30/01/2024
আমাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে শুনে মা স্কুল থেকেই পাগলের মতো ছুটে আসে ঢাকায়।মা ঢাকায় পৌছানোর আগেই আমার অপারেশন শেষ। সারপ্রাইজ দিবে বলে মাকে কেউ জানায়নি।সিমু মাকে বাসায় চলে যেতে বলল।অপারেশন এর পরে সিমু বাসায় গেছে।মাও বাসায় পৌছালো।হঠাৎ ইতি নাকি বলেছে বড়মা বাচ্চা অনেক সুন্দর হইছে।
মা তো অবাক হয়ে সিমুকে বলল কিরে মা আমার আঁখির কি হইছে?বাচ্চা মানে কি?আঁখি কেমন আছে?বলেই কান্না।ততক্ষণে মাকে কম্পিউটার এর সামনে নিয়ে বাচ্চার ছবি দেখানো হলো।
মা হসপিটালে আসার জন্য পাগল প্রায়।আমার শ্বাশুরী অসুস্থ ছিলেন।মা আমার শ্বাশুরিকে টেনে তুলে বললেন চলেন নাতনি দেখবো।কোনো অসুস্থতা নাই।
আমি পোস্ট অপারেটিভ থেকে রানার কণ্ঠ শুনলাম।নার্স আমার কাছ থেকে বেবিকে নিতে নিতে বলতে থাকলো "মারে মা বাসার সব চলে আসছে."
একটু পরেই (বিকেলে) আমাকে বেডে দিয়ে দেওয়া হল।সবাইকে দেখে আমি সুস্থ হয়ে গেলাম।
এই স্মৃতি গুলো ভুলার নয়। বৃদ্ধ বয়সে অনেক কিছুই ভুলে যেতে পারি তাই স্মৃতি গুলো অম্লান করে রাখার প্রচেষ্টা।