02/02/2025
৩ ফসলি জমি রক্ষার্থে মাঈনউদ্দিন-নাজমা ফাউন্ডেশন এর উদ্যোগে ফেনীতে মানববন্ধন
আফতাব মমিন, ফেনী প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজী উপজেলা ৫নং চরদরবেশ ইউনিয়নের ৩ ফসিল জমি অধিগ্রহণের প্রতিবাদে মাঈনউদ্দিন-নাজমা ফাউন্ডেশনের উদ্যোগে চর দরবেশ ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাঈনউদ্দিন-নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাঈনউদ্দিন বলেন, আমরা মানুষের মানবাধিকার সহ জনহিতকরণ ও আত্ম মানবতার সেবায় নিয়োজিত সংগঠন। আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি ও কথা বলি।
সোনাগাজী উপজেলার ৫ নং চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ ৯৩/৯৪ নং মৌজার ৫৮৮ একর জমি বীজ ভান্ডারের জন্য নাম সর্বস্ব প্রকল্পের মাধ্যমে কৃষকের ৩ ফসিল জমি এবং গরীব কৃষদের বসত বাড়ি অধিগ্রহণ জন্য ভূমিদস্যুরা কূটকৌশলের মাধ্যমে সরকারের কাছে একটা প্রস্তাবনা পেশ করে। তার ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ২০২৩ খ্রি. প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার লক্ষে একটি চক্র তৎকালীন সময়ে একটি চিঠিও জেলা প্রশাসন থেকে জারি করিয়েছে।
তথাকথিত বীজ ভান্ডারের নামে অধিগ্রহণের জায়গা ৩ ফসলি জমি ও কৃষকদের আবাসস্থল হওয়ায় মাইনউদ্দিন-নাজমা ফাউন্ডেশন মানবিক কারনে কৃষকদের পাশে দাঁড়িয়েছি।
৩ ফসলি জমি ও কৃষকদের আবাসস্থল নষ্ট না করে পতিত জমিতে বীজ ভান্ডার এর জন্য ভূমি অধিগ্রহণ করার মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় কৃষি, ভূমি ও প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।
এই মর্মে গরীব কৃষক ও ভুমি মালিকগণ একটি স্বারকলিপি প্রদান করে।