মিহওয়ার

মিহওয়ার জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ

জ্ঞানের পুনর্জাগরণের আন্দোলনকে মানুষের নিকট যৌক্তিকভাবে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রৈমাসিক মিহওয়ার।

ইসলামী চিন্তা ও দর্শন এবং যুগ-জিজ্ঞাসার জবাবকে ইসলামের আলোকে বাংলা ভাষাভাষী মানুষের নিকট তুলে ধরে প্রতিটি চিন্তাকে তার নিজস্ব কক্ষপথে ফিরিয়ে আনতেই মিহওয়ারের পথচলা।।

জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ মিহওয়ারের উদ্দেশ্য হলো, ইসলামী সভ্যতার জ্ঞান ও চিন্তাকে যুগের সর্বোচ্চ মাত্রা ও ভাষায় ...
15/01/2025

জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ মিহওয়ারের উদ্দেশ্য হলো, ইসলামী সভ্যতার জ্ঞান ও চিন্তাকে যুগের সর্বোচ্চ মাত্রা ও ভাষায় হাজির করা। এ জন্য বাংলা ভাষায় বিভিন্ন অঞ্চলে, ইসলামী সভ্যতার মহান আলেমগণের চিন্তা ও দর্শনকে হাজির করার জন্য মিহওয়ার তার প্রচেষ্টা চলমান রেখেছে।

মিহওয়ার ৬ষ্ঠ সংখ্যা থেকে, নতুন ডাইমেনশনে মিহওয়ার হাজির করার পর আমরা "ইসলামী জ্ঞানে উসূল" শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ যুক্ত করেছি। এর উদ্দেশ্য- মুসলিম উম্মাহর বিভিন্ন অঞ্চলের উসূলসন্ধানী আলেমগণের জীবন, জ্ঞানের সফর ও উসূলসংক্রান্ত চিন্তার একটা চিত্র হাজির করা। সে ধারাবাহিকতায় ৭ম সংখ্যায় আলোচিত হয়ছে তিউনিসের মহান আলেম আল্লামা তাহির বিন আশুরে চিন্তা।

মিহওয়ার যে বিষয়গুলোকে হাজির করতে চায়, আমাদের একাডেমিয়াতে সেগুলোর চর্চা না থাকায় অনেকসময়ই এই আলাপগুলোর সাথে আমরা নিজেদের যথাযথভাবে সম্পৃক্ত করতে পারিনা। এজন্য মিহওয়ারের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি "লেখক-পাঠক আলাপের", যেখানে মিহওয়ারের প্রবন্ধগুলো নিয়ে আমরা পাঠকদের সাথে উন্মুক্ত আলোচনা করতে চাই । প্রতি সংখ্যায়ই আমরা এ আয়োজন চলমান রাখবো ইনশাআল্লাহ। আলাপ, প্রশ্ন, এবং নতুন চিন্তাচর্চার এ আয়োজন আমাদের জন্য উপভোগ্য হবে বলে আমরা আশা করি।

আগামীকাল, সন্ধ্যা ৭:৩০ এ, লেখক-পাঠক আলাপের প্রথম পর্বে, প্রফেসর ড. মেহমেদ গরমেজের অনন্য সৃষ্টি, " আল্লামা তাহির বিন আশুরের চিন্তা ও দর্শন" প্রবন্ধ নিয়ে আমরা অনুবাদক ও পাঠকদের মুখোমুখি আলাপ করবো ইনশাআল্লাহ। এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। আমরা আশা করছি, আপনারা সবাই এ প্রবন্ধটি পড়বেন, এবং এ আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন।

প্রথম পর্বে আমাদের সাথে যুক্ত হবেন, বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতাবিষয়ক গবেষক, শ্রদ্ধেয় বুরহান উদ্দিন আজাদ।

দেখা হচ্ছে, আগামীকাল সন্ধ্যায়।

[জুম লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া হবে ইনশাআল্লাহ। জুম আইডি এবং পাসকোড পোস্টারে সংযুক্ত রয়েছে]

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে ত্রৈমাসিক মিহওয়ার সপ্তম সংখ্যার উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।...
13/01/2025

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে ত্রৈমাসিক মিহওয়ার সপ্তম সংখ্যার উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্র পরিচালনা করেন– ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত প্রেসিডেন্ট, তরুণ কৃষিবিজ্ঞানী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান সৈকত।।

মিহওয়ার ৭ম সংখ্যা।স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ...
13/01/2025

মিহওয়ার ৭ম সংখ্যা।

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

আমাদের সম্মানিত পাঠক, আব্দুল্লাহ তাহসিনের ক্যামেরায় মিহওয়ার ৭ম সংখ্যা।................স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি...
10/01/2025

আমাদের সম্মানিত পাঠক, আব্দুল্লাহ তাহসিনের ক্যামেরায় মিহওয়ার ৭ম সংখ্যা।
................

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

হতচ্ছাড়া শালিকদু'টো যে কী শুরু করলো! আম গাছের হেলে পড়া ডালে সেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে ওরা, তা যেনো আর শেষ হবার ...
07/01/2025

হতচ্ছাড়া শালিকদু'টো যে কী শুরু করলো! আম গাছের হেলে পড়া ডালে সেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে ওরা, তা যেনো আর শেষ হবার নাম নেই। যেই-না স্যার পড়ানো শুরু করলো, তখন থেকেই শুরু হয়েছে তাদের ঠোকরা-ঠুকরি। সম্পত্তির দখলদারিত্ব নিয়ে শুরু হওয়া এই লড়াইয়ে উভয়ের উৎসাহ দেখে মনেই হচ্ছে না যে তাদের মাঝে অচিরেই শান্তিচুক্তি হবে! তবে তাই চলুক, আর এদিকে আমি নাহয় উপভোগ করতে থাকি। আনমনে বিড়বিড় করছিলাম আমি।

ফেব্রুয়ারি মাস। শীতের সকাল। শীতকালের মনোরম সেই রোদের জন্য ক্লাসরুমের পেছনের চৌকোনা জানালার পাশের সিটটা আমার চাইই চাই। সেই সিটটা দখল করতে সবার আগে ক্লাসে হাজির হওয়াটা যেনো আমার মাসখানেকের অভ্যাস। মিষ্টি রোদের উষ্ণতায় ক্লাস করতে যেমন বেশ আরাম লাগে, সাথে আবার ফ্রি-তে পাওয়া যায় পরিবেশ দেখার সুযোগ। সে-ই উপভোগটাই করছিলাম। হঠাৎ কীসের একটা আওয়াজে সম্বিৎ ফিরে পেলাম আমি।

রফিক স্যার। বাংলার জন্য পুরো স্কুলে প্রসিদ্ধ। তবে আরো প্রসিদ্ধ এসএসসির বাংলা ক্লাসের জন্য। বয়সও কম না, কমকরে হলেও ৫৭-৫৮। তবুও যেনো শরীরে আমাদের মতো জোর। ব্যাত দিয়ে সপাং সপাং করে এতো জোরে বাড়ি দেয় যে, মনে হয় আর্মির কোনো এক মেজর। ভয় ধরানো সেই আওয়াজেই সম্বিৎ ফিরে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম ফার্স্ট বেঞ্চের একটারে আচ্ছামতো ধোলাই করলেন স্যার। তবে আমার ভয় নাই। আজকের হোমওয়ার্ক জমা দিয়েছি। এরপরেও ভেতরটা কেমন যেনো খচখচ করছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে।

বাংলা ব্যাকরণে আমার বরাবরই অনীহা। এ এমন এক সাবজেক্ট, এর চেয়ে মনে হয় আলাওলের বাংলা বুঝাটা আরো বেশি সহজ। তবুও পাস করার তাগিদে আর হাতের তালু গরম হবার ভয়ে স্যারের পড়াটুকু পড়ি। তাই আজকের হোমওয়ার্ক পড়ে এসেই জমা দিয়েছি। না পড়ে এসে জমা দিতে ভয় করে। না জানি কখন আবার চশমার উপর দিয়ে গোটা গোটা চোখে তাকিয়ে বলে, কী বাবা, পড়ে এসেছো তো, নাকি সকাল সকাল নাস্তা লাগবে?

যাকগে, সে কথা। আবারো শালিকদু'টোর যুদ্ধ দেখতে ঘাড় ফিরালাম। এবার মনে হচ্ছে উভয়ের মাঝেই যুদ্ধের তেজটা কমে আসছে। ক্ষণিকের মধ্যেই হয়তো যুদ্ধবিরতি দেবে উভয়েই। হুট করে পাশেরজন ধাক্কা দিলো। বিরক্ত হয়ে তার দিকে তাকাতেই সে সামনে ইশারা করলো। সামনে তাকালাম। দেখি স্যারের চোখদুটো আমার উপর নিবদ্ধ, ভয়ে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো।
“এই ছেলে, তুমি দাঁড়াও!”
“আ...আ..মি স্যার?” ইতি-উতি তাকিয়ে স্যারকে বললাম।
“হ্যাঁ, তুমি নয়তো কে? দাঁড়াও তুমি।”
ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলাম।

“তুমি বলো, কোন চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত দুটোতেই রয়েছে?”
“আ সু বি নি, স্যার।”
“এবার তাহলে সংস্কৃত উপসর্গগুলো বলো।”
“প্র পরা...অধি অতি....ইতি উন...”
“কী ব্যাপার, বাংলাগুলো কেন আসলো? কাল ঠিকমতো পড়াইনি? পড়ে আসতে বলিনি?”
“জ..জি স্যার। তবে, মুখস্থ করতে বলেননি।”
“কিন্তু, এসব তো এইটেও মুখস্থ করার কথা। না করে তখন ফাঁকি দিয়েছো?”
“পড়েছিলাম স্যার, কিন্তু ভুলে গেছি। তাই গুলিয়ে ফেলছি।”
“আচ্ছা ঠিকাছে, আজকের মতো বসো।”

আমি যেনো প্রাণ ফিরে পেলাম। মনে মনে বললাম, এজন্যই তাহলে ভেতরে খচখচ করছিলো। যাক, ফাঁড়া কেটে গেছে তাহলে। তবুও বইতে একবার চোখ বুলানোর জন্য বইটা থেকে উপসর্গ বের করলাম। কী একটা বিষয়ের জন্য পাশের জনকে কিছু একটা জিজ্ঞেস করতে গেলে দেখি সে একটা সাময়িকী খুলে ব্যাকরণ বইয়ের নিচে রাখছে। তার হাত থেকে বইটা নিলাম। দেখলাম, সে একটা প্রবন্ধ পড়ছে, মাঝামাঝি আছে এখন। খুঁজে খুঁজে প্রথম পৃষ্ঠায় গেলাম। শিরোনামটা বেশ আশ্চর্যের, জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণে মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ভাষা ‘বাংলা’। প্রথম দেখায় শিরোনামের আগামাথা কিছুই বুঝলাম না বটে, তবে শিরোনামটা বেশ দারুণ লাগলো। এটা বুঝলাম যে, মুসলিমদের মধ্যে ভাষাভাষীর দিক থেকে বাংলা হচ্ছে দ্বিতীয় ভাষা। এটাই বেশ আকর্ষণীয় লাগলো।

শরীফকে জিজ্ঞেস করলাম সাময়িকীটা সে দেবে কিনা। ইশারায় সে বুঝিয়ে দিলো একটু পর কথা বলবে। আর সামনে তাকিয়ে দেখালো যে ক্লাসরুমে তখন প্রিন্সিপাল স্যার ঢুকছেন। আমিও খেয়াল করে সোজা হয়ে বসলাম। তবে ভাগ্য মনে হয় ভালো। স্যার প্রবেশ করেই আমাদেরকে দাঁড়াতে নিষেধ করলেন। এরপর কী এক জরুরি ভিত্তিতে রফিক স্যারকে নিয়ে রুমের বাইরে বেরোলেন। আমরা সবাই নিশ্চুপ হয়ে বসে আছি। একটু পরেই রফিক স্যার এসে বললেন আজকের ক্লাস আপাতত হবে না। তোমরা কেউ হৈ-চৈ করো না, পরের ক্লাসে স্যার ঠিকই চলে আসবেন।

স্যারের কথায় আমরা যেনো চাঁদ হাতে পেলাম। স্যার বেরোতেই পুরো ক্লাসজুড়ে গুঞ্জন শুরু হয়ে গেলো। আর এদিকে আমি শরীফের কাছে থেকে সাময়িকীটা নিলাম। ওকে পড়তে দিলাম না। বললাম, তোরই বই, তুই পরে পড়িস। শরীফও সায় দিলো। আমিও সুযোগ পেয়ে পড়তে শুরু করলাম। এক পেজ দুই পেজ করতে করতে একসময় পুরো প্রবন্ধ শেষ করলাম। বাংলার প্রতি আমার ভয় আর অনীহাটা যেনো একটু কমে গেলো। তার বিপরীতে বাংলার প্রতি একটু একটু করে আগ্রহ জাগতে শুরু করলো। রফিক স্যারের বাংলা ব্যাকরণ ক্লাস করি বটে, কিন্তু ইতিহাস কখনও এভাবে পড়িনি! যদিও কিছু বিষয় মাথার উপর দিয়ে গেছে, তবুও প্রবন্ধ পড়ে তেমন কিছুই জানলাম। এজন্যই হয়তো প্রবন্ধটা পড়ার সময় আমার মাথায় সর্বপ্রথম যে শব্দটা আসে, সেটি ছিলো ‘ঈদ’; মুসলিমদের বহুল ব্যবহৃত এই শব্দের বানান নিয়েই বেশ আলোচনা হয়েছিলো কিছুদিন আগে।

এবার সাময়িকীটা এদিক-ওদিক করলাম। দেখলাম পত্রিকাটা আসলে কী! স্লোগানটাও বেশ ভিন্ন মনে হলো, জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ। তার উপরে লেখা ত্রৈমাসিক মিহওয়ার। একটু নিচে লেখা ০৫ সংখ্যা। সূচিপত্রে নজর দিলাম। সেখানের ডি-৮ নামে একটা টপিক চোখে পড়লো। ডি-৮ বিষয়টা ছিলো আমার কাছে সম্পূর্ণ নতুন। শরীফকে জিজ্ঞেস করলাম ডি-৮ কী! উত্তরে সে মুচকি হাসলো। একটু রহস্য নিয়ে উত্তর দিলো,
“একটা প্রবন্ধ যখন পড়েছিস, ঐটাও পড়ে নে।”
“ভণিতা না করে সংক্ষেপে বললেই তো হয়...”
“তার চেয়ে তুই বরং পড়িস। আমাকে পত্রিকাটা দিতে হবে না আজ। বাড়ি নিয়ে যা!”
“তাহলে তো ভালোই হয়!” বত্রিশ পাটি দাঁত বের করে জবাব দিলাম।
“আর লেবারেলিজম প্রবন্ধটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বি। আমাকে রিভিউ দিতে পারলে তোরে সবগুলো সংখ্যা উপহার দিবো!”

আমি খুশিতে গদগদ হয়ে গেলাম। কারণও আছে বটে। একাডেমিক পড়াশোনার বাইরে অন্য পড়াশোনাতে ক্লাসের সবার মাঝে আমার নাম প্রথম সারিতে। তাই এমন একটা সাময়িকী বেশ কঠিন হলেও বিষয়-চয়নের কারণে একেবারে মনে ধরে যায়। তার উপর আবার শরীফের লোভনীয় প্রস্তাব। ফেলতে পারেনি আমার পড়ুয়া মনটা।

সে-ই থেকে শুরু। আজও নিয়মিত পড়ছি মিহওয়ার। কোনো কোনো প্রবন্ধ কয়েকবার করে পড়ি। এতে করে পূর্বে না বুঝা বিষয়গুলো একটু একটু করে বুঝি। বিষয়গুলো নিয়ে আড্ডালাপে মেতে উঠি শরীফের সাথে। মহান রবের নিকট চাওয়া বাংলার ভূমিতে জ্ঞানের পুনর্জাগরণের কাণ্ডারী হয়ে মেতে উঠুক পুনর্জাগরণবাদী তরুণ প্রজন্মের এই মিহওয়ার!

#অনুভূতির_মিহওয়ার
বগুড়া থেকে.....
গল্পান্তরে— আহসান আহমেদ

মসজিদে আকসাকে মুক্ত করা যেকোন মুসলমানের জন্যই সবচেয়ে আরাধ্য বিষয়। এজন্য আকসাকে নিয়ে আলাপ জারী রাখা, মুক্তির রূপরেখা প্রণ...
05/01/2025

মসজিদে আকসাকে মুক্ত করা যেকোন মুসলমানের জন্যই সবচেয়ে আরাধ্য বিষয়। এজন্য আকসাকে নিয়ে আলাপ জারী রাখা, মুক্তির রূপরেখা প্রণয়ন তাই অত্যন্ত জরুরি বিষয়।

একালে মাকদিসের ব্যাপারে সবচেয়ে মূল্যবান একাডেমিক
কাজগুলো যিনি করেছেন, তিনি প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল ওয়াইসী। মাকদিসের ব্যাপারে তার তিনযুগেরও বেশি সময়ব্যাপী অধ্যয়নের ফসল- "মসজিদে আকসাকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা"। গুরুত্বপূর্ণ এ গ্রন্থটির পর্যালোচনা পড়তে, পড়ুন মিহওয়ার ৭ম সংখ্যা।
................

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

"সিনেমা হলো সমাজের আয়না" বিখ্যাত চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির এই মন্তব্যের মতো করেই সিনেমার রাজনৈতিক ভাষা প্রভাবিত করেছ...
03/01/2025

"সিনেমা হলো সমাজের আয়না" বিখ্যাত চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির এই মন্তব্যের মতো করেই সিনেমার রাজনৈতিক ভাষা প্রভাবিত করেছে শিল্পের সকল মাধ্যমকে। রাজনৈতিক চলচ্চিত্র এমন এক মাধ্যম যেখানে পর্দায় যা দেখানো হয় এবং যা আড়ালে থাকে, তার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও শাসনব্যবস্থার ক্ষমতা প্রকাশ পায়। এই চলচ্চিত্রগুলো শুধু বিনোদনের সীমাবদ্ধতার বাইরে গিয়ে সমাজের বিবর্তনের দিকে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে।

মিহওয়ার ৭ম সংখ্যা থেকে-

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর বার্ষিক অধিবেশনে, ইন্সটিটিউট এর সম্মানিত প্রেসিডেন্ট, জনাব আশিকুর রহমান সৈকতের হাতে...
28/12/2024

ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর বার্ষিক অধিবেশনে, ইন্সটিটিউট এর সম্মানিত প্রেসিডেন্ট, জনাব আশিকুর রহমান সৈকতের হাতে মিহওয়ার ৭ম সংখ্যা তুলে দিচ্ছেন ইন্সটিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও মিহওয়ার সম্পাদক, জনাব হাসান আল ফিরদাউস।

বগুড়া জেলার সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের চিন্তাশীল তরুণদের একাংশের সাথে ত্রৈমাসিক মিহওয়ার-এর উপর সামগ্রিকভাবে ...
26/12/2024

বগুড়া জেলার সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের চিন্তাশীল তরুণদের একাংশের সাথে ত্রৈমাসিক মিহওয়ার-এর উপর সামগ্রিকভাবে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্র পরিচালনা করেন– ত্রৈমাসিক মিহওয়ার এর সহকারী সম্পাদক ও অনুবাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মিফতাহুর রহমান।

সম্মানিত পাঠক হাসিবুল হোসেনের ক্যামেরায় সদ্যপ্রকাশিত মিহওয়ার ৭ম সংখ্যা। স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে ...
23/12/2024

সম্মানিত পাঠক হাসিবুল হোসেনের ক্যামেরায় সদ্যপ্রকাশিত মিহওয়ার ৭ম সংখ্যা।

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে মিহওয়ার আড্ডা  অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্র পরিচালনা করেন– ইসল...
19/12/2024

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে মিহওয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্র পরিচালনা করেন– ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর ডেপুটি নির্বাহী সমন্বয়ক, জনাব আব্দুর রহমান জামী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মিহওয়ার ৭ম সংখ্যার এ দৃষ্টিনন্দন ছবিগুলো পাঠিয়েছেন আমাদের নিয়মিত পাঠক আব্দুল্লাহ আরাফাত। স্ট...
17/12/2024

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মিহওয়ার ৭ম সংখ্যার এ দৃষ্টিনন্দন ছবিগুলো পাঠিয়েছেন আমাদের নিয়মিত পাঠক আব্দুল্লাহ আরাফাত।

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে ত্রৈমাসিক মিহওয়ার সপ্তম সংখ্যার উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।...
14/12/2024

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠকবৃন্দের সাথে ত্রৈমাসিক মিহওয়ার সপ্তম সংখ্যার উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্র পরিচালনা করেন– ত্রৈমাসিক মিহওয়ার এর সহকারী সম্পাদক ও অনুবাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মিফতাহুর রহমান।।

জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ ত্রৈমাসিক মিহওয়ার। যুগসমস্যার সমাধানকল্পে ইসলামের মূলনীতির আলোকে প্রস্তাবনা হাজির করাত...
14/12/2024

জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ ত্রৈমাসিক মিহওয়ার। যুগসমস্যার সমাধানকল্পে ইসলামের মূলনীতির আলোকে প্রস্তাবনা হাজির করাতেই মিহওয়ারের পথচলা।

পথচলার অংশ হিসেবে ইতিমধ্যে মিহওয়ারের ৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে। পূর্বের সংখ্যাগুলোর ন্যায় ৭ম সংখ্যাতেও ইসলামী চিন্তাদর্শন, উসূল ও মাকাসিদ, ইসলামী জ্ঞানে উসূল, আখলাক ও নন্দনতত্ত্বের ন্যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রফেসর ড. আব্দুল আজিজ বারগৌত, প্রফেসর ড. মেহমেদ গরমেজ, প্রফেসর ড. আলী আর কারদাগীর ন্যায় বিদগ্ধ আলেমগণের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল তরুণ সমাজের লেখালেখির সমন্বয়ে একটি সামগ্রিক পরিবেশনা রয়েছে এ সংখ্যাতে।

আপনার কপিটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন পেইজের ইনবক্সে।

"আল্লামা তাহির বিন আশুর-এর মতে, দ্বীনের ক্ষেত্রে তাজদীদ (নবায়ন) এর উদ্দেশ্য হলো, দুনিয়াতে মানুষের ইসলাহ বা সংশোধন। এই কা...
13/12/2024

"আল্লামা তাহির বিন আশুর-এর মতে, দ্বীনের ক্ষেত্রে তাজদীদ (নবায়ন) এর উদ্দেশ্য হলো, দুনিয়াতে মানুষের ইসলাহ বা সংশোধন। এই কারণে তিনি শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজানোর উপর জোর দিতেন যাতে অর্জিত জ্ঞান মানুষের জীবনধারার সাথে সম্পর্কিত হয় এবং বাস্তব জীবনে ভূমিকা রাখে। যদি উপকারী না হয় তাহলে অন্তত যেন অপকারী/ক্ষতিকর না হয়, এ মূলনীতিকে তিনি শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে ন্যূনতম মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন"।

মিহওয়ার ৭ম সংখ্যা থেকে-

স্টক শেষ হওয়ার পূর্বেই আপনার কপিটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মিহওয়ারের অফিসিয়াল পেইজে অথবা যোগাযোগ করুন 01765625767 অথবা 01956606870 নম্বর এ।

নির্ধারিত মূল্য: ১৫০৳
(কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে)

12/12/2024

পাঠকের ক্যামেরায় ত্রৈমাসিক মিহওয়ার ৭ম সংখ্যা। পাঠিয়েছেন আমাদের সম্মানিত পাঠক আবু নাইম ইসলাম।

মিহওয়ার ৭ম সংখ্যা সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন পেইজের ইনবক্সে।

10/12/2024

সম্মানিত পাঠক হাসিবুল হোসেন শান্তর ক্যামেরায় ত্রৈমাসিক মিহওয়ার ৭ম সংখ্যা।

ঐতিহাসিক লালবাগ কেল্লার মাঝে মিহওয়ারের চিত্র, আমাদের সামনে ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন তুলে ধরে।

মিহওয়ার ৭ম সংখ্যা সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন পেইজের ইনবক্সে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মিহওয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিহওয়ার:

Videos

Share

Category