Bhaktimayi Devi Dasi

Bhaktimayi Devi Dasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhaktimayi Devi Dasi, Video Creator, Dhaka.

❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️Hare Krsna  to all 😍😍 Happy Janmastami ❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️𝙷𝚊𝚙𝚙𝚢 𝙹𝚊𝚗𝚖𝚊𝚜𝚑𝚝𝚊𝚖𝚒 🎉🎇𝐈𝐭 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐝𝐚𝐲 𝐰𝐡𝐞𝐧 𝐌𝐚...
26/08/2024

❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
Hare Krsna to all 😍😍 Happy Janmastami ❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
𝙷𝚊𝚙𝚙𝚢 𝙹𝚊𝚗𝚖𝚊𝚜𝚑𝚝𝚊𝚖𝚒 🎉🎇

𝐈𝐭 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐝𝐚𝐲 𝐰𝐡𝐞𝐧 𝐌𝐚𝐤𝐡𝐚𝐧 𝐂𝐡𝐨𝐫 𝐢𝐬 𝐛𝐨𝐫𝐧. 𝐌𝐚𝐲 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐚𝐲 𝐡𝐞 𝐬𝐭𝐞𝐚𝐥 𝐚𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐨𝐫𝐫𝐢𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐥𝐞𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐬𝐰𝐞𝐞𝐭𝐧𝐞𝐬𝐬 𝐨𝐟 𝐌𝐚𝐤𝐡𝐚𝐧 𝐚𝐧𝐝 𝐌𝐢𝐬𝐡𝐫𝐢 𝐢𝐧 𝐥𝐢𝐟𝐞. 𝐀 𝐯𝐞𝐫𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐉𝐚𝐧𝐦𝐚𝐬𝐡𝐭𝐚𝐦𝐢 𝐭𝐨 𝐲𝐨𝐮!

𝐍𝐞𝐯𝐞𝐫 𝐟𝐞𝐞𝐥 𝐥𝐨𝐧𝐞𝐥𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐋𝐨𝐫𝐝 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚 𝐢𝐬 𝐚 𝐛𝐞𝐬𝐭 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞.

𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐞𝐞 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚! 🙌

19/05/2024

🌹Happy Mohini Ekadashi🌹

Send a message to learn more

20/03/2024

Happy Amlaki ekadasi 2024

18/03/2024

😇 দয়া করে সকলেই এভাবেই চোখ বন্ধ করে হৃদয় দিয়ে একবার হরিনাম করে দেখুন,, হৃদয় আনন্দে ভরে উঠবে। 😇

14/03/2024

😇 Just feel with your heart 😇

12/03/2024

🛕🛕Mayapur kirtanmela 2024 last kirtan mela 😌😌


Send a message to learn more

আজ শ্রীল ঈশ্বরপুরীর তিরোভাব তিথি!"শ্রীল ঈশ্বরপুরী হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, নিমাই পণ...
07/03/2024

আজ শ্রীল ঈশ্বরপুরীর তিরোভাব তিথি!

"শ্রীল ঈশ্বরপুরী হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিতরূপে তাঁর পিতার জন্য শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে যখন গয়ায় গিয়েছিলেন, তিনি শ্রীল ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এরপর, তিনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অনুভব করেছিলেন এবং সংকীর্তন লীলা শুরু করেছিলেন।

শ্রীল ঈশ্বরপুরী ছিলেন শ্রীল মাধবেন্দ্র পুরীর প্রধান শিষ্য এবং তিনি শ্রীল মাধবেন্দ্র পুরীর কৃপালাভের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। শ্রীল মাধবেন্দ্র পুরী প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে যেতেন এবং তিনি তা সম্পন্ন করার পরে শ্রীল ঈশ্বরপুরী সেই নির্দিষ্ট স্থানে যেতেন এবং স্বয়ং নিজের হাতে সেই স্থান পরিষ্কার করতেন। তো তিনি তার গুরুদেবের অতি নগণ্য দাস হিসেবে সেবা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। কিন্তু অন্যান্য লোকজন এই ধরনের সেবার জন্য আগ্রহী ছিল না। শ্রীল মাধবেন্দ্র পুরীর জন্য অতি নগণ্য সেবা করার যত সুযোগ পাওয়া যায় তা তিনি অন্বেষণ করতেন। এবং মাধবেন্দ্র পুরীর লীলা সংবরণকালে, ঈশ্বরপুরী সর্বদা মাধবেন্দ্র পুরীর শ্রবণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম এবং লীলা কীর্তন করেছিলেন। এইভাবে, ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীকে ধরাধাম ত্যাগের সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করছিলেন ।

ঈশ্বরপুরী তার পূর্ণ বিনম্রতা, আত্মসমর্পণ এবং সেবার জন্য মাধবেন্দ্র পুরীর সমগ্র আশীর্বাদ লাভ করেছিলেন। এবং তাই তিনি এতটাই সৌভাগ্যবান ছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব হয়েছিলেন।"

~ শ্রীল জয়পতাকা স্বামী অ্যাপ বার্তা
৭ই মার্চ, ২০২৪

যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করে থাকে এবং কোনাভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হত...
17/09/2023

যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করে থাকে এবং কোনাভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়।

─ ব্রহ্মখন্ড, পদ্মপুরাণ!

আপনি বাসে, ট্রেনে কিংবা বিমানে যেখানেই যান না কেন আপনাকে যাওয়ার পূর্বে টিকেট কেটে নিতে হবে। এটা হচ্ছে প্রসেস। টিকেট ছাড়া আপনি কোথাও, কোনোভাবেই যেতে পারবেন না। তেমনি রাধারাণী হচ্ছেন টিকেট সমতুল্যা, কারণ শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আপনাকে আগে রাধারাণীর কৃপা-আশির্বাদ লাভ করতে হবে। রাধারাণী যখন শ্রীকৃষ্ণের কাছে কারো সম্পর্কে ভগবদ্ধাম প্রাপ্তিতে সুপারিশ করবেন, ঠিক তখুনি কৃষ্ণ সেটা অনুমোদন করবেন।

গোলকের প্রেমধন কিংবা কৃষ্ণকৃপা পাওয়ার আগে আপনাকে শ্রীমতি রাধা ঠাকুরাণীর কৃপা লাভ করতে হবে। রাধারাণীকে ডিঙিয়ে কৃষ্ণকে লাভ করার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই। এখানে দুই নম্বর করার কোন প্রসেস নেই এবং সেটা শাস্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে। আগে রাধারাণীর কৃপা→ তারপর কৃষ্ণকৃপা, এটাই সিম্পল প্রসেসিং।

কৃপাপূর্বক আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার শ্রীরাধাষ্টমী ব্রত পালন করুন, কৃষ্ণকৃপা লাভ করুন এবং রাধারাণীর কাছ থেকে টিকেট নিয়ে আপনার প্রকৃত আলয় গোলকধামে ফিরে যান।

জয় রাধা ঠাকুরানী কি জয়।।

প্রত্যেক ছেলে মেয়ের বিবাহের আগে ভাগবত পড়া উচিত কারন কিভাবে আপনি আদর্শ স্বামী বা স্ত্রী হবেন? কি আপনার কর্তব্য দায়িত্ব কি...
13/07/2023

প্রত্যেক ছেলে মেয়ের বিবাহের আগে ভাগবত পড়া উচিত কারন কিভাবে আপনি আদর্শ স্বামী বা স্ত্রী হবেন? কি আপনার কর্তব্য দায়িত্ব কিভাবে জীবন পরিচালিত করতে হবে সব কিছুর বর্ণনা ভাগবতে আছে। তখন আপনার প্রতিকুল পরিবেশ আসলেও আপনি সেটি সুন্দর ভাবে গ্রহন করে সমাধান করতে পারবেন।

- শ্রীমৎ ভক্তি বিলাস স্বামী মহারাজ

30/06/2023

📣📣 একাদশী 📣📣

#জগন্নাথদেবের_রথযাত্রার_মাহাত্ম্য
#একাদশী



🌹 #ভগবান_জগন্নাথের_লীলা🌹🛑 #জগন্নাথদেবের_রথযাত্রার_মাহাত্ম্য🛑ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, “যেসব মানুষ উৎসাহের সঙ্গে শ্র...
19/06/2023

🌹 #ভগবান_জগন্নাথের_লীলা🌹

🛑 #জগন্নাথদেবের_রথযাত্রার_মাহাত্ম্য🛑

ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, “যেসব মানুষ উৎসাহের সঙ্গে শ্রীকৃষ্ণের রথের শােভা বৃদ্ধি করে, পুরুষােত্তম শ্রীকৃষ্ণ তাদের মনের অভিলষিত বস্তু দান করেন।"

শ্রীকৃষ্ণরথশােভাং যে প্রকুর্বন্তি প্রহর্ষিতাঃ
তেষাং মনোেরথাবাপ্তিং যচ্ছতে পুরুষােত্তমঃ

✔️রথযাত্রাকালে সাফল্যমণ্ডিত করতে প্রত্যেকেরই সামর্থ্যের সমাহৃত হওয়া খুবই দরকার। কালচক্রে আয়ুষ্কাল ‌অতিক্রান্ত হয়ে যায়। আমাদের মনােরথের নানা অভাব থেকে যায়। যার ফলে জীবনরথের সদ্গতি ঠিক থাকে না ।

👉কিন্তু রথযাত্রা মাহাত্ম্যে বলে, “যে ব্যক্তি তার সামর্থ্য অনুসারে শ্রীকৃষ্ণের রথের সম্পূর্ণ শােভা বৃদ্ধি করেন, সূর্যচন্দ্রাদি গ্রহগণ তার বাঞ্ছিত পূরণ করেন ।"

শ্রীকৃষ্ণরথসংশােভাং য করােতি স্বশক্তিতঃ
বাঞ্ছিতং তস্য যচ্ছস্তি নিত্যং সূর্যাদয়াে গ্রহাঃ

🚩আরও বলা হয়েছে, “কলিযুগে যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে জগন্নাথের রথ উৎসব মহিমা প্রচার করেন, তিনি
রত্নময় পর্বত ও সমুদ্র, ফলফুলময় অরণ্য, সবজিশস্যময় ক্ষেত্র পূর্ণ সপ্তদ্বীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন।”

রথােৎসবস্য মাহাত্মং কলৌ বিতনুতে হি যঃ
পুণ্যবুদ্ধ্যা বিশেষেণ লােভেনাপ্যথবা নরঃ

সপ্তদ্বীপসমুদ্ৰান্তা রত্নধান্যসমন্বিতা
সশৈলপুস্পাঢ্যা তেন দত্তা মহী ভবেৎ

👉কলিযুগের পৃথিবীতে সব স্থানেই কলহ দ্বন্দ্ব অশান্তি লক্ষ্য করা যায় । রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, “প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থান দর্শন করেন, সেই সেই স্থান স্বর্গের মতাে সুন্দর স্থানে পরিণত হয়।”

যং যং দামােদরঃ পশ্যেদুত্থিতে ধরণীধরঃ
তং তং প্রদেশ রাজেন্দ্র সর্বং স্বর্গায় কল্পয়েৎ

🚩কলিযুগের মানুষ আমরা স্বভাবতই মন্দবুদ্ধি, আমাদের মধ্যে সদ্গুণ প্রকাশিত হয় না। কিন্তু আমরাও তাে সৎ হতে চাই ।রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, “কৌতূহল বশত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চণ্ডাল প্রভৃতি লােকও দেবগুণ সম্পন্ন হতে পারে।"

রথস্থং যে নিরীক্ষন্তে কৌতুকেনাপি কেশবম্
দেবতানাং গণঃ সর্বে ভবন্তি শ্বপচাদয়ঃ

🚩পিতামাতা, পিতামহ, শ্বশুর প্রমুখ পূজনীয় ব্যক্তিরা পুত্র পৌত্র এমনকি জামাতা বা দৌহিত্রের কাছেও আশা করেন
যে, যদি আমাদের কর্মদোষে ভাগ্যদোষে নরকযাতনা পাই তাহলে আমাদের বংশধরেরা পুণ্য-সুকৃতি করে কৃষ্ণভক্তি
যাজন করে আমাদের উদ্ধার করবে, আমাদের সদ্গতি দান করবে।
'
✔️কিন্তু এরকম প্রায় শােনা যায় না কেউ বলে যে, ‘কন্যা, নাতনী, স্ত্রী বা পুত্রবধূর সুকৃতি বলে আমরাও বৈকুণ্ঠগতি লাভ করব ।
👉রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে,“রথযাত্রা পরায়ণা নারীজাতিরও মুক্তিলাভ হয়, মেয়েরা রথ মহােৎসবে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা
পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলকে বৈকুণ্ঠলােকে নিয়ে যেতে সক্ষম হয়।”

স্রিয়ােহপি মুক্তিমায়ান্তি রথযাত্রাপরায়ণাঃ
পিতৃ-মাতৃ-ভর্তৃকুলং নয়স্তি হরিমন্দির

👉এই জগতে লােক রাজা হতে চায়, সুখভােগ করতে চায়, স্বর্গসুখ পেতে চায় । রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, “জগন্নাথদেবের রথের সামনে ভগবদ্ মহিমা গান করা,
🚩ভগবানের নাম কীর্তন করা, বিচিত্র মধুর সুরে বাজনা বাজানাে, এ সমস্ত যিনি করবেন, তিনি বহুদিন স্বর্গলােকে
থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন।”

যে রথাগ্রে প্রকুর্বন্তি গীতবাদ্যাদি মানবাঃ
দেবলােকাৎ পরিভ্রষ্টা জায়ন্তে মণ্ডলেশ্বরাঃ

👉এই দুঃখময় জগতে যদিও আমরা বাস করছি, জন্ম-মৃত্যুর মাঝখানে আধিব্যাধি আঘাত নানাবিধ নরকসম যন্ত্রণায়
পতিত হচ্ছি, তবুও অন্তরে আশা করে থাকি কবে আসবে সেদিন--যেদিন আমার দুঃখময় জীবনের অবসান হবে?'

✔️রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, “ভক্তিভরে জগন্নাথের রথ মহােৎসব দর্শন করে যিনি আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের
রাজত্ব যাবৎ তাঁকে নারকীয় যাতনা ভােগ করতে হয় না।”

রথােৎসবে মুকুন্দস্য যেষাং হর্ষোহপি জায়তে
তেষাং ন নারকী পীড়া যাবদিন্দ্রাশ্চতুর্দশ

♂️আমাদের মতাে জড় সংসারবদ্ধ জীবদের শান্তি আনন্দ সুখ ও ভগবদ্ভক্তিময় জীবন দান করতে কলিযুগ-পাবনাবতারী শ্ৰীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু অসংখ্য ভক্ত নিয়ে‌ নীলাচল পুরীর সুবিস্তীর্ণ রাজপথে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে,জগন্নাথের প্রীতি বিধানার্থে, জগন্নাথের সেবায়‌ কায়মনােবাক্য অর্পণপূর্বক যে শিক্ষাদর্শ রেখেছেন,

✅সেই মঙ্গলময় শিক্ষাদর্শে প্রভাবিত হয়ে জগৎগুরু শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে রথযাত্রা মহােৎসব প্রচলন করলেন যাতে মানুষ বুঝতে পারে সারা জগৎবাসীর একমাত্র আরাধ্য প্রভু জগন্নাথ কৃষ্ণ।

✳️আর সেই প্রভুপাদের অনুগ জনেরা সারা পৃথিবীর নগর শহর গ্রামে রথযাত্রা
মহােৎসব অনুষ্ঠান করছেন। পতিতপাবন শ্রীজগন্নাথ, ভক্তিবলদাতা শ্রীবলরাম, অশুভ মানসিকতা থেকে আমাদের রক্ষয়িত্ৰী শ্ৰীসুভদ্রাদেবী এবং ভক্তিবিঘ্ন অমঙ্গল বিনাশকারী শ্রীসুদর্শন--

❤️যারা মন্দির থেকে বাইরে এসে রথােপরি উপবিষ্ট হয়ে প্রতীক্ষমান ভক্তবর্গকে দৃষ্টি দান করে থাকেন। আর ভগবৎ দর্শনের অপেক্ষায় সমগ্র পথ জুড়ে ভক্তরা গান করে থাকেন__

“জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে”
_____

18/06/2023

Comming on 20june 2023 ✌️😍🥰😍🥰✌️

You Are Ready 😉😃👉👉👉👉👉👉👉👉👉👉👉👉




(ISKCON) সম্পর্কে আমাদের ধারনা।"ই স্ ক ন" (ISKCON) নাম তো অবশ্যই শুনেছেন,সাথে বিকৃত কিছু কান কথাও!সে যাই হোক,ISKCON কি ভ...
07/06/2023

(ISKCON) সম্পর্কে আমাদের ধারনা।
"ই স্ ক ন" (ISKCON) নাম তো অবশ্যই শুনেছেন,
সাথে বিকৃত কিছু কান কথাও!
সে যাই হোক,
ISKCON কি ভাবে কাউকে পরিবর্তন করে সে সম্পর্কে একটু নিজের মতামত জানাচ্ছি।
সময় থাকলে কৃপা করে একটু পড়বেন-
☆যে ছেলেটার মা তাকে ছোট থেকে ভগবানের সামনে জোর করে মাথা ঠুইয়ে প্রনাম করাতে অসমর্থ হতেন।
★আজ সে কি না প্রতিদিন যখন তখন ভগবানের সামনে দণ্ডবৎ প্রনাম করছে!!
☆যে মা তার ছেলেটাকে অনেক অনুরোধ করেও মন্দিরে আনতে পারতেন না।
★আজ সেই ছেলেটা এত ঘন ঘন মন্দিরে যায় যে, মা ই বিরক্ত হয়ে যান।
☆যে ছেলেটা এক গ্লাস জল ও নিয়ে খেতো না।
★আজ সে কি না নিজে রান্না করে খাচ্ছে!
☆যে ছেলেটা সারা রাত মোবাইল টিপে সকাল ১০ টার আগে ঘুম থেকে উঠতো না,
★আজ সে কি না ভোর ৪টায় ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছে!
☆যে ছেলেগুলোর সাথে দিনে ১০/১২ টা সিগারেট খেত,
★আজ সে এক কাপ চা, কফি ও সিগারেটও খাচ্ছে না।
☆যে ছেলেটা বাইরের খাবার না হলে খিদে মিটতো না,
★আজ সে বাইরের এক গ্লাস জল ও খায় না এবং কৃষ্ণ ভক্ত ছড়া কারও হাতের রান্না ও খাচ্ছে না।
☆যে ছেলেটা পরিবারের সাথে যখন তখন রেগে যেত
★আজ সে ছেলেটা এত শান্ত হয়ে গেছে যে তার কথা শুনতে হলে কাছে গিয়ে কান পেতে শুনতে হয়।
☆যে ছেলেটা ঠিক মত লুঙ্গিও পড়তে চাইতো না।
★আজ সে কত সুন্দর ধুতি পড়ে অনুষ্ঠানে যাচ্ছে।
☆যার মুখ দিয়ে ফিল্ম আর রাজনীতির কথা ছাড়া আর কোন কথাই থাকতো না,
★আজ সে কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কিছুই বলছে না।
☆যে ছেলেটার একটু পর পর না খেতে পারলে পাগল হয়ে যেত,
★আজ সে বড় বড় উপবাস রাখছে, একাদশী করছে।
☆যে ছেলেটা মাংস আর ডিম ছাড়া খেতে পারতো না,
★আজ সে কি না এসবের গন্ধও মোটেও সহ্য করতে পারে না!!!
☆যে ছেলেটা সাধুদের তিলক দেখে বন্ধুদের সাথে হাসা হাসি করতো,
★আজ সে নিজে তিলক করে প্রতিদিন বাইরে বেরুচ্ছে।

কি করল ছেলেটাকে ইসকন!!!!!
তাহলে এটাই কি ইসকনের অপরাধ!
আমিও এদের মদ্ধে এক জন, আমি ধন্য মনে করি নিজেকে, এবং শতসহস্র প্রনাম করি, আমার সেই শিক্ষা গুরুকে, যিনি এই দুরাচারী, অনাচারী, পাপাচারী ছেলেটাকে এক মাত্র পরম সত্যের সন্ধান দিয়েছেন।
নতুবা, আজ আমি কোথায় থাকতাম!
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গে বাস
আর অসৎ সঙ্গে সর্বনাশ।
কিন্তু ইসকন আপনাকে ক্ষণস্থায়ী স্বর্গে নয়, এর চেয়েও শ্রেষ্ঠ লোক শাশ্বত এবং চির অন্দের ধামে নিয়ে যাবে।
মনে রাখবেন ইসকনই পৃথিবীর এক মাত্র সৎসঙ্গ যে সঙ্গ আপনাকে দুঃখময় এই জগত থেকে নিষ্কৃতি দেবে। এবং অন্তিমে পরম আনন্দময় গোলক ধামে নিয়ে যাবে।
(হরেকৃষ্ণ) মহামন্ত্র জপ করুন আর সুখী হউন
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরে
হরে রাম হরে রাম রামরাম হরেহরে🌹🌹
জয় শ্রীল প্রভুপাদ।।

আমরা যদি কৃষ্ণের নিকট ২৫ পারসেন্ট আত্মসমর্পণ করি তবে তিনি আমাদের ২৫%-ই রক্ষা করবেন। আমরা যদি ৫০ ভাগ আত্মসমর্পণ করি তবে ত...
06/06/2023

আমরা যদি কৃষ্ণের নিকট ২৫ পারসেন্ট আত্মসমর্পণ করি তবে তিনি আমাদের ২৫%-ই রক্ষা করবেন। আমরা যদি ৫০ ভাগ আত্মসমর্পণ করি তবে তিনিও আমাদের ৫০ শতাংশ রক্ষা করবেন। আর আমরা যদি শ্রীকৃষ্ণের চরণে ১০০% Surrender করি তবে তিনিও পূর্ণভাবে আমাকে রক্ষা করবেন, মুক্তিপ্রদান করবেন।

─ HH Jayapataka Swami GuruMaharaja
13 July, 2022

➤ #ব্যক্তিগত_যুক্তিঃ আরো সহজ করে বলতে গেলে, ব্যাপারটি হচ্ছে ঠিক মোবাইলে ফ্লেক্সিলোডের মতো। আপনি যখন কোনো দোকানে গিয়ে আপনার মোবাইলে টাকা লোড করার জন্য ৫০ টাকা দিতে বলবেন, তখন দোকানকার আপনার নাম্বারে কিন্তু ৫০ টাকাই দেয়, তিনি এর থেকে বেশি টাকা দেন না কিন্তু। এটা দোকানদারের দোষ নয়, কারণ তিনি আপনার প্রেরণ করা সমপরিমাণ টাকাই কিন্তু আপনাকে প্রদান করছে।

তিনি কেন আপনাকে এর থেকে অধিক পরিমাণ টাকা আপনার মোবাইলে প্রেরণ করবে? কারণ আপনিই তো বেশি টাকা দেননি, তাই না! সো, এখানেও ব্যাপারটি ঠিক এরকম, আপনি যতটুকু কৃষ্ণের প্রতি বিশ্বাস, তাঁর চরণে আত্মসমর্পণ করবেন, তিনি ততোটুকুই আপনাকে রক্ষা করবেন। তার থেকে একটু বেশিও নয়, কমও নয়।

তাই আমাদের সবারই উচিত শ্রীকৃষ্ণের নিকট পূর্ণরূপে Surrender করা, তাহলে তিনিও সকল বাঁধা-বিপত্তিতে আমাকে পূর্ণরূপে মুক্তি দিবেন, রক্ষা করবেন। এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই, আর সেই গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় প্রদান করেছেন।

─copy paste

রাস্তায় কোনো রিকশাওয়ালা দেখলে কখনো আপনার সন্তানকে বলবেন না, লেখাপড়া না করলে তাঁদের মতো হবে। বরং এটা বলুন যে, মন দিয়ে লেখ...
24/05/2023

রাস্তায় কোনো রিকশাওয়ালা দেখলে কখনো আপনার সন্তানকে বলবেন না, লেখাপড়া না করলে তাঁদের মতো হবে। বরং এটা বলুন যে, মন দিয়ে লেখাপড়া করলে এদের জন্য কিছু করতে পারবে।

শিশুরা ভেদাভেদ বুঝে না ততক্ষণ, যতক্ষণ না আপনি কিছু শিখান! আপনার আমার চিন্তাধারা বদলে গেলে বদলে যাবে এই সমাজ।

21/05/2023

হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏🙏
📣📣📣আগামী ২জুন পানিহাটি চিড়াদধি মহোৎসব 📣📣📣





ব্রহ্মমুহুর্ত ভীষন শক্তিশালী একটা সময়...♥️♥️এই সময় টা হলো ব্রহ্মের সময়।ভোর 3.35-5:30 পর্যন্ত।এই সময় প্রত‍্যেক দেব দেবী ক...
10/05/2023

ব্রহ্মমুহুর্ত ভীষন শক্তিশালী একটা সময়...♥️♥️

এই সময় টা হলো ব্রহ্মের সময়।ভোর 3.35-5:30 পর্যন্ত।
এই সময় প্রত‍্যেক দেব দেবী ক্ষীরোদক সমুদ্র তটে আসেন যেখানে ভগবান শায়িত থাকেন এবং ব্রহ্মা,মহাদেব সহ তেত্রিশ প্রকার দেব দেবী,মুনি ঋষী সকলে ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন।
ভক্তি জীবনকে যারা শুদ্ধ ভাবে পালন করছে তারা কেউ এইসময় ঘুমিয়ে থাকে না। এই সময় ভগবানের মংগল আরতি করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকে।
সাধনার জন‍্য,নিজের ইষ্টের সাথে বা গুরুর সাথে যোগসূত্র স্হাপনের,মন্ত্র জপের জন‍্য এটা সবচেয়ে শক্তিশালী সময়।
দেব দেবীরা ভগবানের সাধনার জন‍্য ও তার একটু সেবার জন‍্য সুযোগ খোঁজেন।আমরা প্রত‍্যেকের ভগবানের দাস।যদিও ভগবান ই এমন একজন মালিক যিনি দাসের ও দাস🙂🙏।তিনি শুদ্ধ ভক্তের সেবা করতেও রাজী।
ব্রহ্মমুহুর্তকে কাজে লাগান।সাধনার জন‍্য প্রাপ্ত এই মনুষ‍্যদেহ কে কাজে লাগান।...🌼🌼🍃🌼🌼

🔰 গৃহস্থ আশ্রমে স্ত্রী স্বামীকে কৃষ্ণভাবনামৃত চর্চা করতে সহায়তা করবে তদ্রূপ স্বামী স্ত্রীকে কৃষ্ণভাবনাময় জীবনে এগিয়ে যেত...
25/04/2023

🔰 গৃহস্থ আশ্রমে স্ত্রী স্বামীকে কৃষ্ণভাবনামৃত চর্চা করতে সহায়তা করবে তদ্রূপ স্বামী স্ত্রীকে কৃষ্ণভাবনাময় জীবনে এগিয়ে যেতে সহায়ক হবে।।
আর এভাবেই একটি আদর্শ গৃহস্থ পরিবার কৃষ্ণভাবনামৃতের অমৃত আস্বাদনের মাধ্যমে বৈকুণ্ঠ ধামে পরিণত হয়।।। 🔰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhaktimayi Devi Dasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category