Women Bangladesh

Women Bangladesh "Women Bangladesh" Head Office
Raj Complex (Ground Floor)
187 Elephant Road, Hatirpool Bazar Dhaka-1209. Bangladesh

রাজবাড়ীর শীর্ষ তিন পদে নারী কর্মকর্তা >>রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদানের মধ্যে দিয়ে জেলার তিন শীর্ষ...
15/01/2025

রাজবাড়ীর শীর্ষ তিন পদে নারী কর্মকর্তা >>

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদানের মধ্যে দিয়ে জেলার তিন শীর্ষ পদে এখন রয়েছে তিন নারী কর্মকর্তা।

জেলার বিচার বিভাগ, নির্বাহী ও পুলিশ বিভাগের শীর্ষ তিনটি পদে জেলাবাসী পেলেন নারী কর্মকর্তাদের।

রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) সকালে যোগদান করেছেন সুলতানা আক্তার। সুলতানা আক্তার ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-২ শাখার) উপসচিব পদে কর্মরত ছিলেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬ তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬ তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে রাজবাড়ীর জেলা পুলিশের শীর্ষ পদে রয়েছে মোছা. শামিমা পারভীন। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

জেলার ৩২ তম পুলিশ সুপার (এসপি) হিসেবে মোছা. শামিমা পারভীন গত বছরের ৮ সেপ্টেম্বর যোগদান করেন। পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদে রয়েছে নারী কর্মকর্তা। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন।

তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।

এগ্টভেড মেয়ে (১৩৯০–১৩৭০ খ্রিষ্টপূর্ব) ছিলেন নর্ডিক ব্রোঞ্জ যুগের একজন কিশোরী, যার ভালোভাবে সংরক্ষিত দেহাবশেষ ১৯২১ সালে ...
15/01/2025

এগ্টভেড মেয়ে (১৩৯০–১৩৭০ খ্রিষ্টপূর্ব) ছিলেন নর্ডিক ব্রোঞ্জ যুগের একজন কিশোরী, যার ভালোভাবে সংরক্ষিত দেহাবশেষ ১৯২১ সালে ডেনমার্কের এগ্টভেডের বাইরে আবিষ্কৃত হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

তিনি ছিলেন স্লিম, উচ্চতা ছিল ১.৬ মিটার, তার ছোট, সোনালি চুল ছিল এবং নখগুলো ভালোভাবে ছাঁটা ছিল।

ডেনড্রোক্রোনোলজি পদ্ধতিতে তার কবরের সময়কাল নির্ধারণ করা হয়েছে ১৩৭০ খ্রিষ্টপূর্ব।তার কফিনের ভেতরে মেয়েটি একটি বলদ-চর্মে মোড়ানো ছিল।

তিনি একটি ঢিলা, ছোট হাতাওয়ালা টিউনিক পরেছিলেন যা কনুই পর্যন্ত আসত। তার কোমর খালি ছিল এবং তিনি একটি ছোট দড়ির স্কার্ট পরতেন।

তার হাতে ব্রোঞ্জের বালা ছিল এবং তিনি একটি বড় সর্পিল নকশাযুক্ত ডিস্কসহ একটি উল দিয়ে তৈরি বেল্ট পরতেন।

তার পায়ের কাছে একটি ৫ থেকে ৬ বছরের শিশুর দাহ করা দেহাবশেষ পাওয়া গেছে।

তার মাথার পাশে একটি ছোট বার্চ বাক্স পাওয়া গেছে, যাতে একটি সুচ, ব্রোঞ্জের পিন এবং একটি চুল বাঁধার জাল ছিল।

কফিন বন্ধ করার আগে তাকে একটি কম্বল এবং বলদ-চর্ম দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার কবরের উপর ফোটা ইয়েরো ফুল (যা গ্রীষ্মকালের কবর নির্দেশ করে) এবং গম, মধু, বগ-মার্টল এবং কাউবেরি দিয়ে তৈরি একটি বালতির বিয়ার রাখা হয়েছিল।

তার বিশেষ পোশাক, যা ১৯২০-এর দশকে আবিষ্কারের সময় আলোড়ন সৃষ্টি করেছিল, এখন উত্তর ইউরোপে ব্রোঞ্জ যুগের সময়কালীন সাধারণ শৈলীর সেরা সংরক্ষিত উদাহরণ বলে জানা যায়।

এগ্টভেড মেয়ের পোশাকের ভালো সংরক্ষণের কারণ ছিল স্থানীয় মাটির অম্লীয় পিটের অবস্থা, যা এই অঞ্চলে সাধারণ একটি অবস্থা।

15/01/2025

আহা কী আন্দন্দ আকাশে বাতাসে....
কবুতর উডিয়ে WOMEN BANGLADESH FOUNDATION-এর অনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত। উদ্বোধন করছেন প্রতিষ্ঠানের নতুন প্রেসিডেন্ট আফরোজা হেলেন। তিনি নবনিযুক্ত আইজিপি ডাঃ বাহারুল আলম বিপিএম মহোদয়ের সহধর্মিণী ।
বিশেষতঃ শিক্ষা, সমাজসেবা এবং প্রশাসনিক ক্ষেত্রে তার রয়েছে বিস্তর অভিজ্ঞতা ।
তিনি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রীও।
Zubair Chowdhury

- বাংলাদেশে সবচেয়ে বেশি মিডিয়া ট্রায়ালের স্বীকার অভিনেত্রী মিথিলা-একটা মেয়ে অনেকের প্রিয় গায়ককে ডিভোর্স করেছে তা অনেকেই ...
14/01/2025

- বাংলাদেশে সবচেয়ে বেশি মিডিয়া ট্রায়ালের স্বীকার অভিনেত্রী মিথিলা
-একটা মেয়ে অনেকের প্রিয় গায়ককে ডিভোর্স করেছে তা অনেকেই মেনে নিতে পারেনি

-তাহসানকে মিথিলা কেন ডিভোর্স দিয়েছে তা তাহসান এবং মিথিলা প্রকাশ না করলেও অনেকেই নিজেদের মতো করে ভেবে নিচ্ছে যে মিথিলা পরকীয়া করেছে
-অথচ মিথিলা এবং তাহসানের ডিভোর্সের পূর্বে এমনকি বিয়ের পূর্বেও অন্য কারো সাথে সম্পর্ক এমন কোনো কিছু প্রমাণিত নয়

তাহসানকে ডিভোর্সের পরে উভয়ের অন্য কারো সাথে বিয়ে হয়েছে! ডিভোর্স এর পরে অন্য কারো সাথে সম্পর্ক হয়ে টিকেনি এমনও হয়েছে, তবে পরকীয়া হয়েছে এমন মিথ্যা ভেবে যে মিডিয়া ট্রায়ালের স্বীকার বানানো হয়েছে তা অপরাধ!

-পরকীয়া সহ বিভিন্ন চারিত্রিক মিথ্যা অপবাদে মিডিয়া ট্রায়াল মিথিলার শিক্ষাগত যোগ্যতা, সৌন্দর্য্য, গান, নাচ, অভিনয় পারদর্শিতা সহ লিখনিতে যত যা যোগ্যতা সবকিছু ম্লান করার অপচেষ্টা কি হিংসা নাকি মূর্খতা?

আপনার চারপাশে অসংখ্য সুন্দরী মেয়ে হয়তো দেখেছেন। এদের কেউ সুন্দরী কিন্তু সে মেধাবী ছাত্রী নয়।আবার সুন্দরী+মেধাবী হলে আ...
12/01/2025

আপনার চারপাশে অসংখ্য সুন্দরী মেয়ে হয়তো দেখেছেন। এদের কেউ সুন্দরী কিন্তু সে মেধাবী ছাত্রী নয়।
আবার সুন্দরী+মেধাবী হলে আবার সে গান গাইতে পারেনা।গান গাইতে পারলেও অনেকেই আবার নাচতে পারেনা।কিন্তু একটি মেয়ে যখন একজন ভালো চাকুরিজীবী, মেধাবী ছাত্রী, গায়িকা ও নায়িকা এবং তার পাশাপাশি সে ছবিও আঁকতে পারে তবে বুঝতে হবে সৃষ্টির স্বর্গীয় সৌন্দর্য নিয়ে এই মেয়েটি পৃথিবীতে এসেছে।সে পৃথিবীতে শুধু খাওয়া আর ঘুমের জন্য জন্ম নেয়নি, এই পৃথিবীতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে তার জন্ম হয়েছে।।

একটি বিশ্ব বিখ্যাত এনজিও ব্র্যাকের অন্যতম একজন কর্ণধার
পৃথিবীর ১১ টি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করে।
মেয়েটির মাস্টার্সের ডিগ্রী হচ্ছে দুটো, যার একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। এই মেয়েটি পাঁচ বছরে পিএইচডি ডিগ্রি নিচ্ছে।আগামী বছর সে পিইচডি ডিগ্রিধারী হবে।

ব্র্যাক যে বিশ্বের একটি প্রথম শ্রেণীর এনজিও এটাও এই দেশের ৯৯ভাগ মানুষ জানেনা।১৯৭২ সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে স্যার ফজলে হোসেন আবেদের নেতৃত্বে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়ে আজ সারাবিশ্বে সুনামের সাথে কাজ করছে এটাও দেশের মানুষ জানেনা।আমরা বাঙালিরা আমাদের দেশের রত্নকেই তো ভালোভাবে চিনতে পারলামনা।

ঢাকা শহরে প্রতি ঘন্টায় তিনজন নারী ডিভোর্সের শিকার হন। এর মানেই যে সব নারীর চরিত্র খারাপ আর সব পুরুষ সাধু বিষয়টি এমন নয়। কোন কোন ক্ষেত্রে একটি মিষ্টি সংসারও ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যেতে পারে।

এক বছরের একটি মেয়েকে নিয়ে স্বামীর ঘর থেকে বের হয়ে নিজেকে আবার পিএইচডি ডিগ্রীর জন্য তৈরি করা, অভিনয় ও বাচ্চা সামলানো এবং তার পাশাপাশি ১১ টি দেশে কাজ করা এই বিষয়টি যত সহজ ভাবছেন তত সহজ নয়।

আমি মিথিলার কথা বলছি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এবং ছোটবেলা থেকেই লোকনাট্য থিয়েটারে কাজ করে আজকের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়া এসবের পেছনে তার নিজের একটা গল্প থাকে। আমরা শুধু অভিনয়ের মানুষটাকে দেখি কিন্তু তার ভেতরের মানুষটাকে দেখিনা।

আমাদের সবার উচিত পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করা এই মানুষগুলোকে নিজেদের শ্রদ্ধার আসনে বসিয়ে নিজেদের তাদের মতো করে তৈরি করা।

ব্র্যাকের মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে মিথিলা যখন প্রথম স্থান অধিকার করেছে তখন সে ছিল মা।
তার সাথে তার মাত্র এক বছরের কন্যা সন্তান। তবুও পরীক্ষায় প্রথম হয়ে সে প্রমাণ করেছিলো মিথিলার জন্ম হয়েছে জেতার জন্য। অভিনয় করে মিথিলা পেট চালায়না সে ব্র্যাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তাও বটে যাকে পৃথিবীর অন্তত ১১ টি দেশের অসংখ্য মানুষ চেনে।।
অভিনয় হচ্ছে তার শখ।

লেখা: আলফ্রেড নোবেল

সন্তান মানুষ করবেন, আপনি কতটুকু মানুষ হয়েছেনজেনে নিন Women Foundation Bangladesh গুড প্যারেন্টিং’ সেমিনারে।মানবসন্তানের ...
12/01/2025

সন্তান মানুষ করবেন, আপনি কতটুকু মানুষ হয়েছেন
জেনে নিন Women Foundation Bangladesh গুড প্যারেন্টিং’ সেমিনারে।

মানবসন্তানের মতো নির্ভরশীল হয়ে আর কোনো প্রাণী জন্মায় না। জীবনের নানা পরতে নিবিড় যত্ন ও মায়া-মমতায় আগলে রেখে সন্তান বড়ো করতে হয়। প্রত্যেক মা-বাবাই সন্তানের বেড়ে উঠার সাধ্যমতো চেষ্টা করেন। তাঁরা চান, সন্তান যেন তাদের চক্ষু শীতলকারী হয়ে ওঠে।

সময়ের প্রয়োজনে সমাজ বদলেছে, তবে বহুলাংশেই সন্তান প্রতিপালনের সনাতনী ধরন বদলায়নি। যেকোনো পেশায় সফল হলে সংশ্লিষ্ট বিষয়ে লেখাপড়া ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হয়। সন্তান প্রতিপালন তো এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়। যুগের পরিবর্তনের সাথে সন্তানদের বেড়ে উঠায় তাল মেলাতে হলে প্যারেন্টিংও শেখার বিষয়। বাস্তবতা হলো, সমাজের বিবর্তন ও পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়াতে না পেরে অনেক মা-বাবাই হাঁপিয়ে উঠছেন। ফলে মা-বাবা ও আদরের সন্তানদের মাঝে বাড়ছে দূরত্ব, শৃঙ্খলা থাকছে না পরিবারে। এই প্রেক্ষাপটে সন্তান প্রতিপালনে ফল হওয়ার নৈর্ব্যত্তিক বয়ান ‘গুড প্যারেন্টিং’।

10/01/2025

সংগীতশিল্পী মা এবং মেয়ে

10/01/2025
জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। বিনোদনজগতের রা...
09/01/2025

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। তাদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।

হলিউডে এখন পুরস্কারের মৌসুম। গত রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। আগামী দুই মাসে অস্কারসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু দাবানলের কারণে এসব অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দাবানলের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছনে হয়েছে, বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও।

পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে পূর্বনির্ধারিত বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এসব সিনেমার মধ্যে আছে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’ ইত্যাদি।

এ ছাড়া দাবানলের কারণে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিং বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সিনেমা, সিরিজের মধ্যে আছে ‘হ্যাকস’, ‘টেড’, ‘সুইটস : এলএ’, ‘হ্যাপি প্লেস’, ‘ফলআউট ২ ’, ‘আফটার মিডনাইট’ ইত্যাদি।

এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।

LA’s iconic Hollywood Boulevard evacuated amid dangerous wildfires in celebrity hotspot.As the Sunset Fire rages on, off...
09/01/2025

LA’s iconic Hollywood Boulevard evacuated amid dangerous wildfires in celebrity hotspot.

As the Sunset Fire rages on, officials have ordered evacuations for tens of thousands of residents.

The fire’s rapid spread has already engulfed 50 acres near Runyon Canyon.

At least five people have tragically lost their lives, and 1,000 structures have been destroyed.

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স কি প্রাণভিক্ষা পাবেন?ইয়েমেনে মৃত্যু-দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের পরিবার তাকে বাঁচান...
07/01/2025

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স কি প্রাণভিক্ষা পাবেন?

ইয়েমেনে মৃত্যু-দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের পরিবার তাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করছেন।

কেরালার বাসিন্দা, ৩৪ বছর বয়সী নিমিশা প্রিয়াকে তার ব্যবসার অংশীদার, ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মেহদীকে হত্যার দোষে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের সর্বোচ্চ আদালত।

হুথি বিদ্রোহীদের সুপ্রিম পলিটিকাল কাউন্সিলের প্রেসিডেন্ট মেহদী আল-মাশাত আদালতের আদেশে সম্প্রতি সম্মতি দিয়েছেন। মি. মেহদীর টুকরো টুকরো দেহ একটি জলের ট্যাঙ্কে খুঁজে পাওয়া যায় ২০১৭ সালে।

ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন নিমিশা প্রিয়া।

শরিয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা যায় একমাত্র তখনই, যদি নিহতের পরিবার মিজ. প্রিয়াকে ক্ষমা করেন।

নিহতের পরিবারকে দেওয়ার জন্য বহু মাস ধরে মিজ. প্রিয়ার পরিবার এবং স্বজনরা দিয়াধ বা 'ব্লাড মানি' জোগাড় করছেন। দুই পক্ষে আলোচনাও চলছে।

বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা! বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ। তবে কি ...
06/01/2025

বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা! বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ। তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁচা দিলেন রোজা আহমেদ?

দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ের বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা। তাহসান খানের দ্বিতীয় বউ রোজা আহমেদ, পিতার নাম পানামা ফারুক। একসময় বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিল। ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে মারা যায়।

Today Actor Mithila shared a heartwarming photo with her daughter ❤️
04/01/2025

Today Actor Mithila shared a heartwarming photo with her daughter ❤️

এখন থেকে নিম্নলিখিত মেট্রোরেল স্টেশন সমূহের কাউন্টার থেকে নতুন Rapid Pass গ্রহণ ও রিচার্জ সুবিধা পাওয়া যাবে-১. উত্তরা উত...
04/01/2025

এখন থেকে নিম্নলিখিত মেট্রোরেল স্টেশন সমূহের কাউন্টার থেকে নতুন Rapid Pass গ্রহণ ও রিচার্জ সুবিধা পাওয়া যাবে-
১. উত্তরা উত্তর
২. পল্লবী
৩. মিরপুর ১১
৪. মিরপুর ১০
৫. শেওড়াপাড়া
৬. আগারগাঁও
৭. ফার্মগেট
৮. কাওরান বাজার
৯. শাহবাগ
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়
১১. সচিবালয়
১২. মতিঝিল।

পর্যায়ক্রমে বাকি স্টেশন সমূহ থেকেও সুবিধাটি পাওয়া যাবে।

গভীর শোক প্রকাশদীর্ঘ পনেরদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্র...
04/01/2025

গভীর শোক প্রকাশ

দীর্ঘ পনেরদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান...
04/01/2025

বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা| পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক এর কুইন্স এ “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠাতা করেন| প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন| এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন|

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান...
03/01/2025

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান...

Sadiya Ayman ♥♥♥
03/01/2025

Sadiya Ayman ♥♥♥

Address

Raj Complex (Ground Floor) 187, Hatirpool Bazar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Women Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Women Bangladesh:

Videos

Share