা যা করবেন:

১. সোশ্যাল মিডিয়া একাউন্ট এর নাম,জন্ম তারিখ ও সাল আপনার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর সাথে হুবহু মিল রাখবেন।

২. সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি সক্রিয় নাম্বার ও জিমেইল যুক্ত রাখবেন।

৩. টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন, সেই সাথে একাউন্টে যুক্ত থাকা জিমেইল এরও টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন।

৪. টু ফ্যাক্টর অন করার পর রিকোভারি অপশন থেকে অগ্রীম কিছু কোড এর স্ক্রিনশট নিয়ে রাখবেন।(সোশ্যাল মিডিয়া একাউন্ট ও জিমেইল উভয়ের ক্ষেত্রে)

৫.সোশ্যাল মিডিয়া একাউন্টের ইউজার নেম এক্সেস অফ রাখবেন।

৬.শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন।যেমনঃ Tom~@00$6৳H@sn% #

৭.প্রত্যেক বার সোশ্যাল মিডিয়া একাউন্ট লগইন করার পর লগইন ডিভাইস চেক করা ও অপরিচিত বা পূর্বের ডিভাইস গুলো রিমুভ করে দেয়া।

৮.অপরিচিত কোনো লিংকে না যাওয়া ও লিংকে গিয়ে ব্যক্তিগত কোনো তথ্য না দেয়া।

৯. নিজের পরিচিত, বন্ধুদের কোনো পোস্ট এ মজার ছলে গা*লি/মারা*মারি বুঝায় এমন শব্দ ব্যবহার করে কমেন্ট না করা।এতে আপনার আইডি রেস্ট্রিকশন বা ডিজেবল হতে পারে।

১০. সোশ্যাল মিডিয়া একাউন্টে আপত্তিকর কিছু পোস্ট,শেয়ার না করা।

📌অনাকাঙ্ক্ষিত ভাবে সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিজেবল এর শিকার হলে ভুলভাবে চেষ্টা না করে আমাদের সাথে যোগাযোগ করবেন।

আসসালামু আলাইকুম Fortify IT এর সকল শুভাকাঙ্ক্ষীকে  অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। নতুন বছরে আমাদের পরিকল্প...
19/01/2024

আসসালামু আলাইকুম
Fortify IT এর সকল শুভাকাঙ্ক্ষীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।

নতুন বছরে আমাদের পরিকল্পনা অনুযায়ী সেবাগ্রহীতাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস।

আমাদের থেকে আপনারা ২ ধরনের সেবা পাবেন।যথা- ১. সোশ্যাল মিডিয়া সেবা ও ২. ডিজিটাল প্রোডাক্ট সেবা।

📌সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সেবা সমূহ:-
১. হ্যাক হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়া একাউন্ট (ফেসবুক,ইন্সটাগ্রাম, টুইটার, লিংকডিন ইত্যাদি) রিকোভার করা হয়।
২.লক হয়ে যাওয়া একাউন্ট আনলক করা হয়।
৩. আইডি রানিং ভেরিফাই করা হয়।
৪. হ্যারাসমেন্ট ও ব্ল্যাকমেইল কেইস (জিডির ভিত্তিতে) সমাধান করা হয়।
৫.ফেসবুক পেইজ/বিজনেস পেইজ ম্যানেজমেন্ট ও সিকিউরিটি সার্ভিস দেয়া হয়।
৬. ফেসবুক পেইজ মনিটাইজেশন ইস্যু সমাধান করা হয়।
৭. কপিরাইট ইস্যু সমাধান করা হয়।
৮. ডিজেবল ও সাসপেন্ড একাউন্ট ব্যাক করা হয়।
৯. টু-ফেক্টর সংক্রান্ত সমস্যা সমাধান করা হয়।
১০. ফেসবুক বিজনেস পেইজ সেটাপ করা হয়।

📌ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস সমূহ:

১. নেটফ্লিক্স প্রিমিয়াম।
২.গুগল মিট প্রিমিয়াম।
৩.জুম প্রো পার্সোনাল।
৪.ক্যানভা পার্সোনাল এবং এডমিন।
৫. অফিস ৩৬৫ অফিসিয়াল একাউন্ট সেল করা হয়।

আমাদের সকল প্রোডাক্ট এর প্রাইস সহ বিস্তারিত জানতে পেজে মেসেজ করুন।

19/01/2024

বাংলাদেশ থেকে TikTok ব্যান করা হচ্ছে প্রচারিত তথ্যটি ভূয়া...!

- শিক্ষাবোর্ডের নামের পেইজটি অফিসিয়াল কোনো পেইজ নয়...এটি আপনার-আমার মতো সাধারণ বাচ্চা পোলাপানরা চালাচ্ছে।

- তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট/ শেয়ার করার পূর্বে যাচাই-বাছাই করা ও গুজব ছড়ানো হতে সতর্ক থাকার আহ্বান....!

সম্প্রতি কনা (ছদ্মনাম) নামের একজন ভুক্তভোগী পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের কাছে অভিযোগ করেন যে, গোপনে ধারনকৃত তার কিছু ...
17/01/2024

সম্প্রতি কনা (ছদ্মনাম) নামের একজন ভুক্তভোগী পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের কাছে অভিযোগ করেন যে, গোপনে ধারনকৃত তার কিছু গোসলের ছবি কে বা কারা তারই নামে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেইক আইডি থেকে তাকে পাঠিয়েছে। ভীতসস্ত্রস্ত কনা উক্ত আইডিতে মেসেজ দিয়ে সেসব ছবি কিভাবে পেয়েছে ও আইডি পরিচালনাকারী ব্যক্তির পরিচয় জানতে চায়। সে ছবিগুলো ডিলিট করে দেয়ার জন্য অনুরোধ করে। ভুয়া আইডির পরিচালনাকারী কনাকে জানায় যে সে তার কাছেরই কেউ এবং কনা যখন গোসল করছিল তখন সে ছবিগুলো ধারন করেছে। সে আরও জানায় এসব ছবি সে ডিলিট করে দিতে রাজি আছে যদি কনা নিজের আরো কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও নিজে ধারন করে তাকে পাঠায় কিংবা বড় অংকের টাকা দেয়। এই প্রস্তাবে কনা রাজি না হয়ে আইনি আশ্রয় নেয়ার কথা জানায়। এতে অপরাধী ক্ষীপ্ত হয়ে কনার গোসলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

কনা তাৎক্ষণিকভাবে তার অভিভাবককে জানান এবং তার পিতাকে নিয়ে নিকটস্থ থানায় অভিযোগ করে প্রাথমিকভাবে একটা জিডি করেন। থানা থেকেই তিনি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের হটলাইন নম্বর দেখে যোগাযোগ করে ও ফেসবুক পেইজে তার অভিযোগ জানান।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ভুক্তভোগীর অভিযোগ পর্যালোচনা ও জেলা পুলিশের সাথে সমন্বয় করে প্রযুক্তিগত অনুসন্ধানে অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়। ভুক্তভোগীর রুজু করা মামলার প্রেক্ষিতে জেলা পুলিশ কনার প্রতিবেশী রায়হান (ছদ্মনাম) কে গ্রেফতার করে এবং তার ডিভাইস থেকে ভুক্তভোগীর গোসলের আপত্তিকর ছবি ও অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি পাওয়া যায়।

14/01/2024

অজান্তেই কিছু কিছু পার্লারে মেয়েদের গোপন ভিডিও ধারণ করা হচ্ছে...

- সাধারণ মানুষ জানেই না তাদের এই ভিডিওগুলো লিকড করে ডার্কওয়েব সহ বিভিন্ন পর্ণ সাইটে কোটি কোটি টাকা আয় করা সম্ভব...

আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ।আসছে ২০২৪ নতুন বছরে সাইবার সেবার পাশাপাশি আমরা নিয়ে আসছি ডিজিটাল প্রোডাক্ট সেবা।আপ...
29/12/2023

আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ।আসছে ২০২৪ নতুন বছরে সাইবার সেবার পাশাপাশি আমরা নিয়ে আসছি ডিজিটাল প্রোডাক্ট সেবা।

আপনাদের সাথে নতুন বছরে হবে নতুন কিছু পরিকল্পনা নিয়ে।আশা করি সবাইকে পাশে পাবো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fortify It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fortify It:

Videos

Share