Urmila Urmi

Urmila  Urmi "IHT-MATS, NURSING, BSc in Health Technology"
ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে যোগাযোগ করুন:-
📞 01324-418238

ডিউটি রুমের সামনে দাড়িয়ে একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম হঠাৎ একটা মহিলা এসে আমার হাতটা ধরে টানতে টানতে বলছেন আপা একটু আ...
04/02/2025

ডিউটি রুমের সামনে দাড়িয়ে একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম হঠাৎ একটা মহিলা এসে আমার হাতটা ধরে টানতে টানতে বলছেন আপা একটু আসেন তো😐

আমি ভাবলাম কোনো পেশেন্টর হয়তো সমস্যা হচ্ছে এর জন্য এত ইমার্জেন্সি আমিও তাড়াতাড়ি করে তার সাথে গেলাম🤨

যাওয়ার পর তার মেয়ের সামনে আমাকে দাঁড় করিয়ে বলছে আপা আমার মেয়ে আপনার জুতার মতো নাকি জুতা কিনবে তাই দেখাতে নিয়ে আসলাম এগুলাই নাকি?... ওর নাকি আপনার জুতাগুলা পছন্দ হইছে🙄আমি তো পুরাই বোকা বনে গেলাম🤡

কেমনটা লাগে বলেন? 😂😡হাসিও পায় রাগও উঠে

হুম 😥😓
04/02/2025

হুম 😥😓

04/02/2025

শুভ সকাল 😊🥰

03/02/2025

❤️

03/02/2025

হুম 😊

03/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

03/02/2025

বাংলাদেশে জন্ম-নিবন্ধন ঝামেলা সমাধানের চেয়ে নতুন করে জন্মানো সহজ;)

📌নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া এটি আসলে কি আসেন জেনে নেই?-সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN  ই...
03/02/2025

📌নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া এটি আসলে কি আসেন জেনে নেই?

-সবাই পেইজটা Follow দিবেন NURSE ATIK HASAN ইনশাআল্লাহ উপকৃত হবেন।

➡️নবজাতকের বুক থেকে দুধ নিঃসরণ বা বুক ফুলে যাওয়া (যা "Witch's milk" নামে পরিচিত) সাধারণত মায়ের হরমোনের প্রভাবে ঘটে। গর্ভাবস্থায় মায়ের ইস্ট্রোজেন হরমোন শিশুর শরীরে প্রবেশ করে, যা শিশুর স্তন গ্রন্থিকে উদ্দীপিত করে এবং ফলস্বরূপ বুক ফোলা বা দুধ নিঃসরণ হতে পারে। এটি স্বাভাবিক এবং কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায়। এ অবস্থায় শিশুর বুকে চাপ দেওয়া বা দুধ বের করার চেষ্টা করা উচিত নয়, কারণ এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
{ছেলে বা মেয়ে উভয় ধরনের নবজাতকেরই ফোলা স্তন দেখা যেতে পারে।}

এটা ভালো ছিল😂😂😂😂
03/02/2025

এটা ভালো ছিল😂😂😂😂

03/02/2025

আজ ঐতিহাসিক ২রা ফেব্রুয়ারী,
প্রাচীনকালে আজকের এইদিনে ছেলে মেয়েরা এসএসসি পরীক্ষা দিতে যেতো!🙂

এসএসসি ব্যাচ কত?
আমার ২০১৮

সবাই I'd টা Follow - RN Naeem Islam ইনশাআল্লাহ উপকৃত হবেন✍️ (Vital Signs)রোগীর স্বাস্থ্যের অবস্থা নির্ণয় এবং পর্যবেক্ষণ...
02/02/2025

সবাই I'd টা Follow - RN Naeem Islam ইনশাআল্লাহ উপকৃত হবেন
✍️ (Vital Signs)রোগীর স্বাস্থ্যের অবস্থা নির্ণয় এবং পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত চারটি প্রধান ভাইটাল সাইন
😬😬
✅প্রধান ৪টি ভাইটাল সাইন:
1. শরীরের তাপমাত্রা (Body Temperature - BT)

✍️স্বাভাবিক তাপমাত্রা: ৯৭°F - ৯৯°F (৩৬.১°C - ৩৭.২°C)

✍️মাপার স্থান: মুখ (oral), কুঁচকি (axillary), কানে (tympanic), পায়ুপথ (re**al)

✍️উচ্চ তাপমাত্রা (জ্বর): ১০০.৪°F (৩৮°C) বা তার বেশি

✍️নিম্ন তাপমাত্রা (Hypothermia): ৯৫°F (৩৫°C) বা তার কম

2. হৃদস্পন্দন বা পালস রেট (Heart Rate/Pulse - PR)

✍️স্বাভাবিক হার: ৬০-১০০ বিট প্রতি মিনিট (bpm)

✍️মাপার স্থান: কব্জি (radial), গলা (carotid), বাহু (brachial), হাঁটু পেছনে (popliteal)

✍️ট্যাকিকার্ডিয়া (Tachycardia): ১০০ bpm-এর বেশি

✍️ব্র্যাডিকার্ডিয়া (Bradycardia): ৬০ bpm-এর কম

3. রক্তচাপ (Blood Pressure - BP)

✍️স্বাভাবিক BP: ১২০/৮০ mmHg

✍️উচ্চ রক্তচাপ (Hypertension): ১৩০/৮০ mmHg বা তার বেশি

✍️নিম্ন রক্তচাপ (Hypotension): ৯০/৬০ mmHg বা তার কম

✍️মাপার যন্ত্র: Sphygmomanometer (Manual/Digital)

4. শ্বাস-প্রশ্বাসের হার (Respiratory Rate - RR)

✍️স্বাভাবিক হার: ১২-২০ বার প্রতি মিনিট

✍️ট্যাকিপনিয়া (Tachypnea): ২০-এর বেশি

✍️ব্র্যাডিপনিয়া (Bradypnea): ১২-এর কম

শ্বাস-প্রশ্বাসের ধরন: স্বাভাবিক, দ্রুত, ধীর, অনিয়মিত

✅অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ সূচক:

5. অক্সিজেন স্যাচুরেশন (Oxygen Saturation - SpO₂)

✍️স্বাভাবিক: ৯৫%-১০০%

✍️অক্সিজেন স্বল্পতা (Hypoxia): ৯০% এর কম

✍️পরিমাপের যন্ত্র: Pulse Oximeter

✍️6. ব্যথার মাত্রা (Pain Scale - 0 to 10 Scale)

✍️রোগীর ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী স্কেল ০ (কোনো ব্যথা নেই) থেকে ১০ (অসহনীয় ব্যথা) পর্যন্ত নির্ধারণ করা হয়।

7. গ্লুকোজ লেভেল (Blood Glucose Level)

✍️স্বাভাবিক রক্তে শর্করা (Fasting): ৭০-৯৯ mg/dL

✍️খাবারের ২ ঘণ্টা পর: ১৪০ mg/dL-এর কম

🌐ভাইটাল সাইন পর্যবেক্ষণ ICU-তে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগীর অবস্থা পরিবর্তনের সংকেত দিতে পারে। আপনি ICU-তে কাজ করেন, তাই এই তথ্য আপনাকে রোগীর যত্নে সহায়তা করতে পারে। যদি আরও বিস্তারিত জানতে চান, জানাবেন
🌐✍️সবাই পড়ে Done লেখবেন

02/02/2025

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই, আর কোনো শখ ও নেই!

📌Topic: Manual Vacuum Aspiration (MVA) Device সম্পর্কে বিস্তারিত 🛑 Manual Vacuum Aspiration (MVA) ডিভাইসটি একটি মেডিকেল ...
02/02/2025

📌Topic: Manual Vacuum Aspiration (MVA) Device সম্পর্কে বিস্তারিত

🛑 Manual Vacuum Aspiration (MVA) ডিভাইসটি একটি মেডিকেল টুল যা প্রধানত Dilatation and Curettage (D&C) প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে abortion, abortion পরবর্তী ইউটেরাইন ম্যানেজমেন্ট এবং অন্যান্য গাইনোকলজিক্যাল প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়।

◼️ গঠন ও কাঠামো:

1. সাকশন হ্যান্ডেল: এটি হাতে ধরে টানার জন্য ব্যবহার করা হয়।
2. সিলিন্ডার বা ব্যারেল: এটি সাধারণত ৫০-৬০ মিলিলিটার ক্যাপাসিটির হয়ে থাকে এবং সাকশন তৈরি করতে সাহায্য করে।
3. প্লাঞ্জার: এটি টেনে ছেড়ে দিলে নেগেটিভ প্রেসার তৈরি হয়, যা দ্বারা ইউটেরাইন কন্টেন্ট (এন্ডোমেট্রিয়াল টিস্যু) বের করা যায়।
4. ক্যাথেটার সংযোগ পয়েন্ট: ক্যাথেটারের মাধ্যমে সার্ভিক্স এবং ইউটেরাসে প্রবেশ করে প্রয়োজনীয় Aspiration করা হয়।

◼️ ব্যবহারের ক্ষেত্র:
MVA ডিভাইস বিভিন্ন গাইনোকলজিক্যাল ও অবস্টেট্রিকাল ক্ষেত্রে ব্যবহৃত হয় –

✅ Incomplete Abortion – গর্ভপাতের পরে ইউটেরাস পরিষ্কার করার জন্য।
✅ Missed Abortion – এমব্রিও বা ফিটাস ইউটেরাসে থাকলে তা সরানোর জন্য।
✅ Endometrial Biopsy – এন্ডোমেট্রিয়াল টিস্যুর স্যাম্পল সংগ্রহের জন্য।
✅ পোস্টপার্টাম ইউটেরাইন ইভাকুয়েশন – প্রসবের পর ইউটেরাসে যদি টিস্যু জমে থাকে, তা পরিষ্কার করার জন্য।
✅ গর্ভধারণ সমাপ্তি (Induced Abortion) – প্রথম ত্রৈমাসিকে নিরাপদ ও স্বল্প-ঝুঁকিপূর্ণ গর্ভপাত করার জন্য।

◼️সুবিধা ও সীমাবদ্ধতা:

✅ সুবিধা:

✔️ বৈদ্যুতিক ভ্যাকুয়াম মেশিনের চেয়ে সহজলভ্য এবং বহনযোগ্য।
✔️ অপারেটিভ রিস্ক কম, কারণ এটি নন-ইলেকট্রিক্যাল।
✔️ ইনফেকশনের ঝুঁকি কম, যদি সঠিকভাবে ব্যবহার করা হয়।
✔️ রোগীর জন্য অপেক্ষাকৃত স্বল্প-কষ্টদায়ক।

❌ সীমাবদ্ধতা:

▪️এটি শুধুমাত্র প্রথম ত্রৈমাসিক (First Trimester) পর্যন্ত কার্যকর।
▪️ অপারেটরের দক্ষতার উপর নির্ভর করে এর কার্যকারিতা।
▪️ ইউটেরাইন পারফোরেশনের (Uterine Perforation) সম্ভাবনা থাকে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়।

৬. সংরক্ষণ ও পরিষ্কার করার নিয়ম:

✔️ সঠিকভাবে জীবাণুমুক্ত করা (Sterilization) – পুনরায় ব্যবহারযোগ্য হলে অটোক্লেভিং বা হাই-লেভেল ডিসইনফেকশন (HLD) করা উচিত।
✔️ একবার ব্যবহারযোগ্য হলে (Disposable) – যথাযথ মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অনুযায়ী ফেলে দিতে হবে।
✔️ পরবর্তী সংক্রমণ রোধে – প্রতিবার ব্যবহারের আগে ও পরে যথাযথভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

ধন্যবাদ 😊


Follow 👉 Dibakar Roy

02/02/2025

এটা বাংলাদেশ ভাই, প্রপোজাল রিজেক্ট করে দিলে "Ex" হয়ে যায়!🙂

Address

287
Dhaka
1351

Alerts

Be the first to know and let us send you an email when Urmila Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share