Bong Podcast

Bong Podcast Story Teller and Explainer.

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসনের ইতিহাস নতুন মাত্রা পেল। ১৯৬১ সালে জেনারেল পার্ক চুং-হি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমবার...
03/12/2024

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসনের ইতিহাস নতুন মাত্রা পেল। ১৯৬১ সালে জেনারেল পার্ক চুং-হি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমবার শাসন জারি করেছিলেন। ১৯৭৯-৮০ সালে জেনারেল চুন ডু-হোয়ানের অধীনে দ্বিতীয়বার গণতান্ত্রিক আন্দোলন দমনের মধ্য দিয়ে সামরিক শাসন ফিরে আসে।

১৯৮৭ সালে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটে। তবে আজকের পরিস্থিতি নতুন প্রশ্ন তুলছে, যখন বর্তমান রাষ্ট্রপতি ইউন সুক-ইয়ল জরুরী ভিত্তিতে সামরিক শাসন ঘোষণা করেছেন। কোন পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া?



**gPodcast

28/11/2024

মমিতের প্রিয় মানুষ কে তাহলে? | Momen Tazwoar Momit | BUET | B**g Podcast

আপনি যখন একটা দৌড়ের মধ্যে থাকেন তখন নিজের জন্য সময় বের করা হয় না। অনেক কিছুই আপনাকে ত্যাগ করতে হয়। আর এই ত্যাগের মধ্যেই আপনার সাফল্য।

24/11/2024

বর্তমানে শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশনে মোমেন তাজোয়ার মমিত একজন পরিচিত মুখ। তবে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি মমিতের আর কি কি পরিচয় আছে। তাই জানতে আজ আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হয়ে এসেছেন বুয়েট থেকে সদ্য পাস করা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর মোমেন তাজোয়ার মমিত। চলুন জেনে নেই মমিতের বাকি পরিচয়ের ব্যাপারে।

13/11/2024

বর্তমানে শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশনে মোমেন তাজোয়ার মমিত একজন পরিচিত মুখ। তবে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি মমিতের আর কি কি পরিচয় আছে। তাই জানতে আজ আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হয়ে এসেছেন বুয়েট থেকে সদ্য পাস করা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর মোমেন তাজোয়ার মমিত। চলুন জেনে নেই মমিতের বাকি পরিচয়ের ব্যাপারে।

Host: Aurgha Arpan
Guest: Momen Tazwoar Momit

07/11/2024

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে পড়াশোনা করেও, সাধারণ ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী এক ক্যারিয়ার গড়েছেন আমাদের আজকের পডকাস্টের অতিথি Momen Tazwoar Momit। এই পর্বে উঠে এসেছে তার ক্যারিয়ার পরিবর্তনের কারণ, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার যাত্রার চমকপ্রদ গল্প এবং ব্যক্তিগত জীবনের কিছু না বলা অভিজ্ঞতা।

যারা ক্যারিয়ারে নতুন দিক খুঁজছেন, তাদের জন্য এই পর্বটি হবে প্রেরণামূলক ও গঠনমূলক। শিক্ষার্থীদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা ও পরামর্শ, যা তাদের ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দিতে সহায়ক হবে। আজকের এই পডকাস্টটি আপনাকে কেবল ভিন্ন কিছু ভাবতে উদ্বুদ্ধ করবে না, বরং নিজের পথে সাহসী পদক্ষেপ নিতেও অনুপ্রেরণা যোগাবে।

কী বললো Momen Tazwoar Momit  ‼️তাহলে কি ৫০০০ টাকায় ১ ঘণ্টায় তার সাথে যা ইচ্ছা করা যাবে? জানতে হলে চোখ রাখুন ঠিক রাত ৯ট...
07/11/2024

কী বললো Momen Tazwoar Momit ‼️

তাহলে কি ৫০০০ টাকায় ১ ঘণ্টায় তার সাথে যা ইচ্ছা করা যাবে?

জানতে হলে চোখ রাখুন ঠিক রাত ৯টায় B**g Podcast-এর ফেসবুক এবং ইউটিউবে।

15/10/2024

For the first time in Bangladesh, a fully automated drone food delivery has been completed without any manual control!

The drone flew 1.3 km in just 1 minute 44 seconds from Cantpanda Foods Court to the Aviation & Aerospace University. Still in the testing phase, this innovation has huge potential to expand.

Under the lead & guidance of Lecturer Ishtiaq Ibn Salam, 7 brilliant students from Aviation & Aerospace University, Tasdid(Pilot), Burhan, Maruf, Saykat, Holyjit & Jawad took part & contributed to this project.

14/10/2024

আমাদের নেক্সটড পডকাস্টে এমন একজন আসবেন যে দেশের অন্যতম সেরা একটা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে এখন এমন একটা প্রোফেশনে আছেন যে আমরা কনফিউজড উনি আসলে অনলাইন মাষ্টার নাকি কন্টেন্ট ক্রিয়েটর।

হাজার হাজার শিক্ষার্থী তার কাছে ফিজিক্স এবং আইসিটির কোর্স করে এবং তার যেকোন বই আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়।

গেইস করেন তো মানুষটা কে?

Asia Auto Gymkhana Championship ৬ষ্ঠ স্থান অর্জন করলেন কাশফিয়া আরফাবাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী রেসিং ড্রাইভার কাশ...
06/10/2024

Asia Auto Gymkhana Championship ৬ষ্ঠ স্থান অর্জন করলেন কাশফিয়া আরফা

বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী রেসিং ড্রাইভার কাশফিয়া আরফা Asia Auto Gymkhana Championship 2024 - এর দ্বিতীয় রাউন্ডে মিক্স-ডাবলস ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে কাশফিয়া নতুন গাড়ি ও ট্র্যাকের সাথে মানিয়ে নিয়ে তার ধৈর্য এবং দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন ২২৯ট...
23/09/2024

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এখন ২২৯টি পরিবেশবান্ধব পোশাক কারখানার গর্বিত মালিক।

এর মধ্যে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে ৯১টি কারখানা। গোল্ড সার্টিফিকেট অর্জন করেছে ১২৪টি কারখানা, সিলভার সার্টিফিকেট অর্জন করেছে ১০টি , এবং
সার্টিফায়েড সার্টিফিকেট পেয়েছে ৪টি।

এছাড়াও বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৯টি বাংলাদেশে অবস্থিত, এবং ১০০টি শীর্ষ বৈশ্বিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৫৬টির অবস্থানও রয়েছে বাংলাদেশে।

19/09/2024

আজকের এপিসোডে আমরা একজন বিশেষ অতিথির সাথে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বাঁধ ও ব্যারেজ নির্মাণ, এবং বন্যার মূল কারণ নিয়ে আলোচনা করব।

আমাদের অতিথি: মহসিনা লোপা
মহসিনা লোপা বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপিতে মেরিন সায়েন্সে পিএইচডি করছেন। এর পাশাপাশি, তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭ বছর ধরে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। তিনি বাংলাদেশের নদী ব্যবস্থার গভীর জ্ঞান রাখেন এবং বন্যা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে সক্ষম।

আজকের আলোচনার বিষয়:
বাংলাদেশের নদীগুলোতে বাঁধ ও ব্যারেজ নির্মাণের প্রয়োজনীয়তা কী?
বাঁধ এবং ব্যারেজের মধ্যে মূল পার্থক্য কী?
নদী ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশে প্রতিবছর বন্যা হয় কেন?
বন্যার পিছনে কী কী কারণ কাজ করে?
বাংলাদেশের নদীর বৈশিষ্ট্য কীভাবে বদলেছে এবং এর প্রভাব কী?
বন্যার সমস্যাটি কীভাবে আরও ভালোভাবে বুঝতে পারি?
আজকের এপিসোডে আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে এবং বন্যার কারণগুলোকে একটি প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করব।
এপিসোডের শেষে, আমরা একটি নির্দিষ্ট অঞ্চল কেন বন্যায় আক্রান্ত হয় তার প্রযুক্তিগত কারণগুলো কিছুটা হলেও ভালোভাবে বুঝতে পারব।
চলুন শুরু করা যাক!

Bangladesh Bank received loan offers totaling $2.5 billion from the World Bank and ADB to support economic reforms and i...
16/09/2024

Bangladesh Bank received loan offers totaling $2.5 billion from the World Bank and ADB to support economic reforms and investments. The World Bank proposed $1 billion, with $750 million tied to specific policy reforms, and another $250 million for investments. ADB offered $1.5 billion, including over $200 million in investment loans, disbursing $500 million by 2025. Both financial bodies discussed the country’s economic situation and the bank’s reform plans. A U.S. Treasury team also met with the central bank, though no loan was proposed.

AI Startup Story Engine Inc. Secures $750K in Pre-Seed Funding.Story Engine Inc., an innovative AI startup co-founded by...
15/09/2024

AI Startup Story Engine Inc. Secures $750K in Pre-Seed Funding.

Story Engine Inc., an innovative AI startup co-founded by Bangladeshi Stanford graduate Sheikh Srijon, has successfully raised $750,000 in pre-seed funding from the renowned venture capital firm Andreessen Horowitz (A16Z). The funding aims to accelerate the development of Story Engine’s cutting-edge generative AI technology, which is set to revolutionize the creation of webtoons and anime. This technology allows users to generate consistent and controllable characters and visual stories across multiple panels, offering a new level of creativity and efficiency in digital storytelling. The investment marks a significant milestone for the startup and highlights the growing interest in AI-driven creative solutions. Sheikh Srijon expressed his excitement about the potential impact of their technology on the creative industry, emphasizing the importance of innovation and collaboration in achieving their vision.

12/09/2024

What is the net worth of Dr. Muhammad Yunus?

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা গ্রহণের ঠিক এক মাসের মাথায় দেশের মুদ্রাস্ফীতির পরিমাণ হ্রাস পেয়েছে শতক...
11/09/2024

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা গ্রহণের ঠিক এক মাসের মাথায় দেশের মুদ্রাস্ফীতির পরিমাণ হ্রাস পেয়েছে শতকরা ১.১৭, যা গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন।

২০১৫ সালে অস্ট্রেলীয়-বাংলাদেশী রবিন খুদার হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশী স্টার্টআপ এয়ারট্রাঙ্ক। দীর্ঘদিনের কর্পোরেট ...
09/09/2024

২০১৫ সালে অস্ট্রেলীয়-বাংলাদেশী রবিন খুদার হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশী স্টার্টআপ এয়ারট্রাঙ্ক। দীর্ঘদিনের কর্পোরেট জীবনের শেষে জমানো পুঁজি দিয়ে শুরু করেছিলেন এই স্টার্টআপ। বর্তমানে এটি এশিয়া-প্যাসিফিকের একটি বৃহৎ ডাটা সেন্টার হিসেবে সুপরিচিতি পেয়েছে।
বৃহৎ এই ডাটা সেন্টারটি ১৬.১ বিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকান বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এর দ্বারা অধিগৃহীত হয়েছে।

07/09/2024

বন্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় কী?

বন্যার সময় অনেকেই সাহায্য করলেও, বন্যার পরবর্তী সময়ে আমাদের কী করণীয় তা নিয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। আজকের পডকাস্টে আমি এক ডিজাস্টার বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি, যাতে বন্যার পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে হওয়া উচিত তা বুঝতে পারি। আমরা কীভাবে এই ধরণের দুর্যোগ থেকে উঠে আসতে পারি, এবং ভবিষ্যতে এমন বড় কোনো দুর্যোগের সম্মুখীন হলে কী কী ফলো করলে ক্ষতি কমানো সম্ভব—এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।

পডকাস্টটি পুরোটা দেখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে সচেতন করতে সহায়তা করুন। আমরা সবাই মিলে চেষ্টা করলে, একসাথে ঘুরে দাঁড়ানো সম্ভব।

বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাস! প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (IOI) গোল্ড মেডেল অর্জন ক...
06/09/2024

বিশ্ব মঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাস! প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (IOI) গোল্ড মেডেল অর্জন করার গৌরব অর্জন করেছেন দেবজ্যোতি দাস সৌম্য। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌম্য মোট ৬০০ নাম্বারের মধ্যে ৩৭৩.৬৩ নাম্বার পেয়ে পুরো বিশ্বে ৩০ তম হয়েছে৷

উল্লেখ্য যে এর আগে ২০২২ এবং ২৩ সালেও সে এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং যথাক্রমে ব্রোঞ্জ এবং রৌপ্য পদক অর্জন করে৷ আর এবার প্রথমবারের মত জিতে নেয় গোল্ড মেডেল৷

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলেম্পিয়াড মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতামূলত প্রোগ্রামিং প্রতিযোগিতা৷ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এটি আয়োজন করা হয়ে থাকে৷ এই বছর এই প্রতিযোগিতাটি মিশরে আয়োজন করা হয়েছে৷

সৌম্যর এই আন্তর্জাতিক সাফল্য লাভের পাশাপাশি গত বছর মাত্র ১৫ বছর বয়সে কোডফোর্সেসে বাংলাদেশের সর্বকনিষ্ট গ্রান্ডমাস্টার হওয়ার খেতাব লাভ করে। সে একজন রেড কোডার। এবং বর্তমানে বাংলাদেশিদের মধ্যে কোডফোর্সে শীষস্থানে আছে।

Address

154/1, Jheel-Kanon, Mohanogor Project, West Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Bong Podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bong Podcast:

Videos

Share