আমাদের খবর 24

আমাদের খবর 24 সত্যের সন্ধানে নিরলস আমাদের খবর 24

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে ...
23/06/2024

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশন-এর কারণ ভবিষ্যৎ। তারচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন; আনন্দে বাঁচুন!

২. ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায়- কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে? আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন!

৩. পরম সমালোচনাকারী হচ্ছে- যিনি প্রতিনিয়ত আপনাকে আর্শীবাদ করেন ‘একজন’ হয়ে উঠার জন্য...! সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু- বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন... তাঁদের কখনোই অবহেলা করবেন না! আপনি বরং বিনয়ী হোন, মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন; সবকিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে!

৪. কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই। কারণ আমি বুঝতে পারি যে, আমি সঠিক কাজটাই করছি! আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি!! মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে!!!

৫. জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়ত ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না- এটা সময়ের অপচয়! সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন, জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনিই মহাসুখী!

৬. চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়ত অনেক কিছু পারেন; তবে দরকার নেই তা বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান... যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে-ই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে!

৭. আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন- নিজেকে বদলে ফেলুন; আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে!

৮. আপনার চিন্তা-ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন- এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে; স্রেফ সময়ের অপেক্ষা।

৯. জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে copy করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই- প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা! কোথায় জন্মেছেন- সেটা আপনার নিয়তি; কোথায় পৌঁছাবেন- সেটা আপনার কর্মফল!

১০. আজকে থেকে ঠিক ৯৯৯ দিন পরে আপনার অবস্থান কোথায় হবে- সবকিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন, তার ওপর!

১১. কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না। কেননা মিথ্যা কথা সব সময়ই সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছোটে। কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময়ক্ষেপণ ও বেগ পেতে হয়!

১২. জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, ভালো করারই সময় কম। মন্দ কাজ করার সুযোগ কই? ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়!

১৩. আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসা-হাসিই না করে, তবে বুঝে নেবেন- লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে! আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে..! তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না- সেই স্বপ্ন দেখবেন না।

১৪. কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাস করেন! বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন, যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে।

১৫. মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক-এ লাইক-এর সংখ্যা দিয়ে যাচাই করা যায় না; মৃত্যুর পর উনার জানাজায় ক’জন হাজির হলেন- সেটাও দেখার বিষয়!

১৬. সুস্থ দেহ+প্রশান্ত মন = উপভোগ্য জীবন। শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস।

১৭. জ্ঞানীরা বলেন কেননা তাঁদের কাছে বলার মতো কিছু কথা আছে; আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে! কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার আগে অন্তত তাঁর সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়...!

১৮. যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে, সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্যধারণ করুন… ভবিষ্যতে আরো ভালো দিন আসবে!

১৯. প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে, সে-ই প্রকৃত সুখী। হবে না, পারবো না, আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু মজার ব্যাপার- নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে, তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে- এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে, জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতিবাচক ভাবনার টানুন ইতি, বেড়ে যাবে জীবনের গতি!

২০. মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না, সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই। মজার ব্যাপার হলো- আপনি যখনি আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন (অর্থাৎ কাগজ-কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন), মস্তিষ্ক কেবলমাত্র তখনি নতুন কিছু ভাববার সুযোগ পায়, নচেৎ আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না (ঢোকার জায়গা পায় না)। কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয়, যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে…! তাই মাথায় যত বুদ্ধি আসে, যত দ্রুত সম্ভব কাজে লাগান; হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে! অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়।

২১. পৃথিবীতে এমন কোনো কাজ নেই- যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন! যারা কোনোকালেই কিছু করবে না- তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই- থাকতে পারে না। এ পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে, সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে!

সংগৃহীত পোস্ট।

"রাস্তা বন্ধের প্রতিবাদ করায় যুবককে মারধর, হাসপাতালে ভর্তি"আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ...
07/06/2024

"রাস্তা বন্ধের প্রতিবাদ করায় যুবককে মারধর, হাসপাতালে ভর্তি"

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় ওহাব আলী (৪০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নবাব আলী গংয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪জুন) সন্ধ্যায় জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমারগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে। আহত যুবককে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভগী ওই যুবক কুমারগঞ্জ এলাকার মৃত আব্দুল গফুর এর ছেলে। আর অভিযুক্তরা হলো- একই এলাকার মৃত আব্দুল গফরের দুই ছেলে নবাব আলী (৫০), আবুল কাসেম (৩২), আনারুল ইসলামের স্ত্রী মকলেসা বেগম (৫৬) তাঁর ছেলে আহাদ আলী (৩৫), নবাব আলীর স্ত্রী গোলাপী বেগম (৩৫) ও আবুল কাসেমের স্ত্রী আসমিনা আক্তার (৩০)। তাঁরা একই এলাকার বাসিন্দা। এই এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নবাব আলীর লোকজন জমির বিরোধে ওহাব আলীর পরিবারের ক্ষতিও ষড়যন্ত্র করে আসছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাব আলীর লোকজন ওহাব আলীর ভোগদখলকৃত জমি জবর-দখল করে এবং জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এসময় ওহাব বাঁধা দিতে গেলে নবাব আলী গং তাকে কিলঘুষিসহ বাশের লাটি দিয়ে বেধড়ক মারধর করেন। এবং নবাব আলী দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করার চেষ্টাকালে তাঁর বাম হাতের একটি আঙ্গুল জখম হয়। ওই অবস্থায় নবাব আলী ওহাবকে মাটিতে ফেলে বুকের ওপর পারা দিয়ে গলা চেপে ধরে হত্যার চেস্টা করে। আর আবুল কাসেম তাঁর মাথা-কানে জোরে আঘাত করে জখম করেন। পরে এলাকাবাসীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

এছাড়াও নবাব গং গেল বছরের ৪ ডিসেম্বর জমিজমাকে কেন্দ্র করে ওহাব আলী ও তার ৯ মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুত্বর জখম কর। এবং নিজেরা বাঁচতে উল্টো ওহাব আলীর নামে মিথ্যা মামলা করেন তারা।

চিকিৎসাধীন মো: ওহাব আলী জানান, কোন কিছু বুঝে ওঠার আগেই নবাব আলী ও তাঁর লোকজন আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। আমি প্রতিবাদ করতে গেলে তাঁরা আমাকে বেধড়ক মারধর করেন। উপস্থিত লোকজন আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র উচিয়ে বিভিন্ন হুমকি দেন। আর তাঁরা যে জমি দখল করে রাস্তা বন্ধ করতে আসে তা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি গায়ের জোরে জোরপূর্বক আমার ক্রয়কৃত ও পৈত্রিক জমি দখল করে রেখেছেন। আর আমাকে দমিয়ে রাখতে তিনি আমার পরিবারের সদস্যদের উপরে অন্যায় ও নির্যাতন চালাচ্ছেন। আমি এর সঠিক বিচার ও প্রশাসনের কাছে তার কঠোর শাস্তি দাবি করছি।

এব্যাপারে অভিযুক্ত নবাব আলী, আবুল কাসেম ও তাঁর গংয়ের সঙ্গে যোগাযোগ করলে রাস্তা বন্ধের কথা স্বীকার করেন। তবে ওহাব আলীকে মারধরের বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

07/06/2024

জুম্মা মোবারক ❤️❤️❤️

নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০২ জন সদস্য গ্রেফতার।সাচচু মোল্লা (নড়াইল)। নড়াইলে আন্তঃজেলা মোটর...
18/04/2024

নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০২ জন সদস্য গ্রেফতার।

সাচচু মোল্লা (নড়াইল)।

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ও মোঃ সোহাগ শেখ (৩০) নামের ০২ জন চোরকে গ্রেফতার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) ও নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ফরিদপুর জেলার মধুখালী থানার মোঃ দুলাল শেখের ছেলে এবং মোঃ সোহাগ শেখ (৩০) একই থানার পূর্ব গাঁড়াখোলা গ্রামের মোঃ আক্কাস শেখের ছেলে। গত ০৯/০৪/২৪ খ্রিঃ বেলা অনুমান ১২:০০ ঘটিকা হতে বেলা ১২.১০ ঘটিকার মধ্যে যে কোন সময় নড়াইল সদর থানাধীন আলাদাতপুর সাকিনস্থ জনৈক দুখুর দোকানের সামনে জনৈক মোঃ কিবরিয়া সাহেবের বাসার গেটের সামনে হতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিজানুর রহমান এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল, যার রেজি নং-যশোর ল-১৫-৭৫৬২, ইঞ্জিন নং-DHYWHE-47964, চ্যাসিস নং MD2A1ICYRHWE99919 অজ্ঞাতনামা চোরেরা চুরি করে চম্পট দেয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি চুরির মামলা রুজু করা হয়। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা সিসিআইসি টিম। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ এপ্রিল'২৪ সকাল ১০ঃ১০ ঘটিকার সময় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল ইসলাম ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) এর এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজবাড়ীর জেলা কারাগারের প্রধান গেইটের সামনে হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-যশোর-ল-১৫-৭৫৬২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) এর নামে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১৬ টি মামলা রয়েছে।

আপনাদের মূল্যবান বিজ্ঞাপন দিতে পারেন আমাদের পত্রিকায়।।।। আমাদের খবর 24www.amaderkhabor24.com
02/04/2024

আপনাদের মূল্যবান বিজ্ঞাপন দিতে পারেন আমাদের পত্রিকায়।।।।
আমাদের খবর 24
www.amaderkhabor24.com

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা।।।। www.amaderkhabor24.com           আমাদের খবর 24
26/03/2024

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা।।।।
www.amaderkhabor24.com
আমাদের খবর 24

ব্রিজ ভেঙে বাস ট্রাক হালে পড়ে যাই ২৭ জন নিহত  এই শোক সইবার নয় 😥😥ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়  ব্রীজ ভেঙ্গে বাস...
24/03/2024

ব্রিজ ভেঙে বাস ট্রাক হালে পড়ে যাই ২৭ জন নিহত এই শোক সইবার নয় 😥😥

ব্রাক্ষণবাড়িয়া জেলার
নাসিরনগর উপজেলায় ব্রীজ ভেঙ্গে বাস-ট্রাক খালে, ২৭ জন নিহত।গুরুতর আহত আরো ৪৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মা-বাবার চোখের সামনে সন্তানের আর সন্তানের সামনে মা-বাবার লাশের কান্না স্বজনদের আহাজারিতে চারপাশে শোক।
হে আল্লাহ আপনি সকল নিহতদের
জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আহতদের সুস্থতা দান করুন।

>সড়ক ও জনপদ এবং সেতু বিভাগের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এতো বড়ো দূর্ঘটনা যেনো না ঘটে সারাদেশে নজর দিন।

মালয়েশিয়ার শাহ আলমের একটি ফ্যাক্টরিতে সহকর্মীর ছুরি আঘাতে একজন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল...
20/03/2024

মালয়েশিয়ার শাহ আলমের একটি ফ্যাক্টরিতে সহকর্মীর ছুরি আঘাতে একজন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইফতারের সময় অন্যজনের কমলার জুস পান করায়, তাকে ছুরি আঘাত করা হয়।
নিহতের পরিচয় এখনও জানা যায় নি।।

মাত্র ১২০ টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭১ তরুণ-তরুণীর পুলিশে চাকরি। ধন্যবাদ সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাখাওয়াত হোস...
15/03/2024

মাত্র ১২০ টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭১ তরুণ-তরুণীর পুলিশে চাকরি। ধন্যবাদ সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন মহোদয় কে এমন স্বচ্ছ নিয়োগ সম্পন্ন করার জন্য

আমাদের খবর 24

13/03/2024

মালয়েশিয়া পাহাং রাজ্যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বাংলাদেশি ডাকাত নিহত।।

বিস্তারিত আসছে.......

রমজানের ক্যালেন্ডার সেহেরী ও ইফতারের সময়সূচি।।।        আমাদের খবর 24 Raihan Sarker Rabbi
11/03/2024

রমজানের ক্যালেন্ডার সেহেরী ও ইফতারের সময়সূচি।।।

আমাদের খবর 24 Raihan Sarker Rabbi

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের পক্ষ থেকে ৫ টি নিষেধাজ্ঞা জারি করেছে।।।                   আমাদের খবর 2...
04/03/2024

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের পক্ষ থেকে ৫ টি নিষেধাজ্ঞা জারি করেছে।।।


আমাদের খবর 24

মালোশিয়ায় ট্রেন দূর্ঘটনায় তিন বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু।মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশী কর্মীর মৃত্যু ...
04/03/2024

মালোশিয়ায় ট্রেন দূর্ঘটনায় তিন বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু।

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়েছে বলে জানায় সেলাঙ্গার রাজ্যর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট।

সেলাঙ্গার রাজ্য কাজাংয়ে কমিউটার ট্রেনের দুর্ঘটনা (৩ মার্চ) রাত ১০.৩০ মিনিটে জরুরি ফোন পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনা স্থানে পৌছায়। নিহত তিন বাংলাদেশী রেলওয়ে ট্র্যাক দিয়ে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এমনি তথ্য জানান সেলাঙ্গার রাজ্যর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মখতার।

গতকাল মৃত্যুবরন করলেও এখনও পর্যন্ত তিন বাংলাদেশী প্রবাসীর পরিচয় পাওয়া যায়নি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি আর নেই!আব্দুর রাজ্জাক বাপ্পী,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও স...
03/03/2024

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি আর নেই!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান আর নেই।তিনি রোববার দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া.... রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তিনি ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এরপূর্বে তিনি ৩ বার ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৪ সালে প্রথমবার রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২য় বার ১৯৯২ সালে এবং ৩য় ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
৯০ এর দিকে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।ক্রমান্বয়ে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব রত ছিলেন।

শোকসংবাদবাংলাদেশের আপনাদের প্রিয় মুখ এবং পরিচিত বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা  লুৎফুর রহমান ছাহেব আর আমাদের মাঝে নেই,...
03/03/2024

শোকসংবাদ

বাংলাদেশের আপনাদের প্রিয় মুখ এবং পরিচিত বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমান ছাহেব আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা'য়ালা প্রিয় কুরআনের খাদেমকে কবুল করুন। তাঁর নেক আমল সমূহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। সর্বোচ্ছ জান্নাত -জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।

আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার পরিজন ও সহর্কমীদেরকে আল্লাহ তা'য়ালা সবরে জামিল দান করুন।। আমীন।।

পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য মালয়েশিয়া কলিং ভিসা এসে কাজ পাই নাই ৬ মাস হলো ঘুমের ভিতরে মৃত্যু হয়। ইন্না লিল্লাহ হি ওয়...
03/03/2024

পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য মালয়েশিয়া কলিং ভিসা এসে কাজ পাই নাই ৬ মাস হলো ঘুমের ভিতরে মৃত্যু হয়।
ইন্না লিল্লাহ হি ওয়াহ ইন্নাহ ইলাহি রাজীউন 🤲
হারে প্রবাস কাজের জন্য এসে লাশ হয়ে ফিরতে হবে

Address

FLAT-B-9, House-454, Road-198 Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের খবর 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share