Women Bangladesh

Women Bangladesh "Women Bangladesh" Head Office
Raj Complex (Ground Floor)
187 Elephant Road, Hatirpool Bazar Dhaka-1209. Bangladesh

Singer  Shreya Ghoshal is the queen of Bengali songs of sub continent
18/12/2024

Singer Shreya Ghoshal is the queen of Bengali songs of sub continent

The Christmas card for 2024 has been made public by the Duke and Duchess of Sussex.A charming picture of Prince Harry an...
16/12/2024

The Christmas card for 2024 has been made public by the Duke and Duchess of Sussex.

A charming picture of Prince Harry and Meghan Markle cuddling their two kids, Prince Archie and Princess Lilibet, was one of six personal photos on a forest green background that were part of their festive design.

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

না ফটোশপ করে ইমেজ মিরর করা হয়নি, বরং ছবির পুরুষ দুজন আইডেন্টিক্যাল জমজ ভাই জশ এবং জেরেমি এবং মহিলা দুইজন আইডেন্টিক্যাল জ...
15/12/2024

না ফটোশপ করে ইমেজ মিরর করা হয়নি, বরং ছবির পুরুষ দুজন আইডেন্টিক্যাল জমজ ভাই জশ এবং জেরেমি এবং মহিলা দুইজন আইডেন্টিক্যাল জমজ বোন ব্রিয়ানা এবং ব্রিটনি।

এই দুই জমজ ভাই এবং জমজ বোন পরস্পরকে বিয়ে করেন৷ দুই ঘরেই ৩ মাসের ব্যবধানে জন্ম নেয় দুইটি শিশু।

এক ছেলের নাম জ্যাক্স এবং আরেক জনের নাম জেট৷ মজার বিষয় হচ্ছে আইনি ভাবে জ্যাক্স এবং জেট কাজিন বা চাচাতো/খালাতো ভাই হলেও জেনেটিক ভাবে তারা পরস্পরের আপন ভাই৷

কারণ তাদের ডিএনএ টেস্ট করে আসল বাবা-মা খুঁজে বের করা অসম্ভব৷ এর মূল কারণ তাদের বাবা-মা আইডেন্টিক্যাল টুইন বা জমজ হওয়ায় তাদের তাদের ডিএনএ একই!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা...
15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা...

চার বান্ধবী, তাঁরা চারজনই মুক্তিযোদ্ধা। ছবিতে  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে গাড়ীতে তারা চারজন বসেছিলেন, স্বাধীনতার ৫০ ...
15/12/2024

চার বান্ধবী,
তাঁরা চারজনই মুক্তিযোদ্ধা।
ছবিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে গাড়ীতে তারা চারজন বসেছিলেন, স্বাধীনতার ৫০ বছর পর বর্তমানে ২০২১ সালে সেই একই গাড়ীতে, একই জায়গায় তারা চারজন।
আপনাদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা 💕
(Collected)

জীবন প্রেম এবং হাসি। তাদের ২৩ বছরের বিস্ময়কর স্মৃতি ....
15/12/2024

জীবন প্রেম এবং হাসি। তাদের ২৩ বছরের বিস্ময়কর স্মৃতি ....

15/12/2024

মতামত অনুষ্ঠানে প্রাণবন্ত Women Bangladesh FoundationTeam
Tania Sheirmen

Women Bangladesh Foundation -এর সভাপতি Tania Sheirmen -এর সঙ্গে WBF কার্যালয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক নাজনীন সুলতানার ন...
14/12/2024

Women Bangladesh Foundation -এর সভাপতি Tania Sheirmen -এর সঙ্গে WBF কার্যালয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক নাজনীন সুলতানার নেতৃত্বে মতবিনিময়ে অংশ নেন বনশ্রী শাখার সদস্যরা ...

ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বা...
14/12/2024

ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে বাংলাদেশ নারীরা বেশ আত্মবিশ্বাসী ছিল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় দলটি। তবে দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরো দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ৮-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। তার অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশকে এ জয়ে অনুপ্রাণিত করেছে।

বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। তবে গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হয় দলটি। তারা চারটি ম্যাচেই হেরে ৪০ গোল হজম করে এবং মাত্র দুটি গোল করতে সক্ষম হয়।

জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়।

ভবিষ্যতে আরো উন্নত প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারলে বাংলাদেশ নারী হকি দল এশিয়া কাপসহ বিশ্ব মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে।

13/12/2024
একজন সংগ্রামী নারীর গল্প ‘হুরমতি’
13/12/2024

একজন সংগ্রামী নারীর গল্প ‘হুরমতি’

রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেইএকুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার (৭২) মারা গেছেন (ইন্না লিল্...
12/12/2024

রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। “শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে পাপিয়ার লাশ দাফন করা হবে।”

পাপিয়া সারোয়ার কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে জারা সারোয়ার বর্তমানে কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক আর ছোট মেয়ে জিশা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।

পায়িয়া সারোয়ার ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীত দীক্ষা নেন।

১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন পায়িয়া সারোয়ার। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও আছে তার সাফল্য। ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

ইরানে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক,  আইন অমান্য করলে মৃত্যুদণ্ডইরানে নারীদের জন্য নতুন বাধ্যতামূলক পোশাকবিধি আইন কার্য...
11/12/2024

ইরানে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক, আইন অমান্য করলে মৃত্যুদণ্ড

ইরানে নারীদের জন্য নতুন বাধ্যতামূলক পোশাকবিধি আইন কার্যকর হতে যাচ্ছে। এ আইন অমান্য করলে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ‘শালীনতা ও হিজাবের সংস্কৃতি’ নামে পাস হওয়া আইনে ১২ হাজার ৫০০ ইএউর পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই আইন বাস্তবায়নের ফলে ইরানি সমাজে আরও অসন্তোষের সৃষ্টি হবে।

আইনটির ৩৭ ধারা অনুসারে, যারা বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক সুশীল সমাজের কাছে অশালীনতা উন্মোচন বা ‘অসামঞ্জস্যপূর্ণ পোশাক’ প্রচারে সহায়তা করবেন, তাদের ১০ বছরের কারাদণ্ড এবং ১২ হাজার ৫০০ ইউরো জরিমানা হতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আইনে নারীদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ফেলছে। এই আইনকে নারীদের স্বাধীনতার ওপর ব্যাপক দমনমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

ইরানি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, ধর্মীয় নেতা এবং মানবাধিকার আইনজীবীরা মনে করছেন, এই আইন নারী ও কিশোরীদের জোরপূর্বক চাপিয়ে দেওয়ার ফলে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।

আইনটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের প্রেক্ষাপট থেকে এসেছে।

Sharmila Tagore’s  Birthday Celebration
09/12/2024

Sharmila Tagore’s Birthday Celebration

ভালোএকটি কাজ...নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক অনুষ্ঠান অনুষ...
09/12/2024

ভালোএকটি কাজ...

নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রোববার (৮ ডিসেম্বর) ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক আয়োজনে গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী সায়ান।

সায়ান বলেন, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া জরুরি। নিপীড়কদের সামাজিকভাবে কোণঠাসা করে রাখা দরকার।’ বক্তব্য দিয়েছেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ উডস্ট্রা। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তাদের দূতাবাস সব সময় এই প্রচেষ্টার পাশে রয়েছে।

নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল। অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোসজিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।

নারীর প্রতি সহিংসতা প্রতি বছর বিশ্বজুড়ে ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ শীর্ষক ক্যাম্পেইন হয়। গত ২৬ নভেম্বর থেকে সামাজিক মাধ্যমে ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক প্রচারণা শুরু করে এফ মাইনর। পরে নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে ইভেন্টটির আয়োজন করা হয়।

Exhibition: ISLAND SUNRISEIdea: it is our utmost duty to be highly conscious of every mark we make through our words and...
08/12/2024

Exhibition: ISLAND SUNRISE

Idea: it is our utmost duty to be highly conscious of every mark we make through our words and thoughts. Our minds must stay nourished so that our words and actions best influence our surroundings for a better world and future. Do we remember that the marks we leave behind can never be undone.

Address

Raj Complex (Ground Floor) 187, Hatirpool Bazar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Women Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Women Bangladesh:

Videos

Share