Anik er Urmi

Anik er Urmi আসসালামুয়ালাইকুম। আমি নতুন ব্লগার আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। সবাই আমার পেজটাতে সাপোর্ট করবেন।
(7)

13/10/2025

বুঝবা পাখি বুঝিবা যখন হারাইয়া যাবো তখন বুঝবা 💔
কিন্তু একটা সত্যি কথা 💔
💞 যুগের পর যুগ কেটে যাবে, সময় বদলাবে, মানুষ বদলাবে কিন্তু আমার বুকে বা পাশে তুমি অদৃশ্য দাগ হয়ে থেকে যাবে। হয়তো একদিন আমি ভুলে যাবো অনেক কিছু, কিন্তু তোমার স্মৃতি ভুলবার ক্ষমতা আমার নেই। তুমি হয়তো পাশে থাকবেনা কিন্তু হৃদয়ের ভেতরটা জুড়ে তুমি চিরদিনের মতো জায়গা করে নিয়েছো, আজীবন থেকে যাবে আমার নিঃশব্দের মতো। 😌💗
আমার প্রতিটি ধ্বনি নীরবতার গভীরে

ওরে কি মজা🤤🤤🤤কি ঝাল,🤒🤒Rk Royal Mart  ধন্যবাদ
13/10/2025

ওরে কি মজা🤤🤤🤤
কি ঝাল,🤒🤒
Rk Royal Mart ধন্যবাদ

08/10/2025

আসলেই। সবাই স্বার্থপর 😔😔
আব্বু তুমি ভালো থেকো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক💗❤️‍🩹

06/10/2025

আব্বুর আজকে ৪০দিন হলো😔😭। তার জন্য মসজিদ এ মিলাত পড়ানো হলো। আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান কইরো আমিন💝

06/10/2025

জীবনের কঠিন সব মূহুর্তে এক অলৌকিক ভাবে বাবা আপনাকে মনে পড়ে! মনে হয় বাবা আপনি থাকলে হয়তো আজ আমার জীবনটা আরো একটু সহজ হতো। আপনি না থাকলে ও আপনি আছেন আমার প্রতিটা প্রার্থনায়।🤲🤲

06/10/2025

বাবা তুমি যখন চোখ বুঝলে তখনই বুঝতে পারলাম এই দুনিয়ায় আর আপন কেউ নাই। আব্বু তুমি তো জানতে আমরা তোমায় ছাড়া কতো অসহায়। জানো আব্বু কেউ না আপন না। তুমি যাওয়ার পর সবার আসল রূপ দেখা হয়ে গেছে😅আগে শুনতাম যার বাবা নেই সে বুঝে দুনিয়াটা কেমন।! এখন আমরাও বুঝি তুমি ছাড়া দুনিয়াটা কেমন!! বাবা তুমি তো কখনোই দুনিয়াটা কেমন আমাদের চেনাও নাই...! এখান কীভাবে চিনবো বাবা..??তুমি ছাড়া যে দুনিয়াটা অন্ধকার বাবা😥 কতো দিন হয়ে গেলো "আব্বু " ডাকতে পারি না💔😅 আমারে এখন আর কেউ মা বইলা ডাকে না 😥 কেউ মাথায় হাত রেখে বলে না কিছু হবে না আল্লাহ ভরসা, কেউ বলবে না চিন্তা করিস না মা। আমি অনেক ভাগ্যবতী জানো কারন তুমি আমার বাবা🥰
বাবা তুমি আমার জীবনের সব থেকে বড় চাওয়া পাওয়া পূরন করেছো। তোমার জন্য আমি সমাজে সব সময় মাথা উঁচু করে চলতে পারি। আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মেয়ে না সারাজীবন মা হয়ে রয়ে গেছি তোমার কাছে..!!💓তুমি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দাও নি, তুমি আমার দেখা সেরা বাবা। মেয়েদের জীবনের প্রথম নায়ক হলো তার বাবা, তাই তুমি আমার কাছে নায়ক সুপারস্টার। অনেক ভালোবাসি বাবা আপনাকে। বাবা সারা জীবন আমার পাশে থাইকো, তুমি পাশে থাকলে আমি তোমার সব স্বপ্ন পূরন করতে পারবো। দূরে থেকেও কাছে থাকার চেষ্টা কইরো। তুমি তো আকাশের তারা হয়ে গেছো ওই দূর থেকে আমার পাশে থাইকো। বাবা মানেই একটা বড গাছ, যার ছায়া মাথার ওপর থাকলে সব কিছু পারি দিয়ে আসা যায়। বাবা মানেই এক যোদ্ধা, বাবা মানেই এক আকাশ পরিমান সাহস, বাবা তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখতে পারে। একমাত্র বাবা পারে তার মেয়ের সব ইচ্ছে পূরন করতে। বাবা তুমি অনেক ভালো বাবা আমার তোমার মতো বাবা যেনো সবাই পায়। বাবা নিজের ইচ্ছে পূরন না করে সব সময় আমাদের নিয়ে ভাবসো আমাদের ভালো থাকা নিয়ে ভাবসো, আমাদের কিছু হইলে পাগল হয়ে যাইতা,বাবা তুমি আমার কাছে সেরার সেরা!! আর সারাজীবন তুমি আমার কাছে সেরাই থাকবা। তুমি আমাদের পাশে স শরীরে না থাকলে ও আমরা জানি তুমি আমাদের মাঝেই আছো। তুমি যাওয়ার পর সবার আসল রূপ দেখা হয়ে গেছে বাবা। ভালোবাসি বাবা তোমায় ভীষন ভালোবাসি💓❤️💖

05/10/2025

আব্বু কিভাবে আজকে ৪০দিন হয়ে গেলো তুমি আমাদের মাঝে নাই। আকাশের তারা হয়ে গেলে। জানো বাবা কেউ আমাদের ভালোবাসে না। বাবা তুমি নাই তোমার আত্মীয় স্বজন ও আমাদের কিছু মনে করে না। বাবা তুমি থাকতেও কাউকে পাই নি তুমি নাই তারা তো আরো আগে নাই। আব্বু তুমাকে অনেক ভালোবাসি। তোমার কথা অনেক মনে পরে। তোমাকে জড়িয়ে ধরতে অনেক ইচ্ছে করে কিন্তু এখন আর উপায় নাই। বাবা দোয়া করি আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক। বাবা তুমি কোনো পাপ করোনি। আমার বাবা কোনো পাপ করতেই পারে না। ভুল সিদ্ধান্ত হয়তোবা নিয়েছিলে তাই মানুষ তোমায় অনেক গালাগালি করে। যারা যারা তোমায় গালি দিতাছে অনেক কথা বলতাছে এই কথা গুলো বলে তোমার পাপ তারা মুছে দিতাছে আল্লাহ তোমাকে মাফ করে দিন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।❤️ তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই বাবা। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দিয়ো। আমার বাবা দুনিয়ার সেরা বাবা। আমার বাবা আমার হিরো। আমার বাবা আমার প্রথম ভালোবাসা। বাবা আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। আল্লাহ তোমাকে না নিয়ে আমাকে নিয়ে যেতো😔😔 তুমি সবার মাঝে থাকতা বাবা। তোমার ডাক অনেক মিস করি বাবা। আমার উর্মি মার কি লাগবে😔😔😔আর কেউ বলবে না। ভালোবাসি বাবা🥰🥰🥰 Babul blogs

অনেক ভিডিও দেখতাম এগুলার অবশেষে অর্ডার দিয়ে দিলাম এতো ভালো টেস্ট খুবই ভালো লেগেছে আমার কাছে তবে মাংসের আচার টায় মিষ্টির ...
04/10/2025

অনেক ভিডিও দেখতাম এগুলার অবশেষে অর্ডার দিয়ে দিলাম এতো ভালো টেস্ট খুবই ভালো লেগেছে আমার কাছে তবে মাংসের আচার টায় মিষ্টির পরিমান বেশী হয়ে গেছে এতো মিষ্টি হলে ভাতের সাথে ভালো লাগে না ঝাল হলে ভালো হয় মিষ্টিটা কমাইয়া দিলে ভালো লাগবে।🥰🥰?Rk Royal Mart Mart

আব্বু তোমার মতো কেউ আমাদের ডাকে না। সবাই আমাদের পর করে দিছে। আব্বু তুমি কেনো চলে গেলা।  তোমার কাছে আমাকে নিয়ে যাও আব্বু ...
28/09/2025

আব্বু তোমার মতো কেউ আমাদের ডাকে না। সবাই আমাদের পর করে দিছে। আব্বু তুমি কেনো চলে গেলা। তোমার কাছে আমাকে নিয়ে যাও আব্বু 😭😭

17/09/2025
23/07/2025

কথা গুলো🙂🙂🙂🙂

Address

Dhaka, Jatra Barii
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anik er Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share