Shoriful Islam

Shoriful Islam Graphic design is a craft where professionals create visual content to communicate messages.

By applying visual hierarchy and page layout techniques, designers use typography and pictures to meet users' specific needs and focus on the logic .

30/01/2025

কিছু কিছু ব্যাক্তিগত দুঃখ আছে, যা স্পর্শ করার অধিকার কারোরই নেই।
-Humayun Ahmed

30/01/2025
11/01/2025

প্রতিনিয়ত এই পৃথিবী আমাকে মনে করিয়ে দেয়
আমাকে কঠিন হতে হবে।
আমি কঠিন হয়ে গেছি প্রচন্ড,
প্রকৃতি আমাকে তা বুঝিয়েও দেয়।

আমি বুঝতে শিখেছি মানুষ মূলত এক।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,জীবনের পথ এ পথে
চলতে চলতে অনেকেই সঙ্গী হবে,
যার সঙ্গ দেবার সময় শেষ,তিনি চলে যাবে।
চলে যেতে হয়, চলে যেতে দিতে হয়! তবেই তো মুক্তি!
আমি জেনে গেছি মানুষ মূলত একা।

শিমুল তুলোর মতো নরম এক মনকে আমি ভেঙেচুড়ে কংক্রিট করে ফেলেছি।
আমি সবাইকে বুঝিয়ে গেছি,মানুষ মূলত একা।
মনে হয়েছে,এ আমার দায়িত্ব।
ভালোবাসি বলেই সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি।
আসির আরমানের বলা সে কথাটা আমার কানে বাজে,
"একা বেঁচে থাকতে শেখো প্রিয়।"

আমি জেনে গেছি, দিনশেষে মানুষ মূলত একা।
আগে, পিছে কিংবা সাথে কেউ নেই। কেউ থাকে না।

আমি জন্মেছিলাম আমার মায়ের কোলে,
শিমুল তুলোর মতো নরম মনে।
এই পৃথিবী আমাকে প্রতিবার বুঝিয়ে দিয়েছে কঠিন হতে হবে। কঠিন হতে হয়।
অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে কঠিন তোমাকে হতেই হবে।

এই পৃথিবীর সবাই আগলে রাখবার জন্যে জন্মায় না।
কেউ কেউ কঠিন বাস্তবকে বুঝিয়ে যাবার জন্যেও জন্মায়। আমার কোমল কবিতারা হারিয়ে গেছে।
সেখানে আজ কেবল বিধ্বংসী,ক্ষতবিক্ষত লাশের ছড়াছড়ি।
এই পৃথিবীতে কত কোমল কবিতা চাপা পড়ে মরে গেছে কংক্রিটের আড়ালে,তার হিসেব আমার সৃষ্টিকর্তাই রাখুক। ভালোবাসুক।

10/01/2025

তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছো,
তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।
-Humayun Ahmed

02/01/2025

Address

Titas Tower Baserpul Demra, Dhaka/1316
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoriful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category