22/05/2022
শেখ কামাল আইটি পার্ক ঘাটাইল হতে মধুপুর স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আয়োজিত "আইটি পার্কের দাবীতে, আওয়াজ তোলো একসাথে" এই স্লোগানটি কেন্দ্র করিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে ঘাটাইলের জন্য বরাদ্দকৃত “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” ঘাটাইল হইতে মধুপুর স্থানান্তরের প্রতিবাদে ২২ মে ২০২২ ইং তারিখ রবিবার টাংগাইল-ময়মনসিংহ মহাসড়ক তথা ঘাটাইল কলেজ মোড় (বিজয়-৭১চত্বর)এ মানববন্ধন হয়েছে। তথ্যসূত্রে জানা যায় যে, অকবি খাস জমি দীর্ঘমেয়াদী (দৗর্ঘ মেয়াদী বন্দোবস্ত মামলা নং-০১ (XII) ২০১৭-২০১৮) ১৪টি হা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, টাংগাইল (যিনি অতঃপর লীজ দাতা বলে অভিহিত হবেন) প্রথম পদ্ধ এবং ব্যবস্থাপনা পরিচালক (সচিব), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭ (যিনি অতঃপর লীজ গ্রহীতা বলে অভিহিত হবেন) এর পক্ষে হিরণ বড়ুয়া অভি, সহকারী পরিচালক (প্রশাসন) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭-দ্বিতীয় পক্ষ প্রথমপক্ষ দ্বিতীয় পক্ষের মধ্যে অদ্য ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখের নিম্নোক্ত মর্মে এই দীর্ঘমেয়াদী লীজ দলিল সম্পাদিত হয়েছে। যেহেতু লীজ গ্রহিতা ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা নিম্ন তফসিলে বর্ণিত অকৃষি খাসজমি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকার অনুকুলে দীর্ঘ মেয়াদী লীজ চাহিয়া আবেদন করেছেন এবং যেহেতু উক্ত লীজ আবেদন সরকার ভূমি মন্ত্রনালয় খাসজমি-১ শাখার স্মারক নং- ৩১.০০.০০০০, ০৪০.৪১.০২১.১৮ ২৭৯ তারিখ-২৫ জুন ২০১৯ খ্রি. মূলে অনুমোদন করেছেন; যেহেতু লীজ গ্রহিতা অত্র দলিলের তফসিলভূক্ত জমির ধার্যকৃত প্রতীকী মূল্য ১,০১,০০০/-(এক লক্ষ এক হাজার) টাকা ধার্য হওয়ায় এবং ২৯/১২/২০১৯ খ্রিঃ তারিখের টি ১৭ নং ট্রেজারী চালান মূলে সোনালী ব্যাংক লিমিটেড, পাবলিক সার্ভিস কমিশন শাখা, ঢাকা বরাবর যথাযথ খাতে (১-৪৬৩১-০০০০-৩৬০১) জমা প্রদান করে চালান লীজ দাতা বরাবরে দাখিল করেছেন, সেহেতু ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা কে প্রচলিত নীতিমালা মোতাবেক তফসিলভূক্ত ভূমি নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে এই দীর্ঘ মেয়াদী লীজ দলিল সম্পাদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলার সমস্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিকবৃন্দ, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে, উপজেলার সর্বস্তরের জনগণ।
Spread the loveনজরুল ইসলাম স্টাফ রিপোর্টার টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আয়োজিত “আইটি প.....