09/12/2023
পারফরম্যান্স কি অদ্ভুত একটা জিনিস!
প্যাট কামিন্স জানতেন ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে বেশিক্ষণ ব্যাকফুটে থাকা যাবে না। কারণ ঐ জনসমুদ্রের গর্জনে হারিয়ে যেতে হবে। যে কারণে ম্যাচের আগেই ঘোষণা দেন ভারতের জনসমুদ্রের গর্জনকে সাইলেন্সে রুপ দেবেন। হলোও তাই। ম্যাচের প্রথম ৭/৮ ওভারে যে গর্জন ছিলো সে গর্জন নিমিষেই হারিয়ে গিয়েছিলো আর ফিরে নি। ফেরার সুযোগ দেননি। মাঠে খেললেন ১১ জন তাতেই ১ লাখ ৩২ হাজার দর্শক চুপ হয়ে গেলো! পুরো বিশ্বকাপ থেকে এই একটা জিনিস শিক্ষা হিসেবে নিতে পারেন। আপনার হাজারটা প্রতিপক্ষ? হাজারটা সমালোচক? জাস্ট পারফর্ম করে যান সবাই চুপ হয়ে যাবে! পারফরম্যান্সের চেয়ে ভয়ংকর কোন অ*স্ত্র পৃথিবীতে আর নাই।
©post