02/12/2024
"মাতৃভূমি অথবা মৃত্যু" এমন একটা কথা ইদানিং বেশ শোনা যাচ্ছে এবং কথাটাকে বেশ মহিমান্বিত করা হচ্ছে, অনেক মুসলিম ব্যক্তিও এমন কথা বলছেন।
বাস্তবতা হলো সেক্যুলার ও অন্যান্যরা এধরণের কথা হয়তো বলতে পারেন, কিন্তু মুসলিমরা সাধারণভাবে এটা বলতে পারেন না।
কারণ, মাতৃভূমির বিশেষ কোনো মর্যাদা ইসলামে নেই, কেবলই মাতৃভূমি হওয়ার কারণে। মাতৃভূমির প্রতি মানুষ যে টান অনুভব করে সেটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এর কোনো বিশেষ পবিত্রতা নেই। কোনোকিছু মহিমান্বিত হওয়ার পেছনে মূল বিষয় হলো, মহান আল্লাহর দীন তথা ন্যায়। ন্যায়ের প্রশ্ন অমিমাংসিত রেখে কোনো কিছুর জন্য পবিত্রতা নির্ধারণের কোনো সুযোগ নেই।
খোদ মক্কা নগরি, যার পবিত্রতা সৃষ্টির আদিকাল থেকেই প্রতিষ্ঠিত, যেখানে ছিলো মহান আল্লাহর পবিত্র ঘর, সেই ভুখণ্ড ছেড়েও নবি সা. বেরিয়ে গিয়েছেন মদিনার পথে। ন্যায়ের প্রশ্নে, দীনের প্রশ্নে।
ন্যায়ের পক্ষাবলম্বন করার জন্য প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করাকেই বরং মহিমান্বিত করা হয়েছে ইসলামে। নবি সা. যেটা মদিনায় হিজরত করে আমাদের দেখিয়ে দিয়েছেন।
মুসলিমরা বলতে পারে "শরিয়াহ অথবা শাহাদাত"। কারণ এই শ্লোগানের মধ্যে ন্যায় তথা আল্লাহর দীন এমবেডেড আছে। এর মধ্যে কোনোরকম জাহিলিয়াতের প্রতি আনুগত্যের কোনো অবকাশ নেই।
হ্যাঁ, কোনো মাতৃভূমি যদি শ>রিয়াতের ভুমি হয়, ইস লামের ভুমি হয় তখন নির্দিষ্ট সেই ভুমির লোকেরা শ/রিয়াহকে এমবেডেড বা ডিফল্ট ধরে যদি বলে তাহলে হয়তো তখন শ্লোগানটাকে সরাসরি জাহিলিয়াত বলা যাবে না, তবুও এধরণের শ্লোগান এড়িয়ে চলাটাই সচেতন মুসলিমদের জন্য আবশ্যক।
বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মুসলিমদের একমাত্র কার্যকর সুরক্ষা হলো ইসলাম। মুসলিমরা কেবল আল্লাহর নামেই হাসিমুখে মৃত্যুর মুখোমুখি হতে পারে, অন্য কোনো কিছুর নামে নয়। অন্য কোনোকিছুর নামে এত শক্তিশালী শত্রুকে মোকাবেলা করা কিছুতেই সম্ভব নয়।
ইসলাম ছাড়া অন্য কোনোকিছু দ্বারা যদি আমরা আমাদের বাঁচাতে চাই তবে আমরা দুনিয়াতেও পরাজিত হবো আর আখিরাতেও লাঞ্চিত হবো।
অতএব, আমাদের শ্লোগান হবে, " হয় শরিয়াহ, নয় শাহাদাহ"