RaFi IslaM

RaFi IslaM FinFluencer, Entrepreneur, Content Creator & Web Developer. https://bio.link/rafiislam
(1)

30/01/2025

Deepseek AI R1- প্রযুক্তির নতুন যুগ শুরু!

সাধারণত কেউ কোর্স কিনলে আমি মেইল চেক করি না, কিন্তু আজ হঠাৎ চেক করতে গিয়ে এক স্টুডেন্টের অর্ডারের পর লেখা নোটটা চোখে পড়ল...
30/01/2025

সাধারণত কেউ কোর্স কিনলে আমি মেইল চেক করি না, কিন্তু আজ হঠাৎ চেক করতে গিয়ে এক স্টুডেন্টের অর্ডারের পর লেখা নোটটা চোখে পড়ল। পড়ার পর মনে হলো, এই ধরনের ডেডিকেশন আর স্বপ্নই একজন সত্যিকারের লার্নারকে সফল করে তোলে!

📩 নোটটি:
"আসসালামু আলাইকুম ভাইয়া।এই কোর্সটিতে এনরোল করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেনো আমার একটি প্রফেশনাল ই-কমারস সাইট ডেভেলপ করে নিজেই উদ্দ্যোক্তা হতে পারি।পাশাপাশি ওয়ার্ড প্রেসের নানাবিধ ওয়েবসাইট ডেভেলপ শিখে যেনো মারকেটপ্লেসেও জায়গা করে নিতে পারি। আপনার ভিডিওর সেই ডারক মোটিভেশনের কথা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে ,তাই আমি আপনার এই কোর্সটি শিখতে আগ্রহী হয়েছি। কাজেই আশারাখি, কোর্স টি শেষে অনেক উপকৃত হবো এবং সবসময় ইনশাআল্লাহ আপনার হেল্প পাবো। দোয়া করবেন ভাইয়া।"

💙 এমন মাইন্ডসেট নিয়েই কেউ যদি শেখে, সে সফল হবেই! যারা শেখার জন্য সত্যিকার অর্থে আগ্রহী, তারা শুধু একটা কোর্স না, বরং একটা নতুন ভবিষ্যৎ তৈরি করতে আসে!

29/01/2025

ফ্রিল্যান্সিংয়ে প্রথম ক্লায়েন্ট পাওয়ার রোডম্যাপ এবং $1120 আয়! Your First Client

লোকজন ভাবে ফ্রিল্যান্সিং মানেই "সকাল ১০টা পর্যন্ত ঘুম, তারপর আরামে কাজ!" 😎(বাস্তবে: ক্লায়েন্ট বলবে, 'I need this urgent!...
29/01/2025

লোকজন ভাবে ফ্রিল্যান্সিং মানেই "সকাল ১০টা পর্যন্ত ঘুম, তারপর আরামে কাজ!" 😎

(বাস্তবে: ক্লায়েন্ট বলবে, 'I need this urgent!' আর আপনি ৩টা পর্যন্ত রাত জেগে কফির কাপ গুনবেন আর কাজ করবেন! ☕🥲)

👉 সফল হতে চাইলে টাইম ম্যানেজমেন্ট শিখেন, নাহলে আপনি ফ্রিল্যান্সিং ম্যানেজ করবেন না, আপনাকে ফ্রিল্যান্সিং আর ক্লাইন্টরা ম্যানেজ করবে! 😵‍💫

কখনো কখনো শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে - বরগুনার সুরঞ্জনা ইকো পার্ক ঠিক তেমনই এক...
29/01/2025

কখনো কখনো শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে -

বরগুনার সুরঞ্জনা ইকো পার্ক ঠিক তেমনই একটা জায়গা, যেখানে গেলে মনে হবে – জীবনটা একটু ধীরগতিতে উপভোগ করি! 😊

⚠️ AI বিপ্লব শুরু হয়ে গেছে! আপনি Ready তো? DeepSeek-এর নতুন আপডেট দেখিয়ে দিলো—AI কেবল টুল নয়, এটা একটা বিপ্লব! যারা এখনো...
28/01/2025

⚠️ AI বিপ্লব শুরু হয়ে গেছে! আপনি Ready তো?

DeepSeek-এর নতুন আপডেট দেখিয়ে দিলো—AI কেবল টুল নয়, এটা একটা বিপ্লব! যারা এখনো AI-কে সিরিয়াসলি নিচ্ছে না, তারা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

👉 AI আপনার কাজ কেড়ে নেবে না, বরং দক্ষ লোকদের আরও শক্তিশালী করবে!
👉 যারা শেখে না, কাজ করে না—AI তাদের জন্য সত্যিকারের বিপদ!

27/01/2025

বিদেশীরা আমার কোর্সের প্রমোশন করছে, শিখছে... আর আপনারা এখনো ভাবছেন, 'কোর্স করে কি লাভ হবে? 😉

অনেকেই অভিযোগ করেন, "ভাই, আপনার ভিডিও আমার সামনে আসে না!" 🎯 আপনারা কি জানেন? যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে মাত্র ১৫% ...
26/01/2025

অনেকেই অভিযোগ করেন, "ভাই, আপনার ভিডিও আমার সামনে আসে না!"

🎯 আপনারা কি জানেন? যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে মাত্র ১৫% মানুষ সাবস্ক্রাইব করেছেন!

আমি যখন এই ডাটা দেখলাম, তখন সত্যিই অবাক হলাম! 😅 ৮৫% মানুষ যারা আমার ভিডিও দেখছেন, তারা এখনো সাবস্ক্রাইব করেননি।

আপনি যদি নিয়মিত আমার ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন!
এবং All Notifications চালু রাখুন।

24/01/2025

ফ্রিল্যান্সিংয়ে টাইম ম্যানেজমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ? Time Management Tips for Freelancers!

অনেকেই আছে যারা আমার নামে ফেইক আইডি বা পেইজ খুলতেছে। আমার একটাই পেইজ যেখানে ৭৩,০০০ এর মতো ফলোয়ার আছে। প্রতারিত হয়েন না ক...
23/01/2025

অনেকেই আছে যারা আমার নামে ফেইক আইডি বা পেইজ খুলতেছে। আমার একটাই পেইজ যেখানে ৭৩,০০০ এর মতো ফলোয়ার আছে। প্রতারিত হয়েন না কেউ। 🤐😑

আর নিচে একটা ফেইক প্রোফাইলের পিক দিলাম। যদি কারো সামনে আসে রিপোর্ট মেরে দিয়েন কাইন্ডলি। 😊 ধন্যবাদ

আলহামদুলিল্লাহ! আমাদের YouTube চ্যানেলে ১০০,০০০+ Watch Time সম্পন্ন হয়েছে! 🎉আমাদের চ্যানেলে ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপম...
21/01/2025

আলহামদুলিল্লাহ! আমাদের YouTube চ্যানেলে ১০০,০০০+ Watch Time সম্পন্ন হয়েছে! 🎉

আমাদের চ্যানেলে ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট, এবং আয়ের উপায় নিয়ে আরও অনেক কন্টেন্ট আসছে। আশা করি, সামনের দিনগুলোতেও এভাবেই পাশে থাকবেন। ❤️

আপনাদের কী ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে, জানাতে ভুলবেন না!

20/01/2025

২০২৫-এ WordPress দিয়ে ফ্রিল্যান্সিং: সুবিধা, অসুবিধা এবং সঠিক সিদ্ধান্ত!

16/01/2025

WordPress ফ্রিল্যান্সারদের ১০টি বড় ভুল! যা আপনিও করেন

Skill Shikhi - স্কিল শিখি  Student's Review 😊"আলহামদুলিল্লাহ!! নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে প্রায় ৩ মাস আগে কোর্সটা ...
14/01/2025

Skill Shikhi - স্কিল শিখি Student's Review 😊

"আলহামদুলিল্লাহ!! নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে প্রায় ৩ মাস আগে কোর্সটা কিনেছিলাম! কেবলমাত্র কোর্সটা ১০০% শেষ করলাম!! কোর্স শেষ করার পর মনে হচ্ছে যে, টাকাটা উসুল হয়ে গিয়েছে! যা আশা করছিলাম, তার থেকেই বেশিই পেয়েছি!! ইনশাল্লাহ, ভালো কিছুর আশায় রইলাম!! যাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই!💙 IslaM "

13/01/2025

2025 এ ফ্রি তে WordPress শিখে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? - WordPress Roadmap

ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতা সহজে আসে না। ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, একটার পর একটা রিজেকশন মেনে ...
13/01/2025

ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতা সহজে আসে না।

ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, একটার পর একটা রিজেকশন মেনে নিতে হয়।

কিন্তু বিশ্বাস রাখেন, যদি প্রতিদিন ১% ভালো হওয়ার চেষ্টা করেন, সফলতা শুধু সময়ের অপেক্ষা। 😊

আমার ফ্রিল্যান্সিং শুরু এবং Payoneer ৯ বছর আগে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন পেওনিয়ার আমার প্রথম পেমেন্ট গেটওয়ে ছি...
10/01/2025

আমার ফ্রিল্যান্সিং শুরু এবং Payoneer

৯ বছর আগে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন পেওনিয়ার আমার প্রথম পেমেন্ট গেটওয়ে ছিল। আমার প্রথম ক্লায়েন্টের পেমেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত, পেওনিয়ার সবসময়ই আমার পাশে ছিল। এই কার্ডটি শুধু একটা কার্ড না; এটি আমার ৯ বছরের ফ্রিল্যান্সিং জার্নির একটা গুরুত্বপূর্ণ অংশ।

09/01/2025

আমার ২০২৫ সালের Yearly Goals এবং কীভাবে সেগুলো অর্জন করব?

Address

Dhaka, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when RaFi IslaM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaFi IslaM:

Videos

Share