Nur Rahman

Nur Rahman Content Creator
(4)

28/11/2024

এই পডকাস্ট সত্যিকার অর্থেই জীবনের গতিপথ বদলে দেবে !

একজন ইয়াং প্রফেশনালের শিক্ষাজীবন থেকে শুরু করে তাঁর প্রফেশনাল জীবনের খুঁটি-নাটি এবং করনীয় উঠে এসেছে এই পডকাস্টে !

Inside Out Podcast এর এবারের অতিথি হিসাবে এসেছেন কে এম হাসান রিপন ভাইয়া। তিনি একাধারে একজন Employability & Soft Skills Mentor, Author, Speaker এবং Business Automation Consultant.

তাহলে উপভোগ করুন Inside Out Podcast এর নতুন এই এপিসোড এবং অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো !

05/11/2024

আপনি সবাইকে খুশি করতে পারবেন না !

20/10/2024

রণ কৌশল থেকে আপনি আপনার বিজনেসে অনেক কৌশল কাজে লাগাতে পারেন।
সম্পূর্ণ ভিডিও দেখুন !

ব্যারিস্টার থেকে ব্যবসায়ী !তিনি এখন মোট ৩ টি কোম্পানি চালাচ্ছেন ! ই-কমার্স, রিয়েল এস্টেট এবং একটি সার্ভিসিং কোম্পানি। আম...
18/10/2024

ব্যারিস্টার থেকে ব্যবসায়ী !
তিনি এখন মোট ৩ টি কোম্পানি চালাচ্ছেন !
ই-কমার্স, রিয়েল এস্টেট এবং একটি সার্ভিসিং কোম্পানি।

আমাদের Inside Out Podcast এর অতিথি হিসাবে এসেছিলেন ওয়াসিউল হক চৌধুরী ভাই!

তিনি আমাদের সাথে শেয়ার করেছেন শূন্য থেকে কিভাবে একটি বিজনেস শুরু করতে হয়!

শেয়ার করেছেন বিজনেসের জন্য কোন স্কিলগুলো বেশি প্রয়োজন, সেলস কিভাবে করতে হয়, নেটওয়ার্ক কেন জরুরী, টিম কিভাবে বিল্ডআপ করবেন ইত্যাদি।

আশা করি আজকের আলোচনা থেকে বিজনেসের নতুন কিছু ইন্সাইট পাবেন যা সারাজীবন আপনার কাজে লাগবে।

যদি আপনি বিজনেস নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আজকের পডকাস্টে আপনাকে আমন্ত্রণ !

পডকাস্টটি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল Nur Rahman এ ।
দেখার আমন্ত্রণ রইলো !
Happy learning!

17/10/2024

একটি বিষয় কী খেয়াল করেছেন?
আর্মি অনেক সুশৃঙ্খল !
সেনাপতির অর্ডারে সম্মুখ সারির সৈনিকরা জীবন দিয়ে দেয় !
কিন্তু অফিসে বসের অর্ডার এক্সিকিউটিভরা ঠিক থাক মত শুনেন না!
কেন?
আর্মির লিডারশীপ স্টাইলে এমন কী আছে?
বিজনেস প্রফেশনাল বা কর্পোরেট লিডারদের এখান থেকে হয়তো অনেক কিছু শেখার আছে।
আমাদের আজকের অতিথি ডেল এইচ খান একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।
আমরা তাঁর সাথে লিডারশীপ, বিজনেস , ক্যারিয়ার এবং গ্রোথ নিয়ে কথা বলেছি।
আশা করি আজকের এই এপিসোড আপনাদের জীবনে কিছুটা হলেও ভ্যালু এড করতে পারবে।
দেখার আমন্ত্রণ রইলো !
আর কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন!
Happy learning !

13/10/2024

যে ভুলগুলোর কারনে অনেকেই বিজনেসে সফল হন না !

06/10/2024

বিজনেসে সঠিক মাইন্ডসেট খুব জরুরী !

30/09/2024

মিলিটারির ইতিহাস থেকে বিজনেস ইন্ডাস্ট্রি কী কী শিখতে পারে !

আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে কয়েকটি জায়গায় আটকে যেতে পারেন: ১। কাজ করার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন না  ২। খুঁজে পেলে...
26/09/2024

আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে কয়েকটি জায়গায় আটকে যেতে পারেন:
১। কাজ করার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন না
২। খুঁজে পেলেও তাঁরা কিছু দিনের মধ্যে কাজের উৎসাহ হারিয়ে ফেলতে পারেন।
৩। সেলস করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন
৪। ভালো নেটওয়ার্ক না থাকলে বিজনেসে আগাতে সমস্যা হতে পারে

এরকম অনেক বাঁধা বিপত্তি আসতেই পারে !

আপনার মনে হতে পারে কেউ যদি আপনাকে এই বিষয়গুলোতে একটু সাহায্য করতো তাহলে না কতোই ভালো হতো !

যারা এখন বিজনেস করছেন বা ভবিষ্যতে করবেন তাঁদের জন্য এই পডকাস্টটি দেখা মাস্ট !

Inside Out Podcast এর আজকের পর্বে কথা বলেছেন Certified Business Coach Kamrul Hasan ভাই।

এই পরিচয়ের বাইরেও তাঁর আছে বহুমাত্রিক পরিচয়! তিনি দারুণ ভাবে বিজনেসের বিভিন্ন কৌশল শেয়ার করেছেন এই পর্বে।

আপনি এটিকে বিজনেস স্ট্রেটেজির একটি FREE MASTER CLASS !!! হিসাবে বিবেচনা করতে পারেন।

পডকাস্টটি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল Nur Rahman এ ।

দেখার আমন্ত্রণ রইলো !

Happy learning !

20/09/2024

ক্যারিয়ারে ভাল করতে চাইলে এই ধরনের কোম্পানি থেকে দূরে থাকুন !

13/09/2024

আমরা অনেকেই জীবন কে এভাবে দেখি না!

চঞ্চল চৌধুরী গ্রামীণ ফোনের খুব বিখ্যাত একটি বিজ্ঞাপনে  কাজ করেছিলেন!মনে আছে?যেখানে একটি ছেলে তাঁর মায়ের জন্য ঢাকা থেকে এ...
04/07/2024

চঞ্চল চৌধুরী গ্রামীণ ফোনের খুব বিখ্যাত একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন!

মনে আছে?

যেখানে একটি ছেলে তাঁর মায়ের জন্য ঢাকা থেকে একটি মোবাইল ফোন কিনে লঞ্চে করে বাড়িতে ফিরছে?

কথাগুলো খুব মনকাড়া ছিল,

“ মা’র জন্য এবার একটি মোবাইল নিয়ে যাচ্ছি,
মা এবার অনেক খুশি হবে,
যখন ইচ্ছে আমার মা ডাক শুনতে পাবে,
যত দূরেই যাই না কেন, মা’র কাছে তো থাকা হবে! ”

বা কনকার সেই বিজ্ঞাপনের কথা মনে আছে?

ছোট দুই ভাই প্রতিবেশির বাসায় কার্টুন দেখতে যায়, কিন্তু প্রতিবেশি বাচ্চাটি জানলা লাগিয়ে দেয়, মন খারাপ করে দুই ভাই বাসায় ফেরে।

কিন্তু তাঁদের বাবা বিষয়টি খেয়াল করেন এবং তাঁদের জন্যে একটি নতুন কনকা টিভি কিনে আনেন!

লিরিক্স খুব সুন্দর ছিল,

“ ছোট ছোট আশা,
ভীরু কিছু স্বপ্ন…
দেয় না যে ধরা…
মন রয় গোপন
………………………
কনকা
সাধ্যের মধ্যে সব টুকু সুখ। “

কেন এই গল্প দুটি বললাম?

একটু পরে বলছি !

ধরুন, আপনার একটি বিজনেস আছে এবং স্বাভাবিক ভাবেই আপনি চান আপনার ব্র্যান্ড কে যেন সবাই চেনে।

ব্র্যান্ড বিল্ডিং খুব জরুরী, এই বিষয়ে আমাদের কারো কোন সন্দেহ নেই।

কিন্তু অনেকেই ব্র্যান্ড বিল্ড করতে গিয়ে একটু এলোমেলো করে ফেলেন !

অনেকে আবার কাস্টমারকে নিজের গল্প বলতে শুরু করেন। যেমনঃ তাঁরা কতো ইনোভেটিভ প্রোডাক্ট বানান, কেমন কোয়ালিটি মেইন্টেইন করেন বা প্রোডাক্টে কতো বেশি ফিচার আছে ইত্যাদি! এগুলো অবশ্যই জরুরী তবে একটি ব্র্যান্ডের প্রধান গল্প এমন না হলেই ভালো!

এখানে বোঝার বিষয় হলো,

আপনার ব্র্যান্ডের গল্প শোনার জন্য কাস্টমারের সময় নেই।

আপনি আপনার মতো করে গল্পটি সাজিয়েছেন।

এবং আপনার গল্পে আপনার ব্র্যান্ড হিরো হবে এটিই তো স্বাভাবিক, তাই না?

কিন্তু বাস্তবতা হলো কাস্টমার নতুন কোন হিরোর গল্প শুনতে চায় না কেননা তাঁর জীবনে সে নিজেই হিরো!

আচ্ছা হিরো’র বিষয়টি একটু পরিষ্কার করে নেয়া যাক।

ধরুন, আমরা যত ব্লকবাস্টার মুভি দেখেছি, সেখানে বেশির ভাগ ক্ষেত্রে একটি বিষয় কিন্তু কমন!

একজন হিরো বা প্রধান চরিত্র থাকে,

তাঁর জীবনে অনেক সমস্যা থাকে,

সেখানে এক বা একাধিক ভিলেন থাকে,

এবং এই ভিলেনরা মিলে হিরোর জীবন আরও কঠিন বানাতে থাকে।

দর্শক হিসাবে হিরো’কে দেখে আমাদের মায়া হয় এবং আমরা মনে প্রাণে চাই যেন হিরো জিতে যায়।

এক সময় হিরো সকল প্রতিকূলতার মোকাবেলা করে জিতে যায়,
আমরা খুশি মনে ঘরে ফিরি !

চলুন এবার মুভির হিরোর সাথে একজন সাধারণ মানুষের জীবন মেলাই !

যে মানুষটির কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন, তাঁর জীবনেও তো অনেক সমস্যা আছে !

তিনিও তো জীবন যুদ্ধে তাঁর নিজের জন্য, পরিবারের জন্য প্রতিদিন লড়ে যাচ্ছেন। তারও কিছু স্বপ্ন আছে, কিছু লক্ষ্য আছে, তাই না?

খেয়াল করে দেখুন, তাঁর জীবনের গল্পে তিনিই প্রধান চরিত্র, তিনিই হিরো !
তারমানে এই দাঁড়ালো প্রতিটি কাস্টমার একজন হিরো !

এখন যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কে হিরো হিসাবে তাঁর সামনে উপস্থাপন করেন, তাহলে বিষয়টি কেমন হতে পারে?

আপনার ব্র্যান্ড কে তিনি আরেকটি হিরো হিসাবেই গ্রহন করবেন, হয়তো আপনার ব্র্যান্ড কমিউনিকেশনের দিকে একটু মুখ তুলে তাকাবেন এবং মনে মনে বলবেন, “ ও আচ্ছা তিনি আমার মতো আরেক হিরো” এরপর উনি নিজের জীবনের সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়বেন।

এতো কিছু আলোচনা করার একটি মাত্র কারন ছিল, আর তা হলো,

কাস্টমার নতুন কোন হিরোর গল্প শুনতে চায় না।

তাঁরা নিজেরাই হিরো হতে চান।

তাই আপনার বিজনেস বা ব্র্যান্ডকে হিরো না বানিয়ে আপনার গল্পে কাস্টমারকে হিরো বানান !

লেখার শুরুতে গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে,

সেখানে খেয়াল করুন, সেই ছেলেটিকে অর্থাৎ কাস্টমারকে হিরো বানানো হয়েছে, সে মায়ের জন্য একটি মোবাইল কিনে বাড়ি ফিরছে !

এখানে ছেলেটি হিরো ! গ্রামীণ ফোন নয় !

কনকা টিভির বিজ্ঞাপন খেয়াল করুন, এখানে কিন্তু বাবা ছেলেদের কষ্টের কথা বুঝে নতুন টিভি কিনে এনেছেন।

এখানে বাবা হিরো ! কনকা টিভি নয় !

তাহলে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যদি কাস্টমার হিরো হয় তবে ব্র্যান্ডের রোল বা ভূমিকা কী হবে ?

খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন !

এবিষয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে !

তবে আপনার মতে কাস্টমার যদি হিরো হয় তাহলে ব্র্যান্ডের ভূমিকা কী হওয়া উচিৎ বলে মনে করেন?

#ব্র্যান্ড_বিল্ডিং_স্টোরিঃ ০১
: 01

04/07/2024

কন্টেন্ট মার্কেটিং এবং ব্র্যান্ডিং কিভাবে আপনার বিজনেসের সেলস বাড়াতে সাহায্য করে !

30/06/2024

কম খরচে কিভাবে Branding করতে পারেন !

27/06/2024

এই পডকাস্টের ৬৫ মিনিট হতে পারে আপনার জীবনের সেরা বিনিয়োগ!

কিভাবে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে জীবনকে আরও সুন্দরভাবে যাপন করতে পারেন, সম্পূর্ণ আলোচনাটা এ বিষয়কে কেন্দ্র করেই।

Inside Out Podcast এর অতিথি হিসাবে এসেছিলেন অধ্যাপক এস.এম.আরিফুজ্জামান স্যার।

তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্কুল অব বিজনেস বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছেন।

২০ বছরের শিক্ষকতার ক্যারিয়ারে তিনি North South University, BRAC University, AIUB, East West University এবং Independent University তে পড়িয়েছেন।

এছাড়া তিনি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ইমোশনাল ইন্টেলিজেন্স লাইফ কোচ হিসাবে ট্রেইনিং করিয়ে থাকেন।

এই ৬৫ মিনিটের পডকাস্টে তিনি এমন অনেক জীবন ঘনিষ্ঠ কথা বলেছেন যা প্রতিটি মানুষের জানা প্রয়োজন। কিন্তু একজন বিশেষজ্ঞের দৃষ্টিকোন থেকে এই কথাগুলো বলার মতো খুব বেশী মানুষ আমাদের দেশে নেই।

পডকাস্টটি সম্পূর্ণ দেখে শেষ করলে আপনার কাছে এটিকে একটি খুব ভ্যালুয়েবল ট্রেইনিং হিসাবে মনে হবে নিশ্চিত !

পডকাস্টটি দেখার আমন্ত্রণ রইলো। 🙂

23/06/2024

ইনি উগান্ডায় কেন কৃষি খামার করতে চান !

17/06/2024

আমাদের অর্থনৈতিক অবস্থার উপর আমাদের Concious and Subconcious মাইন্ড কিভাবে কাজ করে ?

এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এম নাইম হোসেন ভাইয়া।

তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং UNDP এর মত প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

তিনি এ UNITAS Group of Companies এর চেয়ারম্যান,
তিনি Bangladesh Supply Chain Council এর Founder এবং President,
Bangladesh Foreign Employment Council এর প্রেসিডেন্ট
এবং নাগরিক ঢাকা এর প্রেসিডেন্ট।

যদি জীবন সম্পর্কে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করতে চান তাহলে আপনাকে স্বাগতম !

16/06/2024

বেশীরভাগ মানুষের কেন অভাব দূর হয়না !
এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং উত্তরটি অনেক জটিল !!!

খুব সুন্দর ভাবে বিষয়টি বুঝিয়েছেন এম নাইম হোসেন ভাইয়া।

তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং UNDP এর মত প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

তিনি এ UNITAS Group of Companies এর চেয়ারম্যান,
তিনি Bangladesh Supply Chain Council এর Founder এবং President,
Bangladesh Foreign Employment Council এর প্রেসিডেন্ট
এবং নাগরিক ঢাকা এর প্রেসিডেন্ট।

যদি জীবন সম্পর্কে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করতে চান তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইলো !

Address

Banasree
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Rahman:

Videos

Share

Category

Nearby media companies