Ubaidi Hasan

Ubaidi Hasan I'm the Managing Director and CEO of an e-commerce company, Edazzl.com

30/03/2024
07/03/2024

এলাকার ফকির নাকি এলাকায় ভিক্ষা পায় না,🤣🤣
আর,ব্যাবসা করতে নাকি টাকা পয়সা লাগে না🤔🤔, কথাটা অবিশ্বাস্য হইলে ও একেবারে কিন্তু ভুল না! 😌😌
চলুন আপনার ভুল ভাঙ্গার চেষ্টা করি।😎😎😎😎

19/02/2024

বাংলাদেশ থেকে FB Boost করা অফ করা হয়েছে, এটা তো সকলের জন্য ভালো খবর, বেঁচে যাচ্ছে প্রতি মাসে ২৫৯ কোটি টাকা। আপনারা হতাশ কেন হচ্ছেন...

07/02/2024

Next Youths কি, এই কমিউনিটির কাজ কি?

05/01/2024
05/01/2024

এবার হবে ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণ

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তা'আলা যাকে জয়ী করবেন, তাকে হারানো সাধ্য কার, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে স্বপ্ন পূরণের ল...
30/11/2023

আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ তা'আলা যাকে জয়ী করবেন, তাকে হারানো সাধ্য কার,
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে
স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলাম, সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ...
নিন্দুকেরা অনেক কিছুই বলবে,আশেপাশে তাকিয়ে দেখো নিন্দুকেরা তোমার যোগ্যতার ধারে কাছেও নেই....
যাই করো বন্ধু হাল ছেড়ো না, লেগে থাকার নামই সফলতা..

Being a king is not so Easy
17/11/2023

Being a king is not so Easy

ছোটোবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমাদের  #বেশিরভাগ বাবা-মা এবং শিক্ষক বলেছিলো দেখো পাশের বাসার ছেলে/মেয়ে ওমক রেজাল...
08/11/2023

ছোটোবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমাদের #বেশিরভাগ বাবা-মা এবং শিক্ষক বলেছিলো দেখো পাশের বাসার ছেলে/মেয়ে ওমক রেজাল্ট করেছে, ওমক জায়গায় চান্স পেয়েছে, চাকরি পেয়েছে, লটা*রি পেয়েছে, বিদেশ গিয়েছে, ভালো পাত্র/পাত্রী পেয়েছে। তুমি কি করতে পেরেছো? তুমি তো তার মতোন কোনো উন্নতি করতে পারলা না! হয়তো এই কথা গুলো তারা আমাদের ভালোর জন্যই বলেছে কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শিখেছি একটা ভয়া*নক শিক্ষা! জানেন সেটা কি?
আমরা শিখেছি অন্যের উন্নতি মানে আমার নিজের জন্য সেটা খারা*প। যদি কেউ ভালো অবস্থায় থাকে, ভালো চাকরি পায়, সফলতা পায় তখন আমাদের মুরুব্বিরা এমন ভাবে আলোচনা করে যেনো সেটা আমার জন্য খারা*প। তারপর আমরা মনে মনে কষ্ট পাই আর আমাদের নিষ্পাপ মন নিজের অজান্তেই কামনা করতে থাকে যেনো তার আশে পাশের নিজে ছাড়া আর কারোর যেনো কোনো উন্নতি সাধন না হয় কারণ উন্নতি হলেই তো আবারও তাকে ছোটো হতে হবে!!
অপরদিকে যখন আশেপাশের কেউ ফেইল করে, মাদকা*সক্ত হয়, ডিভোর্স হয়, ভালো চাকরি পায়না অথবা বিয়ে হয়না তখন আমাদের বেশিরভাগ মুরুব্বি আমাদের সামনেই তাকে টিটকারি মে*রে কথা বলে আর মজা নেয়। এতে করে আমাদের মতোন মানুষ নিজের অজান্তে মনে করি 'একদম ঠিক আছে, ভালোই হইসে।'
অর্থাৎ বিষয় টা এমন ভাবে দাড়ায় যে-
"অপরের খারা*প মানে তা আমার নিজের জন্য ভালো,
আর অপরের ভালো মানে আমার নিজের জন্য অসম্মানজনক।"
অনলাইনে আমরা যখন কাউকে ভালো থাকতে দেখি তখন সেখানে যেয়ে তাকে ক*ষ্ট দেওয়ার উদ্দেশ্যে খুবই নোং*রা ভাষায় অপমান করি!
আর যখন কাউকে বর্বাদ হতে দেখি তখন তাকে কমেন্ট করি 'আহারে, এমন কেনো হলো! অথবা একদম উচিৎ হয়েছে যা হয়েছে।"
প্রকৃতঅর্থে, সত্যটা হচ্ছে কেউ যখন ভালো থাকে সে কিন্তু তার আশেপাশের মানুষকে তার সাধ্য মতোন সাহায্য সহযোগিতা করে ভালো রাখে। আর কেউ যদি ভালো না থাকে তাহলে সে কখনোই অন্যকে বা পাশের মানুষকে ভালো রাখতে পারবেনা।
কিন্তু এই কথা আমরা বিশ্বাস করতে চাইনা। এইটাই সমস্যা।
যাই হোক সবাই ভালো থাকুন, পাশের মানুষটাকেও ভালো রাখুন। 😁

প্রিয়বন্ধু, সংকটময় এই মুহূর্তে আপনার মত অনেকেই চিন্তিত নিজের এবং পরিবারের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিয়ে। আর এই সময়ে, আপন...
03/11/2023

প্রিয়বন্ধু,
সংকটময় এই মুহূর্তে আপনার মত অনেকেই চিন্তিত
নিজের এবং পরিবারের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিয়ে।
আর এই সময়ে, আপনি আপনার জীবনের গতি ধরে রাখতে
বেছে নিতে পারেন ইড্যাজেল মার্কেটিং কোম্পানি।
যেখানে শুধুমাত্র দোকান পরিবর্তন করে এবং অন্য কে দোকান পরিবর্তনের পরামর্শ দিয়ে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা।
কমিশন ভিত্তিক এই আয়ের মাধ্যমে, পার্টটাইম কাজ করে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার পাশাপাশি নিজের ক্যারিয়ারেও আনতে পারেন ইতিবাচক পরিবর্তন।

১০০ ভাগ মানুষই অর্থসম্পদের মালিক হতে চাই
কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে , প্রায় ৯০% মানুষ এটা জানে না যে.
ইনকাম পদ্ধতি কয় প্রকার এবং কি কি !
আর কোন ইনকাম পদ্ধতি মানুষ কে ধনী বানায়।
একবার ভাবুন তো পরিশ্রম করলেই যদি ধনী হওয়া যেত
তাহলে সমাজের ৯০% মানুষই ধনী হতো।
একটা কথা মনে রাখবেন আপনি, আমি, আমরা যে যে অবস্থাতেই আছি
তা শুধুমাত্র আমাদের যোগ্যতার কারণেই আছি -
যদি হালত বদলাতে চান তাহলে নিজের যোগ্যতা কে ও বৃদ্ধি করতে হবে।

প্রিয়বন্ধু,
টীম e-Gen - আমরা এমন একটা গ্ৰুপ তৈরী করেছি,
যেখানে আগামী এক বছরে অন্তত ১০০০০ উদ্যোক্তা তৈরী হবে,
যারা ৮ থেকে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে, অনলাইন /অফলাইনে পার্টটাইম কাজ শিখে এবং করে, মাত্র দুই বছরের মধ্যে মাসে ১ থেকে দুই লক্ষ টাকা ইনকাম এ পৌঁছাতে পারবে।

এই নভেম্বর মাসে আমি মাত্র ২০জন কে সরাসরি আমার টিম এর ফ্রন্ট লাইনে
যুক্ত করবো। এবং পরবর্তী ধাপে ২০০ জন কে সুযোগ করে দিবো আমার তত্ত্বাবধানে সরাসরি কাজ করার।

দয়াকরে সবাই যোগাযোগ করবেন না !

শুধুমাত্র প্রফেশনাল, প্রোএক্টিভ, স্মার্ট ও গ্রোথ মাইন্ডসেট
ও ব্যাক্তিত্ব সম্পূর্ণ কিছু মানুষ কে অনুরোধ করছি,
নিজের নাম ও বর্তমানে কোথায় আছেন তা লিখে পাঠান
এই হোয়াটস আপ নম্বরে 01326153787
(দয়াকরে ফোন দিবেন না )

এবং কেন আপনাকে প্রথম ২০ জন এ অন্তর্ভুক্ত করার সুযোগ দিবো (বিস্তারিত লিখে পাঠাতে পারেন। )

ধন্যবাদ,
উবাইদী হাসান

নিজের জীবনটাকে উজ্জ্বলময় করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর যদি এই ছোট ডিসিশনটি আপনি নিতে পারছেন না যদি আপনি বলেন, স্যা...
31/10/2023

নিজের জীবনটাকে উজ্জ্বলময় করার দায়িত্ব আপনাকেই নিতে হবে।
আর যদি এই ছোট ডিসিশনটি আপনি নিতে পারছেন না
যদি আপনি বলেন, স্যার টাইম নেই, টাকাও নেই।
তার মানে হচ্ছে আপনার কাছে আড্ডা দেয়ার টাইম আছে,
গসিপ করার টাইম আছে, প্যান প্যান, হায় হুতাশ করার টাইম আছে,
নন প্রোডাক্টিভ কাজে সময় ইনভেস্ট করার টাইম আছে কিন্তু জীবন নিয়ে, ভবিষ্যৎকে আলোকময় করার কিছু শেখার কিছু উদ্যোগ নেয়ার টাইম নেই,
তাহলে আপনি ঐ মানুষদের দলে যারা সারাজীবন নিজের জীবন নিয়ে হায় হুতাশ করতে ভালোবাসে, দুঃখের কান্না করতে ভালোবাসে কিন্তু নিজের জীবনকে বদলানোর উদ্যোগ তারা কখনোই নিতে জানে না

যদি আপনি জীবনে কিছু করতে না চান
তাহলে ভাবুন একটা মুর্দার মতো জীবন্ত লাশ হয়ে
সবসময় কিছু না করার বাহানা খুঁজতে থাকা অপদার্থ হয়ে কতদিন কাটাবেন।

30/10/2023

বুঝতে পারলে কোটি টাকা ইনকাম

Congratulations 💓❤️ Fatema Tuj Johora  হার না মানার একটি গল্প রচনা করার জন্য, অনেক বেশি ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আরো...
27/10/2023

Congratulations 💓❤️ Fatema Tuj Johora
হার না মানার একটি গল্প রচনা করার জন্য, অনেক বেশি ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আরো দূরে এগিয়ে যাওয়ার জন্য।...

ফ্রিল্যাসিং করে মাসে লাখ টাকা ইনকাম করছে রাজবাড়ীর কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা -- বিস্তারিত জানতে ক্লিক করুন -- https://rajbaribarta.com/75732/

Address

Modhubagh Road
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Ubaidi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ubaidi Hasan:

Videos

Share