04/06/2023
বাবুই পাখি যেমন একটু একটু খড়কুটো এনে নিজের ঘর বুনে। ঠিক তেমনভাবে আমরা একটু একটু করে একটা মানুষের সাথে পুরো জীবনটা সাজানোর স্বপ্ন বুনি।
বিশ্বাসের ডালপালা দিয়ে তৈরি করা ঘরটা নড়বড় করে যদি অ'বিশ্বাসের ঝড় আসে। শিমুল তুলার মতো বাতাসে উড়ে সম্পর্কের রঙিন ঘুড়ি।
তিলে তিলে সাজানো সম্পর্ক যখন তাসের ঘরের মতো ভেঙে পরে চোখের সামনে। তখন দুনিয়ার এই উত্তাল সমুদ্রে আঁচড়ে পরে মনের ঢেউ।
কেউ কেউ জীবনীশক্তি অব্দি হারিয়ে ফেলে। আমরা হয়তো দাঁড়িয়ে যাই। আমাদের দাড়াতে হয়। আমাদের ভাবতে হয় প্রেম ভালোবাসাই সবকিছু না দুনিয়াতে।
এসবের বাহিরেও একটা জীবন আছে। যে জীবনে আমাদের আপনজনেরা জড়িয়ে আছে। তাদের জন্য হলেও আমাদের হাসতে হয়, বাঁচতে হয়।
যার একেবারে কিচ্ছুটিও নেই তারও একটু ভালোবাসা লাগে। কিন্তু সেইটুকুও কেউ কেউ পায়না।
ভালোবাসা পেতেই হবে এমন কোন কথা নাই। মানুষ বড় একরো'খা প্রাণী, যে জিনিস সয়না সেই জিনিসই বয়ে চলতে ইচ্ছে করে তার।
মুগ্ধ মাহমুদ
©