II News TV

II News TV News.based.on.Islamic.ideals

04/12/2025

মাশাআল্লাহ অনেক সুন্দর ❤❤

29/11/2025

প্রফেসর ড. সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের পবিত্র জন্মদিন উপলক্ষে মিরপুর দরবার শরীফে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর—ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের (IARO) কেন্দ্রীয় কার্যালয় মিরপুর দরবার শরীফে গত ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার, অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের পবিত্র জন্মদিন উপলক্ষে এক 'বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল' অনুষ্ঠিত হয়।

"সুবাহানাল্লাহ" ফজরের সময় মদিনার দৃশ্য 🖤
24/11/2025

"সুবাহানাল্লাহ" ফজরের সময় মদিনার দৃশ্য 🖤

23/11/2025

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলা, পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা: আহত অন্তত ৪
মানিকগঞ্জ প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের বিচার ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 'তৌহিদী জনতা'র বিক্ষোভ মিছিল থেকে বাউল শিল্পীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হামলার মুখে মারধরের শিকার হয়ে কয়েকজন বাউল শিল্পী প্রাণ বাঁচাতে স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

আজ 2রা নভেম্বরশায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) হুজুর ও আওলাদে রাসূল কুতুবুল আ...
01/11/2025

আজ 2রা নভেম্বর
শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল্-মাহবুবী (মাঃ আঃ) হুজুর ও আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) 'র কনিষ্ঠ সাহেবজাদা- মিপুর দরবার শরীফের যুগ্ম মহাসচিব পি-এইচ. ডি স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের 'র শুভ জন্মদিন
আজকের এই বিশেষ মহতি দিনে মহান
রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা তিনি
যেন দয়া করে এই মহামানবের সুস্বাস্থ্য ও
দীর্ঘায়ু দান করেন এবং
সবাইকে জানাই-
শুভেচ্ছা ও অভিনন্দন

HM Mosharof Hossen Helali আজ রাত বাদ এশা ময়মনসিংহ সদর, থানা,চর নিলক্ষীয়া উজান পাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও অপসংস্কৃতি...
31/10/2025

HM Mosharof Hossen Helali
আজ রাত বাদ এশা ময়মনসিংহ সদর, থানা,চর নিলক্ষীয়া উজান পাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও অপসংস্কৃতি তথা হারাম গান, যাত্রাপালা আয়োজনের বন্ধের দাবীতে হাফেজ মাওলানা মোশাররফ হোসেন ভাই ও মুরুব্বিদের সহযোগিতায় নিজ বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করেন। উক্ত বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা এরশাদ আলী সাহেব ও পরিচালনা করেন মোহাম্মদ সেলিম খান (মেম্বার)। উক্ত বৈঠকে বিভিন্ন মহল্লার পেশ ইমাম ও খতিবগণ সহ এলাকার ধর্মপ্রান বাবা ও ভাইয়েরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সকলেই হারাম কাজ বন্ধের পক্ষে দাবী জানান।আলোচনা শেষে মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে বৈঠকটি সমাপ্তি হয়।

দীক্ষার জানাই এই সমাজের মুরুব্বী নামক কিছু ভন্ডদের কে, যারা সমাজে যাত্রা পালার আয়োজন করে যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ...
24/10/2025

দীক্ষার জানাই এই সমাজের মুরুব্বী নামক কিছু ভন্ডদের কে, যারা সমাজে যাত্রা পালার আয়োজন করে যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে, মহান আল্লাহ তায়ালা যুব সমাজের ঈমান আমল এদের হাত থেকে হেফাজত করুন। আমিন 🤲🤲

★হাই আফসোস যেই সমাজে প্রতি বছর আল্লাহ রাসূল সাঃ এর ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারে না সেই সমাজে প্রতি বছর ঠিকই যাত্রা পালার আয়োজন হয়। 😥😥

আজ ৮ই অক্টোবরইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এ...
08/10/2025

আজ ৮ই অক্টোবর
ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী ও বর্তমান কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের একমাত্র নাতনি মিরপুর দরবার শরীফের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের একমাত্র কন্যা “সৈয়দা মেহজাবীন সুলতানা (মাঃ আঃ) হুজুরের"
১ম পবিত্র জন্মদিন সবাইকে জানাই আন্তরিক
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

27/09/2025
07/09/2025

ঐতিহাসিক মহিমান্বিত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আগামী ৬ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল হতে বাদ যোহর পর্যন্ত "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্মেলন” রাজধানী ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনে অবস্থিত মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

05/09/2025

মিরপুর দরবার শরীফে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর ১৫০০তম শুভ জন্মদিন উপলক্ষে "পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।

14/08/2025

ভোলাগঞ্জ সাদা পাথড় রক্ষায় নাটক শুরু ১৬ বছরে যে পাথড় খেতে পারে নাই সে ১ বছরে শেষ। #সাদা_পাথর

Address

Dhaka

Telephone

+8801765573443

Website

Alerts

Be the first to know and let us send you an email when II News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to II News TV:

Share

Category