MD Riajul Islam

MD Riajul Islam সবাই ফলো করে পাশে থাকবেন,

পৃথিবীর সবথেকে 'কৃপণ' হিসেবে গিনেস বুকে নাম আছে এই মহিলার !!হেটি গ্রিন...ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার স...
15/11/2024

পৃথিবীর সবথেকে 'কৃপণ' হিসেবে গিনেস বুকে নাম আছে এই মহিলার !!

হেটি গ্রিন...ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার সম্পদের পরিমাণ আনুমানিক $2.3 বিলিয়নেরও বেশি।

Hetty Greene 1835 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন।

তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন $7.5 মিলিয়ন আনুমানিক সম্পদ। যখন তার বয়স একুশ বছর, তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউইয়র্কে বসবাস করতে চলে আসেন , তাকে একসময় 'ওয়াল স্ট্রিটার রানি' বলা হত।

তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন,
কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানীর সাথে ঝগড়া করতেন!!

হেট্টি গ্রিন পোষাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন , 16 বছর বয়সে অন্তর্বাস গুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন

তিনি কখনই একটি পয়সা খরচ করেননি, তাই বলা হয় যে তিনি কখনও গরম জল ব্যবহার করেনি।

তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি, এজন্য অনেকে তাকে আড়ালে ' black witch' বলতেন ।

তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচে ছিলেন বহুদিন।

হেট্টির কৃপণতার কারনে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙ্গে যায় তিনি কোন টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিলেন।

হেটি গ্রিন 1916 সালে নিউ ইয়র্ক সিটিতে 81 বছর বয়সে মারা যান এবং "বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি" হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন।

তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া, মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল।

তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন।
তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি, বরং তারা উদার ছিল,
তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন!!

MD Riajul Islam

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স...
03/11/2024

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "
স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স্বামী আরো কিছুক্ষণ কথা শোনালো।
স্ত্রীর মুখ এখনো বিষণ্ণ।
স্বামীর বিকৃত চিৎকার " কিছু বললে চুপ করে থাকো কেন? কথার জবাব দাও? "
স্ত্রী মুচকি হেসে বললো " এখন রেগে আছো।কথা বললে ঝগড়া আরো বাড়বে।একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে "
স্ত্রীর কথায় স্বামীর মুখ প্যাচার মতো বিকৃত হয়ে গেলো।খানিক্ষন যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেলো।স্ত্রীর আঁচলে নখ প্যাঁচাতে প্যাঁচাতে বললো
" তুমি আমার সাথে তর্ক কেন করো না? "
" মাকে দেখেছি,বাবা রেগে গেলে মা চুপ থাকতো "
" তাই বলে এতোটা চুপ থাকবে? একটু তর্ক তো করতেই পারো! "
" হৃদয়জয়ী আমি,তর্কজয়ী হয়ে কি করবো?তাছাড়া একটু আধটু শাসনে থাকতে ভালোই লাগে।তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য,ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই।নিজেকে সুরক্ষিত মনে হয়। "
গল্প --হৃদয়জয়ী
স্বামী রাগ করলে, বকাদিলে তর্ক করবেন না।
একটু ধৈর্য্য ধরুন, চুপচাপ থাকুন। জয় আপনারই হবে ইনশাআল্লাহ।

ঠিক তিন বছর আগে পরিবারের কথায় তাকে বিয়ে করেছিলাম৷সে কা*লো বলে অনেক অব"হেলা,,অ"প"মান করেছিলাম।আমার কলেজ ফ্রেন্ডস কারো স...
02/11/2024

ঠিক তিন বছর আগে পরিবারের কথায় তাকে বিয়ে করেছিলাম৷সে কা*লো বলে অনেক অব"হেলা,,অ"প"মান করেছিলাম।আমার কলেজ ফ্রেন্ডস কারো সামনেই নিতাম না লো'কে কি বলবে এই ভেবে। অনেক খা"রা*প ব্যবহার করতাম তাও উনি কিছু বলতেন না বরং আমাকে খুব ভালোবাসতেন।তাকে একদমই স*হ্য হতো না কিন্তু এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না।তাকে ছাড়া যেন আমি পুরাই অ'ন্ধ৷ তার কালো রং এর পিছনে যে তার ভালো একটি মন আছে তা যখন বুঝতে পারলাম তখন আর লোক সমাজের কথা কোনো প'রোয়া করিনা।যার যা ইচ্ছা তাই বলুক তাও আমি উনার সাথেই আজীবন থাকতে চাই। হয়তো কিছু কিছু মানুষ ঠিকই বলেছেন,, যে গায়ের রং'ই সব কিছু না মনই সব কিছু 🥰

মুমতাহিনা হিরা

Copy

যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার! সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম প...
21/10/2024

যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার!

সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম পানিতে ঝলসে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ। চুল সোজা করার ইলেক্ট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। অথচ নির্যাতনকারীর সুন্দর চেহারা রাস্তা ঘাটে ফেসবুকে টিকটকে কতটা মানবিক। চার বছর ধরে অমানবিক নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করা গেছে। অভিযানে যাওয়া ওসি জড়িয়ে ধরে বললো ইমন ভাই জীবনে একটা ভালো কাজ করার সুযোগ করে দিলেন। বললাম এতেই আমার সুখ; মানুষ সাংবাদিকতাকে যত গালিই দিক।

MD Riajul Islam

Copy post

চাহিদা যত কম রাতে ঘুম তত শান্তি 💝🥀
19/10/2024

চাহিদা যত কম রাতে ঘুম তত শান্তি 💝🥀

19/10/2024

কিসের কাচা বাদাম আর কিসের হিন্দি গান? কোরআনের সুরের সাথে পৃথিবীর কোন সুরের তুলনা হতে পারে না💖💖💖🥰🥰
#ইসলামিক #ভাইরালভিডিও #ভাইরাল_ওয়াজ #ভাইরাল_তিলাওয়াত #কোরআন_তিলাওয়াত #তিলাওয়াত

হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ :-❌রেফারেন্স সহ প্রমান দিলাম—১. না তাস্তে প্রতীমা আস্থি (ঋগ্বেদ ৩২ অধ্যায় ৩ নং অনুচ্ছেদ)অর্থাৎ...
14/10/2024

হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ :-❌

রেফারেন্স সহ প্রমান দিলাম—

১. না তাস্তে প্রতীমা আস্থি (ঋগ্বেদ ৩২ অধ্যায় ৩ নং অনুচ্ছেদ)
অর্থাৎ মহানঈশ্বরের কোন প্রতি মূর্তি,ছবি নেই।

২. যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তাঁরাই মূর্তি পূজা করে (ভগবৎ গীতা অধ্যায় ৭, অনুচ্ছেদ ২০ নম্বর)।

৩. হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে

বেদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে “একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন” অর্থাৎ ইশ্বর এক তার মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে “সে একজন তারই উপাসনা কর” (ঋকবেদ ২;৪৫;১৬)।

“একম এবম অদ্বৈত্তম” অর্থাৎ সে একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋকবেদ ১;২;৩) ।

“এক জনেই বিশ্বের প্রভু” (ঋকবেদ ১০;১২১;৩) ।

৪. হিন্দু ধর্মে মুর্তি পুজা করতে নিষেধ করা হয়েছে—

ভগবত গীতা – অধ্যায় ৭ – স্তব ২০ – [যাদের বোধশক্তি পার্থিব আকাঙক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে।]

৫. ভগবত গীতা – অধ্যায় ১০ – স্তব ৩ –

[তারা হচ্ছে বস্তুবাদি লোক ,তারা উপদেবতার উপাসনা করে, তাই তারা সত্যিকার স্রস্টার উপাসনা করে না।]

৬. যজুর্বেদ – অধ্যায় ৪০- অনুচ্ছেদ ৯ –

[অন্ধতম প্রভিশান্তি ইয়ে অশম্ভুতি মুপাস্তে – যারা অশম্ভুতির পুজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তারা অধিকতর অন্ধকারে পতিত হয় শাম মুর্তির পুজা করে। অশম্ভুতি হল – প্রাকৃতিক বস্তু যেমন: বাতাস,পানি,আগুন । শাম মুর্তি হল – মানুষের তৈরী বস্তু যেমন – চেয়ার ,টেবিল ,মূর্তি ইত্যাদি।]

জানি, হিন্দুরা মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবে না, একটা কথা, যে জেগে জেগে ঘুমায়, তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন।

বাংলাদেশের সরকারের উচিত বাংলাদেশের সব মূর্তি ভেঙ্গে ফেলা হিন্দু ধর্মের রেফারেন্স অনুযায়ী । এতে হিন্দুরা খুব খুশি হবে, সমাজে অশ্লীলতা থাকবে না, পরিবেশ দূষন হবে না এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন থাকিবে। তাই—

মহান রাব্বুল আলামীন আল্লাহ আমাদেরকে সবকিছু বুঝার তৌফিক দান করুক। আমীন।

How to use 🤣🤣কিভাবে ব্যবহার করতে হয় দেখে নিন.. 😵
13/10/2024

How to use 🤣🤣

কিভাবে ব্যবহার করতে হয় দেখে নিন.. 😵

হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন বাঁশ টা কি অন্য কোথাও দেওয়া যেত না..?না মানে পেছনে বাঁশ দিয়ে সামনে নঃম নঃম করার কি দরকা...
11/10/2024

হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন বাঁশ টা কি অন্য কোথাও দেওয়া যেত না..?

না মানে পেছনে বাঁশ দিয়ে সামনে নঃম নঃম করার কি দরকার।🐸

11/10/2024

never give up 💝
কখনো হাল ছেড়ে দিও না।
MD Riajul Islam

11/10/2024

নেতাকে বিমান থেকে কটের দৃশ্য 😎
মুভির থেকে বাস্তব দৃশ্যই বেশি রোমাঞ্চকর_😁😁

10/10/2024

এমন শখ নাইবা করলাম।💔🥺
MD Riajul Islam

01/10/2024

আমাদের পারমানেন্ট বাড়ি 💔

বেডা মানুষ 💝😄
01/10/2024

বেডা মানুষ 💝😄

30/09/2024

ভালোবাসা 💖💝

দুবাইয়ের মিলিনিয়র শেখ, ৫০ মিলিয়ন দিয়ে আইল্যান্ড কিনে ফেলছে স্ত্রীর জন্য, কারণ স্ত্রী 'বিকিনি' পরে বীচে ঘুরবে এমন শখ পোষণ...
28/09/2024

দুবাইয়ের মিলিনিয়র শেখ, ৫০ মিলিয়ন দিয়ে আইল্যান্ড কিনে ফেলছে স্ত্রীর জন্য, কারণ স্ত্রী 'বিকিনি' পরে বীচে ঘুরবে এমন শখ পোষণ করছে।

আর আমাদের দেশের মানুষ 'ভিউ' কামাইতে স্ত্রী সহ বেয়াপনা করছে, রিলস, ব্লগ, সমুদ্রসৈকতে নাঙা ঘুরছে।
পার্ক গুলোতে খোলামেলা কি করে ওরা, সেসব নাহয় নাই বললাম! 🤔

ভাই নিজেকে এমনভাবে গড়ো, পরিশ্রমী হও,
যাতে নিজেই সংসারের হাল ধরতে পারো, সামর্থ থাকে নিজের, বউয়ের উপর ডিপেন্ডেবল হতে নাহয়। ভিউ বাণিজ্যর নামে বউকে দেখাতে নাহয় ফেসবুকে।

এই স্বাধীনতাই কি চেয়েছিলাম?ধানমন্ডি আজ গিয়েছিলাম অফিশিয়াল কাজে। এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাওয়া হলো।উনি বললেন প্রায় ১৫ ব...
28/09/2024

এই স্বাধীনতাই কি চেয়েছিলাম?
ধানমন্ডি আজ গিয়েছিলাম অফিশিয়াল কাজে।

এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাওয়া হলো।
উনি বললেন প্রায় ১৫ বছর ধরে এখানে ঝালমুড়ি বিক্রি করেন।
বললেন এমন কোন সপ্তাহ নাই যেখানে পুলিশকে টাকা দিতে হয় নাই!!

৫ আগষ্টের পর থেকে এই পর্যন্ত আর তার কাছে কেউ টাকা চায় নি।

জ্বি আপনার কাছে এই স্বাধীনতা ভালো নাই লাগতে পারে।
যারা জুলুমের স্বীকার তারা জানে এই স্বাধীনতার মর্ম কি!! ❤️

© আতিকুর রহমান

Address

Road 3/F, Sector : 09
Dhaka
1230

Telephone

+8801853225822

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Riajul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Riajul Islam:

Videos

Share

Category