কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন-২৩নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক শাহ জালাল আলাল টিবিসি নিউজের একান্ত সাক্ষাৎকারে বলেন-
কুমিল্লা---
ভোগান্তির অপর নাম কুমিল্লা টমছমব্রীজ লাকসাম রোডে লাকী হাউজের ভিতরে মিজান'স আই কেয়ার সেন্টারটি। রোগী ঠকানো রমরমা সাইনবোর্ড দেখা গেলেও কাজে ঠনঠন।। দূর দূরান্ত হতে আসা রোগীদের সিরিয়াল সময় পার হয়ে গেলেও সময় মত ডাক্তার দেখাতে না পারায় চরম ভোগান্তী পোহাতে হচ্ছে সাধারন মানুষদের।। এ যেন কসাই খানার থেকেও নিষ্ঠুর কর্মকান্ড।। কুমিল্লা টমছমব্রীজ রোডে লাকী হাউজে চক্ষু ডাক্তার মিজানুর রহমানের মিজান'স আই কেয়ার চেম্বারে কোন রোগী ডাক্তার দেখাতে আসলে সেখানে অসৌজন্যমূলক আচারন করে থাকে মিজান'স আইকেয়ারের কর্মরত স্টাফরা । অভিযোগ পাওয়া যায় যে- প্রেসকিপশন এ রোগী দেখার সময় ৩টা থেকে লিখা থাকলে ৪টার মধ্যেও চেম্বার খোলা হয় না,যার ফলে দূর দূরান্ত হতে আসা রোগীদের ভোগান্তিতে পরতে হয়। চেম্বারের সামনে অপেক্ষামান কোন প্রকার পদ্ধতি না থাকায় রোগীদের অপেক্ষা করতে
৪র্থ ধাপে কুমিল্লা কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একান্ত সাক্ষাৎকারে নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন।
দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জহিরুল আলিম খাঁন রতন একান্ত সাক্ষাৎকারে-------
বিস্তারিত জানতে ক্লিক করুন///
https://youtu.be/M3HsUONfy2M
দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৪.৫.৬নং ওয়ার্ড সংরিক্ষত মেম্বার প্রার্থী লিপি জনপ্রিয়তার শীর্ষে
আ.আ.ম নোমান:
আগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপে কুমিল্লা জেলার সদর উপজেলার ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনে) মহিলা মেম্বার পদপ্রার্থী গরীব-দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল, মানবিক নারী ২ বারের ইউপি সফল সদস্য তাহমিনা আক্তার লিপি’র জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল নারী মেম্বার প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন। এবারের নির্বাচনে তার প্রতিক (কলম)। ইতিমধ্যে তিনি তাহার সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল-মত ও ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী’রা জানান-তাহমিনা আ
কালির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১
* ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে প্রশাসনের নিকট সহযোগিতা চাচ্ছেন ৭নং ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী মাহবুবুল ইসলাম -
*বিস্তারিত ইউটিউব লিংকেঃ-
https://youtu.be/V55V3qZGKWo
কালির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১
* সুষ্ঠ নির্বাচন ও ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে-নির্বাচনে সার্বিক পরিস্থিতির বিষয়ে ৭নং ওয়ার্ডের মোরগ প্রতীকের একান্ত সাক্ষাৎকার--
*বিস্তারিত ইউটিউব লিংকেঃ-
https://youtu.be/e0L8slacjyM
কালির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন
* ভোটারদের ভোট দান নিশ্চিত করতে প্রশাসনের
নিকট সহযোগিতা কামনা করে ৯নং ওয়ার্ড
আপেল প্রতীকের একান্ত সাক্ষাৎকার--------
*বিস্তারিত ইউটিউব লিংকেঃ-
https://youtu.be/87Pdiz2Br3M
বিজয়ের ৫০ বছরে সবকিছুকে ছাড়িয়ে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিকশিত বাংলাদেশ।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধাদের🇧🇩