MT lifestyle

MT lifestyle MT lifestyle LIFE Vlog

24/12/2024

ভোর সাড়ে ৪ টায় মেয়ে স্বপ্ন দেখে ভয়পেয়ে কেঁদে উঠেছে...!
৫ টায় ঘুমিয়েছে....কিন্তু আমি এখনও ঘুমাতে পারিনি।। 🥹
সারাদিন আমার কেমনে যাবে,,?!😴

ইহা একটি মারহাবা পোস্ট 🥴🥱😂।।
22/12/2024

ইহা একটি মারহাবা পোস্ট 🥴🥱😂।।

21/12/2024

বাচ্চা নিয়ে ঘুরাঘুরি করতে কিছু লাগুক আর নাই লাগুক.....ডায়পার কিন্তু লাগবেই...!!
আর ঘরে বসে ঝামেলা ছাড়া ডায়পার নিতে চাইলে BABY MOON Online Shop বেস্ট সল্যুশন 😊😌।

21/12/2024

ছোট্ট কোনো বিষয়ে যখন প্রিয়জন তাচ্ছিল্য ভরে_হুহ" শব্দটি কথায় কথায় ব্যবহার করে, তখন এটা ভেবে নেওয়া শ্রেয় যে তার জিবনে গুরুত্বপূর্ণ কারো আধিপত্য আছে। সম্মান কিংবা ভালোবাসায় কখনো তাচ্ছিল্য আসে নাহ্।তাচ্ছিল্য তখনই আসে যখন আপনি তার কাছে অপ্রয়োজনীয় এবং অপ্রিয়। mtlifestyleofficial

আজ সকালে টঙ্গী ব্রিজ ভেঙে পরেছে....!! দুর্ভোগ এখন লাখো মানুষের।।
21/12/2024

আজ সকালে টঙ্গী ব্রিজ ভেঙে পরেছে....!!
দুর্ভোগ এখন লাখো মানুষের।।

  ছবির এই মেয়েটির নাম পুতুল।পাশে তার মা আর ছেলে, এবং  #শয্যাশায়ী_স্বামী। পুতুল আমার বাসায় ১.৫ বছর কাজ করছে, তার স্বামী প...
19/12/2024


ছবির এই মেয়েটির নাম পুতুল।

পাশে তার মা আর ছেলে, এবং #শয্যাশায়ী_স্বামী।
পুতুল আমার বাসায় ১.৫ বছর কাজ করছে, তার স্বামী পেশায় রিকশা চালক, বৃদ্ধা মা আর এক ছেলে নিয়ে এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে মুটামুটি ভালোভাবে দিন কাটছিলো তাদের।
কিন্তু, এই কপাল পুড়া মেয়েটি ছোট বেলায় বাবা কে যেমন হারিয়ে কষ্টে দিন পার করেছে ঠিক একই ভাবে মাত্র ২৩ বছর বয়সে ওর স্বামী #ব্রেইন_স্টোক করে এখন ডান পাশ #প্যারালাইসড। স্বামীর চিকিৎসায় এই পর্যন্ত ৪২০০০ হাজার টাকা খরচ হয়ে গেছে তার। কিছু ধার করে আর কিছু মানুষ এর সাহায্যে। কিন্তু এখন আর তাকে সাহায্য করার মতও কেও নেই। মেয়েদের মাথার উপর বাবার ছায়া আর যদি স্বামীর সম্পদ না থাকে তবে শশুড় বাড়ির মানুষ সবার আগে চোখ বন্ধ করে রাখে। পুতুল মাত্র দুই বাসায় কাজ করে, এবং সে ৪ মাসের #প্রেগন্যান্ট সে চাইলেও পারছেনা দিনরাত এক করে পরিশ্রম করতে।
সে সাহায্য প্রার্থী।। সমাজের প্রতিটা মানুষের কাছে সে সাহায্য প্রার্থী।
আমি আমার পক্ষে যতটুকু সম্ভব তাকে সাহায্য করে যাচ্ছি। কিন্তু এই চারজন পরিবারের প্রতিদিনের আহার সহ, তার স্বামীর চিকিৎসা এবং ঔষধ এর খরচ চালানো একার পক্ষে সম্ভব নয়।
পুতুলের এই কথাটুকু তার নিজের পক্ষে সমাজের আর কারো কাছে পৌছানোও সম্ভব নয়।।
আর তাই তাকে সাহায্য করার জন্যই আমার এই পোস্ট।
আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। আমার আইডিতে ৫০০০+ ফেন্ডস এবং ফলোয়ার।
আপনারা যদি ৫০ /১০০ টাকা করেও দান করেন।
ওর স্বামীর চিকিৎসার ওষুধ এবং ওরা হয়তোবা ২ বেলা খেয়ে বাঁচতে পারবে।!

এটা আমার তরফ থেকে ছোট্ট চেষ্টা মাত্র।
ছবিতে আমি সব প্রেসক্রিপশন এবং রিপোর্টের ডকুমেন্টস দিয়েছি আপনাদের বুঝতে সহজ হবে তাই। ডাক্তার বলেছেন ঠিকমত চিকিৎসা চালিয়ে যেতে পারলে ওর স্বামী সুস্থ হয়ে যাবে। অলরেডি সে এখন কিছুটা কথা বলতে পারে তাই আপনারা যে যতটুকু পারেন পুতুলকে সাহায্য করুন।।

#সাহায্য পাঠাতে পারেন : বিকাশ : ০১৭৮১৫৩৯৩৩০ (পারসোনাল) ✅

পুতুলের কোনও ব্যাংক একাউন্ট নেই তাই এই বিকাশ নাম্বারেই একমাত্র ভরসা।।😔

আপনারা আরো কিছু জানতে চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।।

True 💔💔বয়ঃসন্ধির মতো ৩০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।  বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্র...
18/12/2024

True 💔💔
বয়ঃসন্ধির মতো ৩০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী ১০ বছর ধরে।

এক/দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নি, মনটা সেই হিসেব করতে বসে যায়, মন না চাইতেও। কতই বা আর ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিস নিয়ে? দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত।

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে! আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরানো কতো গল্প, বৃষ্টিবিলাস!!
যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতেরবেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি-গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন।

জীবনের অর্ধেকটা পার করে এসে ৩০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়।

মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

৩০ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে তাঁদের জন্য, কিন্তু চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায়।

সংগ্রহিত

😊😊😊 Mehedi Hassan ❤️❤️❤️
17/12/2024

😊😊😊 Mehedi Hassan ❤️❤️❤️

16/12/2024

ভাবছেন রিবন্ডিং করবেন? কোথায় করলে ভালো সার্ভিস পাবেন.!
মিরপুরে রিজেইনেবল প্রাইজে বেস্ট সার্ভিস টা পাবেন Lady's Care পার্লারে।।

Our Victory Day 🇧🇩🇧🇩🇧🇩 Our Joyful Day
16/12/2024

Our Victory Day 🇧🇩🇧🇩🇧🇩 Our Joyful Day

16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
🇧🇩🇧🇩🇧🇩

MT lifestyle-LIFE Vlog

15/12/2024

আইজার স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য বিশ্বস্ত অনলাইন পেইজ HenaMarkt

🌲🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌲
আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।
লিংক : 👍 https://www.youtube.com/

1st time attempt.....& It's work....!!!Alhamdulillah 😇😇.Don't forget to say Masa'Allah..!! Barak allahu fikh..!
15/12/2024

1st time attempt.....& It's work....!!!
Alhamdulillah 😇😇.
Don't forget to say Masa'Allah..!!
Barak allahu fikh..!

14/12/2024

টাকা মানুষকে পরিবর্তন করে না শুধু তাদের মুখোশ খুলে দেয়। আপনি মানেন আর না মানেন....এটাই সত্যি!!!

MT lifestyle-LIFE Vlog

13/12/2024

রাসূল (সাঃ) বলেছেন,

তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে, তা পাওয়ার পর যতটুকু আনন্দিত হও, তোমাদের তাওবার কারণে আল্লাহ তা'আলা এর চেয়ে বেশি খুশি হন!

[মুসলিম: ৬৮৪৬]

সবাইকে জুম্মা মোবারক....!!!

12/12/2024

আজকে ১২-১২-২৪ কে কিভাবে সেলিব্রেট করলেন???

12/12/2024

゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚viral

বইয়ের কথাগুলো 😇😇😇
12/12/2024

বইয়ের কথাগুলো 😇😇😇

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MT lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MT lifestyle:

Videos

Share