Happy Aklima Lifestyle

Happy Aklima Lifestyle 1.1 m page Mom Happy If anyone wants promotion inbox my e-mail:[email protected]

মানুষ সব ভুলে যেতে পারে!!রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে ম...
09/12/2024

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো। বুকের ভিতর আটকে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।

না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা। তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না...

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখ...
09/12/2024

জীবনে যা ই করেন, কাউকে 'ইউজ' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষ টা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ইউজ' করছেন,সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ইউজ' করার মতো জঘন্য কাজ খুব কম ই আছে! একা থাকেন,তাও কারো জীবন নষ্ট কইরেন না!🖤

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না।বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের...
08/12/2024

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না।

বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের চোখে ছোট হবো, এগুলো এখন বাচ্চামি আমাদের সাজে না। এইসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে শখ স্বপ্ন নিজের হাতে মে 'রে ফেলছি।

অতপর নিজেকে মৃ 'ত মনে করে অনূভুতিহীন হয়ে জীবন পার করছি।

আপনার যদি ৪৫ বছরেও গিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করতে মন চায়, কিছু না ভেবে উঠোনে নেমে পড়ুন।

আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায় দূরে কোথাও চলে যান। ইশ ছেলে মেয়ে বড় হয়েছে কি ভাববে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেণী করতে মন চায় তাও করেন। নাতি পুতি হয়েছে তো কি হয়েছে আনন্দ নিয়ে জীবন কাটান।

কলিগের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফর্মালিটি মেইনটেইন করতে হয় তাহলে আড্ডা থেকে চলে আসুন।

পাড়ার দোকানে চা নিয়ে ছোট কালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন। অন্তত মন খুলে কথা বলতে পারবেন।

প্রেমিকার হাত ধরে ভালেবাসি বলতে মন চাচ্ছে , কানে সাদা গোলাপ ফুল দিতে মন চাচ্ছে, পায়ে পায়েল পরাতে ইচ্ছে করছে, করে ফেলুন।

কারন ম্যাচুরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না। একটু পা'গলামি থাকতেই হয় তবেই না ভালোবাসা টা সুন্দরময় হয়।

লাল টুকটুকে শাড়ি পড়তে মন চেয়েছে, বয়স বেড়েছে মানুষ বলবে বুড়ি বয়সে শখ কতো। ভাবুক না আপনি শাড়ি পড়ে ফেলুন, দরকার পড়লে হাত ভর্তি চুড়িও পড়ুন। একটা টিপ ও পড়েন। নিজের ইচ্ছাটাকে মা'টি চা'পা দিতে নেয়।

জীবন তো ছোট। লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না। নিজের ভালো থাকার জন্য হলেও একটু পা'গলামি করুন। সুন্দর করে জীবনকে উপভোগ করতে পারবেন।

তাদের ৫০ বছর হলো একসাথে থাকার।🥰

Cp

আমার খুব পছন্দের মানুষ তুমি পপি। যতই মিশছি ততই মনে হচ্ছে অনেক আপন তুমি। আজ তোমাকে নিজ হাতে সাজাতে পেরে খুব ভাল লাগছে।মাশ...
08/12/2024

আমার খুব পছন্দের মানুষ তুমি পপি। যতই মিশছি ততই মনে হচ্ছে অনেক আপন তুমি। আজ তোমাকে নিজ হাতে সাজাতে পেরে খুব ভাল লাগছে।মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে বন্ধু। এই বন্ধুত্ব নজর না লাগুক।কারন ভাল জিনিস আমার কপালে খুব কম টিকে।আল্লাহ পাক তুমি এবং তোমার পরিবার কে ভাল রাখুন।
আমিন❤️
Marjan's vlog
Popy,s kitchen11

08/12/2024

১০ বছর স্বামীর সাথে অভিমান করে দেখলাম লাভ নাই।আজ আমার বাবার মতো গরুর মাংসা রান্না করলাম সেই সাথে ছেলের আবদার পূরন করলাম।

আজকাল মানুষ ভালো থাকতে চায় না , খারাপ সঙ্গের সাথে মিশে খারাপ অভ্যাস গুলোতেই অভ্যস্ত হতে চায় । অথচ মানুষ জানে না এর পেছনে...
08/12/2024

আজকাল মানুষ ভালো থাকতে চায় না ,
খারাপ সঙ্গের সাথে মিশে খারাপ অভ্যাস গুলোতেই
অভ্যস্ত হতে চায় ।
অথচ মানুষ জানে না এর পেছনে কত সময় অপচয় হয়
এই সময়টা ভালো কাজে ব্যয় করতে পারতো ।

একটুখানি ব্যাতিক্রম হলে যেকোনো ব্যাপারে তখনই অনেক মানুষের চেহারা চেনা যায়.. এরমধ্যে বেশিরভাগই আমাদের কাছের মানুষরা ।
07/12/2024

একটুখানি ব্যাতিক্রম হলে যেকোনো ব্যাপারে
তখনই অনেক মানুষের চেহারা চেনা যায়..
এরমধ্যে বেশিরভাগই আমাদের কাছের মানুষরা ।

07/12/2024

মমতার আবদারে ওর পছন্দের খাবার বিরিয়ানি রান্না করেছি।মমতা ও খুশি বাচ্চারাও।চিতই এবং ছিটা পিঠার সহজ রেসিপি।

প্রথম যখন কারও বাসায় যাবেন খালি হাতে যাবেননা ছোট্ট কিছু উপহার হলেও নিয়ে যাবেন । আর প্রথম যখন কোন মেহমান আপনার বাসায় আসবে...
07/12/2024

প্রথম যখন কারও বাসায় যাবেন
খালি হাতে যাবেননা ছোট্ট কিছু উপহার হলেও নিয়ে যাবেন ।

আর প্রথম যখন কোন মেহমান আপনার বাসায় আসবে
তাকে কিছু খেতে দিবেন হতে পারে সেটা এক গ্লাস পানি ।

এগুলো মনে রাখতে হবে এইসব ভদ্রতার ভেতরে উল্লেখযোগ্য 😊😊

পুরুষ মানুষ যতই সুন্দর হোক, যতই handsome হোক, যতই rich হোক, যতই bussines ম্যা"গনেট হোক না কেনো.... পুরুষ মানুষ যদি যত্নশ...
06/12/2024

পুরুষ মানুষ যতই সুন্দর হোক, যতই handsome হোক, যতই rich হোক, যতই bussines ম্যা"গনেট হোক না কেনো.... পুরুষ মানুষ যদি যত্নশীল না হয়, পুরুষ মানুষ যদি caring, loving person না হয়, তার পার্টনারকে যদি সময় না দেয় তাহলে তার কাছে কখনোই কোনো নারী আটকাবে না! শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে আর টাকা পয়সার - বিনিময় কেউ কখনো ভালোবাসায় আবদ্ধ হতে পারে না!☺️💔

কারো দ্বারা উপকৃত হলে একবার নাহ অনেকবার কৃতজ্ঞতা প্রকাশ করবেন । এতে করে আল্লাহ যেমন খুশি হবেন তেমনি আপনিও মানসিক শান্তি ...
05/12/2024

কারো দ্বারা উপকৃত হলে একবার নাহ অনেকবার কৃতজ্ঞতা প্রকাশ করবেন । এতে করে আল্লাহ যেমন খুশি হবেন তেমনি আপনিও মানসিক শান্তি পাবেন।
উপকার যে করে তার সাথে কখনো বেঈমানি করবেন না।

ইগো, অহংকার, হিংসা,খোঁচা দিয়ে কথা বলা,  মানুষ কে নিয়ে যারা নেগেটিভ চিন্তা করে,  তাদের কোন না কোন দিক থেকে অপূর্ণতা থাকেই...
04/12/2024

ইগো, অহংকার, হিংসা,খোঁচা দিয়ে কথা বলা, মানুষ কে নিয়ে যারা নেগেটিভ চিন্তা করে, তাদের কোন না কোন দিক থেকে অপূর্ণতা থাকেই।কোন কিছু সহজে পেয়ে যাবেন না।তাই আমি মনে করি সহজ সরল মানুষের জীবন সহজই হয়।

03/12/2024

আজ আমাদের ফ্যাক্টরি থেকে টাটকা সবজী তুলে আনলাম।অনেক দিন স্বামীর সাথে ঘুরতে বের হলাম।

“সফলতার পথে সহযোগিতা”জীবনের পথে একা চলার চেয়ে, পিছন থেকে কেউ যদি শক্ত হাতে আগলে ধরে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে...
03/12/2024

“সফলতার পথে সহযোগিতা”

জীবনের পথে একা চলার চেয়ে, পিছন থেকে কেউ যদি শক্ত হাতে আগলে ধরে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে সফলতা দ্রুত ধরা দেয়।

✔️ সহযোগিতা শক্তি বাড়ায়।
✔️ সমর্থন আত্মবিশ্বাস জোগায়।
✔️ ভালবাসা ও ঐক্য সফলতার গতি বাড়ায়।

💡 মনে রাখুন, জীবন একে অপরকে এগিয়ে নিয়ে চলার নাম। পাশে দাঁড়ান, আগলে রাখুন, আর সফলতার চূড়ায় পৌঁছাতে সাহায্য করুন।

“একসাথে পথচলা মানেই নিশ্চিত সফলতা।”

আমার তো কেউ সহযোগিতা কখনো কেউ করেনি😢😢😢

সমালোচনা সব সময় নেগেটিভ হিসাবে ধরতে হয় না।মাঝে মাঝে সমালোচনা পজেটিভ অর্থ বহন করে!?কোথাও তোমার সমালোচনা হচ্ছে মানে অন্য...
02/12/2024

সমালোচনা সব সময় নেগেটিভ হিসাবে ধরতে হয় না।
মাঝে মাঝে সমালোচনা পজেটিভ অর্থ বহন করে!?
কোথাও তোমার সমালোচনা হচ্ছে মানে অন্য কোথাও তোমার আলোচনাও হচ্ছে!?
যার সমালোচনা নাই তার আলোচনাও নাই! মনে রাখো
আলোচনা ও সমালোচনা বিহীন মানুষ জড় পদার্থের সমান !!"🫶

আমরা মিশুক হই _
আর মূর্খরা সস্তা ভাবে!!!!

বিশ্বাস করুন... টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর💔টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না,সম...
01/12/2024

বিশ্বাস করুন... টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর💔
টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না,সম্পর্ক টিকিয়ে রাখা যায় না,আপন হওয়া যায় না।
মা বাবা,ভাই বোন,আত্মীয়স্বজন,প্রিয় মানুষটা,বন্ধু-বান্ধব সবার কাছে প্রিয় হতে পারবেন যদি আপনার টাকা থাকে।দিবেন করবেন ততক্ষণ ই ভাল থাকবেন।

টাকা ছাড়া পৃথিবীতে আদৌও কিচ্ছুটি হয় না।
টাকার অভাব সবচেয়ে বড় অভাব।

তাই কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করেন। অন্তত নিজের সখ গুলো পূরণ করার জন্য হলেও।
মানুষ অনেক কথাই বলবে, কিন্তু আপনার প্রয়োজন, সখ, ইচ্ছে গুলো পূরণ করার বেলায় কাউকেই পাবেন না 🙂

নিজের শখ, ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করার দায়িত্ব নিজেই নিয়ে নিন৷ যখন সফল হবেন দেখবেন অনেক শান্তি লাগবে ❤️

01/12/2024

ভিকারুননিসায় ভাবীদের নিয়ে পিকনিক এর আয়োজন করেছে সব ভাবীরা। তবে আমার কপালে সুখ বেশীদিন থাকে না।
Marjan's vlog
মজার পিঠা গুলো অর্ডার করবেন এই পেইজে।এবং পেইজটি ফলো করেন।
Popy,s kitchen11

আমাদের বাচ্চাদের একমাএ আপন মানুষ যার কাছে অনেক আদর ভালবাসা সন্মান কেয়ার সব পাই। মমতা কে পেলে আমার বাচ্চাদের মা বাবা ও লা...
30/11/2024

আমাদের বাচ্চাদের একমাএ আপন মানুষ যার কাছে অনেক আদর ভালবাসা সন্মান কেয়ার সব পাই। মমতা কে পেলে আমার বাচ্চাদের মা বাবা ও লাগে না এতো আপন মানুষ আমার বাচ্চাদের। আমার বিপদের একমাএ সঙ্গী ।আলহামদুলিল্লাহ🥰
যাদের জন্য করি তাদের কখনো আমার বিপদে পাই না।এতো হতভাগী আমি?!!!🥲 তিন বাচ্চার একসাথে পরীক্ষা সব গুলো ছোট কাকে রেখে কাকে পড়াব। এই কষ্টটুকু বুঝার কেউ নাই।মমতা আসাতে আমার ছেলে ওই পড়াচ্ছ আমি আরিকা অবন্তী কে।ধন্যবাদ মমতা 🥰🥰

Address

Banasree H Block
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Happy Aklima Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Aklima Lifestyle:

Videos

Share