Hasan Al Mamud

Hasan Al Mamud Follow me & get new videos daily.

আমি ধানমন্ডি লেকের এই জাহাজ বাড়ির সৌন্দর্য্য দেখে মুগ্ধ হতাম। এখন অবশ্য এটা স্মৃতি।
03/12/2024

আমি ধানমন্ডি লেকের এই জাহাজ বাড়ির সৌন্দর্য্য দেখে মুগ্ধ হতাম। এখন অবশ্য এটা স্মৃতি।

PC: ZIa vai
11/11/2024

PC: ZIa vai

হেমন্তের শেষে।
09/11/2024

হেমন্তের শেষে।

11/10/2024

আমরা অভ্যস্ত ছিলাম, তাই কষ্ট হচ্ছেনা

আপনারা অভ্যস্ত হতে একটু সময় নেন। শুরুতে একটু খারাপ লাগবে, পরে মানিয়ে নিতে পারবেন সমস্যা নাই।

গত বছরের এই সময় যুদ্ধ,বিগ্রহ, বন্যা ছাড়াই কাঁচা মরিচ ১২০০ টাকা কেজিতে খেয়েছি। ফেসবুকেও লিখতে পারিনি কিছু।

লিখতে গেলেই বাসার সবাই বলতো - মুরুব্বি, মুরুব্বি উ উ উ,লিখালিখি কইরেননা,উঠায়ে নিয়া যাবে।

অন্তত এবার ফেসবুকে লিখতে পারছেন ৪০০ টাকা কেজিতেই!
টমেটো এই সিজনে ১৬০ টাকাই থাকে কেজি, কাঁচা পেপে নেন- ৩০ টাকায় পাবেন ( আপার রেসিপি লাগলে সেন্ড করবো ফ্রিতে),পেয়াজ ২৫০ টাকা কেজিতেও খেয়েছি,১১০ টাকায় এতো সমস্যা আমাদের হচ্ছেনা।

আপনারা আগে কিনে খান নাই,তাই হয়তো জানেন না যে হাড্ডিওয়ালা গরু আগেও ৮০০ টাকাই ছিলো।এক গোপালি ভদ্রলোক তখন বলেছিলেন আমাদের আয় বেড়েছে তাই বেশি দামে খেতে পারছি।আগে ২০০ টাকা কেজতেও খেতে পারতাম না!!! আসলে আয় বাড়েনি, কালো টাকার ঝনঝনানি বেড়েছিলো কিছু লোকের। দাম একবার যা বাড়ে এদেশে তা কমানো চাট্টিখানি কথা নয় সেটা সবাই জানেন।

ওহ,ডিমের দাম নিয়ে আমারও খটকা লাগছে। বাজারে ডিম সরবারাহের ঘাটতি নাই তবে বেশির ভাগই নাকি রিমান্ডে লাগছে,সত্য মিথ্যা জানিনা,দেখেন যা ভালো মনে করেন।

Collected post

ইন্ডিয়ান কোন জিনিস না আসলে খুশি হব।
06/10/2024

ইন্ডিয়ান কোন জিনিস না আসলে খুশি হব।

এবার পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে আসবে পেয়াজ...
তবে যাই বলেন, পাকিস্তানি পেয়াজ দিয়ে ইন্ডিয়ান গোমাংস কিন্তু সেই টেস.. 🤣

সে বলেছিল ইঞ্জুরি নিয়ে খেলা মানে দেশের সাথে বেঈমানি করা কিন্তু সে নিজেই ইঞ্জুরি নিয়ে খেলছে।
05/10/2024

সে বলেছিল ইঞ্জুরি নিয়ে খেলা মানে দেশের সাথে বেঈমানি করা কিন্তু সে নিজেই ইঞ্জুরি নিয়ে খেলছে।

01/10/2024

দেশের সেরা নেত্রী আর সেরা খেলোয়াড়, দুইজনই রিটায়ার করলো ভারতে।
দুইজনেরই দেশে আসার ব্যাপারে অনীহা।

একটা  বৃষ্টি স্নাত রাত।
26/09/2024

একটা বৃষ্টি স্নাত রাত।

21/09/2024
I am not a perfect person
19/09/2024

I am not a perfect person

"যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় কিন্ত গরীবেরা তাদের ছেলেদের দেয়।যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত...
18/09/2024

"যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় কিন্ত গরীবেরা তাদের ছেলেদের দেয়।
যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।"

-সার্বিয়ান প্রবাদ

বন্ধু যখন পাশে।
15/09/2024

বন্ধু যখন পাশে।

চল ছুটে যায় ঐ দিগন্তের দিকে
15/09/2024

চল ছুটে যায় ঐ দিগন্তের দিকে

ওই দূর সীমানায়,,,,।
13/09/2024

ওই দূর সীমানায়,,,,।

আমাদেরকে বেকার রেখে MF হাসিনা তার ভারতের লোক লাগে।
09/09/2024

আমাদেরকে বেকার রেখে MF হাসিনা তার ভারতের লোক লাগে।

আমি এই মানুষটাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমার মন জানতে চাই দেশের ক্রান্তিলগ্নে উনি কি বলেছেন? উনি তখন কোথায় ছিলেন?
08/09/2024

আমি এই মানুষটাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমার মন জানতে চাই দেশের ক্রান্তিলগ্নে উনি কি বলেছেন? উনি তখন কোথায় ছিলেন?

Address

Tolarbag
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Al Mamud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Al Mamud:

Videos

Share