কষ্টের ফেরিওয়ালা

কষ্টের ফেরিওয়ালা AssalAmulaikum�

21/10/2024

— তুমি যে জিনিসটার জন্য প্রার্থনা করছো আল্লাহ তা সবচেয়ে উত্তম সময়ে তোমাকে দিবে-!!💜

— ইন"শা"আল্লাহ-!!🖤🤗

20/10/2024

- মায়ায় জড়ানো যাবে না.!😅

- মানুষ অতিথি পাখির মতো আসবে আবার নিজের ইচ্ছায় উড়ে চলে যাবে.!💔🙂

05/04/2024

আলহামদুলিল্লাহ

05/04/2024

আলহামদুলিল্লাহ 🥰🥰🥰

🥰🫶🥰
23/02/2024

🥰🫶🥰

20/12/2023

১বছর ৫মাস সম্পর্কের বয়স তখন,
সে আমাকে বলতেছে ১টা সুন্দর মেয়ে খোঁজো প্রেম করবো তোমার মতো কালা না।।🙂
মজা ভেবেই কথাটুকু উড়িয়ে দিয়েছিলাম।
১মাস পর ব্রেকআপ করলো জানতে পারলাম ৮মাস ধরে অন্য মেয়ের পিছনে ঘুরতেছে।
বিশ্বাস করেন একবারের জন্যও বুঝতে পারিনাই তাঁর ভালোবাসি ভালোবাসি কথার মাঝে ছিলো এত বড় ধোকা।।।🙂
পা'গ'লে'র মতো অবস্থা আমার সায়াকেট্রিস ঔষধ কান্না এসব করেই গেছে আমার দিন।।
আমার মা, মা আমার ফোন দিয়ে কাঁন্না করছে আর বলছে বাবা কি দোষ ছিলো আমার মেয়েটার কেনো তুমি আমার একটামাত্র মেয়েকে এতো কষ্ট দিলে।।।
শুনতাম মেয়েরা নাকি রিলেশন করে টাকার জন্য এই সেই হাবিজাবি কিন্তু আমার ক্ষেত্রে সব উল্টা ফুল দেয়া হতে চকলেট দেয়া হতে বাসা থেকে রান্না বান্না কখন কি খাবে সব কখন কি লাগবে।।।।
কত স্বপ্ন আমার কতো শত আশা ভরসা।।।
৪মাস হলো ব্রেকআপের এখনও ভুলতে পারিনা।।।
এমনও দিন গেছে বুক চাপড়াই কাঁনছি একটুও মায়া হয়নি তাঁর।।।

আল্লাহ আমাকে কালো বানিয়ে পাঠিয়েছেন তাতে আমার কি দোষ????😔😭

17/12/2023

👉অসমাপ্ত ভালোবাসার গল্প. ক্যাপশন👇👇

শেষবার যখন দেখেছিলাম। তখন সে সাত মাসের সন্তান সম্ভবা। একটা সিএনজি থামিয়ে সামনের সিটে বসতে যাবো এমন সময় পিছন থেকে আমার আদুরে নামটা শুনতে পেয়ে ভুত দেখার মতো চমকে উঠলাম। এই নামে আমাকে কে ডাকছে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। পিছনে ফিরে তাকাতেই দেখি জ্বলজ্বল চোখে আমার দিকে তাকিয়ে আছে। যার সাথে সারাজীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। সেই। আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। তাগাদা দিয়ে বললো পিছনে উঠে বসতে। সাথে ওর মাকে দেখে আমি আরো ঘাবড়ে গেলাম। আমাকে ডাকছে দেখে ওর মা কিছু বলতে যেতেই চুপ কর বলে থামিয়ে দিয়ে বললো অস্থির হয়ো না মা, পালিয়ে যাবো না। আমার হাত ধরে একপ্রকার টেনে তুললো সিএনজিতে। আমি একবার ওর মায়ের দিকে দেখলাম রেগেমেগে ফেটে পড়তে রাগ দেখাতে না পারায় একটু হতাশ হয়ে তাকিয়ে থাকতে। ওর দিকে তাকিয়ে ভাবছি এতো সাহস কোথায় পেয়েছে। ও বিস্মিত হয়ে আমাকে দেখছে। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি কোন ভাবেই মুখের দিকে তাকাতে পারছিলাম না।

সিএনজি চলতে শুরু করে। আমরা চুপচাপ বসে রইলাম। সিএনজির শব্দ ছাড়া কোন শব্দ নেই নিঃশব্দে পাঁচসাত মিনিট অতিক্রম হয়েছে। হঠাৎ আমার দাঁড়িতে টান মেরে বলে উঠলো, দেবদাস হয়েছে? সেভ করো না কেন?? এ কেমন চেহারা করেছো?

গলার স্বরে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। আমার বুকের মাঝে কেউ যেন খামচে ধরেছে।

চোখের দিকে তাকাতেই দেখলাম গড়গড় করে পানি পড়ছে। আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠলো, শিপু! আমরা কেন হেরে গেলাম? আমি কথায় বলতে চেয়ে ও বলতে পারছিলাম না। গলা ভারী হয়ে শক্ত হয়ে কথা বের হচ্ছে না। ওর চোখের পানি দেখে নিজের চোখের পানি কোন ভাবেই আটকে রাখতে পারলাম না।

আমার হাত তার পেটের উপর রেখে বললো, এখানে তোমার সন্তান লালন পালনের স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের সমাধি দিয়েছে এরা (মাকে দেখিয়ে)। এখানে আজ অন্য কারো সন্তান লালন করছি। কথাটা শুনেই আমার মাথাটা আচমকা ঘুরতে লাগলো। কোন মতে নিজেকে সামলে নিয়েছি।

আন্টি পাশে বসে অবাক হয়ে মেয়েকে দেখছে, সামলাতে চেষ্টা করলে ও বারবার মেয়ের ব্যর্থ হয়েছে।

আমাকে একের পর এক কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। ৪৫ মিনিটের রাস্তায় আমি কোন কথায় বলতে পারিনি।

বিয়ের এগারোটা মাস পার হয়ে যাওয়ার পরে ও আমার জন্য তার অনুভূতি দেখে আমি অবাক হলাম। আমি কেবলই তাকিয়ে দেখেছি চোখের ভাষা। চোখের ভাষায়

স্পষ্ট দেখতে পাচ্ছি অতীত। যার কিনা স্বামী রয়েছে, কিছু দিন পর কোল জুড়ে আসবে ফুটফুটে শিশু। তবুও মনের গভীরে একটা বিশাল জায়গায় আমাকে রেখে দিয়েছে। যতোক্ষণ একসাথে ছিলাম একটা পাগলের মতো আচরণ করে জানিয়ে দিয়েছে আমি আসলেই ভালোবাসার কাছে হেরে যাইনি। সময়ের কাছে হারিয়ে গিয়েছি মাত্র।

পরিবারের কাছে হেরে যখন আলাদা হয়ে গেলাম। জোর জবরদস্তি করে বিয়ে দিলো। বিয়ের কিছু দিন পর থেকে আমি ভাবতে শুরু করি, আমাকে হয়তো ভুলে গেছে। স্বামীকে মেনে নিয়ে মহানন্দে জীবন কাটাচ্ছে। অজান্তেই কতো না বাজে মন্তব্য করতাম। কিন্তু সে দিনের আচরণ জানিয়ে দিলো আসলেই আমি ভুল ছিলাম।

আড়চোখে আন্টির দিকে তাকিয়ে দেখলাম ওনারও জ্বলজ্বল করছে চোখ দু'টো। মনে হলো এটাই আমার

বিজয়।

রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো,

আমাকে নামতে হবে পরের স্টেশন, দূরে যাবে তুমি।

দেখা হবে না আর কোন দিনই।

সত্যি সত্যি আর কোন দিন দেখা হয়নি। শেষ দেখায় তার শেষ কথা ছিলো "আমি মা হচ্ছি এটা আমার জন্যে জীবনের সব থেকে আনন্দের হলে ও তোমার সন্তানের মা হতে না পারার কষ্ট আমার আজীবন থেকেই যাবে"।
..এরোকম সময় বা ফেমেলীর কারনে অনেক গুলা ভালোবাসা, অসমাপ্ত থেকে যায়.. যার হারায় সে বুজে সে

জানে হারানোর যন্ত্রণা কতোটা কঠিন..।
🥹😭🫶

👉ভালোবেসে না পাওয়ার গল্প👇কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘু...
17/12/2023

👉ভালোবেসে না পাওয়ার গল্প👇

কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকাল।

তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয়। সকালে অফিস, দুপুরে চা, সন্ধ্যা গাঢ় হলে বন্ধুদের সঙ্গে কেরাম খেলবো। মাঝেমধ্যে হুটহাট ব্যাগটেগ গুছিয়ে চলে যাবো পাহাড় দেখতে। স্বাভাবিক মানুষের মতোনই যাপন করবো জীবন।

তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব। শেকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব?

ছোট্টো বেলায় রেললাইন হতে কুঁড়িয়ে পাওয়া বেড়ালটা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল, তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে। মাঝে মাঝে রাত্তিরে হাতড়ে হাতড়ে নেড়েচেড়ে দেখবো সেগুলো। খুব বেশি দুঃখ হলে ছুটে যাবো রবীন্দ্রনাথের গানের কাছে, তবে তুমি যাহা চাও, তাই যেনো পাও, আমি যত দুঃখ পাই

গো..

তোমার শহরে যাবো ব্যাবসায়িক কাজে, অথবা তোমার সুবাধে পরিচিত হওয়া কোন বন্ধুর শেষ জানাজায়। হতে পারে কারণ ছাড়াই যাব।

চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দেকানের পাশে। তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা।

আমি তোমায় পাইনি বলে অন্যকেউ তোমায় পাবে না তা তো নয়। প্রকৃতি অমন যে, একপাশ ভেঙেচুরে নিয়ে অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে, এটাই নিয়ম।

ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না আর, তোমার পছন্দের কবিতার বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে। সন্ধ্যা গড়িয়ে এলো একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দিবো। শহরের এইটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না, কেউ না। তুমিও

জানবে না।

তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।

ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর

কখনোও.....।

ভালোবাসা সুন্দর, যদি সঠিক মানুষটা জীবনে আসে..

❤....এই ভাবে বাস্তবতা খুজতে গিয়ে, শেষ হয়ে যায় হাজারো ভালোবাসা, হারিয়ে যায় হাজারো প্রান..একটা

গানের লাইন মনে পরে গেলো কেনো নিয়তীর কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন.. আমার মতো এতো সুখি নয়"তো কারো জীবন..

14/11/2023

😊🥀 Md Hatem

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক...   |   |
11/09/2023

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক...
| |

27/08/2023

- টাকা জমিয়ে সখের জিনিস কেনার মর্ম–༎༉•

- একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই জানে–༅༎•😊💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কষ্টের ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share