Finfacts

Finfacts We help all in multiple ways get rich, stay rich, and be happy. Please mail to [email protected] for sponsorship or collaboration
(12)

03/02/2025

কে কে সামনের শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বইমেলায় যাবেন?

পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছ...
03/02/2025

পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।

আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি দেশে একটি সফল গন-অভ্যুত্থানের পর আবার ব্যক্তিগত কন্সাল্টেশান শুরু করেছি।
যারা পার্সোনাল ফাইনান্স ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ, শেয়ার বাজার, নিজের ক্যারিয়ার ব্যবস্থাপনা ও অন্যান্য সেলফ ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে চান তাঁরা অনলাইন অথবা অফ্লাইনে আমার সাথে যুক্ত হতে পারেন।

শিডিউল বুক করার জন্য হোয়াটসঅ্যাাপ নাম্বারে টেক্সটের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করছি।
পার্সোনাল সেশনে মূলত কি হয়:

১) সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মানুষের আর্থিক জীবনকে সাজিয়ে দেয়া

২) পার্টিসিপেন্ট কিভাবে তার আয়কে বৃদ্ধি করতে পারবেন, খরচকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন, কিভাবে সঞ্চয় প্রোগ্রাম গুলো চালিয়ে নিতে পারবেন, কিভাবে তার বর্তমান জীবনের আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, তারপরে উনি আর্থিক বিষয়ে অনেক ভুল করেন ওই ভুলগুলো যেন ভবিষ্যতে না করেন এসব বিষয় কাভার করা হয়।

৩) তারপরে আমরা হেল্প করি তার বিনিয়োগ পোর্টফোলিও সাজানোর ব্যাপারে। কোন খাতে কত বিনিয়োগ করবেন তার বয়স অনুসারে কোথায় বিনিয়োগ করবেন না, বাড়ি করবেন কিনা, টাকা পয়সা কোন ধরনের ব্যবসায় খাটাবেন, কোথায় খাটাবেন না ইত্যাদি।

৪) তার আর্থিক প্ল্যানিং কেমন হবে, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং কেমন হবে এই পুরো বিষয়টা আমরা কাভার করি। আর তার ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর তো থাকেই।

৫) মুল কথা হচ্ছে আমরা আপনার আর্থিক জীবন সুন্দর ও নির্ভেজাল করার জন্য আপনার আর্থিক প্ল্যান করে, আপনার যদি প্ল্যান থাকে সেটা রিডিজাইন করে আপনার আর্থিক লক্ষ অর্জনে পরামর্শ দেই এবং একটা রোড ম্যাপ তৈরী করে দেই।

আমাদের প্রতিটি সেশনের চার্জ হচ্ছে ১০ হাজার টাকা। সময় দেড় থেকে দুই ঘণ্টা। বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করলে শিডিউল দেয়া হয়। বিকাশ / নগদ নাম্বার ০১৯৭৪০৩৩৩০০.
একটি কন্সাল্টেশান সেশান আপনার আর্থিক জীবনে অকল্পনীয় পরিবর্তন আনতে পারে যদি আপনি ইচ্ছে করেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।

- সাইফুল হোসেন, আপনার ফাইনান্স মেন্টর
Contact us at: 0101754-964851WhatsApp text or Direct Call), 01974033300 (WhatsApp Text only)
ইমেইলঃ [email protected]
পার্সোনাল কন্সাল্টেশান সেশানের জন্য ডিসকাউন্ট- এর অনুরোধ করবেন না প্লিজ।

03/02/2025
02/02/2025

অবৈধ উপায়ে অর্থ উপার্জন: ধ্বংসের পথ । সাইফুল হোসেন

01/02/2025

এমএ পাস করে চা ওয়ালা জনাব শহিদুল ইসলাম । সাইফুল হোসেন

মোহাঃ সহিদুল ইসলাম।এম এ পাস চা ওয়ালা (প্রা.) লিমিটেড কোম্পানির Founder & CEO.তিনি ইংরেজি বিষয়ে (অনার্স) এবং একই বিষয়ে মাস্টার্স শেষ করেন।তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষিকতা পেশার সাথে জড়িত ছিলেন। সবশেষ তিনি মনপুরা স্কুল & কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে তিনি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেন।তারপরে কিছুদিন তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও ফাইভ স্টার হোটেলে কাজ করেন।তাছাড়া তিনি মনিন প্রতিষ্ঠান থেকে এডভান্সড বারিস্তা কোর্স কমপ্লিট করেন। ২০২৩ সালে তিনি শ্রেষ্ঠ উদীয়মান উদোক্তার পুরস্কার পান।

31/01/2025

এমএ পাস করে চা ওয়ালা জনাব শহিদুল ইসলাম । সাইফুল হোসেন

মোহাঃ সহিদুল ইসলাম।এম এ পাস চা ওয়ালা (প্রা.) লিমিটেড কোম্পানির Founder & CEO.তিনি ইংরেজি বিষয়ে (অনার্স) এবং একই বিষয়ে মাস্টার্স শেষ করেন।তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষিকতা পেশার সাথে জড়িত ছিলেন। সবশেষ তিনি মনপুরা স্কুল & কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে তিনি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেন।তারপরে কিছুদিন তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও ফাইভ স্টার হোটেলে কাজ করেন।তাছাড়া তিনি মনিন প্রতিষ্ঠান থেকে এডভান্সড বারিস্তা কোর্স কমপ্লিট করেন। ২০২৩ সালে তিনি শ্রেষ্ঠ উদীয়মান উদোক্তার পুরস্কার পান।

31/01/2025

১)

নিজের জন্য সবটুকু যদি নাও দিতে পারো,
নিজের পথে হাঁটতে তো শুরু কর
দেখবে একদিন পৌঁছে গেছ সেখানে,
যেখানে যাবার জন্য যাত্রা শুরু করেছিলে।
নিজের জীবন যদি মূল্যবান-ই হবে
তবে কেন হেলাফেলা করে তাকে নস্ট করা।
কেন নিজের ভালবাসার কাজ খোঁজ না করে
অন্যের দেখানো পথে হাঁটা!

২)

জীবন আমার সিদ্ধান্ত অন্যের হতে পারে না।
জীবন আমার, দুঃখ আমার অথচ সুখের ভাগ তোমার, কেমন যাচ্ছেতাই ব্যাপার, তাই না?
তুমি যদি আমার হবে তাহলে আমার দুঃখ, আমার ভাল,
আমার সুখ আমার মন্দ- এসবের অংশীদারও তুমি হবে।।

@ সাইফুল হোসেন।

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা এবং কর্ম...
30/01/2025

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা এবং কর্মসংস্থানের অভাব—এই তিনটি চ্যালেঞ্জ একসাথে মিলে স্ট্যাগফ্লেশনের পরিস্থিতি তৈরি করছে। অনেকে ভাবতে পারেন, এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব। তবে ইতিহাস বলে, প্রতিটি সংকটই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ আর
ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

বিশ্বের অনেক দেশ একসময় আমাদের মতোই অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল। ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্র তেল সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ভয়াবহ স্ট্যাগফ্লেশনের শিকার হয়েছিল। কিন্তু তারা প্রযুক্তি, উদ্ভাবন, এবং বিনিয়োগ নীতির পরিবর্তনের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠেছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক বিধ্বস্ত অর্থনীতি থেকে উঠে এসে আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলোও একসময় অর্থনৈতিক দৈন্যদশায় ছিল। কিন্তু দৃঢ় সংকল্প, সঠিক নীতি আর জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তারা আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে। তাহলে বাংলাদেশ কেন পারবে না?

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবি.....

30/01/2025

মানুষ কেন সম্পদ হারায় জানেন? সাইফুল হোসেন

29/01/2025
29/01/2025

আপনার আর্থিক স্বপ্ন পূরণ করতে সাহায্য করি
আপনি কি আপনার আর্থিক জীবনকে আরও সুন্দর ও নিরাপদ করতে চান?

আপনার আয় বাড়াতে, খরচ কমানোর উপায় খুঁজছেন? বিনিয়োগের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না?

আমরা আপনাকে সাহায্য করতে পারি!

কেন আমাদের সাথে যোগাযোগ করবেন?

ব্যক্তিগত পরামর্শ: আপনার আর্থিক অবস্থা বিশ্লেষণ করে আপনার জন্য উপযুক্ত পরামর্শ দেয়া হবে।
সম্পূর্ণ সমাধান: আয় বৃদ্ধি, খরচ কমানো, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ পরিশোধ, রিটায়ারমেন্ট প্ল্যানিং সব বিষয়েই বিস্তারিত পরামর্শ দেয়া হবে।
আপনার লক্ষ্য অর্জন: আপনার আর্থিক লক্ষ্য অর্জনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করে দেয়া হবে।
দীর্ঘমেয়াদী সফলতা: আপনার আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে।
আমাদের পরিষেবা:

আয় বৃদ্ধির উপায়
খরচ কমানোর কৌশল
সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা
বিনিয়োগের সঠিক পথ
ঋণ পরিশোধের পরিকল্পনা
রিটায়ারমেন্ট প্ল্যানিং
আর্থিক সমস্যার সমাধান
কেন আমাদের বিশ্বাস করবেন?

আমরা এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছি।
আমাদের হাজার হাজার সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে।
আমরা আপনার সাফল্যে বিশ্বাসী।
কিভাবে যোগাযোগ করবেন?

WhatsApp: 01974033300 (Texts Only)
Direct Call - 01754-964851
ইমেইল: [email protected]
সেশনের সময়কাল: দেড় থেকে দুই ঘন্টা
সেশনের ফি: ১০,০০০ টাকা (বিকাশ/নগদ)

আজই যোগাযোগ করুন এবং আপনার আর্থিক জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করুন!

🚀 CEO Coaching নিন – আপনার ব্যবসার সম্ভাবনা উন্মুক্ত করুন! 🚀আপনি কি আপনার ব্যবসার জন্য অর্থায়ন, ব্যবসা বৃদ্ধি বা পরামর্শ...
29/01/2025

🚀 CEO Coaching নিন – আপনার ব্যবসার সম্ভাবনা উন্মুক্ত করুন! 🚀

আপনি কি আপনার ব্যবসার জন্য অর্থায়ন, ব্যবসা বৃদ্ধি বা পরামর্শ খুঁজছেন? বাজেটিং, আর্থিক পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল, মার্কেটিং ও ব্রান্ডিং পরিকল্পনা বা অন্য কোনো ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য প্রয়োজন?
আমরা ব্যক্তিগত পরামর্শ প্রদান করি, যা আপনার ব্যবসার আর্থিক ভবিষ্যত ডিজাইন করতে এবং ব্যবসার বৃদ্ধি ও স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক।

🔹 সপ্তাহে মাত্র ৩ দিন : সোমবার, মঙ্গলবার ও বুধবা্র।
🔹 প্রতিটি সেশনের সময়কাল:২.০০-৩.০০ ঘণ্টা।
🔹 প্রতিটি সেশান ফি: ৩০,০০০ টাকা (একাধিক অংশীদার এক সেশনে অংশগ্রহণ করতে পারেন)।
🔹 পেমেন্ট করার পর শিডিউল নির্ধারণ হবে।
আপনার ব্যবসার সফলতার রোডম্যাপ তৈরি করতে চলুন! 💼💡

🔹 যোগাযোগ করুন: WhatsApp-এ 01974033300 অথবা ইমেইল-এ [email protected]

28/01/2025

জীবনের সঠিক উদ্দেশ্য কিভাবে খুজে পাবেন । সাইফুল হোসেন

পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছ...
28/01/2025

পরামর্শ আমাদের সবার জন্য খুব দরকারি ।

আপনারা যারা Finance Mentor and Finfacts এর সাথে সম্পৃক্ত তাঁদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি দেশে একটি সফল গন-অভ্যুত্থানের পর আবার ব্যক্তিগত কন্সাল্টেশান শুরু করেছি।
যারা পার্সোনাল ফাইনান্স ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ, শেয়ার বাজার, নিজের ক্যারিয়ার ব্যবস্থাপনা ও অন্যান্য সেলফ ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে চান তাঁরা অনলাইন অথবা অফ্লাইনে আমার সাথে যুক্ত হতে পারেন।
শিডিউল বুক করার জন্য হোয়াটসঅ্যাাপ নাম্বারে টেক্সটের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করছি।

পার্সোনাল সেশনে মূলত কি হয়:
১) সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মানুষের আর্থিক জীবনকে সাজিয়ে দেয়া
২) পার্টিসিপেন্ট কিভাবে তার আয়কে বৃদ্ধি করতে পারবেন, খরচকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন, কিভাবে সঞ্চয় প্রোগ্রাম গুলো চালিয়ে নিতে পারবেন, কিভাবে তার বর্তমান জীবনের আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, তারপরে উনি আর্থিক বিষয়ে অনেক ভুল করেন ওই ভুলগুলো যেন ভবিষ্যতে না করেন এসব বিষয় কাভার করা হয়।
৩) তারপরে আমরা হেল্প করি তার বিনিয়োগ পোর্টফোলিও সাজানোর ব্যাপারে। কোন খাতে কত বিনিয়োগ করবেন তার বয়স অনুসারে কোথায় বিনিয়োগ করবেন না, বাড়ি করবেন কিনা, টাকা পয়সা কোন ধরনের ব্যবসায় খাটাবেন, কোথায় খাটাবেন না ইত্যাদি।
৪) তার আর্থিক প্ল্যানিং কেমন হবে, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং কেমন হবে এই পুরো বিষয়টা আমরা কাভার করি। আর তার ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর তো থাকেই।
৫) মুল কথা হচ্ছে আমরা আপনার আর্থিক জীবন সুন্দর ও নির্ভেজাল করার জন্য আপনার আর্থিক প্ল্যান করে, আপনার যদি প্ল্যান থাকে সেটা রিডিজাইন করে আপনার আর্থিক লক্ষ অর্জনে পরামর্শ দেই এবং একটা রোড ম্যাপ তৈরী করে দেই।

আমাদের প্রতিটি সেশনের চার্জ হচ্ছে ১০ হাজার টাকা। সময় দেড় থেকে দুই ঘণ্টা। বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করলে শিডিউল দেয়া হয়। বিকাশ / নগদ নাম্বার ০১৯৭৪০৩৩৩০০.

একটি কন্সাল্টেশান সেশান আপনার আর্থিক জীবনে অকল্পনীয় পরিবর্তন আনতে পারে যদি আপনি ইচ্ছে করেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।

- সাইফুল হোসেন, আপনার ফাইনান্স মেন্টর
Contact us at: 0101754-964851WhatsApp text or Direct Call), 01974033300 (WhatsApp Text only)
ইমেইলঃ [email protected]
পার্সোনাল কন্সাল্টেশান সেশানের জন্য ডিসকাউন্ট- এর অনুরোধ করবেন না প্লিজ।

27/01/2025

আমি কথা বলেছি এক ঝাঁক তরুণ তরুণীর সাথে। তাঁরা সবাই ASCOTT THE RESIDENCE এর কর্মকর্তা এবং তাঁদের পরিবার পরিজন। আমার লেখা দুটো বই আমার হাতে তাঁদেরকে পৌঁছে দিতে পেরেছি । প্রায় ১০০ র বেশী পার্টিসিপেন্ট ছিলেন সামনে। দারুন মুহুর্ত। ASCOTT THE RESIDENCE এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোশাররফ হোসেন খোকা ভাইকে অনেক ধন্যবাদ।

Address

Niketon, Gulshan-1
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Finfacts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share