DBN News TV

DBN News TV Tv channel www.dbnnewstv.com
Media/News Company

08/04/2024

06/04/2024
Alhamdulillah

19/03/2024

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা
বৃষ্টি অঝোরে বৃষ্টি হঠাৎ
ডিবি এন্ড নিউজ টিভিতে সরাসরি লাইভ দেখুন।

19/03/2024

বরিশাল হিজলা উপজেলা এম পি
ইন্ডিয়া সফর সেসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আগমন।

19/03/2024

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা
এখানে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় প্রবাসী যাত্রীরা।

19/03/2024

ঐ কপাল
কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সিজদাহ্ করে।

অভিনন্দন।তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন...
18/03/2024

অভিনন্দন।

তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

একটা তরমুজ সরাসরি কৃষকের হ্মেত থেকে ক্রয় হয় ৮০-১২০ ৳ পর্যন্ত..আর বাংলাদেশের জাতীয় ফেরাউনরা বাজারে বিক্রি করে প্রতি পিস ৫...
18/03/2024

একটা তরমুজ সরাসরি কৃষকের হ্মেত থেকে ক্রয় হয় ৮০-১২০ ৳ পর্যন্ত..
আর বাংলাদেশের জাতীয় ফেরাউনরা বাজারে বিক্রি করে প্রতি পিস ৫০০-৭০০৳ পর্যন্ত

বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে!
নেক্সট ১৫ দিন কোন তরমুজ কিনবেন না..সব পচে যাবে।এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ.

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। কমপক্ষে একটা চকলেট খাওয়ান।

18/03/2024

মোঃ একে আলামিন
===============
সময়ের ব্যবধানে সরকার বাড়ির পা চা-টা কুত্তারাও সাংঘাতিকের কার্ড নিয়ে দৌড় ঝাপ খাচ্ছে বউ বাজারে ২ মাসের সাংঘাতিক।পুলিশের সোর্স, সাংবাদিক পরিচয় দানকারী ও সম্পাদক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকা জুড়ে। মাঝে মধ্যে লাথি ও থাপ্পড় খেয়ে বেঁচে আছে। তাঁর পরে-ও পুলিশের সোর্স হিসেবে থাকবে বউ বাজারে আজীবন.!!
এলাকায় ভালো ছেলেদের ইয়াবা পকেটে দিয়ে বলে স্যার আসামি পেয়েছি! রাত হলেই টাকার নেশায় অন্ধ হয়ে যায়। পুলিশের সোর্স হিসেবে সকল কাজকর্ম চালিয়ে জান প্রতিটি রাতে!! দিন ভরে ঘুমিয়ে থাকেন, বিকেল হলেই অযোগ্য ভুয়া হাতুড়ি সাংঘাতিকরা ডেকে তুলে বস্ বস্ বাইক রেডি চলে আসুন। গাজীপুর নেতাদের কাছ থেকে ভিক্ষা করে আসবো আমাদের কনডম পত্রিকা দিয়ে।
দয়া করে ভুয়া হাতুড়ি অপ-সাংবাদিকদের ভিক্ষা দেওয়া বন্ধ করুন, এ-ই ঈদুল ফিতরে।
দেখবেন এ-সব ভুয়া হাতুড়ি অপ-সাংবাদিক মাঠ থেকে সিটকে যাবে খুব শিগগিরই তার আগের গন্তব্য পৌঁছে যাবে। গার্মেন্টস নারীরাও সাংঘাতিক, পুলিশের সোর্সরাও সাংঘাতিক, সরকার পরিবারের দের ব্যাটারি ও ২ মাসের চামচাটাও সাংঘাতিক ৭০০ টাকার বিনিময়ে!!
বউ বাজারে পুলিশের সোর্স রাতের আধারে, দিনে অপ-সাংবাদিকতা করে যাচ্ছে এ-সব কে ধরে গন ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। গাজীপুরকে অভিশাপ মুক্ত করা জন্যই সত্যি প্রকাশ করে যেতে হবে সকল গণমাধ্যম কর্মীদের।
যে সকল কলম সৈনিক সত্য প্রকাশ করে থাকে পাঠকের উদ্দেশ্য। তাঁরা কখনো ভিক্ষা করেন না কাহার কাছে। সত্যি কারের গণমাধ্যম কর্মীরা পাঠকের উদ্দেশ্য নিউজ প্রকাশ করে যাচ্ছে..? আর ভুয়া হাতুড়ি অপ-সাংঘাতিকরা দুর্নীতি ও অপরাধ সংক্রান্ত সংবাদ পড়ে ছুটে জান অভিযুক্তদের কাছে। নানা উছিলায় তারা এসব মানুষের কাছ থেকে আদায় করে মোটা অংকের টাকা।"গাজীপুরে অসংখ্য ভুয়া হাতুড়ি নামে ঘরে ওঠেছে বিভিন্ন রকমের প্রেসক্লাব!!
তা আবারও ব্যাঙের ছাত্রার মতোই সনদপত্র নেই অনেক ক্লাবের। অনেক বড় বাটপার চিটার চুতিয়ারা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দাওয়াত কার্ড নিয়ে!!
বর্তমান সময়ে ফেসবুকে দেখা যাচ্ছে পুলিশের সোর্সরা প্রেসক্লাবের আলোচনায় থাকেন কি লজ্জিত গণমাধ্যম কর্মী হয়ে। গাজীপুর ও ঢাকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতারাও সাংবাদিক এর কার্ড নিয়ে চলাচল বর্তমান সময়ে!!নেতাদের অপকর্মের আমলনামা গুলো দামাচাপা দেয়ার জন্যই সাংবাদিক এর কার্ডে অপ-সাংবাদিকতা।

মন খুলে নিশ্বাস নিতে চাইলে আপনাকে যেতে হবে গ্ৰামে, সবুজের মাঝে।❤️🥀🥀
18/03/2024

মন খুলে নিশ্বাস নিতে চাইলে আপনাকে যেতে হবে গ্ৰামে, সবুজের মাঝে।❤️🥀🥀

18/03/2024

রোমান বললেন ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না

18/03/2024

এক্সিমে বিলীন পদ্মা, এরপর কোনটি?

আপনার জেলায় খিরার বর্তমান বাজার মূল্য কত! মতামত চাই.🖤😍🥀
18/03/2024

আপনার জেলায় খিরার বর্তমান বাজার মূল্য কত! মতামত চাই.🖤😍🥀

যারা বাজারে দ্রব্যমূল্যে প্রতিকেজি ৫০/১০০ বা তার বেশী নেয় তাদের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নিতে দেখিনা। কারণ তাদের টা অনেক...
18/03/2024

যারা বাজারে দ্রব্যমূল্যে প্রতিকেজি ৫০/১০০ বা তার বেশী নেয় তাদের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নিতে দেখিনা। কারণ তাদের টা অনেক বড় মোটা যেই কারণে তাদের নাম কেউ মুখে নিতে পারেনা।

বাবাকে নিয়ে গুরে আসলাম।
18/03/2024

বাবাকে নিয়ে গুরে আসলাম।

কথা সত্য
11/01/2024

কথা সত্য

16/12/2023
07/11/2023

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

বিস্তারিত কমেন্টে...

05/11/2023

কথা বলুন প্রান খুলে নকিয়া ফোনে ।

03/11/2023

আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন।

03/11/2023

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার
অ/ ব/ রো/ ধে/ র ডাক বিএনপির

পরমসত্তার অস্তিত্ব সংক্রান্ত দুর্বোধ্য তত্ত্বকথার ফাঁদে পা না দিয়ে, পরমানন্দে বাস করো। এসব তথ্য ও তত্ত্বকথা আগ্রহোদ্দীপক...
01/11/2023

পরমসত্তার অস্তিত্ব সংক্রান্ত দুর্বোধ্য তত্ত্বকথার ফাঁদে পা না দিয়ে, পরমানন্দে বাস করো। এসব তথ্য ও তত্ত্বকথা আগ্রহোদ্দীপক হতে পারে; কিন্তু, এগুলো মানুষকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে না।
পরমেশ্বরের অস্তিত্ব থাকলে থাকুক, তাতে কী আসে-যায়? এতে কী শোক, দুঃখকষ্ট ও দুর্দশা দূর হয়? হয় না। কেবলমাত্র বেদনা বিনাশের সঙ্গে সম্পর্ক রাখো।বেদনার নদী পাড়ি দিতে জীবনে বহু মন্ত্র পাঠ করেছ, তাতেও কী পাড় পেয়েছ? পাও নি। অতএব; পথ পরিবর্তন করো, আনন্দ উদযাপন করো।

01/11/2023
01/11/2023

২২ দিন পর রান্না করা খাবার খেলো সাঈদীর পরিবার।

--বিস্তারিত কমেন্টে--....

01/11/2023

উচ্চতর স্কেল পেলেন ১০০ শিক্ষক-কর্মচারী, জ্যেষ্ঠ প্রভাষক হলেন ১৮ জন

বিস্তারিত কমেন্টে

01/11/2023

গাজায় স্থল অভিযানে ইসরাইলের ১১ সেনা নিহত

(বিস্তারিত কমেন্টে)

01/11/2022

শীত শীত ভাব একটা প্রিয় সঙ্গীর এর অভাব 🛌

01/11/2022

ত্যাগী নেতাদের জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর।
30/10/2022

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর।

Address

Dhaka
AIRPORTDHAKAUTTARA

Alerts

Be the first to know and let us send you an email when DBN News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DBN News TV:

Videos

Share