Run With MASUM

Run With MASUM Run with MASUM is video creator social platform

সারা বছর দলে চান্স না পেয়ে, ক্যারিয়ারে ১৪ বা ১৫ টা সেন্চুরি না করে, বিশ্বকাপের মতো বড় আসরে স্ট্রাইক রেট ৮৩.৬৯ করে দেখাও,...
24/10/2023

সারা বছর দলে চান্স না পেয়ে, ক্যারিয়ারে ১৪ বা ১৫ টা সেন্চুরি না করে, বিশ্বকাপের মতো বড় আসরে স্ট্রাইক রেট ৮৩.৬৯ করে দেখাও, সাথে এভারেজ ৮৭ তাহলে মাহমুদউল্লাহ রিয়াদ হতে পারবে, তখন চাপা মারতে হবে না আপনাকে নিয়ে, তখন আমরাই আপনাকে সাপোর্ট করবো।

প্রিয় সাইলেন্ট কিলার__🥰

17/10/2023

কি একটা অবস্থা😆😆

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ, প্রেমে পড়েন ইজরায়েলের এক ইহুদি রমণীর।  নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবি...
17/10/2023

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ, প্রেমে পড়েন ইজরায়েলের এক ইহুদি রমণীর। নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা তিনটি কবিতায় চিত্রিত করেছেন প্রেমিকা রিটাকে।

তিনি লিখেছিলেন —
'আমি আমার জাতির সাথে বেইমানি করে, আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি।

এরপর যখন কবি আবিষ্কার করলেন, তার প্রিয়তমা প্রেমিকা ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি লিখলেন "Between Rita and my eyes,There is a rifle"

তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা ‘রিটা অ্যান্ড দ্য রাইফেল’ কবিতাটি।

দারবিশ আবার লিখেন —
'তোমার কাছে কিছুই ছিলো না যেই প্রেমটা, আমার কাছে সেইটা আমার অস্তিত্ব ছিলো'
আবির আবরাজ

09/10/2023
08/10/2023

ঐ চিন্তাহীন শৈশবটা যদি একবার ফিরে পাওয়া যেতো 🥹

Today's Best Photo❤️❤️❤️❤️❤️❤️❤️
07/10/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️



























কোটি মানুষের সমালোচনা ,মিডিয়ায় নেতিবাচক রিপোর্ট আর কত কী। সব সামলে নিয়ে এগিয়ে যাওয়ার নামই সাকিব আল হাসান । Bangladesh Vs...
07/10/2023

কোটি মানুষের সমালোচনা ,মিডিয়ায় নেতিবাচক রিপোর্ট আর কত কী। সব সামলে নিয়ে এগিয়ে যাওয়ার নামই সাকিব আল হাসান ।
Bangladesh Vs Afghanistan । ICC World cup 2023

আপা নামাজ থেকে ওঠেন । ১৫৬ রানে আফগানিস্থান প্যাকেট । Ban Vs Afg । Icc World Cup 2023
07/10/2023

আপা নামাজ থেকে ওঠেন । ১৫৬ রানে আফগানিস্থান প্যাকেট ।

Ban Vs Afg । Icc World Cup 2023

19/07/2023

Channel 24 এর বিরুদ্ধে মামলা করবে Ai অপরাজিতার স্বামী Ai মকবুল 😀😀

17/07/2023

জীবনে প্রচুর দৌড়াতে হবে 😎

25/05/2023

Over Confidence 😆😆

07/05/2023

পৃথিবীর সবচেয়ে বড় দোয়া 🤲

01/05/2023

Today’s Modernization

02/04/2020
22/03/2020

আপনি যদি এখনো নামাজ থেকে দূরে সরে থাকেন তাহলে ভিডিও টি আপনার জন্য।

22/03/2020

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির ছেলে ফেসবুকে যা জানালেন

পিতার মৃত্যু এবং সন্তানের ব্যর্থতা
আমি কখনো ভাবিনি যে আমার পিতার মৃত্যুর ঘটনা আমাকে এই ভাবে লিখতে হবে। কিন্তু কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি বাধ্য হলাম ফেসবুকে কিছু সত্য প্রকাশ করতে।

গত ১৬ তারিখে আব্বা অসুস্থ বোধ করলে আমাদের ড্রাইভার ওই দিন বিকেলে তাঁকে কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। ওই সময় আমরা ভাইয়েরা সবাই অফিসে। আমি অফিস থেকে বাসায় এসে শুনলাম ডাক্তার ধারণা করছে উনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোভিড ১৯ টেস্ট এর জন্য প্রস্তাব করেছে। অতঃপর ওই রাত্রেই আমরা টেস্ট এর জন্য IEDCR (আইইডিসিআর) এর হান্টিং নম্বরে ফোন দেওয়া শুরু করি। প্রায় দেড় ঘণ্টা পর তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন করতে সমর্থ হই, তারা আমাদের জানায় যেহেতু অসুস্থ ব্যক্তি বিদেশ ফেরত না এবং বিদেশ ফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে উনি আসেন নাই সেহেতু এই টেস্ট ওনার জন্য প্রযোজ্য নয়, আমি তাদের বলেছিলাম উনি মসজিদে যায় এবং ওখান থেকে এই ভাইরাস আসতে পারে কিনা তারা আমাদের বলেছেন যে এই ভাইরাস বাংলাদেশে কমিউনিটিতে মাস লেভেলে এখনো সংক্রমিত হয়নি সুতরাং আপনারা চিন্তা করেন না, এটা সাধারণ শ্বাস কষ্টের প্রবলেম।

ওই রাত্রেই আনুমানিক সাড়ে ১০ টায় আমি তাঁকে শ্যামলীর একটি বড় হাসপাতালে নিয়ে যাই এবং আমাদের পরিচিত একজন স্পেশালিস্ট ডক্টরকে দেখাই উনি আমাকে বলেন রোগীর নিউমোনিয়া হয়েছে তাঁকে নিউমোনিয়ার ট্রিটমেন্ট দিতে হবে। তবে বাংলাদেশের কোনো হসপিটাল এই রোগীর ভর্তি নেবেনা, আপনারা বাসায় ট্রিটমেন্ট করেন। আমি ওই রাত্রে বাসায় চলে আসি এবং আব্বাকে নেবুলাইজার দেওয়া এবং মুখে খাওয়া অ্যান্টিবায়োটিক দিতে থাকি। পরের দিন ১৭ তারিখে দুপুরে আমি আব্বাকে নিয়ে যাই শ্যামলীর ওই হাসপাতালের ইমার্জেন্সিতে। তারা রোগী দেখে বলে যে রোগীর অবস্থা ভালো না তাঁকে আইসিইউ সাপোর্ট দিতে হবে। এবং তাদের আইসিইউ তারা দিতে পারবে না। এর পর আমি অন্য একটি হাসপাতালে কথা বলি। ওরা বলে ওদের আইসিইউ খালি আছে। আমরা দ্রুত আব্বাকে নিয়ে কেয়ার হাসপাতালে যায় এবং আইসিইউতে ভর্তি করি। ১৫ মিনিট পর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বললেন এই রোগী তারা রাখতে পারবে না।

22/03/2020

করোনা প্রতিরোধে স্পেন জুরে আজানের ধ্বনি।

22/03/2020

করোনা ভাইরাসে আক্রান্ত রোগির আইসিইউ থেকে ভিডিও বার্তা

করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের করণীয়• বাহির থেকে আসার পরেই যে শুধু হাত ধুবেন এমনটা নয়। পাশাপাশি টাকা গোনা, মানিব্যা...
22/03/2020

করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের করণীয়

• বাহির থেকে আসার পরেই যে শুধু হাত ধুবেন এমনটা নয়। পাশাপাশি টাকা গোনা, মানিব্যাগ ধরা, বাইরের খবরের কাগজ পড়া, কোনো পার্সেল বা ফুড ডেলিভারি আসলে ধরার পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

• সিঁড়ির রেলিং বিশেষ করে লিফট এর ভেতরের রেলিংয়ে হাত দিয়ে ধরা বা হেলান দেয়ার অভ্যাস বন্ধ করুন। লিফটের ভিড় এড়িয়ে সিড়ি ব্যবহার করুন। বাইরের কোনো কিছুর হাতল যেমন গাড়ির ও দরজার হাতল ইত্যাদি ধরার আগে টিস্যু বা রুমাল ব্যবহার করুন। বাসাবাড়ি, লিফট, সিড়ি পরিষ্কার রাখুন। প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন। তবে যে কাজটাই করুন না কেন অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করুন।

• রাস্তার পাশের খাবার বিশেষ করে চা, সিংগারা, বেলপুরি, ফুচকা, চটপটি ও নানান স্ট্রিটফুড আপাতত এড়িয়ে চলুন। অসাস্থ্যকর স্ট্রিটফুড খাওয়ার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ভয়াবহতা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এগুলো এড়িয়ে চলুন। বাসায় নিয়ে আসাও বন্ধ করুন।

• হাতের স্পর্শেই এই ভাইরাস বেশি ছড়ায়। কিন্তু আপনার কাপড়, মাথার চুল, পায়ের জুতা যেগুলো আমরা বাইরে থেকে এসে ধুই না, কিংবা বদলাই না। এগুলোর মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই বাইরে থেকে এসে যদি গোসল করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়।

• খাদ্যাভাসকে একদমই বদলে ফেলুন। খাবারের তালিকা থেকে ফাস্টফুড, কোক, অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিন। সিগারেট, জর্দা এড়িয়ে চলুন। কারন এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেন।

• প্রতিদিন পর্যাপ্ত পরিমানে অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান। যেমন লেবু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পালং শাক, পুদিনা পাতা, কমলা, গ্রিন টি ইত্যাদি। এতে আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সহায়তা করবে।

• বাইরে থেকে এসে কাপড় না বদলিয়ে সোফা কিংবা বিছানায় গা এলিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন বাইরের জুতা আর ভেতরের জুতা আলাদা আলাদা রাখতে। চেষ্টা করুন বাইরের জুতা বাড়ির বা বাসার দরজার বাইরেই রাখার।

• বাইরে যদি একান্তই চা পান করতে হয় তাহলে খেয়াল করুন চায়ের কাপ ভালো করে গরম পানিতে ধোয়া হয়েছে কি না। চায়ের সাথে বিস্কিট, কোক কিংবা পলিথিনে ভরে রাখা কোনকিছু খাওয়া থেকে বিরত থাকুন। কারন এগুলোতে সবাই হাত দেয়। ফলে সংক্রমিত হবার সম্ভাবনা খুব বেশি থাকে।

• নিজে ও নিজের চারপাশ পরিষ্কার রাখুন। যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকুন। মুসলিমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। অন্য ধর্মপ্রান মানুষেরা নিয়মিত হাত পা ধৌত করুন।

• মাস্ক এর মত বাজার থেকে স্যানিটাইজারও মার্কেট আউট হয়ে যেতে পারে এই ভেবে মাস্ক বা স্যানিটাইজার কোনভাবেই মজুদ করার চেষ্টা করবেন না। হাত ও ব্যবহার্য জিনিষ পরিষ্কার রাখুন।

• স্কুল - কলেজ বন্ধ হয়েছে বলে এখন যথেষ্ট সময় পেয়েছেন। তাই বলে বন্ধুদের সাথে আড্ডা, বাইরে বেড়ানো এগুলো কোনভাবেই করবেন না। বাসায় থাকুন, বাসার কাজে মা-বোনদের সাহায্য করুন। সতর্কতা বজায় রাখুন।

• মোবাইল ফোনে টয়লেটের থেকেও বেশি জীবাণু বহন করে। তাই সুরক্ষার জন্য আপনার ফোন ও নিত্য প্রয়োজনীয় গেজেট বা ইলেক্ট্রনিক্স এন্টিসেপ্টিক লিকুইড দিয়ে মুছে ফেলুন। এটা প্রতিদিনই করার চেষ্টা করুন।

• বাসায় নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস, যেমন লিপজেল বা পেট্রোলিয়াম জেলি, লোশন, ক্রিম, টুথপেস্ট, তেল, ব্যথার ক্রিম ইত্যাদি যতটা সম্ভব আলাদা ব্যবহার করার চেষ্টা করুন।




Source

Ministry Of Power, Energy And Mineral Resources, Dhaka, Bangladesh

16/03/2020

বঙ্গুবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্ম বার্ষিকীর শুভেচ্ছা

16/03/2020

করোনা ভাইরাসের খারাপ প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট টিমে ..

please Subscribe Our YouTube Channel.
Channel link: http://bit.ly/2INzyXn

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!"শকুন বলল--"ঠিক আছে বেটা...
04/03/2020

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!"
শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো। বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"
বাপ বলল --"ঠিক আছে বেটা, এনে দেব।"
শকুনটা উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।
বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়? তখন শকুনটা উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!!!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক
দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো??"
শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে!!! "
বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা.."
শকুন -- "আরেহ, ধুর!!! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে..."
উপরের ঘটনাটি কাল্পনিক, কিন্তু সংলাপ এবং বিষয়বস্তু দুটোই বাস্তব।

বুদ্ধি আসলে জমানোর জিনিষ না, বুদ্ধি খরচ করার জিনিষ। মজার ব্যাপার হলো,আপনি যত বেশী বুদ্ধিখরচ করবেন আপনার ততবেশী বুদ্ধি বাড়বে কোন ভাবেই বুদ্ধি কমবে না। তাই একটু ভাবুন বুদ্ধি খাটান, কেন এই সব ধর্ম ব্যাবসায়ীদের হাতের পুতুল হয়ে আমরা অন্যের অনিষ্ঠের চিন্তা করছি? আর নিজের জন্য বস্তায় বস্তায় পাপ কামাচ্ছি??😥😥😥

মাদার তেরেসা বলেছিলেন, তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারলে,অদৃশ্য স্রষ্টাকে কিভাবে ভালোবাসবে..! আসুন আমরা ধর্মবর্ণ নির্বিশেষ সকল মানুষকে ভালোবাসি। (COLLECTED )

29/02/2020
29/02/2020

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Run With MASUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Run With MASUM:

Videos

Share

Category