15/01/2025
জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ মিহওয়ারের উদ্দেশ্য হলো, ইসলামী সভ্যতার জ্ঞান ও চিন্তাকে যুগের সর্বোচ্চ মাত্রা ও ভাষায় হাজির করা। এ জন্য বাংলা ভাষায় বিভিন্ন অঞ্চলে, ইসলামী সভ্যতার মহান আলেমগণের চিন্তা ও দর্শনকে হাজির করার জন্য মিহওয়ার তার প্রচেষ্টা চলমান রেখেছে।
মিহওয়ার ৬ষ্ঠ সংখ্যা থেকে, নতুন ডাইমেনশনে মিহওয়ার হাজির করার পর আমরা "ইসলামী জ্ঞানে উসূল" শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ যুক্ত করেছি। এর উদ্দেশ্য- মুসলিম উম্মাহর বিভিন্ন অঞ্চলের উসূলসন্ধানী আলেমগণের জীবন, জ্ঞানের সফর ও উসূলসংক্রান্ত চিন্তার একটা চিত্র হাজির করা। সে ধারাবাহিকতায় ৭ম সংখ্যায় আলোচিত হয়ছে তিউনিসের মহান আলেম আল্লামা তাহির বিন আশুরে চিন্তা।
মিহওয়ার যে বিষয়গুলোকে হাজির করতে চায়, আমাদের একাডেমিয়াতে সেগুলোর চর্চা না থাকায় অনেকসময়ই এই আলাপগুলোর সাথে আমরা নিজেদের যথাযথভাবে সম্পৃক্ত করতে পারিনা। এজন্য মিহওয়ারের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি "লেখক-পাঠক আলাপের", যেখানে মিহওয়ারের প্রবন্ধগুলো নিয়ে আমরা পাঠকদের সাথে উন্মুক্ত আলোচনা করতে চাই । প্রতি সংখ্যায়ই আমরা এ আয়োজন চলমান রাখবো ইনশাআল্লাহ। আলাপ, প্রশ্ন, এবং নতুন চিন্তাচর্চার এ আয়োজন আমাদের জন্য উপভোগ্য হবে বলে আমরা আশা করি।
আগামীকাল, সন্ধ্যা ৭:৩০ এ, লেখক-পাঠক আলাপের প্রথম পর্বে, প্রফেসর ড. মেহমেদ গরমেজের অনন্য সৃষ্টি, " আল্লামা তাহির বিন আশুরের চিন্তা ও দর্শন" প্রবন্ধ নিয়ে আমরা অনুবাদক ও পাঠকদের মুখোমুখি আলাপ করবো ইনশাআল্লাহ। এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। আমরা আশা করছি, আপনারা সবাই এ প্রবন্ধটি পড়বেন, এবং এ আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন।
প্রথম পর্বে আমাদের সাথে যুক্ত হবেন, বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতাবিষয়ক গবেষক, শ্রদ্ধেয় বুরহান উদ্দিন আজাদ।
দেখা হচ্ছে, আগামীকাল সন্ধ্যায়।
[জুম লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া হবে ইনশাআল্লাহ। জুম আইডি এবং পাসকোড পোস্টারে সংযুক্ত রয়েছে]