Hafsa Digital Agency

Hafsa Digital Agency We are the best digital marketing agencies in Bangladesh. We've worked with more than 50 clients.

গাছের পোকা দূর করবেন কীভাবে?রসুনগাছে পোকা লাগা দূর করতে রসুন বেশ কার্যকরী। পোকামাকড় এমনিতেই রসুনের গন্ধ সহ্য করতে পারে ...
27/02/2024

গাছের পোকা দূর করবেন কীভাবে?
রসুন
গাছে পোকা লাগা দূর করতে রসুন বেশ কার্যকরী। পোকামাকড় এমনিতেই রসুনের গন্ধ সহ্য করতে পারে না। তাই পোকা লাগা এড়াতে গাছের মাটিতে কয়েক কোয়া রসুন রেখে দিন। এতে তারা গাছের কাছে ঘেষবে না।

মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর ❤️💔গর্ভের ৪০ সপ্তাহ আর ব্রেস্ট ফিডিং এর ২ বছর। মায়ের ৯০% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে উঠে। আর মা থাক...
19/10/2023

মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর ❤️💔
গর্ভের ৪০ সপ্তাহ আর ব্রেস্ট ফিডিং এর ২ বছর। মায়ের ৯০% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে উঠে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, খসখসে চামড়া, মুঠো মুঠো চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা, আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই ভয়ংকর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার, চাওয়া-পাওয়া, ভালো লাগা- মন্দ লাগা সব কিছুই নিমিষেই বিসর্জন দিয়ে দেয়😑
তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেননা যে, তোমার মেজাজ এত খিটখিটে কেন? চেহারার এই বেহাল দশা কেন?বুড়ি বুড়ি লাগছে কেন?এই অবান্তর কথাগুলো আসলেই একটা মা কে খুব কষ্ট দেয়😭 তাকে অস্থির করে তোলে। যদি পারেন তাঁকে একটু সাহায্য করুন, আনন্দ দিন।

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।মাত্র ...
17/09/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।

মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।৩। আপনার প্রতিপক্ষকে ...
03/09/2023

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

-লর্ডস এর অনার্স বোর্ডে একজন বাংলাদেশি ব্যাটসম্যান এর নাম আছে, সেটা তামিম ইকবাল। দেশের জন্য ভাঙ্গা হাতেও ব্যাটিং এ নেমেছ...
06/07/2023

-লর্ডস এর অনার্স বোর্ডে একজন বাংলাদেশি ব্যাটসম্যান এর নাম আছে, সেটা তামিম ইকবাল। দেশের জন্য ভাঙ্গা হাতেও ব্যাটিং এ নেমেছেন। ২০০৭ বিশ্বকাপে তার উড়ন্ত ব্যাটিং এর কারনেই ভারত কে হারিয়েছিলাম।
-কয়েক বছর ধরে তার ব্যাটিং নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সেইসব কে সাইডে রেখে বলতেই হয় তামিম বাংলাদেশের সেরা ওপেনার। সমালোচনা সবার ই হয়, সবার। কে কিভাবে ব্যাপার টা কে হ্যান্ডেল করতে পারে ব্যাপার টা সেখানে।
-১৫ হাজার আন্তর্জাতিক রান অনেক। তামিমের জন্য ই অনেক কিছু দেখেছিলাম। তার অবদান কখনো ভুলার মতো নয়.!🙂
-২০০৭ এ শুরু, ২০২৩ এ শেষ!
-ধন্যবাদ তামিম ইকবাল।💔

Eid Mubarak everyone
28/06/2023

Eid Mubarak everyone

চীনে একধরনের বাঁশ আছে,যা লাগানোর পর ৪ বছর পানি ও সার দিতে হয়! কিন্তু বাঁশগুলো বাড়েই না!কিন্তু ৫ম বছরে বাঁশগুলো হঠাৎ ৬ সপ...
25/06/2023

চীনে একধরনের বাঁশ আছে,যা লাগানোর পর ৪ বছর পানি ও সার দিতে হয়! কিন্তু বাঁশগুলো বাড়েই না!
কিন্তু ৫ম বছরে বাঁশগুলো হঠাৎ ৬ সপ্তাহে ৮০/৮৫ ফুট লম্বা হয়ে যায়!
তাহলে বলা যায় যে,
বাঁশগুলো বাড়তে ৫ বছরই লেগেছে?
বাইরে অবশ্য কোন দৃশ্যমান পরিবর্তন ছিল না! কিভাবে শিকড় চালিয়ে শক্তি সংগ্রহ করেছে তা দেখা যায় নি,আবার পানি ও সার না দিলে বাঁশগুলো বাঁচতো না!! প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত!! তাই ধৈর্য ধরুন,নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সঠিক কাজ করে যান! ফলাফল দৃশ্যমান হবেই!!!
জীবনটা খুবই সুন্দর কিন্তু গড়ে তোলার দায়িত্বটা নিজের!!!!
মনে রাখবেন ধৈর্যের অপর নাম সফলতা।

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা ...
04/06/2023

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।

➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।

➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে
করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।

➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।
তাই আমাদের সকলের উচিত পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা।



কি আর বলবো। আপনারাই পরে দেখেন। আমি ততক্ষনে একটু ঘেমে আসি🤢🙄🥵🥵
02/06/2023

কি আর বলবো। আপনারাই পরে দেখেন। আমি ততক্ষনে একটু ঘেমে আসি🤢🙄🥵🥵

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত • টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। ...
30/05/2023

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত
• টম অ্যান্ড জেরির জেরি টাও আর আমাদের মাঝে নেই। আর টম ও এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে। •সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।
• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।🙂🍓

27/05/2023

পরিক্ষার হলে 🙂

-Science students : দোস্ত জাস্ট সূত্র টা বল আবিষ্কার আমি করতেছি🤠🤝

-Arts students : দোস্ত তুই শুধু সাল টা বল যুদ্ধ আমি লাগাইতেছি 🙃🏹

-Commerce Students. : দোস্ত তুই শুধু মানটা বল ব্যাবসা আমি করতেছি🤭

-কে কোন group..?

চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ স...
24/05/2023

চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।

কোরিয়ার একটা  সাগর পাড়  isnt it so creative??  😯
12/05/2023

কোরিয়ার একটা সাগর পাড়

isnt it so creative?? 😯

🙂পথ হারা পথিক।।।রোমানিয়ার পরিস্থিতি তুরাগ বাসের মতো হয়ে গেছে।।।। যে হারে ফাইল বেক নেওয়ার ধুম পরেছে এই ভাবে চলতে থাকলে ভা...
07/05/2023

🙂পথ হারা পথিক।।।

রোমানিয়ার পরিস্থিতি তুরাগ বাসের মতো হয়ে গেছে।।।।

যে হারে ফাইল বেক নেওয়ার ধুম পরেছে এই ভাবে চলতে থাকলে ভালো ভালো এজেন্সি গুলা পথে বসে যাবে।।।।

পারমিট হওয়ার পর ফাইল বেক নিতে চাচ্ছে,ফাইল আই,জি,আই করা হয়েছে বেক নিতে চাচ্ছে,,, ফাইলের কাজ চলমান ফাইল বেক নিতে চাচ্ছে।।।।

এখন কথা হলো এই কাজ গুলা করতে যে টাকা লাগছে সেই টাকা কে দিবে???
ফাইল এর সাথে দেওয়া জামানত যে বেক চাচ্ছেন সেটা কোন ধরনের চিন্তা ভাবনা আপনাদের?????

পারমিট হয়েছে ভিসা ও হবে,আই,জি,আই হয়েছে পারমিট আসবে,,, যাদের আই,জি,আই পান নাই আই,জি,আই পাবেন।।।।।কিন্তু হুট হাট করে ফাইল বেক নিবেন বলে দেন এটা কেমন কথা???
যখন ভিসা হয়তেছিলো তখন হুমরি খেয়ে পরছিলেন।।।যখন দেখতেছেন কাজ স্লও হয়ে গেছে তখনি পলটি।।।।। রোমানিয়া খেয়ে এখন কসোভো ধরেছেন।।।।।

এই রোমানিয়া অনেক কিছু শিখিয়ে ও দেখিয়ে গেলো।।।।

ভিসা না হলে এজেন্সির মারা খাবে।।।
২-৩ বার করে আই,জি,আই করে এজেন্সি মারা খাবে।।।
পারমিট হয়েছে যাবেন না তাতে কার কি হবে, মারা খাবে এজেন্সি।।।।
মারা সব দিক দিয়ে যা খাবে এজেন্সি খাবে তাতে কার কি হবে.।।।।
আবার কিছু মানুষ বলে সারাজীবন এজেন্সি কামাইছে এখন মারা দেক,, যারা এই কথা বলেন তাদের বলি আপনিও এই কাজ করেন একটা এজেন্সি দিয়ে বসেন পরে বুঝতে পারবেন মজা কাকে বলে।।।

যে হারে থ্রেট করতেছে কেও কেও মনে হয় জীবন নিয়ে টিকে থাকতে পারবো কিনা আল্লাহ ভালো যানে।।।।।

দয়া করে কেও গুজবে কান দিয়েন না।।
কিছু আম জনতা আছে যারা রোমানিয়া ফাইল দেয় নাই,আবার রোমানিয়া কাজও করে না তার বিভিন্ন ধরনের পোস্ট,কমেন্ট লিপ্ত।।।। তাদের কোন লাভ ও নাই ক্ষতিও নাই,,,তারা ২ দিনের হিরো হতে আসছে।।।

আপনারা যেমন অনেক সময় নষ্ট করে,,অনেক সাধনা করে,অনেক আশা,তেগ,শপ্ন, নিয়ে বসে আছেন আমরাও তেমনি পথিকের মতো চেয়ে আছি কবে আপনাদের শপ্ন পূরনের সাক্ষি হতে পারবো।।।।

একটা কথা মনে রাখতে হবে টাকা থাকলেও ইউরোপ যাওয়া যায় না,, ইউরোপ সাধনার বিষয়।।।

সবাই ধৈর্য ধরুন না হয় একটা সময় আসবে ইন্ডিয়াও যেতে পারবেন না।।।।।

সবার মনে রাখতে হবে,মাঝি ছাড়া নৌকা চলে না।।।।।
মাঝি না থাকলে শেগুন কাঠের নৌকা নিয়ে বসে থাকলেও কোন কাজে আসবে না।।।।

রোমানিয়া পরে কসোভো নিয়ে যে মাতামাতি করতেছেন সেই কসোভো কিন্তু আপনাদের দালালরা কাজ নামিয়েছে।।বাপ মা তুলে গালি দিয়ে যাদের কথা বলেন তারাই আপনার শপ্নের মাঝি ।। বাংলাদেশে এমন কাওকে দেখি নাই যে নিজে নিজে কসোভো পারমিট বের করছে বা চিন্তা ভাবনা করছে কসোভো যাবে।।।
তাই মাঝি ছাড়া কেও কিছু করতে পারেন নাই কোন দিন পারবেনও না।।।।

সব এজেন্সি যদি আজ থেকে কাজ বন্ধ করে দেয় তাহলে কাল থেকে সবার সপ্ন মাটিতে শুয়ে থেকে বিমান দেখার মতো হবে।।। তখন আর কোন গবেষণার জন্য বিজ্ঞানি খুঁজে পাওয়া যাবে না।।।।

বিশেষ দ্রষ্টব্য ঃ ধৈর্য মানুষের পথ দেখায়।।।।

আত্নীয়তার সম্পর্ক বজায় রাখুন..!☺️🌸 আত্নীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেনা..!💔
02/05/2023

আত্নীয়তার সম্পর্ক বজায় রাখুন..!☺️🌸
আত্নীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেনা..!💔

পহেলা মে তে সকল পরিশ্রমী ও শ্রমিক ভাই বোনদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা 🥰🌹
01/05/2023

পহেলা মে তে সকল পরিশ্রমী ও শ্রমিক ভাই বোনদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা 🥰🌹

🙎আপনি কি ফেসবুকে বুস্ট করে সেল পাচ্ছেন না ❓🌲বর্তমান সময়ে হাফসা ডিজিটাল এজেন্সি দিচ্ছে ফেসবুক বুস্ট করে কাংক্ষিত সেল পেতে...
25/04/2023

🙎আপনি কি ফেসবুকে বুস্ট করে সেল পাচ্ছেন না ❓

🌲বর্তমান সময়ে হাফসা ডিজিটাল এজেন্সি দিচ্ছে ফেসবুক বুস্ট করে কাংক্ষিত সেল পেতে প্রয়োজন সঠিক মার্কেটিং স্ট্রাটেজি ও কোয়ালিটি কন্টেন্ট গ্রাফিস ডিজাইন 💐⛳

🍀তাহলে আর দেরি না করে জেনে নিন 🌸🌸

👉👉আমাদের সার্ভিস সমূহ🎯⛳⛳

◽সোশ্যাল মিডিয়া মার্কেটিং
◽সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন
◽ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি
◽ইনস্টাগ্রাম মার্কেটিং
◽টুইটার মার্কেটিং
◽ভিডিও বুষ্টিং
◽ ওয়েবসাইট এসইও

আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ও ফ্রি কন্সাল্টেন্সি জন্য
☎️ফোন করুন

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।🌙ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
21/04/2023

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।🌙
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

Address

Rayer Bag Main Road, Mujahid Nagar
Dhaka
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafsa Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafsa Digital Agency:

Videos

Share