The Beauty of UIU Campus

The Beauty of UIU Campus UIU-United International University. Well known famous university. "The Beauty of UIU Campus" is est

Pc: Ariful Islam Habib
30/05/2022

Pc: Ariful Islam Habib

20/05/2022
UIU
24/03/2022

UIU

06/12/2021

কে কত ব্যাচ থেকে আছো ?
কমেন্ট করে জানাও !

04/03/2021

ঘুসের টাকার মধ্যে একটা জাল নোট পেয়ে,
ঘুসখোর বলতেছে -"দেশটা নষ্ট হয়ে যাচ্ছে "😄😄

বেলা জানে না যে প্রাইভেট ইউনিভার্সিটি তে এসব নাই।
28/02/2021

বেলা জানে না যে প্রাইভেট ইউনিভার্সিটি তে এসব নাই।

20/02/2021

ইউনিভার্সিটির টিচার থাকাকালীন যখন এক্সাম হলে ডিউটি দিতাম, অবাক হয়ে খেয়াল করতাম, প্রত্যেকটা স্টুডেন্ট কতটা মেন্টাল প্রেশারে থাকে। ওদের সিরিয়াসনেস দেখে আমার নিজেরই মেন্টাল প্রেশার বেড়ে যেতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম আমার আন্ডারগ্র্যাড লাইফের ৪০ টা পরীক্ষার কথা ভেবে। এতোকিছু মনে রেখে পরীক্ষার হলে সব উগলে দেয়া খুব একটা সহজ বিষয় নয়।
আশার কথা, প্রত্যেক ব্যাচে কিছু ব্যাকবেঞ্চার স্টুডেন্ট থাকতো যারা সবসময় 'ডোন্ট কেয়ার'। পরীক্ষার দিন এই 'ডোন্ট কেয়ার' স্টুডেন্টদের হাসিখুশি মুখগুলো আমার মনে আশা যোগাতো। খানিকটা অবাকও হতাম। এদের অনেকেই সারা রাত না ঘুমিয়ে পরীক্ষা দিতে আসতো, চোখ লাল দেখেই তা বোঝা যেতো, কারন পুরো সেমিস্টার ফাঁকি দিয়ে এ ছাড়া কোনো উপায় নেই। তারপরেও মুখে এতটুকু অবসাদের চিহ্ন নেই। আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম এবং করি, এরাই ক্লাসের মধ্যে সবথেকে সুখী মানুষ।
খাতা সাইন করার পর আমি প্রায়ই জিজ্ঞেস করতাম- A+ হবে? ওরা হাসিমুখে বলতো- স্যার কি বলেন এইগুলা। পাশ করলেই অনেক খুশি। এদের অনেকেই এক ঘন্টা পরে হাসিমুখে সাদা খাতা জমা দিয়ে দিতো। বলতাম, আরো কিছুক্ষণ বসো। আরো কিছু লিখো। হেসে বলতো, স্যার আর কিছু পারি না, বসে থাকা মানে সময় নষ্ট। আমি আরও বেশী অবাক হতাম।
অন্যদিকে ক্লাস টপাররা একের পর এক একস্ট্রা লুজশীট নিতো। টেনশনের ছাপে মুখের দিকে তাকানো যেতো না। খাতা জমা নেয়ার সময় পারলে তারা আরেকটু লিখে যেতে পারলে খুশি হয়। তিন ঘন্টা যেনো যথেষ্ট নয়। পরীক্ষার পর এরা প্রশ্ন মিলিয়ে মিলিয়ে কত গ্রেড পাবে তার হিসাব কষে। সেমিস্টার ফাইনাল শেষে কবে রেজাল্ট দেবে এই চিন্তায় তাদের ঘুম আসে না।
সত্যি বলতে এক অজানা কারনে আমার এই 'ডোন্ট কেয়ার' স্টুডেন্টদের অনেক পছন্দ। এদের অনেকের সাথে এখনো অনেক কথা হয়। হয়তো এখনো কয়েকটা ব্যাকলগ আছে, পাশ করতে পারে নাই, একদিকে ফ্যমিলি প্রেশার, ওইদিকে গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে গেছে, তারপরও কতটা হাসিখুশি। আমি খুব অবাক হই এবং অনেক আকুতি নিয়ে ওদের জিজ্ঞেস করি, কিভাবে 'ডোন্ট কেয়ার' হওয়া যায়। কারণ এই একটা জিনিস আমি অনেকবার চেষ্টা করছি, পারি নাই।
২০/০২/২০২১
ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
Copy: Mubin Hasan

26/01/2021

"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো। এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই। যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।
যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।
যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে। যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"
"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"
- সূরা তাকাসুর।
লিখা-Anik Chowdhury।

 #স্কিলঃ চাকরি পেতে বা ক্যারিয়ার করতে যেসব অনেক চাহিদাসম্পন্নএকটি গুরুত্বপূর্ণ শব্দ । এর ব্যাপকতাও অবশ্যই বিশাল । আমাদের...
08/01/2021

#স্কিলঃ চাকরি পেতে বা ক্যারিয়ার করতে যেসব অনেক চাহিদাসম্পন্ন
একটি গুরুত্বপূর্ণ শব্দ । এর ব্যাপকতাও অবশ্যই বিশাল । আমাদের জীবনের বড় অংশই কেটে যায় স্কিলের পিছনে ছুটতে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাথায় বিশেষভাবে এটা থাকে না যে আমরা কোন স্কিল অর্জন করছি । আমাদের স্কুল, কলেজ লাইফ চলে যাওয়ার পরে একটু একটু মাথায় আসে ইউনিভার্সিটি ওঠার পরে যে স্কিল বলে একটা আলদা রাজ্য আছে, যেটা আয়ত্বে আনা জরুরি । চাকরি, ব্যবসা, ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প হবে । যাইহোক অনেক কমন স্কিল আছে যেগুলো অর্জন করা এখন প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে যারা লেখাপড়া বা চাকরি করছেন । এখানে আমি উপস্থাপন করতে চাচ্ছি ২০২১ এ সব চেয়ে বেশি ডিমান্ডে যেসব স্কিল গুলো থাকবে সেসব বিষয় নিয়ে । মৌলিক স্কিল এর ব্যাপারে ভবিষ্যতে একদিন বিস্তারিত লেখা যাবে ।
এর আগে বলে নেই, অধিকাংশ স্কিল হচ্ছে সফট স্কিল । এগুলো আয়ত্বে আনার জন্য আপনি ঘরে বসেই শিখতে পারবেন তবে প্রচুর সেলফ মোটিভেশন লাগবে । কম্পিউটার এর মাধ্যমে । তবে বর্তমানে একুশ শতকের একুশতম বর্ষে এসে আমরা সবাই হয়তো বুঝতে পারছি কম্পিউটারের সফট স্কিল গুলোই এখন সব থেকে বেশি মূল্যবান । কিংবা যেসব স্কিল ফিজিকালি শিখতে হয় সেসবের মধ্যেও সফট স্কিল গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । যেমন, রোবোটিক্স ।
স্কিলগুলোঃ সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি ।
ARTIFICIAL INTELLIGENCE
এর অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা । অনেকেই হয়তো আগে এর ব্যাপারে শুনে থাকবেন । কোন ডিভাইসে এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে সে প্রতিনিয়ত ভালোভাবে শিখতে পারে সে একজন মানুষের মত সব কিছু শিখতে শিখতে ডেভেলপ করবে । তাকে যদি আপনি শিখিয়ে দেন আপনার নাম অমুক, তাহলে পরবর্তীতে সে ওই নাম মনে রাখবে । যন্ত্রকে ট্রেনিং দেওয়াটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে পড়ে । রোবটসহ, সফটওয়্যারে এর ব্যবহার বাড়ছে । গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ । আরেকটি উদাহরণ হচ্ছে রোবট সোফিয়া । এই স্কিলের প্রচুর চাহিদা তৈরী হচ্ছে বর্তমানে ।
গড় বেতনঃ $78k–150kper year
DATA SCIENCE
এটা হচ্ছে ডাটার খেলা । নিশ্চই শুনে থাকবেন ডাটা হচ্ছে একুশ শতকের সবচেয়ে মূল্যবান সম্পদ । সময়ের সাথে সাথে মানুষজন অনলাইনে আসছে । প্রচুর পরিমাণে ডাটা তৈরী হচ্ছে । আমি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করলাম, ডাটা তৈরী বা জেনারেট হলো । আপনি ফেসবুকে প্রোফাইলে বায়ো তে শেয়ার করলেন অমুক কোম্পানিতে নতুন জয়েন করলেন, ডাটা জেনারেট হয়ে গেল । প্রতিনিয়ত বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ডাটা তৈরী হচ্ছে । এসব ডাটা রক্ষণাবেক্ষণ, ভিজুয়ালাইজেশন, ডাটা এনালাইসিস, ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা করা ইত্যাদি কাজের জন্য ডাটা সাইন্টিস্ট প্রয়োজন হবে যারা এসব কাজ করবে । বর্তমানে এবং ভবিষ্যতে এই স্কিলের প্রচুর ডিমান্ড থাকবে ।
গড় বেতনঃ $113,309 / yr
DEVELOPMENT (WEB, MOBILE, SOFTWARE)
এই স্কিলের ব্যাপারে আশা করি অনেকেই জানেন । মোবাইলের অ্যাপ্লিকেশান, ওয়েবসাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এসবে চাহিদা অনেক আগে থেকেই ছিল এবং দিন দিন বাড়ছে । সবাই অনলাইনে যেহেতু আসছে, সকলেরই এসবের চাহিদা থাকবে । এজন্য এর মধ্যে একটি ঠিক করে শেখা শুরু করে দেওয়া যেতে পারে ।
গড় বেতনঃ $103,620 / yr
CYBERSECURITY
আপনি বিশেষ উদ্দেশ্যে ওয়েবসাইট খুললেন । কিন্তু দেখা গেল কয়েকদিন পরে সাইট হ্যাক হয়ে গিয়েছে! ব্যাপারটা মোটেই ভাল হবে না তাই না? এজন্য সাইবার সিকিউরিটির গুরুত্ব চলে আসে । সাইটে যথাযথ নিরাপত্তা নিয়ে রাখতে হবে যাতে কোন থ্রেট আসলে মোকাবেলা করা যায় ঠিকমত । সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ডিমান্ডেবল স্কিল । এর বেতনও ও চাহিদা সব সময়ই বৃদ্ধি পাবে । ইন্টারনেটের প্রসার যত হচ্ছে সবকিছুই তত অনলাইন হচ্ছে । একারণে এই সেক্টরে অনেক সম্ভাবনা । সাইবার সিকিউরিটির অনেক অনেক শাখা আছে । একটু রিসার্চ করতে হবে আপনি কোনটাতে যাবেন ।
গড় বেতনঃ $92,000 / yr
Cloud engineering
ক্লাউড সার্ভিস, ক্লাউড কম্পিউটিং বিষয়গুলো কী আসলে? একদম শর্টে যদি বলি, আপনি গুগল ড্রাইভে ফাইল রাখেন সেটা ক্লাউড । কিন্তু ক্লাউড সিস্টেম শুধু স্টোরেজ এর মধ্যে সীমাবদ্ধ না । অনলাইনে যেসকল কাজকর্ম হয়, যেমন অনলাইনে এখন গেম খেলা যায় ক্লাউড গেমিং । গুগলে স্টেডিয়া । আপনার পিসির তেমন একটা প্রসেসিং পাওয়ার দরকার নেই । শুধু নেট কানেকশন ভাল থাকলেই হবে । সব ভাল ভাল গেম গুগলের ইঞ্জিনে বা কম্পিউটারে চলবে আপনার পিসিতে শুধু স্ট্রিম হবে । এটা ক্লাউড এর অংশ- ক্লাউড কম্পিউটিং । মোটকথা একটি লোকাল কম্পিউটারে যা হয় সে সব হবে অনলাইনে, কিন্তু এ সমস্ত হবে অনলাইনে এবং এর কর্মক্ষমতা অনেক বেশি । উপরে বেশ অনেক স্কিলের কথা বলেছি, সেসমস্ত স্কিল অনেক কিছু ক্লাউড প্ল্যাটফর্মে চর্চা করতে হয় । যেমন AI, Data Science । আরো একটা মূল ধারার ব্যবহারের কথা বলছি । ধীরে ধীরে অনলাইনে যেসব সফটওয়্যার বা স্টার্টাপ চালু হচ্ছে সব ক্লাউড প্ল্যাটফর্মে আসছে কারণ ক্লাউডে খরচ অনেক কম । বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এদের হিউজ পরিমান ডাটা ক্লাউডেই রাখে । তবে ওদের অবশ্য নিজেদের ডাটা সেন্টার থাকে । কিন্তু সবার পক্ষে এটা সম্ভব নয় । এজন্য গুগল, ফেসবুক এদের মত উচ্চ প্রসেসিং পাওয়ার কম খরচে ব্যবহার করতে হয় তাহলে ক্লাউডই বেস্ট অপশন । এখন মূল কথা হলো, এত বক বক করেছি তার একটাই কারণ । ক্লাউডে যত এভাবে সফটওয়্যার লঞ্চ হবে ততই এসমস্ত রক্ষণবেক্ষণ, ম্যানেজ করা, ক্লাউড সিকিউরিটি বিভিন্ন কারণে দক্ষ লোক দরকার হবে । এসব যারা করে তারাই ক্লাউড ইঞ্জিনিয়ার ।
গড় বেতনঃ $127,957 / yr
CLOUD-NATIVE ARCHITECTURE SKILLS
উপরে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর মতই এটা একই ফিল্ডের কাজ কিন্তু অনেক বিশাল পরিসর এটার । ক্লাউডের ব্যাপারে sdxcentral .com বলেছে,

"Cloud-native architecture is the design or plan for applications and services built specifically to exist in the cloud. Most resources emphasize the role of microservices in cloud-native architecture. Microservices are critical for a DevOps pipeline because small teams can work on small portions of an application."

অর্থাৎ ক্লাউডে সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশান এসমস্ত কিছু লঞ্চ করার ক্ষেত্রে সেটার আর্কিটেক্ট করতে হয় । এটাকে উক্ত প্ল্যাটফর্মের ভীত বলতে পারেন । কিভাবে ক্লাউডে উক্ত আইটেমটি লঞ্চ করা হবে বা ব্যবহার করা হবে, কিভাবে সেটাকে ম্যানেজ করা হবে ইত্যাদি কাজগুলো Cloud-native architect রা করেন ।
গড় বেতনঃ $153,000 / yr
AUTOMATION
শুনেছেন কি ধীরে ধীরে অনেক চাকরি বিলীন হয়ে যাচ্ছে? অনেকে চাকরি হারাচ্ছেন? শোনার কথা । অনেক চাকরি দিনে দিনে অটোমেটেড হয়ে যাচ্ছে । এর অর্থ আগে যেসকল কাজ মানুষ করত সেসব মেশিনের মাধ্যমে করা হচ্ছে । এতে করে কোম্পানির উৎপাদন বাড়ছে কিন্তু অনেক মানুষ চাকরিচ্যূত হচ্ছেন । এরই মধ্যে যুক্তরাষ্ট্রে DRIVER, CASHIERS, MANUFACTURING WORKERS, BANK TELLERS ইত্যাদি অনেক চাকরি হারিয়ে যাচ্ছে । বাংলাদেশেও ধীরে ধীরে ফ্যাকটরি গুলোতে অটোমেশন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে । বেশ কিছু সময় আগে নিউজে দেখেছি গার্মেন্টস শিল্পে অটোমেশন করা হচ্ছে অনেক অংশ । হাতিল নামে যে ফার্নিচার কোম্পানি আছে ওরাও অটোমেশন করছে ফ্যাক্টরি । এজন্য সতর্ক হয়ে এখনি নতুন স্কিল আয়ত্বে আনতে হবে । এসমস্ত চাকরি ভ্যানিশ হচ্ছে অটোমেশনের জন্য । কিন্তু অন্য দুয়ার গুলো তো খুলে যাচ্ছে । এই অটোমেশন ইন্ডাস্ট্রি তে এসব কাজ করা জন্য প্রচুর দক্ষ মানুষ লাগবে । তাহলে এসব শিখেই আমাদের নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিয়ে এগিয়ে থাকতে হবে । তাহলেই বুদ্ধিমানের কাজ হবে ।
গড় বেতনঃ $91,078 / yr
এছাড়াও আরো অনেক স্কিল বর্তমানে ডিমান্ডে আছে কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা হয় তাই আর লিখছি না । যেমনঃ গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি এনিমেশন ইত্যাদি । আজকের মত এই পর্যন্ত । এত বিশাল আর্টিকেল শেষ পর্যন্ত বেশি লোক পড়বে বলে মনে হয় না!! 🙃 Think Happy, Be Happy. 🙂
লেখাঃ Ashiqur Rahaman

05/01/2021

ভার্সিটি লাইফে ১ টা কোর্স ছিল ,গনহারে সবাই ফেল করত, আমরা যেবার পরীক্ষা দেই ওইবার ৩৭ জন ফেল করেছিল, কোন মতে বেচে গিয়েছিলাম, তবে আমার ওই কোর্স টিচার বলেছিল “আমার প্রশ্ন বুঝতে হবে আগে পরে উত্তর দিতে কম সময় লাগবে" ওটাই আসলে ভার্সিটি লাইফের স্ট্যানডার্ড হওয়া উচিত। তখন মনে মনে অনেকেই স্যারকে উল্টা পাল্টা বলতাম।
আজ এত বছর পর এসে স্যারের কথাই মনে পড়ছে। ওরকম স্ট্যানডার্ড মেইনটেইন করলে হয়ত আমরা পি এইচ ডি করতে গিয়ে থিওরি কোর্স পাশ করতে অত হিমশিম খাওয়া লাগত না।
ক্ষনিকের জন্য ছাত্র/ছাত্রীদের ভালবাসা পাওয়া থেকে নিজেকে বিরত রেখে, ক্ষনিকের জন্য গালি খেয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য চিরদিন স্মরন করে রাখব স্যার।❤️
আসসালামুয়ালাইকুম স্যার। (নাম বললাম না,অনেকেই ভাল ভাবে না নিতে পারে) 😊

18/10/2020

সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি
------------------------------------------------

মুজিববর্ষেই ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি জানিয়েছে বাংলা প্রচলন প্রয়াস (বাপ্রপ্র) নামে সংগঠন। আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা নিয়ে সচেতনতায় এদিন প্রচারপত্র বিলি করা হবে।

বাপ্রপ্র’র প্রধান সমন্বয়ক আলমগীর রুমি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকগুলোর উপরে বড় করে বাংলাভাষায় নাম ফলক লেখা, বিভিন্ন যানবাহনের গায়ে ইংরেজি পরিচিতির উপরে বাংলায় পরিচিতি লেখার দাবি নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।

ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।

বাপ্রপ্র জানায়, ১৯৮৭ সালের ৮ মার্চ বাংলা ভাষা প্রচলন আইন পাস হয়। এই আইনে বলা হয়েছে, বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত সব ক্ষেত্রে নথি, চিঠিপত্র, আইন আদালতে সওয়াল জবাব, অন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ব্যক্তি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করলে সে আবেদন বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে।

আইনে আরও বলা আছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন তবে তা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন বলে গণ্য হবে। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। আইনটির বাস্তবায়ন চায় সংগঠনটি।

17/10/2020

Registration and Payment of Tuition Fees in Fall 2020 Semester

ATTENTION: ALL EXISTING STUDENTS !!!

This is to inform all existing students of UIU that they will be able to register for Fall 2020 semester without paying any amount. But all previous dues need to be cleared. Students may make payments of their tuition fees in 4 (four) installments throughout the semester as indicated in the Academic Calendar.

Prof. A.S.M. Salahuddin

Registrar

http://www.uiu.ac.bd/notices/registration-and-payment-of-tuition-fees-in-fall-2020-semester/

Registration and Payment of Tuition Fees in Fall 2020 Semester ATTENTION: ALL EXISTING STUDENTS !!! This is to inform all existing students of UIU that they will be able to register for Fall 2020 semester without paying any amount. But all previous dues need to be cleared. Students may make payments...

15/10/2020

ATTENTION: ALL UIU STUDENTS !!!

This is to inform all concerned students that some students have crossed their limits while posting their crushes and confessions on an online-portal. The UIU authorities have always been respecting the students’ privacy and promoting their freedom of speech.

Nonetheless, rest assured that the UIU authorities will not hesitate to take strict actions if any student crosses limits by showing disrespect to any other students, staff or faculty members.

Therefore, we would like to request our beloved students to carefully consider their words before posting it to the pages like “Crushes and Confessions”.

Prof. A.S.M. Salahuddin
Registrar

06/10/2020

আপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বাইরে বের হন নতুবা আপনার জীবন বিপন্ন । নিজের জীবনেকে সবাই ভালোবাসে , কেউ চায় না নিজের বা পরিবারের কারোর ক্ষতি হোক । জীবনের অন্তিম মূহুর্তেও বাচাঁর জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষ যখন ব্যর্থ হয় ,তখনই নিজের জীবনকে উৎসর্গ করে দেয় । আজকে আমি বলবো কীভাবে আপনি আপনার জীবনের অন্তিম মূহুর্তে কিংবা চরম বিপদের মূহুর্তেও পুলিশ কিংবা আপনার বিশ্বস্ত পরিচিতদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে জানাবেন যে,আপনি অনেক বিপদে পড়েছেন ।

শুনে অবাক হচ্ছেন তো?
অবাক হওয়ারই কথা, কেননা কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনি কীভাবে পুলিশ কিংবা আপনার পরিচিতদের সাথে যোগাযোগ করবেন তাইনা?
এরকম চরম বিপদের মূহুর্তেও তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য জার্মান সরকার এমনই একটি (SOS) সিস্টেম চালু করেছেন যেখানে সমুদ্রে কোনো জাহাজ বিপদের সম্মুখীন হলে তাৎক্ষণিক স্টেশনে সিগন্যাল পাঠাতে পারে যার পূর্ণরূপ হচ্ছে ( SOS- "Save Our Soul "/"Save Our Ship "

এই সিস্টেমের উন্নতির ফলে মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে এটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইফোনেও (SOS Message ) নামে সংযুক্ত করা হয়েছে যা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে ।

এটি অন করে রাখলে আপনি যেকোনো মূহুর্তে আক্রমনের শিকার হলে আক্রমণকারীর অগোচরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ৪ জনের সাথে (একই সঙ্গে আপনার ৫ সেকেন্ডের ভয়েস, দুটি ছবি এবং আপনার লোকেশন ) শেয়ার করতে পারবেন । এগুলো শেয়ার করার জন্য আপনার ফোন আনলক,ডাটা/ওয়াইফাই,লোকেশন এমনকি ফোনের স্ক্রিনও অন করতে হবে না, কারণ বিপদের সময় এতকিছু করার সময় পাবেন না, সময় পেলেও আক্রমণকারী আপনাকে ফোন ব্যবহার করতে দিবে না , শুধুমাত্র আপনার ফোনের পাওয়ার বাটন একসঙ্গে পরপর তিনবার (ডিভাইস ভেদে ভিন্ন। শাওমি তে 5 বার) চাপলে ৩০ থেকে ৪৫ সেকেন্ডর মধ্যে SOS মেসেজের প্রক্রিয়া শুরু হবে ( স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনা আপনি ডাটা,ওয়াইফাই,লোকেশন,ক্যামেরা,মাইক্রোফোন অন হয়ে যাবে ) এবং ১ মিনিটের মধ্যে ভয়েস, আপনার লোকেশন, ছবিসহ মেসেজ চারজনের কাছে চলে যাবে। এজন্য আপনাকে কোনো অ্যাপস কিংবা কোনো একাউন্ট খুলতে হবে না, এই সিস্টেমটি আপনার ফোনেই পাবেন, শুধুমাত্র অন করে চারজনের মোবাইল নাম্বার সেট করে রাখলেই হবে ।

মোবাইল নাম্বার হিসেবে রাখতে পারেন আপনার নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার, এবং যেকোনো সময়ে আপনার কাছে পৌঁছাতে পারবে এমন তিনজন ব্যক্তির নাম্বার ।

SOS Message চালু করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে SOS লিখে সার্চ দিন এবং এরপর ক্লিক করলে চিত্রের মত তিনটি অপশন পাবেন সেগুলো অন করে রাখুন এবং সর্বোচ্চ চারজনের নাম্বার যুক্ত করুন ,তাহলেই হয়ে যাবে ।

বাইরে বের হওয়ার আগে মিনিমাম ১টি SMS,MMS পাঠানো যায় এমন পর্যাপ্ত ব্যালেন্স রাখুন ।
জনস্বার্থে পোস্টটি শেয়ারযোগ্য।

[লেখা সংগ্রহীত]

19/09/2020

জয়া আহসানের জার্মান শেফার্ড বিলাসিতা আর রাস্তার নেড়ি কুকুরের যন্ত্রণা এক বিষয় না।
চার চাকার গাড়িতে বিদেশি কুকুরে বিনোদন হয়, কিন্তু রাত- বিরাতে বেওয়ারিশ কুকুরের আক্রমণ নিয়ে কর্মজীবী মানুষেরা আতঙ্কিত থাকেন ।
দয়া করে, ভুক্তভোগীদের সাথে কথা বলে দেখুন। তাদের যন্ত্রণাটাও একটু বুঝেন।
এক বছরে সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে ৭৫ হাজার মানুষ কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। অনেকে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
কুকুরের প্রতি এত প্রেম থাকলে রাস্তা থেকে দশটি নেড়ি কুকুর নিয়ে লালন-পালন করে দেখান। আপনাদের যত মানবিকতা, প্রেম উতলিয়ে উঠে কুকুরের জন্য। কিন্তু ঢাকা শহরে কয়েক লক্ষ বেওয়ারিশ মানুষই রয়েছে। তাদের জন্য আপনাদের প্রেম জাগে না, মমত্ববোধ জাগে না।
কুকুর নিধনের পক্ষে না, অপসারণ চেয়েছি, স্থানান্তর চেয়েছি।
লন্ডন, সিডনি, হংকং, নিউইয়র্ক এর গল্প শোনাবেন, স্বল্পবসনা হয়ে ঘন্টায় ঘন্টায় যেসব শহর থেকে ছবি আপলোড করেন। কোন শহরে দেখেছেন? রাস্তার মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুরের সয়লাব!!
বেওয়ারিশ কুকুরে প্রেম যদি এতই থাকে, তবে কুকুরপ্রেমী ভাই-বোনদের বলব আপনারা বিদেশি কুকুর বাদ দিন, বাসায় নেড়ি কুকুর নিয়ে লালন পালন করুন। ঢাকার রাস্তায় আর এমনিতেই কুকুর থাকবে না। আপনাদের কুকুর প্রেমও অমর হয়ে থাকল।

Collected !

15/09/2020

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে এসএসসি-এইচএসসি রেজাল্ট কোন দেশ চায়?
===========================================

উন্নত দেশের ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য কি কি চায় আর আমাদের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে কি কি চায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দিলাম। এই তুলনা চিত্র দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ে কি কি চায় এইটা মোটামুটি ইউনিভার্সাল; কারণ চীন ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় সব জায়গায় দরখাস্তের সাথে যা যা থাকতে হবে বলে সেগুলো নিম্নরূপ:

১. প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম একটি পোস্ট-ডক্টরাল অভিজ্ঞতা কাঙ্ক্ষিত।

২. কোন prescribed বা বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন নির্ধারিত ফর্ম পূরণ করার বাধ্যবাধকতা নেই। এর পরিবর্তে একটি কভার লেটার দিতে বলে।

৩. একটি সংক্ষিপ্ত রচনা যেখানে থাকবে একাডেমিক ও প্রফেশনাল অভিজ্ঞতার বিবরণ, কিভাবে প্রার্থী প্রতিষ্ঠানের মান বাড়াতে সাহায্য করতে পারেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ, এবং কিভাবে প্রার্থী বিভাগের বিদ্যমান গবেষণার উন্নতি ঘটাবেন তার সংক্ষিপ্ত বিবরণ। এছাড়া প্রার্থী ভবিষ্যতে কি ধরণের গবেষণা করতে ইচ্ছুক তার একটি সংক্ষিপ্ত বিবরণ।

৪. শিক্ষকতার একটি সংক্ষিপ্ত স্টেটমেন্ট যেখানে থাকবে প্রার্থীর নিজস্ব টিচিং এপ্রোচ এবং শিক্ষকতার নিজস্ব দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ।

৫. এই পর্যন্ত যতগুলো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার পূর্ণাঙ্গ লিস্ট।

৬. ন্যূনতম তিনজন রেফারির নাম ও ইমেইল এড্রেস।

এইবার দেখা যাক আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সহকারী অধ্যাপক হওয়ার জন্য কি কি চায়:

১. বিশ্ববিদ্যালয় থেকে প্রণীত একটি prescribed ফর্ম পূরণ করতে হবে।

২. প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষার উভয়টিতে ১ম বিভাগ/জিপিএ ৪ (৫ স্কেলে), স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষার কমপক্ষে একটিতে ১ম শ্রেণী থাকতে হবে। তবে সিজিপিএ এর ক্ষেত্রে উভয়টিতে কমপক্ষ কমপক্ষে ৩.৫ থাকতে হবে।

৩. প্রার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা সমমানের গবেষণা প্রতিষ্ঠানে কম পক্ষে ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার।

৪. স্বীকৃত জার্নালে কমপক্ষে ১টি মৌলিক প্রকাশনা থাকতে হবে। (সেটা দেশীয় গার্বেজ হলেও হবে)!

৫. পিএইচডি থাকলে অন্যান্য যোগ্যতার যেকোন একটি শিথিল করা যেতে পারে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর কলেজের প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তির পার্থক্য প্রায় নেই বললেই চলে। আর বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সাথে পার্থক্য আকাশ আর পাতাল। তাহলে আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যি সত্যি বিশ্ববিদ্যালয় বলতে পারি? এইভাবেই আমরা দেশের আনাচে-কানাচে কলেজ খুলে বিশ্ববিদ্যালয় নামে চালিয়ে দিচ্ছি।

বিশ্বের কোথাও দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এসএসসি-এইচএসসি রেজাল্ট জানতে চায়। এসএসসি এইচএসসি কেন, অনার্স মাস্টার্সের রেজাল্টই জানতে চায় না। তারা দেখে পিএইচডি, গবেষণা পত্রের সংখ্যা, পোস্ট-ডক অভিজ্ঞতা আছে কিনা ইত্যাদি। [ফেসবুক থেকে]

লেখক: অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

14/09/2020

উন্নত দেশের ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য কি কি চায় আর আমাদের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগে কি কি চার তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দিলাম। এই তুলনা চিত্র দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ে কি কি চায় এইটা মোটামোটি ইউনিভার্সাল কারণ চীন ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় সব জায়গায় দরখাস্তের সাথে যা যা থাকতে হবে বলে সেগুলো নিম্নরূপ:

১. প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রী থাকতে হবে এবং ন্যূনতম একটি পোস্ট-ডক্টরাল অভিজ্ঞতা কাঙ্খিত।

২. কোন prescribed বা বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন নির্ধারিত ফর্ম পূরণ করার বাধ্যবাদকতা নেই। এর পরিবর্তে একটি কভার লেটার দিতে বলে।

৩. একটি সংক্ষিপ্ত রচনা যেখানে থাকবে একাডেমিক ও প্রফেশনাল অভিজ্ঞতার বিবরণ, কিভাবে প্রার্থী প্রতিষ্ঠানের মান বাড়াতে সাহায্য করতে পারেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ, এবং কিভাবে প্রার্থী বিভাগের বিদ্যমান গবেষণার উন্নতি ঘটাবেন তার সংক্ষিপ্ত বিবরণ। এছাড়া প্রার্থী ভবিষ্যতে কি ধরণের গবেষণা করতে ইচ্ছুক তার একটি সংক্ষিপ্ত বিবরণ।

৪. শিক্ষকতার একটি সংক্ষিপ্ত স্টেটমেন্ট যেখানে থাকবে প্রার্থীর নিজস্ব টিচিং এপ্রোচ এবং শিক্ষকতার নিজস্ব দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ।
৫. এই পর্যন্ত যতগুলো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার পূর্ণাঙ্গ লিস্ট।

৬. ন্যূনতম তিনজন রেফারির নাম ও ইমেইল এড্রেস।

এইবার দেখা যাক আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সহকারী অধ্যাপক হওয়ার জন্য কি কি চায়:

১. বিশ্ববিদ্যালয় থেকে প্রণীত একটি prescribed ফর্ম পূরণ করতে হবে।

২. প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষার উভয়টিতে ১ম বিভাগ/জিপিএ ৪ (৫ স্কেলে), স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষার কমপক্ষে একটিতে ১ম শ্রেণী থাকতে হবে। তবে সিজিপিএ এর ক্ষেত্রে উভয়টিতে কমপক্ষ কমপক্ষে ৩.৫ থাকতে হবে।

৩. প্রার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা সমমানের গবেষণা প্রতিষ্ঠানে কম পক্ষে ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার।

৪. স্বীকৃত জার্নালে কমপক্ষে ১টি মৌলিক প্রকাশনা থাকতে হবে। (সেটা দেশীয় গার্বেজ হলেও হবে)!

৫. পিএইচডি থাকলে অন্যান্য যোগ্যতার যেকোন একটি শিথিল করা যেতে পারে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর কলেজের প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তির পার্থক্য প্রায় নেই বললেই চলে। আর বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সাথে পার্থক্য আকাশ আর পাতাল। তাহলে আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যি সত্যি বিশ্ববিদ্যালয় বলতে পারি? এইভাবেই আমরা দেশের আনাচে কানাচে কলেজ খুলে বিশ্ববিদ্যালয় নামে চালিয়ে দিচ্ছি।
লেখাঃ কামরুল হাসান মামুন

06/09/2020

আমি যখন বুঝতে পারি নিজের চরিএটাকে পবিত্র রাখার জন্য, নিজের যৌবনকে হেফাজত করার জন্য বর্তমানে বিয়ে করাটা খুবই জরুরি হয়ে গেছে,
আমি চাইলেও অনেক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছিনা, এই সমাজ এই প্রযুক্তি এই দেশ আমাকে খারাপ কাজ করতে বাধ্য করছে , ঠিক তখনই আমি নিজে নিজে চিন্তা করি বিয়েটা করলে হয়ত আমার মধ্যে এই খারাপ কাজ করার আগ্রহটা আসবেনা, বিয়ে ছাড়া নিজেকে হারাম রিলেশন, হারাম বন্ধু, হারাম কাজ থেকে বিরত রাখা অনেক কঠিন ব্যাপার।

তবুও সবকিছু বিবেচনা করে আল্লাহকে ভয় করে, পরকালের কথা চিন্তা করে ভার্সিটিতে এসেও আমার কোন মেয়ে বন্ধু বা জি এফ হয়নি, আলহামদুলিল্লাহ।

তবে আরতো পারছিনা, আশে পাশের পরিবেশ ফিতনা আর ফিতনা, চতুরদিক থেকে ফিতনা সব সময় তাড়া করে বেড়ায়, মাঝে মাঝে শয়তানের পাল্লায় পড়িয়া ফিতনায় পা দিয়ে দিই নিজেকে আর কত সামলিয়ে রাখা যায়।(আল্লাহ মাফ করুন)

কখনো ভাবিনি চিন্তাও করিনি বাবা মায়ের সামনে নিজের মুখে কোনদিন বলতে পারবো বাবা /মা আমি বিয়ে করতে চাই, এই সমাজ আমাকে বলতে শিখায়নি, শিখিয়েছে নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে নেই, তবে হাজারটা প্রেম করে গর্বের সাথে নিজের মুখে বলা যায় আমি হাজারটা প্রেম করি তুই কয়টা করিস।

যাইহোক অনেক কষ্টের পর অনেক যুদ্ধের পর বাবা মাকে বুঝাইতে সক্ষম হয়েছি আমার চরিএ ও যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করাটা জরুরি তারাও মেনে নিয়েছেন বিয়ে করানোর জন্য রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ!

কিন্তুু তাদেরকে এত কষ্ট করে বুঝাইলাম রাজি করাইলাম এখন আমার সমাজ আমার দেশকে কে বুঝাইবো ভাই আমার সমাজ আমার দেশ বলে আমি বেকার, আগে প্রতিষ্ঠিত হও পরে বিয়ে বেকার ছেলের কাছে কেউ মেয়ে দিবেনা।

আরে ভাই আমি কেবল ভার্সিটি শেষ করব, শেষ হয়নি এখনো আরে পড়াশুনা বাকি প্রতিষ্ঠিত হওয়া মানেতো আরো ৫-৮ বছর এতদিন আমি কেমনে নিজেকে সামলিয়ে রাখবো ভাই, আমিতো একজন পুরুষ আমারো মন চায় কোন মেয়ের সাথে কথা বলি, নিজের সুখ দুঃখের কথা তার সাথে শেয়ার করি, তাকে নিয়ে একটু গুরতে বের হই, তাকে সাথে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করি।

হ্যা ভাই আমিও পারবো হাজারো মেয়ের সাথে কথা বলতে, হাজারো মেয়েকে সাথে নিয়ে গুরতে কিন্তুু আমার আল্লাহ আমার রাসূল আমাকে এই শিক্ষা দেননি, আমি চাই যাই করি তা যেন হালাল হয় হারাম না হয়ে যায়।

তাই এই সমাজ এই দেশকে হাত জোড় করে বলি, আমার মতো এমন হাজারো যুবকের চরিএ ও যৌবনকে হেফাজত করার জন্য হলেও বিয়েকে সহজ করুন।

বিশ্বাস করুন আপনার মেয়ে কখনো না খেয়ে থাকবে না কোন স্বামী বেচে থাকতে তার স্ত্রীকে না খাইয়ে রাখবেনা, আর যারা নিজের চরিএ ও যৌবনকে হেফাজতের জন্য বিয়ে করে তারা আল্লাহকে ভয় করে, আর তাই তরা নিজের রক্ত বিক্রি করে হলেও আপনার মেয়েকে সুখে রাখবে ইনশাআল্লাহ!
মাহান আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুন।
লিখেছেনঃ Md Yusuf Islam
কথাগুলো আমার নিজের অবিজ্ঞতা থেকে।

Address

Madani Avenue, Badda
Dhaka

Opening Hours

Monday 18:00 - 03:00
Tuesday 18:00 - 03:00
Wednesday 18:00 - 03:00
Thursday 18:00 - 03:00
Friday 18:00 - 03:00
Saturday 18:00 - 03:00
Sunday 18:00 - 03:00

Telephone

+8801521755418

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of UIU Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category