Tailor Fit

Tailor Fit "Explore, Create & Inspire."

18/01/2025

'বাংলাদেশের হৃদস্পন্দন"

বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার গ্রামের মাঝেই। চলুন একসাথে দেখে নেওয়া যাক একদিনের গ্রামীণ জীবন। এখানে সহজ সরল জীবনযাপন আর মানুষদের আন্তরিকতাই সবকিছুর কেন্দ্রে।

সকাল:
গ্রামে দিনের শুরুটা হয় সূর্যের আলোয়। কৃষকরা গরু নিয়ে মাঠে যান, মহিলারা রান্নাঘরে সকালের নাশতার প্রস্তুতি নেন। সবার কাজ যেন একই সুরে বাঁধা।
সকাল মানেই নতুন দিন। শিশুদের কোলাহল, বড়দের কাজে বের হওয়া—সব মিলিয়ে সকাল যেন প্রাণবন্ত।

মধ্যাহ্নকাল:
দুপুরের আগেই সবাই তাদের গুরুত্বপূর্ণ কাজ সারেন। কেউ জমি চাষ করছেন, কেউ মাছ ধরছেন আর কেউ বা বাড়ির অন্য কাজ করছেন। ছায়াঘেরা পুকুরঘাটে এক প্রশান্তির ছবি।
এই সময়টা খুব ব্যস্ত। ফসল তোলা, পান বরজ পরিচর্যা বা সবজি জমিতে কাজ—সব চলে।

বিকাল:
বিকাল মানেই গ্রামের জীবনের আরেকটি রং। শিশুরা নদীতে ঝাঁপিয়ে পড়ে খেলা করে, আর বড়রা তাদের ফসলের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েন।
বিকেলের ছায়াঘেরা পরিবেশে একটু বিশ্রাম করার সময় পায় সবাই। হালকা বাতাস আর মাটির গন্ধ যেন ক্লান্তি দূর করে।

রাত:
রাতে গ্রাম যেন আরও শান্ত হয়ে যায়। পরিবার একত্রে সময় কাটায়। বড়রা দিনের গল্প বলেন, ছোটরা সেটা মন দিয়ে শোনে।
দিন শেষ হয়। গ্রামের জীবন হয়তো কোলাহলমুক্ত, কিন্তু এতে আছে প্রকৃতির সাথে মানুষের সরল সম্পর্ক।

বাংলাদেশের গ্রাম মানে শুধু এক টুকরো জমি নয়। এখানে মাটির ঘ্রাণ, মানুষের প্রেম আর প্রকৃতির সান্নিধ্য একত্রে মিশে এক অসাধারণ চিত্র গড়ে তোলে। এই গ্রামই আমাদের পরিচয়, আমাদের শিকড়।

আলহামদুলিল্লাহ!আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।
12/01/2025

আলহামদুলিল্লাহ!
আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।

08/01/2025

৩০০ টাকার পণ‍্য ২৯৯ টাকায় কেনার জন্য ১০০০ টাকা খরচ করে যাতায়াত করাকে বাণিজ্য মেলা বলে।

07/01/2025
07/01/2025

এই সমাজের একজন বেকার যুবকের থেকে,
হাত পা ছাড়া ভিক্ষুকেরও মূল্য বেশী।😅😅

06/01/2025

হারমোনিয়ামের ভিতরে কিভাবে শব্দ তৈরী হয় দেখুন।

রেল লাইন দিয়ে হাটছিলাম আমার প্রিয় মানুষটাকে নিয়ে। খেয়াল করলাম রেল লাইনের পাশ দিয়ে অনেক ধরনের জংলি ফুল ফুটে আছে। একটা একট...
06/01/2025

রেল লাইন দিয়ে হাটছিলাম আমার প্রিয় মানুষটাকে নিয়ে। খেয়াল করলাম রেল লাইনের পাশ দিয়ে অনেক ধরনের জংলি ফুল ফুটে আছে। একটা একটা করে কুড়াতে লাগলাম। বিভিন্ন কালারের ফুল দিয়ে একটা তুড়া বানিয়ে তাকে উপহার দিলাম।
তার হাসি দেখে মনে হচ্ছিলো কোটি টাকার ফুলের থেকেও বড় দামি কিছু দিয়েছি।

জীবনে ভালো থাকতে চাইলে এতটুকুই যথেষ্ট!
19/11/2024

জীবনে ভালো থাকতে চাইলে এতটুকুই যথেষ্ট!

07/10/2024

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tailor Fit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tailor Fit:

Videos

Share