Sharif Obaidullah

Sharif Obaidullah Sharif Obaidullah is A Social Activist,
Author, Lecturer, Publisher and an
Entrepreneur

শহীদ ইসমাইল। রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চ...
17/01/2025

শহীদ ইসমাইল। রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। The saddest part of the story is গেট দারোয়ানরা সেদিন গেট খুলে দেয়নি।

অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। ফটোগ্রাফার তোলেন ছবি। পুলিশ চেয়ে চেয়ে দেখে ইসমাইলের মৃত্যু, বুলেটের বিজয়।

এই পুলিশ কিন্তু এখনো বাইরে। শহীদ ইসমাইলের হাড় মিশে যাবে মাটিতে, কবরে জেগে উঠবে বাঁশের ঝাড়। কিন্তু পুলিশ ঘুরবে লোকালয়ে, স্বাধীনভাবে, খুনের দায় নিয়ে।

ছবি তুলেছেন: রাকিব হাসান

17/01/2025

মানুষের জীবন আসলে একার। মানুষ আমৃত‍্যু একা। তার খুব ভিতরে সে নিঃসঙ্গ।

মানুষের অনেক গল্প একার। মানুষের অনেক ইচ্ছে একার। অনেক স্বপ্ন একার। অনেক যন্ত্রণা একার।

মানুষ আমৃত‍্যু সাথী খুঁজে। বন্ধু খুঁজে। নির্ভার হতে চায়। নির্ভরশীল হতে চায়। নিজেকে অন‍্যের কাছে মেলে দিয়ে বিশ্রাম চায়। কিন্তু তার একাকী গল্প, স্বপ্ন আর দুঃখগুলো বাড়তেই থাকে। আরো একা হতে থাকে।

যে মানুষ নির্জনতার জন‍্য হাহাকার করে, সে মানুষটা বেশিদিন নির্জন থাকতে পারে না।

যে মানুষটা সম্পর্ক ছিঁড়ে একা হতে চায়, সে মানুষটা একাকীত্বের ভার সইতে পারে না বেশিদিন।

মানুষকে তাই মানুষের ভিড়েই থাকতে হয় একা। মানুষকে তাই সঙ্গীর সাথে থেকে হতে হয় নিঃসঙ্গ।

মানুষ তার ভিতরে বৃক্ষের মতোই নিঃসঙ্গ।
………………..
Rauful Alam

সব কষ্ট ভুলে চলেন মন খুলে হাসি!কুইজ-বোতলে কি লেখা বলুনতো?বললে আপনিও এইভাবে হাসবেন😆
16/01/2025

সব কষ্ট ভুলে চলেন মন খুলে হাসি!

কুইজ-
বোতলে কি লেখা বলুনতো?
বললে আপনিও এইভাবে হাসবেন😆

ওকে।বাই বাই।খতম🫣
16/01/2025

ওকে।বাই বাই।খতম🫣

16/01/2025

সবাই আমরা বাংলাদেশী,এটাই আমাদের পরিচয়।
আদিবাসী হিসেবে যারা পরিচয় চায় তারা কারা?
এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে।
স্বার্বভৌমত্বের অস্তিত্বে আমরা সবাই প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ✊
এটাই লাউড এন্ড ক্লিয়ার🇧🇩

ধন্যবাদ প্রতিদিনের সংবাদ
16/01/2025

ধন্যবাদ প্রতিদিনের সংবাদ

২০১৯ সালে শরীফ ওবায়েদুল্লাহ নবোদ্যম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য হলো পথশিশুদের ক্ষমতায়ন করা এবং তাদের উন্নত ভবিষ্যতের সুযোগ প্রদান করা। ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মনস্তাত্ত্বিক সহায়তার উপর দৃষ্টি নিবদ্ধ করে, এবং শিশুদের জীবন উন্নত করার জন্য একটি সামগ্রিক পদ্ধতির উপর কাজ করে। শরীফের নেতৃত্বে ফাউন্ডেশনটি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং জেলায় কার্যক্রম শুরু করেছে।

শরীফ বলেন, ‘প্রতিটি শিশুই একটি অনন্য গল্প নিয়ে আসে। আমরা সেই সম্ভাবনাকে লালন করার চেষ্টা করি এবং সমাজে তাদের স্থান খুঁজে পেতে সহায়তা করি।’

১৬ জানুয়ারি ২০২৫/প্রতিদিনের সংবাদ

এটা একজন বিডিআর সদস্যের পা। হ্যাঁ, যার পায়ের ছবি দেখছেন তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। জানেন তার সাথে কী হয়েছিলো? জবানবন্...
15/01/2025

এটা একজন বিডিআর সদস্যের পা। হ্যাঁ, যার পায়ের ছবি দেখছেন তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। জানেন তার সাথে কী হয়েছিলো? জবানবন্দী হাসিনার মনমতো আনার জন্য তার পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে, তাদের পুরুষাঙ্গে শক নেওয়া হয়েছে, এমনকি তাদের অন্ডকোষ থেঁতলে দেওয়া হয়েছে। আর কী শুনবেন? গাজা স্ট্রিপ, গুয়ান্তানামো বে কিংবা কাশগড় নয়, তারচেয়ে বড় নির্যাতন ক্যাম্প বাংলাদেশেই আছে — যেটা হাসিনার নিজ হাতে তৈরি। এমন কোনো বর্বর নির্যাতন নেই যেটা স্বীকারোক্তি দিতে অস্বীকার করা বিডিআরদের সাথে করা হয়নি।

এই সরল মানুষগুলো না-কি জেলখানার সেলের ভেতরে উচ্চস্বরে প্রতি নামাজ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। এরচেয়ে প্রাপ্তি আর কী হতে পারে? যারা নির্দোষ আমরা তাদের অবশ্যই মুক্তি চাই। পুনঃতদন্ত শেষে যারা অপরাধী তাদের শাস্তি চাই। বাংলাদেশের জনগণ, আপনারা নেমে আসার জন্য প্রস্তুতি নিন।

আলহামদুলিল্লাহ!আমার যে বইয়ের মধ্যেই আমি শরীফ ওবায়েদুল্লাহ হয়ে উঠা সেই ২০১৮ সাল থেকে বেস্ট সেলার বই 'নবম দশম শ্রেণির বোর্...
14/01/2025

আলহামদুলিল্লাহ!
আমার যে বইয়ের মধ্যেই আমি শরীফ ওবায়েদুল্লাহ হয়ে উঠা সেই ২০১৮ সাল থেকে বেস্ট সেলার বই 'নবম দশম শ্রেণির বোর্ড বইয়ের এমসিকিউ ভার্সন বইটি আগামী সপ্তাহ থেকে সারাদেশে পাওয়া যাবে।

যারা সাবেক স্টুডেন্ট আমার এই বইটি নিয়ে এক লাইন শুনতে চাই...

Ourcampus24.com  এর উদ্যোগে আয়োজিত আজকে সাংবাদিকতা ও নিউজ প্রেজেন্টার নিয়ে ফ্রি কোর্সের সেশন-০১ ক্লাস ছিলো। প্রায় ৩ ঘন্ট...
11/01/2025

Ourcampus24.com এর উদ্যোগে আয়োজিত আজকে সাংবাদিকতা ও নিউজ প্রেজেন্টার নিয়ে ফ্রি কোর্সের সেশন-০১ ক্লাস ছিলো।

প্রায় ৩ ঘন্টার একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ,ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন।

আজকের মেনটর ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপোটি ডিরেক্টর ও সময় টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন সাংবাদিক ও জনপ্রিয় নিউজ প্রেজেন্টার Golam Rabby ভাই।

পথশিশুরা- যারা প্রায়শই তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে জন্মায়, প্রতিদিন ক্ষুধা, অবহেলা, শোষণ এবং সামাজিক উদাসীন...
10/01/2025

পথশিশুরা- যারা প্রায়শই তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে জন্মায়, প্রতিদিন ক্ষুধা, অবহেলা, শোষণ এবং সামাজিক উদাসীনতার বিরুদ্ধে লড়াই করে।
তাদের জন্য নতুন বছর মানে উৎসব বা অঙ্গীকার নয়; বরং এটি আরও ৩৬৫ দিন বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু এটি কি এমনই থাকতে হবে? এই বছর কি তাদের জন্য পরিবর্তনের সূচনা হতে পারে?

১১ জানুয়ারি ২০২৫/যায়যায়দিন

এইবার একুশে বইমেলায় একটা ভিন্নরকম আয়োজন..বইয়ের কভারটি আরও কিভাবে ফুটিয়ে তোলা যায়?নাকি এটাই যথেষ্ট...এই নিয়ে সবার মতামত ও...
10/01/2025

এইবার একুশে বইমেলায় একটা ভিন্নরকম আয়োজন..

বইয়ের কভারটি আরও কিভাবে ফুটিয়ে তোলা যায়?
নাকি এটাই যথেষ্ট...
এই নিয়ে সবার মতামত ও পরামর্শ চাই...

গত ৬ বছর ধরে স্বপ্ন দেখা বাংলাদেশে প্রায় ১১ লাখ 'পথশিশুদের জন্য বাসযোগ্য সমাজের প্রতিশ্রুতিবদ্ধ' এই চিন্তা নিয়েই এই বইটির আয়োজন করা।

একটা জাতির পথশিশুরা কিভাবে জনশক্তিতে রুপান্তর হবে.....আরও অনেক কিছু নিয়েই লেখা

মাঝেমধ্যে রিলাক্সের জন্য পার্কটা নিয়ে নিলাম।কেমন হলো বন্ধুরা!🫣চাইলে আসতে পারেন।
10/01/2025

মাঝেমধ্যে রিলাক্সের জন্য পার্কটা নিয়ে নিলাম।
কেমন হলো বন্ধুরা!🫣চাইলে আসতে পারেন।

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, ...
09/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।

১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।

১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে।

একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।

বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।
……………….

09/01/2025

"প্রাচুর্যের মোহ তোমাদেরকে ঘিরে রাখে, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছাও।"
সূরা আত-তাকাছুর

🌟 New Year, New Hope 🌟  Let’s join hands to build a brighter future for street children! 💖 Read Sharif Obaidullah's insp...
09/01/2025

🌟 New Year, New Hope 🌟

Let’s join hands to build a brighter future for street children! 💖 Read Sharif Obaidullah's inspiring writeup published in The Daily Messenger today, and discover how we can make a difference together.

এই ছবিটা দারুণ। দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের দেখা। নিজের সন্তানকে দীর্ঘ ৭ বছর ছুঁয়ে দেখতে না পারা একজন মায়ের জন্য সবচেয়ে বড় ক...
08/01/2025

এই ছবিটা দারুণ।
দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের দেখা। নিজের সন্তানকে দীর্ঘ ৭ বছর ছুঁয়ে দেখতে না পারা একজন মায়ের জন্য সবচেয়ে বড় কষ্টের। চব্বিশ আমাদেরকে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

07/01/2025

কিছুক্ষণ আগে খবরে দেখলাম তিতুমীর কলেজের মূল ফটকের ব্যানার খুুলে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” ব্যানার ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
তাহলে কি ঢাকা কলেজের ব্যানার খুলে “ঢাকা বিশ্ববিদ্যালয়” ব্যানার ঝোলানো হবে?
সেক্ষেত্রে আইডিন্টিফাই করা হবে কীভাবে?
ঢাবি ক্যাম্পাস-১ (টিএসসি শাখা), ঢাবি ক্যাম্পাস-২ (নিউমার্কেট শাখা)? 🤔

দেখেন! আপনারা যা ভালো মনে করেন! 🥱

Address

74/B/1, RH Home Center Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Obaidullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif Obaidullah:

Share