Dainik Atm news.com

Dainik Atm news.com Dainik ATM News

প্রতি বছরের নেয় এ-ই  বছরে ও  অনুষ্ঠিত হতে যাচ্ছে   জব্বারের বলী খেলা। ঐতিহাসিক লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হবে  ১১৫তম আসরের ...
20/04/2024

প্রতি বছরের নেয় এ-ই বছরে ও অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলী খেলা।
ঐতিহাসিক লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হবে
১১৫তম আসরের খেলার।

খেলা শুরু আগামী ২৫-২৬-২৭-২৮ই এপ্রিল

খেলার বিস্তারিত আপডেট পেতে

এম এস শ্রাবণ মাহমুদ

পেইজে লাইক কমেন্ট ফলো শেয়ার করুন।

বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে  ৫২ তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত হয়েছে।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টা...
19/04/2024

বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

কৃষক বাঁচাও দেশ বাঁচাও
এই শ্লোগানে

শুক্রবার (১৯ এপ্রিল) ২৪ খ্রিঃ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক-মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সভাপতিঃ জনাব জাহিদ আক্তারের সভাপতিত্বেঃ
আলোচনা সভায় প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ বাপ্পা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ- সহ পৌর নেতৃবৃন্দ, সদর উপজেলা নেতৃবৃন্দ গন।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

এসো হে বৈশাখ  এসো এসো,  নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ,...
16/04/2024

এসো হে বৈশাখ এসো এসো,

নতুন সূর্য, নতুন প্রাণ।
নতুন সুর, নতুন গান।
নতুন ঊষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।
সবাইকে নববর্ষের প্রান ঢালা শুভেচ্ছা ।

নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন (নয়ন) ভাই এর পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। শুভেচ্ছান্তে -

(মোহাম্মদ চান মিয়া) স্বেচ্ছাসেবক লীগ নেতা ৩৯- নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর।

আরাফাত হোসেন (রাজু) ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড যুবলীগ,চট্টগ্রাম মহানগর।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

11/04/2024
আলহামদুলিল্লাহ ফজরের, ফরজ নামাজ আদায় করে - পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত  ওয়াজিব নামাজ আদায় শেষ করে রাব্বুল আলামিন এর ...
11/04/2024

আলহামদুলিল্লাহ ফজরের, ফরজ নামাজ আদায় করে - পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষ করে
রাব্বুল আলামিন এর দরবারে হাজিরা দিয়ে আসলাম।
১১/০৪/২৪

বিসমিল্লাহির রাহমানির রাহিমপবিত্র ঈদুল ফিতরের আনন্দ ধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক- আগামীর দিনগুলো হোক অমলিন ও তৃপ্তিময়। পবিত...
10/04/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক- আগামীর দিনগুলো হোক অমলিন ও তৃপ্তিময়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

,.•°``°•.¸.•°``°•.
( পবিত্র )
`•.¸ ¸.•`
° •.¸¸.•°
.•°``°•.¸.•°``°•.
(ঈদুল ফিতরের )
`•.¸ ¸.•`
‌ ° •.¸¸.•°
.•°``°•.¸.•°``°•.
( শুভেচ্ছা )
`•.¸ ¸.•`
° •.¸¸.•°

.•°``°•.¸.•°``°•.
(ঈদ মোবারক)
`•.¸ ¸.•`
° •.¸¸.•°

.•°``°•.¸.•°``°•.
সাংবাদিক এম এস ( শ্রাবণ) মাহমুদ
•.¸ ¸.•`
° •.¸¸.•��

:�┏━━━﷽━━━━┓�
��𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 ��
�┗━━━ ﷽━━━━┛�

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি - ১০ই এপ্রিল মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সে পরিপেক্ষিতে বাংলাদেশে ১১ এ...
08/04/2024

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি - ১০ই এপ্রিল মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সে পরিপেক্ষিতে বাংলাদেশে ১১ এপ্রিল বৃহস্পতিবার সারা দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামে ছাত্রলীগের নেতা   ইকবাল হোসেন নয়নের পক্ষ থেকে  দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ ...
08/04/2024

চট্টগ্রামে ছাত্রলীগের নেতা ইকবাল হোসেন নয়নের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৪ খ্রিস্টাব্দ, ঈদের আনন্দ কে হাসিখুশি ও একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, চট্টলার প্রিয় মুখ, সর্বস্তরের জনগণ এর প্রিয়নেতা,গরিব দুঃখীর সেবক মোঃ ইকবাল হোসেন নয়ন ভাইয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,
(মোহাম্মদ চান মিয়া) স্বেচ্ছাসেবক লীগ নেতা ৩৯- নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর।

আরাফাত হোসেন (রাজু) ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড যুবলীগ,চট্টগ্রাম মহানগর।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আজ পবিত্র লাইলাতুলকদর। এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।লাইলাতুলকদর এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করে...
06/04/2024

আজ পবিত্র লাইলাতুলকদর।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

লাইলাতুলকদর এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কোরআনুল কারিম।
এ রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবীজি (স.) বিশেষ দোয়া পড়তে বলেছেন।

আরবি:

اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي

উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ’

অর্থ:
‘হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন।

থানচিতে চট্টগ্রাম রেঞ্চ অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকারএলাকার ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।এম এস শ্রাব...
05/04/2024

থানচিতে চট্টগ্রাম রেঞ্চ অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার
এলাকার ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

শুক্রবার (০৫ এপ্রিল)২০২৪ খ্রিঃ।

বান্দরবানের থানচিতে বৃহস্পতিবার রাতে গোলাগুলির পর এখন কিছুটা এলাকা শান্ত রয়েছে।
তবে সকাল থেকে পূনরায় গুলির বর্ষনের ভয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক পরিস্থিতিতে থমথমে বিরাজ করছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে গুলিবর্ষণের ভয়ে ও আতঙ্কের এলাকা থমথমে পরিস্থিতিতে দোকানপাট বন্ধ রয়েছে।
প্রয়োজন ছাড়া কেউই বাজারে আসছে না এবং যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জন সাধারণ মানুষ ।

বেলা আড়াইটা সময় চট্টগ্রাম রেঞ্চ পুলিশ সুপার (এ্যাডমিন ও ইন্টেলিজেন্স) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) সঞ্জয় সরকার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কেএনএফ রাতে আচমকা থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে হামলার প্রতিরোধ করে।
পরে পুলিশের সঙ্গে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ার শুরু করে।
পরে আইনশৃঙ্লা বাহিনীর তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীটির। এসময় দুই শতাধিক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোলাগুলির শুরুর পরই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়ে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা। এছাড়া, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখায় ডাকাতির পর ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করে র‍্যাব।

তবে এই ঘটনায় এলাকার ছেড়ে পালিয়ে যাওয়ার মতো এখন পর্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই জনসাধারণের প্রতি আহ্বান আপনারা ভয়ে এলাকা ছেড়ে চলে যাবেন না। জনসাধারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

হেফজখানার ছাত্রদের মাঝে মাইজভাণ্ডারী যুব ফোরামের পাঞ্জাবী বিতরণ।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার। মহান ২২শে চৈত্র গাউ...
01/04/2024

হেফজখানার ছাত্রদের মাঝে মাইজভাণ্ডারী যুব ফোরামের পাঞ্জাবী বিতরণ।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

মহান ২২শে চৈত্র গাউছুল আজম মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.) এঁর পবিত্র উরস শরীফ উপলক্ষ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা গাউছুল আজম বাবা ভাণ্ডারী (ক.) এঁর পৌত্র গাউছে জামান মাওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী (ক.) এর ছোট পুত্র অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (ম.)এঁর নির্দেশে হেফজখানার ছাত্রদের মাঝে পাঞ্জাবী বিতরণ ও ইফতারের আয়োজন করেছে মাইজভান্ডারী যুব ফোরাম রাঙামাটি জেলা শাখা।

শনিবার (৩০মার্চ)২৪ খ্রিঃ।
বিকেলে ৩ ঘটিকার সময় তবলছড়ি অফিসার্স কলোনীর গরিবুল্লাহ শাহ মাইজভাণ্ডারী হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়।

এ-সময় মাইজভান্ডারী যুব ফোরাম রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ আনসার আলীর সভাপতিত্বেঃ ও অর্থ সম্পাদক মোঃ শাহ আলম বাদশার সঞ্চালনায়ঃ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতিঃ মোঃ আবুল হাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান(বাবু) গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতিঃ মনির হোসেন মাইজভান্ডারী, আব্দুল্লাহ ফকির মাদ্রসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ ওমর ফারুক, জমিয়তে আশেকানে মাইজভান্ডার রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, মাইজভান্ডারী যুব ফোরামের প্রচার সম্পাদক মোঃ আজিজ, সদস্য- সরোয়ার কাদের রায়হান, মোঃ শাহ আলম, মোঃ ফয়সাল, মোঃ সুজন, মোঃ নিশান, মোঃমনসুর, ইব্রাহিম টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন
করা হয়।
এরপর মাদরাসা ও এতিম খানার শিশুদের হাতে পাঞ্জাবী তুলে দেন অতিথিবৃন্দ।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সকল শহীদদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।
25/03/2024

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সকল শহীদদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

আজ ২৫ শে মার্চ ১৯৭১ এর -  সেই ভয়াল  কালো রাত্রির জাতীয় গনহত্যা দিবস। সকল বীর শহীদদের প্রতি - আমি এম এস শ্রাবণ মাহমুদ স্...
25/03/2024

আজ ২৫ শে মার্চ ১৯৭১ এর - সেই ভয়াল কালো রাত্রির জাতীয়
গনহত্যা দিবস।

সকল বীর শহীদদের প্রতি - আমি এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার - এর
পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

“মৃত্যুর দুয়ার ভেঙ্গে অমরত্ব লভিয়াছতুমি জ্যোতির্ময়,পূর্ণ কর স্বাধীনতা মুক্ত কর ভয়তোমারই আজ জয়।”,মহাকালের আবর্তে অনে...
17/03/2024

“মৃত্যুর দুয়ার ভেঙ্গে অমরত্ব লভিয়াছ
তুমি জ্যোতির্ময়,
পূর্ণ কর স্বাধীনতা মুক্ত কর ভয়
তোমারই আজ জয়।”,
মহাকালের আবর্তে অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যাওয়া এ নিয়মের মধ্যেও অনিয়ম হয় কিছু স্মৃতি, গুটিকয়েক নাম। বাংলা ও বাঙালীর কাছে বঙ্গবন্ধু নামটি যেমন। হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালীর অবদানের পাশাপাশি তাঁর জন্মের তিথিও চিরজাগরূক থাকবে বাঙালীর প্রাণের স্পন্দনে। ১৯২০ সালের ১৭ মার্চ বাঙালীর জন্য আশীর্বাদের একটি দিন। এদিন হাজার বছরের শৃঙ্খলিত বাঙালীর মুক্তির দিশা নিয়ে জন্ম হয় মুজিব নামের এক দেদীপ্যমান আলোক শিখার।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

jecfoot(কাঠালের আগমন) এবার বিজুতে পাসন( ঘন্ড) তরকারি চলবে।
17/03/2024

jecfoot(কাঠালের আগমন)
এবার বিজুতে পাসন( ঘন্ড) তরকারি চলবে।

ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে দিলেন কনে।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।গেলো সপ্তাহে  ভারতের  উত্তর প্রদেশে এমন একটি ...
14/03/2024

ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে দিলেন কনে।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

গেলো সপ্তাহে ভারতের উত্তর প্রদেশে এমন একটি ঘটনা ঘটেছে।
আমরা বিয়ের ব্যাপারে অনেক টা দেখতে পাই যৌতুক কিংবা খাবার-দাবার এসব নিয়ে বিয়ে ভেঙ্গে যেতে,
কিন্তু এমন এক ঘটনা কে জন্ম দিয়ে পৃথিবী কে তাক লাগিয়ে দিলেন
ভারতের কানপুরের কনে।

তিনি বলেন বিবাহ বন্ধনে বা বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে তার থেকে যা আশা করেছিলাম আমি তা পাইনি, একজন ক্যামেরাম্যান এনে যে কাজটুকু সে করতে পারিনি ' ভবিষ্যতে সংসার করার মত কিছুই আশা করতে পারি না তার থেকে।
এই বলে কনে মালা বদল না করে বিয়ের আসর থেকে চলে যান পাড়া-প্রতিবেশীর ঘরে।

ঢাকা উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ড।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে, বেডিং- মা...
13/03/2024

ঢাকা উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে, বেডিং- মার্কেটে মঙ্গলবার (১২ মার্চ)২৪খ্রিঃ রাত ২:টা ২০মিনিটের সময় আগুনের ঘটনা ঘটে।

ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায়
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার( রাকিব হাসান)।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে চলে যান।
বর্তমানে সেখানে তাদের অভিযান চলছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
রাত ২:টা ২০ মিনিটের সময় আগুন লাগে।

মানুষের প্রতি আমার বিশ্বাস ভাঙ্গে না। আমি মানুষকে যেমন হিংস্র হতে দেখেছি, তেমনি কিছু মানুষের মাঝে আমি ঈশ্বরের আরেক রূপ দ...
12/03/2024

মানুষের প্রতি আমার বিশ্বাস ভাঙ্গে না। আমি মানুষকে যেমন হিংস্র হতে দেখেছি, তেমনি কিছু মানুষের মাঝে আমি ঈশ্বরের আরেক রূপ দেখেছি , কিছু মানুষকে যেমন অমানুষ হতে দেখেছি, তেমনি কিছু মানুষকে অন্যের কষ্টে কাঁদতেও দেখেছি। রক্তের সম্পর্ক ছিন্ন হতে যেমন দেখেছি, অনাত্মীয় হয়ে কাছে টেনে নিতেও দেখেছি। স্বার্থপর মানুষও যেমন দেখেছি, নিজ স্বার্থত্যাগ করে নিজেকে বিলিয়ে দিতেও দেখেছি। মানুষ তো মানুষই যার নির্দিষ্ট কোন ডেফিনেশন হয় না। বিজ্ঞানের ভাষায় মেরুদন্ডী প্রানীকে, সাহিত্যের ভাষায় মেরুদন্ডহীন হতে দেখেছি। মানুষ তো মানুষই। যাকে নির্দিষ্ট কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না।তাই মানুষের প্রতি আমার ঘেন্না আসে না, অবিশ্বাসও আসেনা, বিশ্বাসও আসেনা।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ।আগামী কাল মঙ্গলবার(১২ মার্চ)২৪ খ্রি: পবিত্র রমজান মাসের প্রথম রোজা। রমজান...
11/03/2024

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ।

আগামী কাল মঙ্গলবার(১২ মার্চ)২৪ খ্রি: পবিত্র রমজান মাসের প্রথম রোজা।

রমজানের চাঁদ দেখলে বিশ্বনবি যে দোয়াতে পৃথিবী বাসীদের জন্য মঙ্গল কামনা করতেন।

আল্লাহু আকবার - আল্লাহ হুম্মা, আনিল্লাহু,আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি, ওয়াত্ তাওফিকি
লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুকে মারধরের ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত...
09/03/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুকে মারধরের ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে সদ্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুকে মারধরের ঘটনা ঘটেছে।

জানা যায়,বৌদ্ধ মন্দিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (৮ মার্চ)২০২৪ খ্রি:।
সকালে বৌদ্ধ সমিতি মহিলা বাংলাদেশের নারী নেত্রী রেখা রানী বড়ুয়ার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৬ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে দেখা যায়, রেখা রানী বড়ুয়ার নেতৃত্বে অজ্ঞত বেশ কয়েকজন লোক শিক্ষক জিনবোধি ভিক্ষকে কোতোয়ালি থানা পুলিশের উপস্থিতিতে মারধর করছেন। এ সময় তাকে জুতা দিয়ে আঘাত করতেও দেখা যায়।

তবে এ ঘটনায় শিক্ষক ভিক্ষুর বিরুদ্ধে যৌন হয়রানি'র অভিযোগ তুলেছেন ওই নারী নেত্রী। তার দাবি, ধর্মীয় কাজে অংশ নিতে গেলে বৌদ্ধ মন্দিরের সভাপতি শিক্ষক জিনবোধি ভিক্ষু তার শাড়ি ধরে টান দেন। তিনি যৌন হয়রানির শিকার।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের সাথে তার বক্তব্যের মিল পাওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সাথে ওই নারীর তর্ক-বিতর্ক হচ্ছে। একপর্যায়ে ওই নারী ও শিক্ষক দু'জন দুজনের দিকে রুখে যান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তর্কের সূত্রপাত ধরেই শাড়ি টানার ঘটনাটি সংগঠিত হয়েছে। তাই বিশিষ্ট জনের মতামত, এ ঘটনায় যৌন হয়রানি পরিলক্ষিত হয়নি। পূর্বের বিরোধের কারণেই মূলত এ হামলার সূত্রপাত।
ড. জিনবোধি ভিক্ষু বলেন, 'অবৈধ, অনির্বাচিত এবং বৌদ্ধমন্দির জালিয়াতকারী ওরা। ওরা নির্বাচনের পরাজিত শক্তি। বৌদ্ধ মন্দিরকে কেন্দ্র তারা দীর্ঘদিন যাবত আমাদের বিরোধিতা করছেন। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।হাইকোর্ট থেকে জজকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অবৈধ ঘোষণা করেছেন আদালত। আমরা গুরুপূজার আয়োজন করি। এ বৌদ্ধ বিহারের আমি সভাপতি। ওরা কোনো ভক্ত বা গুরুজনদের ঢুকতে দিচ্ছে না। ওই সময়ে ওই নারী আমার মোবাইল কেড়ে নিয়ে নেয়। পুলিশ নিয়ে যখন গিয়েছি তখন মোবাইল ফেরত দিতে বাধ্য হয়েছে।
আমি শাড়ি ধরে টান দিয়েছি- ঠিক তখনই এমন নাটকের সৃষ্টি করেছেন।

যৌন হয়রানি প্রসঙ্গে তিনি বলেন,আমি ৬৪ বছর বয়সী একজন শিক্ষক। উনি আমার বোন, উনার ছেলেমেয়ে মানুষ করেছি আমি।

আজ শুক্রবার (০৮মার্চ) ২০২৪ দিবাগত রাতে হিন্দু সম্প্রদায়ের শিব পুজো।এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।শিবরাত্রি ২০২৪ এর...
08/03/2024

আজ শুক্রবার (০৮মার্চ) ২০২৪ দিবাগত রাতে হিন্দু সম্প্রদায়ের শিব পুজো।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

শিবরাত্রি ২০২৪ এর তিথি- পঞ্জিকা মত বলছে, ২০২৪ সালের ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে পড়ছে শিবরাত্রির তিথি। পরের দিন ৯ মার্চ সন্ধ্যে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত চলবে।

প্রদোষকালের পুজো মুহূর্তের প্রেক্ষিতে শিবরাত্রি পালিত হবে ৮ মার্চ। ফলে শনিবার নয়, শুক্রবার রাতেই পালিত হবে শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি নিশিকালের পুজো, তাই ৮ মার্চই পালিত হবে পুজো।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আন্তর্জাতিক নারী দিবস২০২৪। এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে...
08/03/2024

আন্তর্জাতিক নারী দিবস২০২৪।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।
সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে করেছেন সুন্দর, তাদের ত্যাগ, সহনশীলতা, এবং কর্মদক্ষতায় পূর্ণ মানব সভ্যতার ইতিহাস।
তারা পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একজন নারী কখনো জননী, কখনো ভগিনী আবার কখনো বা প্রেয়সী।
নারী হলো বংশধারার চালিকা শক্তি।
নারীর গর্ভেই -নারী
পুরুষ সকলেরই জন্ম।

কখনো মমতাময়ী, কখনো প্রতিবাদিনী, কখনো প্রেরনাদায়িনী , বীরাঙ্গনা আবার কখনো বা প্রেমদায়িনী।

নারীরা গৃহিণী, শিক্ষিকা, ডাক্তার, বিজ্ঞানী, রাজনীতিবিদ, শিল্পী, এবং আরও অনেক কিছু। তারা তাদের প্রতিভা, জ্ঞান, এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করে।

আজকের দিনটি তাদের প্রতি সম্মান জানানোর, তাদের অবদান স্মরণ করার, এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিন।
কেননা জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে নারীরা তাদের অবদান রাখে, সমাজকে গড়ে তোলে, ভবিষ্যৎকে আলোকিত করে।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

আন্তর্জাতিক নারীদিবস
womensday

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Atm news.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Atm news.com:

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All

You may also like