06/10/2025
বাবা তুমি যখন চোখ বুঝলে তখনই বুঝতে পারলাম এই দুনিয়ায় আর আপন কেউ নাই। আব্বু তুমি তো জানতে আমরা তোমায় ছাড়া কতো অসহায়। জানো আব্বু কেউ না আপন না। তুমি যাওয়ার পর সবার আসল রূপ দেখা হয়ে গেছে😅আগে শুনতাম যার বাবা নেই সে বুঝে দুনিয়াটা কেমন।! এখন আমরাও বুঝি তুমি ছাড়া দুনিয়াটা কেমন!! বাবা তুমি তো কখনোই দুনিয়াটা কেমন আমাদের চেনাও নাই...! এখান কীভাবে চিনবো বাবা..??তুমি ছাড়া যে দুনিয়াটা অন্ধকার বাবা😥 কতো দিন হয়ে গেলো "আব্বু " ডাকতে পারি না💔😅 আমারে এখন আর কেউ মা বইলা ডাকে না 😥 কেউ মাথায় হাত রেখে বলে না কিছু হবে না আল্লাহ ভরসা, কেউ বলবে না চিন্তা করিস না মা। আমি অনেক ভাগ্যবতী জানো কারন তুমি আমার বাবা🥰
বাবা তুমি আমার জীবনের সব থেকে বড় চাওয়া পাওয়া পূরন করেছো। তোমার জন্য আমি সমাজে সব সময় মাথা উঁচু করে চলতে পারি। আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মেয়ে না সারাজীবন মা হয়ে রয়ে গেছি তোমার কাছে..!!💓তুমি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দাও নি, তুমি আমার দেখা সেরা বাবা। মেয়েদের জীবনের প্রথম নায়ক হলো তার বাবা, তাই তুমি আমার কাছে নায়ক সুপারস্টার। অনেক ভালোবাসি বাবা আপনাকে। বাবা সারা জীবন আমার পাশে থাইকো, তুমি পাশে থাকলে আমি তোমার সব স্বপ্ন পূরন করতে পারবো। দূরে থেকেও কাছে থাকার চেষ্টা কইরো। তুমি তো আকাশের তারা হয়ে গেছো ওই দূর থেকে আমার পাশে থাইকো। বাবা মানেই একটা বড গাছ, যার ছায়া মাথার ওপর থাকলে সব কিছু পারি দিয়ে আসা যায়। বাবা মানেই এক যোদ্ধা, বাবা মানেই এক আকাশ পরিমান সাহস, বাবা তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখতে পারে। একমাত্র বাবা পারে তার মেয়ের সব ইচ্ছে পূরন করতে। বাবা তুমি অনেক ভালো বাবা আমার তোমার মতো বাবা যেনো সবাই পায়। বাবা নিজের ইচ্ছে পূরন না করে সব সময় আমাদের নিয়ে ভাবসো আমাদের ভালো থাকা নিয়ে ভাবসো, আমাদের কিছু হইলে পাগল হয়ে যাইতা,বাবা তুমি আমার কাছে সেরার সেরা!! আর সারাজীবন তুমি আমার কাছে সেরাই থাকবা। তুমি আমাদের পাশে স শরীরে না থাকলে ও আমরা জানি তুমি আমাদের মাঝেই আছো। তুমি যাওয়ার পর সবার আসল রূপ দেখা হয়ে গেছে বাবা। ভালোবাসি বাবা তোমায় ভীষন ভালোবাসি💓❤️💖