দেবী

দেবী নহে দেবী,নহে সামান্যা নারী�

এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু চিত্তের প্রশান্তির জন্য।🖤

জীবনবৃত্তান্তের রূপরেখা ফুটিয়ে তোলার বহিঃপ্রকাশ হলো “দেবী”

28/12/2024

খারাপ সময় হল এক ধরনের ধৈর্য পরীক্ষা,কখনো হাল ছাড়বে না, হাল ছেড়ে দিলে তোমার নিয়তি তোমাকে ছেড়ে দিবে।

-ইভান

28/12/2024

দেখতে দেখতে প্রায় এ বছরটা শেষের প্রান্তে এসে গেছে কিছু দিনের ভেতরেই নতুন বছর শুরু হতে চলেছে।এ বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এ বছরটা আমার জন্য সেরা ছিল না তবে স্বরনীয় হয়ে থাকবে আজীবন। এ বছরটা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। অনেক কাছের মানুষরাই আমাকে দুঃখ দিয়েছে।আর অনেক কাছের মানুষকে আমি হারিয়েছি সারাজীবনের জন্য।

এ বছরটা আমাকে অল্পতেই ভেঙে না গিয়ে মাটি আঁকড়ে ধরে উঠে দাড়াতে শিখিয়েছে। এ বছরটা আমাকে আপন মানুষের বিষাক্ত কথার বীপরীতে নিশ্চুপ হয়ে সরে যেতে শিখিয়েছে। এ বছরটা আমাকে শিখিয়েছে মানুষকে অতিরিক্ত ভালবাসতে নেই মানুষকে অল্পতেই বিশ্বাস করতে নেই। মানুষ পরিবর্তনশীল মানুষ যখন তখন যেকোনো সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে। এই বছরে আমি অনেক আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে নির্ঘুমে অনেকটা রাত কাটিয়েছি।আপন আর পরের মধ্যে পাথর্ক্য বুঝতে শিখেছি।

এ বছরে আমি শিখেছি মানুষ কিভাবে মনের মধ্যে হাজার দুঃখ লুকিয়ে রেখে হাসতে পারে। এ বছরটা আমাকে শক্ত হতে শিখিয়েছে। সবশেষে নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছি। নীরবতাকে আপন করে নিয়েছি আর একাকিত্বকে সঙ্গী বানিয়ে পথচলা শুরু করেছি।

সবশেষে আমার একটাই চাওয়া নতুন বছরটা যেন আমার হয়, নতুন বছরে যেন আমাকে আর নতুন করে কিছু হারাতে না হয়।

_ জিবা জাফরিন

28/12/2024

মানুষের শখের পোষা বিড়াল হারিয়ে গেলেও তার মায়া কাটাতে অনেক কষ্ট হয়, আর তুমি তো আমার হৃদয়ে পোষা শখের মানুষ ছিলা।
এতই কি সহজ তোমার মায়া কাটানো..?!😅❤️‍🩹

28/12/2024

জেদ করে পরিবারের কাছ থেকে কতো কিছুই তো নিলা,শুধু জেদ করে আমাকে চাইতে পারলা না 😅💔

এক নীরব অপেক্ষা নিয়ে দিন কাটছে আমার। কীসের অপেক্ষা যদি কেউ জিজ্ঞেস করে, তবে দেবার মতো সঠিক উত্তর আমার জানা নেই। কিন্তু আ...
28/12/2024

এক নীরব অপেক্ষা নিয়ে দিন কাটছে আমার। কীসের অপেক্ষা যদি কেউ জিজ্ঞেস করে, তবে দেবার মতো সঠিক উত্তর আমার জানা নেই। কিন্তু আমি জানি এখন আমি ভালো নেই। রোজ হওয়া ভোর কখনো আলো দেয় না আমার হৃদয়ে, কিন্তু রাতের অন্ধকার ঠিকই আঘাত করে আমাকে। কারো মুখোমুখি হওয়া, কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছে নেই আমার। আমি চাই উপরে যে আছে তার কাছে। আমি কাঁদি তাকে সাক্ষী রেখে। আমার অপেক্ষা ঠকাবে না আমায়। আমি জানি খালি হাতে ফেরাবেন না তিনি আমায় তার কাছ থেকে।

_রুসমিতা বিনতে মেহেদী

28/12/2024

ব্যাথা প্রকাশ করার পরেও তুমি ব্যাথা দিলে, এই কথা আমি বলবো কাকে...💔😅

28/12/2024

ভালোবাসা সত্যিই অনেক সুন্দর, যদি মনোযোগ শুধু একজনের প্রতি'ই সীমাবদ্ধ থাকে!'🌸❤️‍🩹

28/12/2024

এমন অনেক মানুষ এর সাথে যোগাযোগ অফ হয়ে গেছে যাদের সাথে আগে সারাদিন কথা হতো! সেই মানুষ টা কই আছে,কেমন আছে তাও জানিনা! হাহ! সময় কিভাবে বদলায়!🖤

দেখতে দেখতে এই বছর টাও ফুরিয়ে গেলো। এইবছর টা আমার জন্য সেরা না হলেও, এই বছর টা আমার জন্য অনেক স্বরণীয় ছিলো।এই বছরে আমি অ...
27/12/2024

দেখতে দেখতে এই বছর টাও ফুরিয়ে গেলো। এইবছর টা আমার জন্য সেরা না হলেও, এই বছর টা আমার জন্য অনেক স্বরণীয় ছিলো।

এই বছরে আমি অনেক হোঁচট খেয়েছি। অনেক কাছের মানুষ থেকে দুঃখ পেয়েছি; অনেক কাছের মানুষ হারিয়েছি, এবং অনেক কিছু শিখেছি।

সবশেষে নিজেকে অনেকটা বদলে নিয়েছি। নিঃসঙ্গতা নীরবতা কে আপন করে নিয়েছি। একাকিত্ব কে সঙ্গী বানিয়ে পথচলা শুরু করেছি।

প্রত্যাশা করছি নতুন বছর টা আমার হবে।

কথায় - Ashraf Ahmed

অভাবী ছিলাম, ভাবলাম তুমি তো আছো; কে জানতো, দেউ'লিয়া করে দেবে।💔😅
27/12/2024

অভাবী ছিলাম, ভাবলাম তুমি তো আছো; কে জানতো, দেউ'লিয়া করে দেবে।💔😅

27/12/2024

বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও
তবুও স্বার্থপরের কাছে কখনও নিজের মন খারাপের
কষ্টের বর্ণনা দিতে যেওনা!

27/12/2024

সে বিচ্ছেদ চেনে,বিরহ জানে, প্রাচীন চেনে, পু'ড়ে যেতে জানে, সে ফুলের মতো প্রচণ্ড ভালোবাসতে জানে।🌸🤍

27/12/2024

মেয়েদের হঠাৎ মন খারাপের কাছে, তুমার সারাজীবনের দুঃখ কিছুই না।

মাঝে মাঝে শাড়ি পরা ভালো! শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে ...
27/12/2024

মাঝে মাঝে শাড়ি পরা ভালো!
শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে..!🩷🌸

27/12/2024

তোমাকে হারানোর পরে আমার তেমন কোনো ভয় না থাকলেও আমার তোমাকে নিয়ে প্রচন্ড ভয় হয়।
কেমন আছো,কোথায় আছো?

27/12/2024

মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে যে মন চাই তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি🌺🖤

27/12/2024

সম্পর্কের সমাপ্তি হয়তোবা এভাবেও হয়💔
মানুষটার ভালো সবসময় চেয়ে এসেছি কখনো নিজের দিক ভাবিনি তাকে আগলে রাখবো কতই না চেষ্টা সবশেষে।
৫-৬ থেকে দিন পর আমাদের সম্পর্কের এক বছর পূরণ হতো তবে তা আর হলো না💔
হয়তোবা সম্পর্কটা ১ বছর এর কাছাকাছি তবে তার জন্য ভালোবাসা অনুভব কোনো কিছুই কম ছিলোনা আমার😊
তার আজকে আমাকে আর ভালো লাগেনা আর আমি বো| কার মতো তাকে ফিরিয়ে আনতাম বোঝানোর চেষ্টা করেছি ভালোবাসি তোমাকে😊
আমার সম্পর্কটা আজকে অনেক নতুন কাপড় কেনা আনন্দের মতে কিছু দিন ব্যবহার শেষ এ ফেলে দিলো হয়তো বা আমি তার কাছে এমন কিছুই ছিলাম,
যাই হোক সে সবসময় ভালো থাকুক,সুস্থ হাসিখুশি থাকুক শুভ কামনা তার ভবিষ্যত জীবন সঙ্গীর জন্য🖤

27/12/2024

সময় কতটা পেরিয়ে গেছে তা আমার জানা নেই। তবে আমার জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধা'ক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধা'ক্কায় হুম'ড়ি খেয়ে পড়ি।এসব ধা'ক্কা খেয়ে পড়ার পর এতটা ক্লান্ত হয়ে পড়ি যে উঠে দাড়ানোর শক্তিটুকু পাই না।

চারপাশে তাকিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার।কোথাও এমন কেউ নেই যে আমাকে হাত বাড়িয়ে টেনে ওটাবে। এমন কাছের মানুষ কোনো মানুষ নেই। যাদেরকে আমি আমার সবচেয়ে আপন কাছের ভাবি তারাই দেখি আমার ঢলে পড়ার দৃশ্য দেখে আড়ালে মুচকি হাসে।

এত বড় পৃথিবী অথচ আমার কেউ নেই আমি যে ভিষণ একা। মাঝে মাঝে মনে হয় আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। নিংশ্বাস নিতে কষ্ট হয় আমার। আমার যে একজন খুবই কাছের আপন মানুষের বড্ড প্রয়োজন কাকে বলি এই কথা। কে হবে আমার আপন মানুষ।

এমন ছন্নছাড়া জীবন নিয়ে আর কত দিন বাঁচা যায় আমি যে এবার ভিষন ক্লান্ত। আমি তো এমন ছন্নছাড়া হাহা'কার করা জীবন কখনোই চাই নি।

_ জিবা জাফরিন

Address

Deora Bazar
Dhaka
7931

Alerts

Be the first to know and let us send you an email when দেবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবী:

Videos

Share

Category