Enamul Haque Enam - এনামুল হক এনাম

Enamul Haque Enam - এনামুল হক এনাম Digital Service Provider

17/07/2024
✌️✌️
17/07/2024

✌️✌️

30/06/2024

আমাদের ঘৃণা করবে

কেউ কখনো ইতিহাসের বই পড়েছেন?

- যখন হালাকু খান বাগদাদ ধ্বংস করে টাইগ্রিস নদীর পানিকে কালো আর লাল রঙে রঞ্জিত করেছিলো।- কিংবা যখন প্রথম ক্রুসেড যুদ্ধে পুরো জেরুজালেম নগরী রক্তে প্লাবিত হয়েছিলো।- অথবা স্পেনের ইসাবেলা যখন নিষ্ঠুরতার সাথে এক এক করে সব মুসলিমকে হয় হত্যা নতুবা ধর্মান্তরিত করেছিলো।

কখনো পড়ে দেখেছেন সেই সময়কার মুসলিম শাসকদের কথা, সাধারণ মুসলিমদের কথা- উল্লেখ করতে গিয়ে আমাদের মুসলিম ইতিহাসবিদরা কী ধরনের শব্দচয়ন করেছেন? পড়ে যে কারো মনে হবে সে সময় মুসলিমরা হয় মুনাফিক ছিল নতুবা নামকাওয়াস্তে মুসলিম ছিল। না হলে একজন মুসলিম এতোটা দুনিয়াবিলাসী, এতোটা ভীতু হয় কী করে? তারিখের কিতাবে তাদের ইলম সাধনার কথা, ধন-দৌলতের কথা খুব কমই আছে। আছে কেবল তাদের কাপুরুষতার নির্দয় বিবরণ।

একদিন আমরা থাকব না। পৃথিবী থাকবে। আমাদের ইতিহাসও কেউ না কেউ পড়বে। হয়তো আমাদেরই কোনো উত্তরসূরী সে ইতিহাস পড়তে গিয়ে আমাদের মুনাফিকতায় বিস্মিত হবে।

আমাদের ঘৃণা করবে।

***

By Shihab Ahmed Tuhin

24/06/2024

ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন-

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে:
(১) কথা বেশি বলা।
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম।
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে:
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়:
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে:
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা এবং
(৪) আত্মসম্মান রক্ষা

চারটা জিনিস রিযক বৃদ্ধি করে:
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকর করা,
(৩) নিয়মিত দান করা এবং
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযক কমিয়ে দেয়:

(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা এবং
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

[যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায়ঃ ৪/৩৭৮]

وما توفيقى الا بالله

23/06/2024

আপনার এলাকায় রাসেল'স ভাইপার সাপ দেখা গেলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানান । বিনামূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদ মুক্ত করবে ।
সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না ।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশ
০১৭৮০৯৩২৭১৭
বিঃ দ্রঃ শেয়ার করে জানিয়ে দিতে পারেন, অথবা আপনার সংগ্রহে রাখতে পারেন ।

12/06/2024

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।__(সূরা বাকারা)

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা আপনি সুস্থ থাকলে পড়ুন, (অসুস্থ থাকলেও পড়ুন) আলহামদুলিল্লাহ
11/06/2024

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা আপনি সুস্থ থাকলে পড়ুন, (অসুস্থ থাকলেও পড়ুন) আলহামদুলিল্লাহ

I've received 2,400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
08/06/2024

I've received 2,400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

05/06/2024

"লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" অধিক সংখ্যায় পড়ুন। কারণ এটি জান্নাতের গুপ্তধন। বুখারী-২৯৯২

জুমআর খুতবায় যখন শুনতাম, কেয়ামতের দিন গাছ, কাঠ, চেয়ার, টেবিল সাক্ষ্য দেবে, তখন খুব অবাক লাগতো। মনে হতো, এতো এতো মানুষ...
31/05/2024

জুমআর খুতবায় যখন শুনতাম, কেয়ামতের দিন গাছ, কাঠ, চেয়ার, টেবিল সাক্ষ্য দেবে, তখন খুব অবাক লাগতো।

মনে হতো, এতো এতো মানুষ থাকতে গাছপালাকে কেন সাক্ষী দিতে হবে?
বাট আজ যখন পুরো পৃথিবী থেকে একটা জেনোসাইডের সকল তথ্য উধাও করে দেওয়া হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত একেবারে মুখে কুলুপ এটে বসে আছে, ভান করতেছে কিছুই হয় নাই, তখন বুঝেছি, মানুষ আসলেও সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট না।
বরং কিছু কিছু অপরাধ এতোটাই নৃশংস যে মানুষের পক্ষে এই অপরাধের সাক্ষ্য দেওয়া সম্ভব না। এই সাক্ষ্য একমাত্র সেখানকার পাথর, গাছপালাই দিতে পারবে।

একদিন এই পৃথিবীর শেষ হবে। আমরা সবাই সবকিছু ভুলে যাবো। কেউ বলবো খেলার কথা, কেউ বলবো কোক স্টুডিওর মিউজিকের কথা, কেউ আবার বলবো, মুভি বা গানের কথা।
বাট যে পাথরটার উপর একটা বাচ্চা ছেলের প্রাণহীন দেহ আর তার বাবার আর্তনাদ ঝরে ঝরে পড়ছিলো, সেই পাথর সাক্ষী রইলো। সাক্ষী রইলো মহাকাল।
একদিন ছুটি হবে।

-সাদিক খান

25/05/2024

আল-কুরআনের হরফ গুলো। কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
24/05/2024

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

হে আদম সন্তান!
24/05/2024

হে আদম সন্তান!

23/05/2024

জমিনের যে অংশে নামাজ পড়া হয়, সে অংশ অন্য অংশের উপর গর্ব করে থাকে।

22/05/2024

ঠিক ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।

22/05/2024

যার লজ্জা যত বেশি তাঁর দৃষ্টি ততো নিচু হয়ে থাকে।

15/05/2024

আলহামদুলিল্লাহ

একবার একটা জাহাজ দূর্ঘটনায় পড়লো। জাহাজে এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠত...
13/05/2024



একবার একটা জাহাজ দূর্ঘটনায় পড়লো। জাহাজে এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে শিশুটিকে কোলে নিয়ে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।

শিক্ষক এটুকু বলে থামলেন, ……..

চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন, “তোমাদের কি মনে হয়? কি বলেছিলো মহিলা!”

-“তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম!” অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিলো।

_শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ, তার মতামত জানতে চাইলে সে বললো, “স্যার, আমার বিশ্বাস, মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখ।”

বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি এই গল্প আগে শুনেছ, তাই না!”

ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো, “ আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্বমূহূর্তে বাবাকে একথাই বলেছিলো।”

শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক।

শিক্ষক আবার বলা শুরু করলেন……..জাহাজটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।

লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল।

সেখানে সে আবিষ্কার করলো, জাহাজযাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো, চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে।

ডায়েরীতে তার বাবা লিখেছে, “আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো।”

গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ।

শিক্ষক বুঝলেন, ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না।

12/05/2024

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!

কেন্দ্রীয় ওলামা মাশায়েখ প্রতিনিধি সম্মেলনে আমীরে জামায়াতের বক্তব্য।
09/05/2024

কেন্দ্রীয় ওলামা মাশায়েখ প্রতিনিধি সম্মেলনে আমীরে জামায়াতের বক্তব্য।

06/05/2024

আমাকে আমার রব যদি পছন্দ করেন তাহলে কারো পছন্দ অপছন্দ না করাতে আমার কিছু যায় আসে না।

হয়তো খেলাফত নয়তো শাহাদাৎমাওলানা মামুনুল হক
04/05/2024

হয়তো খেলাফত
নয়তো শাহাদাৎ

মাওলানা মামুনুল হক

এদেশে তো প্রায় সবাই মুসলিম। তো মুসলিমদেরকে আবার কীসের দাওয়াত দেয় জামায়াত? জামায়াতে ইসলামের প্রতি এটি একটি কমন প্রশ্ন। এই...
03/05/2024

এদেশে তো প্রায় সবাই মুসলিম। তো মুসলিমদেরকে আবার কীসের দাওয়াত দেয় জামায়াত?

জামায়াতে ইসলামের প্রতি এটি একটি কমন প্রশ্ন। এই ব্যাপারে আমাদের কথা হলো আমরা বেসিক্যালি তিনটি বিষয়ে দাওয়াত দেই।

আমাদের দাওয়াতকে সহজ ও সুস্পষ্ট ভাষায় বলতে চাইলে নিম্নলিখিত তিনটি পয়েন্টে বলা যায়।

১. আমরা সাধারণত সকল মানুষকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব গ্রহণ করার আহবান জানাই।

২. ইসলাম গ্রহণ করার কিংবা ইসলাম মেনে নেওয়ার কথা যারাই দাবী করেন, তাদের সকলের প্রতি আমাদের আহবান এই যে, আপনারা আপনাদের বাস্তব জীবন হতে মুনাফিকী ও কর্ম-বৈষম্য দূর করুন এবং মুসলমান হওয়ার দাবী করলে খাঁটি মুসলমান হতে ও ইসলামের পূর্ণ আদর্শবান হতে প্রস্তুত হোন।

৩. মানব-জীবনের যে ব্যবস্হা আজ বাতিলপন্থী ও ফাসিক কাফিরদের নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে এবং নেতৃত্ব আদর্শ ও বাস্তব উভয় ক্ষেত্রেই আল্লাহর নেক বান্দাহদের হাতে সোপর্দ করতে হবে।

খেয়াল করুন প্রিয় ভাই, আমরা মুসলিম অথচ আমাদের দেশ ইসলামী বিধান অনুসারে পরিচালিত হয় না। আমরা মুসলিম দাবি করি অথচ আমাদের চরিত্র দেখে সেটা বুঝা যায় না। এটাই আমাদের আন্দোলনের বেসিক কারণ।

আমরা প্রথমত একজন মানুষকে আল্লাহর পূর্ণ অনুগত হতে আহবান জানাই। এই আনুগত্যের মানে হলো নামজের মধ্যে আমরা যেভাবে আল্লাহকে পূর্ণভাবে মানি সেভাবে সবসময় আল্লাহর অনুগত থাকা। আল্লাহর বিধানকে পুরোপুরি অনুসরণ করা। সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। সকল ফরজ কাজ অবশ্যই করা।

এতটুকু মেনে নেয়ার পর আমাদের দ্বিতীয় আহবান হলো মুনাফিকি তথা কর্মীয় বৈসাদৃশ্য দূর করুন। আপনি যা মানেন তার বিপরীত কিছু দেখলে আপনার শরীরে গা-জ্বালা করাটাই স্বাভাবিক। যদি গা-জ্বালা না করে তাহলে বুঝা যায় আপনার আপনার মেনে নেওয়াটা সঠিকভাবে হয় নি। পর্দা করা ফরজ, বেপর্দা পরিবেশ দেখলে আপনার ঘৃণা হওয়া উচিত, তেমনি সুদ, ঘুষ, মজুতদারি, জুলুম ইত্যাদিতে আপনার ঘৃণা হওয়া উচিত। যদি ঘৃণা না হয়ে ঐসব কাজে আপনি জড়িত থাকেন তবে এটাই কর্মীয় বৈসাদৃশ্য।

আবার আল্লাহ তায়ালা বিধান দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সেই বিধান অনুসারে সমাজ/ রাষ্ট / পরিবার পরিচালনা করার জন্য। কিন্তু আপনি এমন একটি সমাজে বাস করেন এখানে ৯০% মুসলিম হলেও সেই সমাজে ইসলাম অনুসারে পরিচালিত হয় না। আপনি আল্লাহকে মানেন, নামাজ-রোজা করেন অথচ সমাজে ইসলাম প্রতিষ্ঠা না দেখেও যদি আপনার অন্তর না পুড়ে তবে এটা মুনাফিকি। আমরা এই মুনাফিকি আচরণ থেকে সরে আসার জন্য আহবান জানাই। আমরা আপনাকে সেভাবে বলতে চাই, আল্লাহ তায়ালা যেভাবে বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।

এই সমাজের মুসলিমদের প্রতি আমাদের সর্বশেষ আহবান হলো দ্বীন প্রতিষ্ঠার আহবান। এই সমাজের নেতৃত্ব আমরা এমন লোকদের হাতে তুলে দিতে চাই যারা এই সমাজকে আল্লাহর বিধান অনুসারে পরিচালিত করবে। এজন্য তাকওয়াবান লোকদের আমরা নির্বাচিত করবো আমাদের নেতা হিসেবে।

মুসলিমদের নেতা হবে মুসলিমদের পছন্দ অনুসারে। কেউ জোর করে মুসলিমদের নেতা হলে তার পরিণতি ভালো নয়। আমরা এই সমাজের মুসলিমদের তাদের নেতা বাছাইয়ের সুযোগ করে দিতে চাই।

জোর করে মুসলিমদের নেতা হওয়া জালিমদের ব্যাপারে মুহাম্মদ সা. বলেন,

আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোন কওমের লোকদের অনুমোদন ছাড়াই তাদের নেতা হয় তার উপর আল্লাহ, সকল ফেরেশতা ও মানবকুলের অভিশাপ। তার কোন ফরয বা নাফ্‌ল ‘ইবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না। [আবু দাউদ ২০৩৪]

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তিন ব্যক্তির সালাত তাদের মাথার এক বিঘত উপরেও উঠে না : যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের নেতৃত্ব দেয়, যে নারী তাঁর স্বামীর অসন্তুষ্টিসহ রাত যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দু’ ভাই। [ইবনে মাজাহ ৯৭১]


আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “তিন ব্যক্তির নামায তাদের কান অতিক্রম করে না; প্রথম হল, পলাতক ক্রীতদাস; যতক্ষণ না সে ফিরে আসে। দ্বিতীয় হল, এমন মহিলা যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রিযাপন করে এবং তৃতীয় হল, সেই জাতির নেতা যাকে ঐ লোকেরা অপছন্দ করে।” (তিরমিযী ৩৬০, সহীহ তারগীব ৪৮৭ নং)

এই হচ্ছে আমাদের দাওয়াতের কারণ। আশা করি আপনারা এসব বিষয়ের সাথে একমত হবেন। যারা এখনো জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হননি তাদের যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

#গণসংযোগ_পক্ষ
#১৯এপ্রিল_৪মে

আচ্ছা বুঝলাম!
30/04/2024

আচ্ছা বুঝলাম!

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Enamul Haque Enam - এনামুল হক এনাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul Haque Enam - এনামুল হক এনাম:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All