MunTasir Fahim

MunTasir Fahim আমার জন্য যেপথটি আল্লাহ বন্ধ করে দিয়েছেন সেটা অভিশাপ থেকে নয় বরং আমাকে রক্ষা করার জন্য Alhamdulilla

04/06/2023

বাবুই পাখি যেমন একটু একটু খড়কুটো এনে নিজের ঘর বুনে। ঠিক তেমনভাবে আমরা একটু একটু করে একটা মানুষের সাথে পুরো জীবনটা সাজানোর স্বপ্ন বুনি।
বিশ্বাসের ডালপালা দিয়ে তৈরি করা ঘরটা নড়বড় করে যদি অ'বিশ্বাসের ঝড় আসে। শিমুল তুলার মতো বাতাসে উড়ে সম্পর্কের রঙিন ঘুড়ি।
তিলে তিলে সাজানো সম্পর্ক যখন তাসের ঘরের মতো ভেঙে পরে চোখের সামনে। তখন দুনিয়ার এই উত্তাল সমুদ্রে আঁচড়ে পরে মনের ঢেউ।
কেউ কেউ জীবনীশক্তি অব্দি হারিয়ে ফেলে। আমরা হয়তো দাঁড়িয়ে যাই। আমাদের দাড়াতে হয়। আমাদের ভাবতে হয় প্রেম ভালোবাসাই সবকিছু না দুনিয়াতে।
এসবের বাহিরেও একটা জীবন আছে। যে জীবনে আমাদের আপনজনেরা জড়িয়ে আছে। তাদের জন্য হলেও আমাদের হাসতে হয়, বাঁচতে হয়।
যার একেবারে কিচ্ছুটিও নেই তারও একটু ভালোবাসা লাগে। কিন্তু সেইটুকুও কেউ কেউ পায়না।
ভালোবাসা পেতেই হবে এমন কোন কথা নাই। মানুষ বড় একরো'খা প্রাণী, যে জিনিস সয়না সেই জিনিসই বয়ে চলতে ইচ্ছে করে তার।

মুগ্ধ মাহমুদ
©

21/01/2023

নিজেকে যতই একা লাগুক অসহায় মনে হোক তবুও কারও সঙ্গে কথা বলার অভ্যেস করবেন না। খারাপ লাগলে বই পড়ুন, সিনেমা দেখুন, ঘুরতে যান। তবুও কারও সঙ্গে রোজ নিয়ম করে কথা বলার মতো ভুল করবেন না। একা নিজের মতো করে বাঁচুন নিজেকে সময় দিন। একাকীত্বের সাথে সম্পর্ক করলে সে কখনোই বিশ্বাসঘা!তক'তা করে না।

খোলা আকাশের নিচে যান, পাখিদের উড়ে চলা দেখুন প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করুন, নতুন নতুন গল্প উপন্যাস পড়ুন। তবুও কারো সাথে কথা বলে কারও নেশায় পড়ে যাবেন না। পৃথিবীতে মানুষ ছাড়াও আরও অনেক রকমের নেশা আছে। তারমধ্যে বই পড়ার মতো সুন্দর নেশা আর হয় না।

একা-একা ঘরে বসে মন খারাপ লাগছে? কখনোই এটা ভাববেন না যে কারও সাথে কথা বললে আপনার মন সে ভালো করে দিবে। কারও দায় পড়ে নি। বরং সেজেগুজে আপনি নিজেকে সময় দিন নিজেকে নিয়ে ভাবুন। দূরে কোথাও ঘুরতে যান। ফজর পরে বাইরে বেরিয়ে সকালের স্নিগ্ধ বাতাস নিন, খালি পায়ে হেঁটে কিছু পথ পাড়ি দিয়ে আসুন। দেখবেন নিজেকে অনেক সুখী মনে হবে।

তবুও কারও সাথে কথা বলার অভ্যেস করে ফেলবেন না। আপনার পৃথিবী জলের দামে কিনে নেবার দায় কারও কাঁধে পড়ে নাই। 🌸

26/09/2022

জীবনের প্রয়োজনে আমাদের একজন বন্ধু ভীষণ প্রয়োজন হয় ❤️

25/09/2022

একটা খারাপ অতীতের জন্য মানুষ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MunTasir Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Dhaka

Show All