Doctorsnews24

Doctorsnews24 nature is best choice for good health, we promote health through natural medicine and natural system of medicine
(1)

03/09/2024
23/08/2024

ফেনী শহরের ভয়াবহ অবস্থা, যারা ত্রান উদ্ধারে যাচ্ছেন সাবধানে যাবেন।

22/08/2024

ফেনিতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নং গুলোতে ট্রাই করুন৷ প্লিজ! ফি আমানিল্লাহ!
*বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।
মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316
আল্লাহ হেফাজত করুন।
দুলাকাজি বাডি সংলগ্ন,আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে -ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
Pray for Feni
ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ।
▫️দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন,
মোঃ আরাফাত-01836-889812
▫️বন্যায় যেকোন সাহায্য করতে বা পেতে COSF রেসকিউ টিম -
(BKash)- 01872291985
(Nagad)- 01884425351
▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬
▫ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।
▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫
▫️FIRE SERVICE, FENI - 01730-002492
সোর্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)

22/08/2024

—ফেনী আপডেট —

প্রথম কথা ফেনীর অবস্থা আপনারা যা ভাবছেন তার চেয়ে অনেক বেশী খারাপ।

পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়াতে সাধারণ মানুষ দ্বারা রেস্কিউ অসম্ভব। যারা যাবে তাদেরকেও রেস্কিউ করতে হবে।

আর্মিসহ সব বাহিনীর সমন্বিত উদ্ধারকর্ম ছাড়া এ থেকে পরিত্রান পাওয়া কঠিন।

কিছুক্ষন আগে সোনাগাজী ফেনীর রাস্তা অনেক জায়গায় ডুবে গেছে ফলে সোনাগাজি-মতিগঞ্জ-বাংলা থেকে ফেনী বলা চলে বিচ্ছিন্ন। ধারনা করছি আজকে রাতের মধ্যে সোনাগাজীর দিকে পানি ধাবিত হতে পারে। সবাইকে একটু সাবধান থাকার পরামর্শ।

ফেনী শহর তলিয়ে গেছে। ডুবে গেছে দোকানপাট। ডাক্তারপাড়া সম্ভবত এখনো ঠিক আছে৷ এছাড়া কোথাও কোথাও কোমর সমান পানি। বৃষ্টি হচ্ছে, পাল্লা দিয়ে পানি বাড়ছে। মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। পুরাতন জিমনেসিয়ামে সম্ভবত কিছু লোককে নেয়া হয়েছে।

যারা বাইরের লোক, তারা আজকে বেরোতে না পারলে আটকা পড়ে যেতে পারেন৷ মহীপাল থেকে এখনো কিছু লোকাল বাস ঢাকা এবং চট্টগ্রামের দিকে যাচ্ছে। তবে আশংকা করছি ঢাকা থেকে ফেনী কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ইতোমধ্যে ঢাকা থেকে ফেনীতে বাস চলাচল বন্ধ বলা যায়।

ফেনী শহরে এবং সোনাগাজী এলাকায় এখন পর্যন্ত নেটওয়ার্ক এবং কারেন্ট আছে। তবে আজকে রাতের মধ্যে সোনাগাজী এরিয়ায় সতর্ক থাকার দরকার আছে৷

যারা ব্যক্তিগত বা অন্যভাবে ঢাকা থেকে ফেনী আসবার চেষ্টা করছেন তাদের না আসাই ভালো। গতরাত থেকে ঢাকা-ফেনী রাস্তা তথা ঢাকা-চট্টগ্রাম রাস্তায় প্রচন্ড জ্যাম।

যে সমস্ত ভলান্টিয়ার আসতে চাচ্ছেন বুঝেশুনে আসার অনুরোধ রইলো। আটকে পড়তে পারেন সে প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ। যারা শহুরে আবেগের বশে আসতে চাচ্ছেন তাদের না আসাই ভালো৷ পরিস্থিতি আসলেই খারাপ।

ত্রান সহায়তা এখনও সেকেন্ডারি। ফেনী মোটামুটি ধনী এলাকা, ঢাকার পাশেই। ফলে ত্রান নিয়ে তেমন সমস্যা এখনো তৈরি হয়নি৷ ফলে বহু ভলান্টিয়ারের কিছু করারই নাই।

অনেকে আমাকে নানাভাবে মেসেজ করেছেন, উদ্ধারের জন্য। বস্তুতপক্ষে বন্যাক্রান্ত এলাকায় যাওয়াই সম্ভব হচ্ছে না। কিছু লোকাল ছেলে এবং সিজনড ভলান্টিয়ার রিস্ক নিয়ে অল্প কিছুদূর পর্যন্ত পৌঁছাতে পারছে।

রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত উদ্যোগ না নিতে পারলে বড় ধরনের ডিজাস্টারের আশংকা করছি। শুধু আর্মিকেই দেখলাম। ব্যাপক আকারে কোস্টগার্ড এবং নৌবাহিনী এনগেঞ্জ করা দরকার।

আজকে রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে অনেককেই হয়ত আর উদ্ধারের দরকার হবে না.

-murad kibria

22/08/2024

হালদার বাদ ভেঙে গেছে !! মাইকিং হচ্ছে..

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।
যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান।
এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

ফটিকছড়ির আশ্রয়কেন্দ্রসমূহের তালিকা পোস্টে যুক্ত করে দেয়া হলো।
ফরহাদাবাদের আশ্রয়কেন্দ্র- ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়।

21/08/2024

নতুন সরকারের ১ নাম্বার পদক্ষেপ হওয়া উচিত নদী শাসন, নদী বাঁচলে এই দেশ বাঁচবে। এই দেশের কৃষির উপর আমরা নির্ভরশীল। এই উর্বর মাটি র কারনে পৃথিবীর সব চেয়ে ঘনবসতি। পৃথিবীর বড় বড় রাষ্ট্র গুলো কেন জনমানবহীন কারন তাদের বিস্তীর্ন ভূমি মরুভূমি সেখানে ফসল হয় না। আমাদের এই ভূমিতে এই ফসল ও উর্বর ভূমিতে বেঁচে থাকার প্রধান উপকরণ পানি। এই পানি না হলে এই দেশ মরুভূমিতে পরিনত হবে। ভারত শুষ্ক মৌসুমে আমাদের অভিন্ন নদীতে বাঁধ দিয়ে আমাদের নদী গুলো কে খুন করছে। আজ তারা গেট খুলে দিয়েছে, মরা নদী পানি ধারন করতে পারে না। যে পানি আমাদের জীবন বাঁচাতো তা এখন মৃত্যুর কারন আজরাইল হিসেবে এসেছে। আমাদের দেশে প্রতিটি নদীতে প্রান ফিরিয়ে আনতে হবে বিস্তীর্ণ গভীর জলাধার তৈরি করতে হবে যাতে এভাবে পানি ছেড়ে দিলে আমাদের মৃত্যু ফাঁদ তৈরি না হয়। যেই পানির কারনে এই সভ্যতা গড়ে উঠেছে সেই পানির নিয়ন্ত্রণ আমরা ভারতের হাতে ছেড়ে দিয়ে নিজেদের অস্ত্বিত্ব বিলীন হতে দিতে পারি না।

❌ সাধারণ জ্বর হলেই ওষুধ খাওয়া উচিৎ নাকারন, অনেকসময় ভাইরাস বডিতে আক্রমণ করার সময় বডি ন্যাচারালি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দ...
17/03/2024

❌ সাধারণ জ্বর হলেই ওষুধ খাওয়া উচিৎ না

কারন, অনেকসময় ভাইরাস বডিতে আক্রমণ করার সময় বডি ন্যাচারালি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর এই বেশি তাপমাত্রায় ভাইরাস খুব বেশি সুবিধা করতে পারেনা।

তাই, জ্বর হলেই ওষুধ খাওয়া উচিৎ না। তবে বেশি সমস্যা মনে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।

11/03/2024
11/03/2024

রোজার নিয়ত

সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়। রোজা রাখার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ: হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

বাংলায় নিয়ত: হে আল্লাহ! আপনার সন্তুষ্টির জন্য আমি আগামীকাল পবিত্র রমজানের ফরজ রোযা রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।

ইফতারের দোয়া

ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি।

ইফতারের বাংলা নিয়ত: হে আল্লাহ, আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনে রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার শুরু করছি। তারপর ‘বিসমিল্লাহি ওয়াআলা বারাকাতিল্লাহ’ বলে ইফতার করা।

16/08/2023

আখাউড়া স্থলবন্দরে মেডিকেল সেন্টার এর নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doctorsnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctorsnews24:

Videos

Share


Other Dhaka media companies

Show All