Gaming Sabbir

Gaming Sabbir Http://เ.ㅤㅤSabbir󰦉
আসসালামু আলাইকুম
সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য

27/12/2024
13/12/2024
❤️‍🩹❤️‍🩹
28/11/2024

❤️‍🩹❤️‍🩹

😎😎
28/11/2024

😎😎

মা এর  মহব্বত, মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা। আল্লাহু আকবর। গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে প...
01/09/2024

মা এর মহব্বত, মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা।
আল্লাহু আকবর।
গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে পারতো, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়েই মারাগেল 😢💔 ছবিটা আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে।

জীবন কারো জন্য থেমে থাকেনা। হ্যা এটাই বাস্তব 🙂
18/03/2024

জীবন কারো জন্য থেমে থাকেনা। হ্যা এটাই বাস্তব 🙂













সবার জীবন সুন্দর নয় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন 😅💔।।।। ্।।।।।।। ।।।              ❤️                                  ...
14/03/2024

সবার জীবন সুন্দর নয়
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন 😅💔


।। ্











❤️

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখাতাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতেরঙের জীব...
22/02/2024

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখা
তাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।

সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতে
রঙের জীবন ছেড়ে তোমায় আসতে হবে পথে।

ঐ যে দেখ সবুজ ধানের ক্ষেতের ভেতর দিয়ে
এঁকে বেঁকে ছোট্ট একটা নদী গেছে বয়ে।

তীর দিয়ে তার হেঁটে হেঁটে গভীর মাঠে যাও
মধ্য মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।

দেখবে তুমি তুমি ছাড়া নেই কো সেথা কেউ
ধমকা হাওয়ায় ধানের ক্ষেতে উঠছে শুধু ঢেউ।

দু চোখ বুজে হাওয়ায় এবার মেলে ধরে বুক
এবার বল পাইছ কি না সত্যি কারের সুখ।

ওই যে দেখ বৃদ্ধ চাচা পাকা পথের মোড়ে
রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কাঠফাটা রুদ্দুরে।

যাও গিয়ে ওই বৃদ্ধ চাচার রিকশায় উঠে যাও
তারে নিয়ে যাও তুমি আজ যেথায় যেতে চাও।

যাত্রা শেষে দেখ এবার রিকশা থেকে নেমে
বৃদ্ধ চাচার ক্লান্ত শরীর কেমনে গেছে ঘেমে।

ক্লান্ত হয়ে কাঁপছে দেখ রিক্সা চালক কাকা
ভাড়া ছাড়াও দাও তাহারে বাড়তি কিছু টাকা।

লক্ষ করে দেখ চাচার কাঁপন গেছে থেমে
বক্ষে চেপে ধরছে তোমায় রিকশা থেকে নেমে।

যেই মুখে তার জড়িয়ে ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।

পরান ভরে দেখ এবার চাচার হাসি মুখ
এবার বল পাইছ কি না সেবার মহাসুখ!

তোমার ছেলে কাঁদছে দেখো চোখ ভরা তার জলে
বলল এসে মারছে তারে নিমাই জেলের ছেলে।

তোমার কত ধন ক্ষমতা নিমাই তাহা জানে
তাইতো নিমাই ভয়ের চোটে কাঁপছে ঘরের কোণে।

ভাবছে নিমাই তুমি তারে সামনে কভু পেলে
পিটিয়ে পিঠের ছাল তুলিবে নয়তো দেবে জেলে।

এবার তুমি ওই নিমাইয়ের বাড়িতে যাও চলে
দেখবে নিমাই তোমার ভয়ে ভাসছে চোখের জলে।

তোমায় দেখে নিমাই ভয়ে হইবে এমন কাবু
পা জড়িয়ে বলবে তোমার মাফ করে দাও বাবু।

বুকের মাঝে জড়িয়ে তারে বল আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।

ওই যে দেখ উঠছে হেসে নিমাই বাবুর মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।

নিমাইয়ের ওই শীতল বুকে মিলিয়ে তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।

#সুখের_জীবন

Mortuza Hasan

সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বাচ্চা টাকে সুস্থতা দান করে🙏😅।।। ।।।             ❤️                                       ...
21/02/2024

সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বাচ্চা টাকে সুস্থতা দান করে🙏😅







❤️

বাংলা দ্বিতীয় পএের Mcq🙂
18/02/2024

বাংলা দ্বিতীয় পএের Mcq🙂

ইঞ্জিন বিহীন এক গাড়িতে চড়ে শেষ হবে জীবনের শেষ যাত্রা 💔😥😥এই পার হইতে ওই পারে যাওয়ার একমাত্র পরিবহন৷ ❤️
23/01/2024

ইঞ্জিন বিহীন এক গাড়িতে চড়ে শেষ হবে জীবনের শেষ যাত্রা 💔😥😥

এই পার হইতে ওই পারে যাওয়ার একমাত্র
পরিবহন৷ ❤️

Address

Dhaka
Dhaka

Telephone

+8801645378903

Alerts

Be the first to know and let us send you an email when Gaming Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaming Sabbir:

Videos

Share

Category