Swadesh Vision.Tv

Swadesh Vision.Tv একঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে "স্বদেশ ভিশন" এর পথ চলা...

পাঁচ প্রকল্পে ১১৮ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক---শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষা, নদীতীর সুরক্ষা ও নাব্যতা, শহুরে প্রাথমিক স্ব...
24/11/2023

পাঁচ প্রকল্পে ১১৮ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
---
শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষা, নদীতীর সুরক্ষা ও নাব্যতা, শহুরে প্রাথমিক স্বাস্থ্য এবং গ্যাস বিতরণের দক্ষতাবিষয়ক পাঁচটি প্রকল্পে প্রায় ১১৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।বৃহস্পতিবার ২৩ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে।

চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। পাঁচ প্রকল্পে ১১৮ দশমিক ৮ কোটি মার্কিন ডলার দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩৮৮ কোটি টাকা।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, দারিদ্র্যমুক্ত করতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশ বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

#প্রকল্প #বিশ্বব্যাংক #ডলার #ঋণ

লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ       ----- 👉 মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ👉 মাধ্যমিক পর্যায়ে ই-প্রশিক্ষণ চালু👉 স্মার...
24/11/2023

লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ
-----
👉 মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
👉 মাধ্যমিক পর্যায়ে ই-প্রশিক্ষণ চালু
👉 স্মার্ট কৃষি কার্ড বিতরণ
👉 দেশজুড়ে অত্যাধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন

সূত্রঃ Bangladesh Marches On by Finance Division

#বাংলাদেশ #রোলমডেল #উন্নয়ন #প্রচারণা #আওয়ামীলীগ

বরগুনার বামনায় ডাকাতি প্রস্তুতির সময় আসামী গ্রেফতার।স্বদেশ ভিশন ডেস্ক।। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ...
24/11/2023

বরগুনার বামনায় ডাকাতি প্রস্তুতির সময় আসামী গ্রেফতার।

স্বদেশ ভিশন ডেস্ক।।

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৩/১১/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতির প্রস্ততিকালে বিএমপি বরিশাল এর বন্দর থানা এলাকা হইতে ১।মোঃ বেল্লাল খাঁ (৩৬), পিতা—আব্দুল কাদের খাঁ(ধলু খাঁ), সাং—ঢুষখালী এবং ২। মোঃ মিলন খাঁ (২৮), পিতা—মোঃ রত্তন খাঁ, সাং—সোনাখালী, উভয় থানা—বামনা, জেলা—বরগুনাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান অব্যাহত আছে।

সূত্র বরগুনা জেলা পুলিশ।।

বরগুনায় পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা সহ ০১ জন আসামি গ্রেফতার।স্বদেশ ভিশন ডেস্ক।। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির...
24/11/2023

বরগুনায় পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা সহ ০১ জন আসামি গ্রেফতার।

স্বদেশ ভিশন ডেস্ক।।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ২৩/১১/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই/ মোঃ মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার তালতলী থানাধীন ছোট ভাইজোড়া থেকে ধৃত আসামীমোঃ আলমগীর হাওলাদার(৪২) পিতা- মোঃ সুলতান হাওলাদার, সাং- ছোট ভাইজোড়া, ৫নং বড়বগীইউপি, থানা-তালতলী, জেলা-বরগুনা‘কে ৬০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সূত্র বরগুনা জেলা পুলিশ।।

খুলনা - বরিশালে নৌকা প্রতীক পেলেন যারা
24/11/2023

খুলনা - বরিশালে নৌকা প্রতীক পেলেন যারা

18/11/2023

রাজধানীতে বিহঙ্গ পরিবহনে আগুন!

18/11/2023

হরতালের সমর্থনে ছাত্রদলের ঝটিকা মিছিল!

18/11/2023

হরতাল - অবরোধে স্বস্তির নাম মেট্রোরেল।

দীর্ঘ প্রতীক্ষিত পাইপলাইনে গ্যাস পৌঁছালো রংপুরে---বহুল প্রতীক্ষিত পাইপলাইনে গ্যাস এলো রংপুর বিভাগে। মঙ্গলবার ১৪ নভেম্বর ...
18/11/2023

দীর্ঘ প্রতীক্ষিত পাইপলাইনে গ্যাস পৌঁছালো রংপুরে
---
বহুল প্রতীক্ষিত পাইপলাইনে গ্যাস এলো রংপুর বিভাগে। মঙ্গলবার ১৪ নভেম্বর সকালে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এরপর পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গণে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্জ্বলন করেন পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন বিভাগ) প্রকৌশলী মো. জাহির উদ্দিন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর হোসেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, সরকার উত্তরাঞ্চলে শিল্পায়নের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে শ্রমে যুক্ত করাসহ নতুন উদ্যোক্তা তৈরি করতে চায়। তাই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমরা আপাতত শিল্প এলাকায় গ্যাস দেবো। ২০২৬ সালে আমাদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের সক্ষমতা অর্জনের কথা। এটি হলে সর্বক্ষেত্রেই গ্যাস সরবরাহ করা হবে।

#গ্যাস #রংপুর #উন্নয়ন #রোলমডেল

নিম্ন আয়ের মানুষের পাশে টিসিবির পণ্য নিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার-----বর্তমানে চড়া মূল্যের বাজারে টিসিবি দাঁড়িয়েছে মানুষের ...
18/11/2023

নিম্ন আয়ের মানুষের পাশে টিসিবির পণ্য নিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার
-----
বর্তমানে চড়া মূল্যের বাজারে টিসিবি দাঁড়িয়েছে মানুষের পাশে। ফলে, বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য কিনতে পারছেন ভোক্তারা। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় না আসা পর্যন্ত টিসিবি তার ট্রাকসেল কার্যক্রম চালু রাখবে। বিভিন্ন সংকটে সাধারণ মানুষের পাশে ন্যায্যমূল্যে পণ্য দিয়ে সাহায্য করেছে। করোনা প্রাদুর্ভাবের পর থেকে সারাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছে টিসিবি। টিসিবি চাল, সয়াবিন তেল, মসুরডাল, পেঁয়াজ ইত্যাদি বাজার মূল্যের চেয়ে কম দামে সরবরাহ করছে। রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির ট্রাক ঘিরে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। বিক্রয় কার্যক্রম দেশে ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে টিসিবি। চালু করেছে ‘খাদ্যবান্ধব কর্মসূচি।’ সুবিধাভোগীদের মধ্যে ১ কোটি মানুষ ওএমএসের মাধ্যমে খোলাবাজারে ৩০ টাকা কেজি দামে চাল কিনতে পারছে। এফএফপির আওতায় সারাদেশে ৫০ লাখের বেশি পরিবার প্রতিমাসে ১৫ টাকা মূল্যে ৩০ কেজি চাল পাচ্ছে। এফএফপি কর্মসূচি এবং ওএমএস ন্যায্যমূল্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে চাল ও আটা বিক্রিও চলমান।

ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে। এফএফপি কর্মসূচি এবং ওএমএসের আওতায় প্রতিদিন প্রতি ট্রাকে ২ টন চাল বিক্রি করা হয়। ৩ মাসের মধ্যে দেড় কোটি মানুষের কাছে ৭ লাখ ৬৫ হাজার টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া এর লক্ষ্য। সাধারণ মানুষকে খাদ্য নিরাপত্তা প্রদানে সরকারের এসব কর্মসূচি ফলপ্রসূ ও ইতিবাচক। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির অবস্থায় এটি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

#টিসিবি #পণ্য #সরকার #সংকট #মূল্য

দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছেসমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্রজাতীয় গ্রীডে যুক্ত হবে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ---বাংলাদেশে প্রথম...
18/11/2023

দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে
সমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্র

জাতীয় গ্রীডে যুক্ত হবে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ
---
বাংলাদেশে প্রথমবারের মতো সমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। কেন্দ্রটি নির্মাণে যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ডেনমার্কের তিন প্রতিষ্ঠান। এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা হবে ৫০০ মেগাওয়াট।

১.৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সবুজ বিনিয়োগ প্রস্তাবে সম্প্রতি সরকারের প্রাথমিক সম্মতি মিলেছে।

কক্সবাজারে সাগরের ভেতরে (অফশোর) প্রস্তাবিত এলাকায় এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে তিন বছরের অনুমোদন দিয়েছে সরকার।

সূত্র: কালের কণ্ঠ

#সাগর #বিদ্যুৎ #বায়ু #মেগাওয়াট #বাংলাদেশ #ডেকমার্ক #ডলার #বিনিয়োগ

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পাল্টে যাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতিজিডিপিতে যোগ করবে ৩ বিলিয়ন ডলারকক্সবাজারের মহেশখালীর...
18/11/2023

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পাল্টে যাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি
জিডিপিতে যোগ করবে ৩ বিলিয়ন ডলার

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায় নির্মণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে দেশের অর্থনীতিতে দুই থেকে তিন বিলিয়ন ডলার যুক্ত হবে। সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে পণ্য পরিবহন খরচ ১০ থেকে ২০ ভাগ কমে আসবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাসস’কে বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার সিম্বল হয়ে থাকবে। আর দেশের অর্থনীতিতে দুই থেকে তিন বিলিয়ন ডলার যোগ হবে। বন্দর থেকে পণ্য পরিবহন খরচও কমে আসবে। এক কথায় অর্থনীতিতে নতুন দিগন্ত সূচিত হবে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেইনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে।

#বাংলাদেশ #রোলমডেল #উন্নয়ন #প্রচারণা #আওয়ামীলীগ

ফিলিস্তিনের পাশে বাংলাদেশইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করেছে বাংলাদেশফিলিস্তিনের গাজা উপত্য...
18/11/2023

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ

ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে
আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করেছে বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নালিশ করেছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। এসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ আমলে নিয়ে সেগুলো যেন তদন্ত করা হয়।

আর সাধারণ ফিলিস্তিনিদের পক্ষ হয়ে পাঁচ দেশের আন্তর্জাতিক আদালতের দারস্থ হওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে করা অভিযোগকে স্বাগত জানাই। ফিলিস্তিনিরা সবচেয়ে ভয়াবহ বছর পার করার পর এবং রোমান সংবিধিতে থাকা অপরাধ সংঘটিত হওয়ার মাধ্যমে ফিলিস্তিনে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর এ ধরনের অভিযোগ করা হলো।’

বাংলাদেশ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে নালিশ করা অন্য দেশগুলো হলো— দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি।

সূত্র: ঢাকাপোস্ট

#ফিলিস্তিন #ইসরায়েল #আন্তর্জাতিক #বিরুদ্ধে #বাংলাদেশ

মাত্র ৪৮ ঘন্টায় সমুদ্র থেকে খালাস হবে জ্বালানি তেল। বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা---বারো থেকে ১৪ দিন নয়; এখন মাত্র ৪৮ ঘ...
18/11/2023

মাত্র ৪৮ ঘন্টায় সমুদ্র থেকে খালাস হবে জ্বালানি তেল। বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা
---
বারো থেকে ১৪ দিন নয়; এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করা যাবে জ্বালানি তেল। বহু প্রতীক্ষার পর মঙ্গলবার ১৪ নভেম্বর ভার্চুয়ালি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাসের এ আধুনিক প্রযুক্তির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প কর্মকর্তারা বলছেন, এ প্রক্রিয়ায় জ্বালানি তেল পরিবহন খরচ ও চুরি দুটোই যেমন কমবে, ঠিক তেমনি সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা। আর তেল মজুতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের হাব হিসেবে মহেশখালীকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

#শেখহাসিনা #মহেশখালী #তেল #বাংলাদেশেররাজনীতি

16/11/2023

নির্বাচনের পথে বাংলাদেশ
-----
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

সিইসি বলেন, '৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।'

#নির্বাচন #ভোটগ্রহণ #আসন #প্রতীক #রিটার্নিং_অফিসার #তফসিল #জাতীয়_সংসদ

15/11/2023

তফসিল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি নির্বাচন কমিশন

14/11/2023

সাইবার ক্রাইমের অভিযোগ কীভাবে করবেন? আপনি যদি অনলাইনে কোনও প্রকার জালিয়াতির শিকার হন, তাহলে আপনাকে প্রথমেই সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-এ কল করতে হবে।

র‌্যাবের ঘিরে রাখা বাড়িতে যা পাওয়া গেলSwadesh Vision.Tv পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান। ছ...
14/11/2023

র‌্যাবের ঘিরে রাখা বাড়িতে যা পাওয়া গেল

Swadesh Vision.Tv

পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান। ছবি : কালবেলা
পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান। ছবি : কালবেলা

রাজধানীর নবাবপুর রোডে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়ে ঘিরে রাখা একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক এসব দ্রব্য উদ্ধার করা হয়।

এর আগে রাত পৌনে ১২টার পর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, নবাবপুর রোডের ওই বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এরপরই র‍্যাবের এক একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে।
র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাসাদৃশ বস্তু দেখতে পায়। এরপর র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় কাউাকে আটক করতে পারেনি র‍্যাব। র‍্যাব বলছে, এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের ঘিরে রাখা বাড়িতে যা পাওয়া গেল
রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগের তারা পালিয়ে যায়। কারা কি উদ্দেশ্য এসব বিস্ফোরণ জড়ো করে তা নিশ্চিত নয়। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাবরাজধানীর নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। যার কারণে বাড়িট...
14/11/2023

রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। যার কারণে বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত আসছে......

12/11/2023

১২৭ জন প্রার্থী পরিব`র্ত`ন করে আওয়ামী লীগের মনো`নয়ন চূ`ড়ান্ত

12/11/2023

'স্বপ্নের ট্রেন' যাচ্ছে কক্সবাজার, মাত্র ১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার
---
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৮ টাকা। আর এসি বার্থের জন্য ভাড়া পড়বে ২০৩৬ টাকা, যা এই রুটের সর্বোচ্চ ভাড়া। শোভন চেয়ারের জন্য ৫১৫ টাকা। এসি চেয়ারের জন্য ১১৩২ টাকা এবং এসি কেবিন চেয়ারের জন্য ভাড়া পড়বে ১৩৬৩ টাকা।

#স্বপ্নের_ট্রেন #কক্সবাজার #সর্বনিম্ন_ভাড়া #সর্বোচ্চ_ভাড়া #বাংলাদেশ #আওয়ামীলীগ Swadesh Vision.Tv

বিশেষ নিরাপত্তায় চলবে পণ্য ও যাত্রীবাহী গাড়িস্বদেশ ভিশন নিউজ ডেস্ক।। Swadesh Vision.Tv বিশেষ নিরাপত্তায় দূরপাল্লার বাস চ...
02/11/2023

বিশেষ নিরাপত্তায় চলবে পণ্য ও যাত্রীবাহী গাড়ি

স্বদেশ ভিশন নিউজ ডেস্ক।।

Swadesh Vision.Tv

বিশেষ নিরাপত্তায় দূরপাল্লার বাস চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীতে কাঁচা সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্যবাহী গাড়ি চলাচলও নিশ্চিত করা হবে। এ জন্য পরিবহন মালিক ও পুলিশ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবহন চলাচল স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১ নভেম্বর বিকেল ৪টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ।

বৈঠক শেষে শাজাহান খান কালের কণ্ঠকে বলেন, ২০১৫ সালে যেভাবে বিএনপি-জামায়াতের অবরোধ মোকাবেলা করা হয়েছে, এবারও ঠিক সেভাবে কিছু কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, রপ্তানিপণ্যসহ সব পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাসগুলো চলাচল করবে একসঙ্গে। এসব গাড়ির সামনে-পেছনে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা কালের কণ্ঠকে বলেন, বৈঠকে পরিবহনব্যবস্থা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। অবরোধে যদি রাস্তায় কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয় তাহলে প্রণোদনা দেওয়ার বিষয়ও আলোচনা হয়েছে। গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলবেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, বিএনপির মাঠে কোনো লোক নেই।

বিচ্ছিন্ন দুই-এক জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই অবরোধে সাধারণ মানুষের জীবনযাপন সহজ করতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, পরিবহন মালিকরা আর কত দিন বসে থাকবেন। তাঁদের ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে।

অবরোধে শ্রমিক বেকার, মালিক বেকার—এসব বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অবরোধে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চান। এ জন্য তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন। পুলিশের মহাপরিদর্শক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন। অবরোধ চলাকালে যাত্রীদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র‌্যাব, বিজিবি, রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, টানা তিন দিনের অবরোধে দেড় থেকে দ্বিগুণ বেড়েছে পরিবহন খরচ, যা সরাসরি প্রভাব ফেলেছে পণ্যের দামে। এ জন্য যেকোনো মূল্যে পণ্যবাহী গাড়ি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবজির আড়তগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

তিন দিনের অবরোধে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। অবরোধ আরো বাড়লে মানুষের জীবনযাত্রা সংকটে পড়বে।

#নিরাপত্তায় #দূরপাল্লার #বাস #চলাচলের #উদ্যোগ #সরকার #রাজধানী #কাঁচা_সবজি #নিত্যপণ্যে #সরবরাহ #পরিবহন #মালিক #পুলিশ_বাহিনী

02/11/2023

বার বার কেন রাস্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের টার্গেট করে জামাত বিএনপি!

29/10/2023

মানবিক ও জনবান্ধব পুলিশ ওসি মহসিনের গল্প..

28/10/2023

হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

28/10/2023
28/10/2023

বিএনপির সমাবেশে বাসে আগুন...

22/10/2023

দুর্নীতির মামলায় ২ বছরের উপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

Swadesh Vision.Tv

গলাচিপায় মেয়ে হত্যার বিচার চাওয়ায় মা-বাবাকে প্রাননাশের হুমকিwww.swadeshvisontv.comমোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি।...
20/10/2023

গলাচিপায় মেয়ে হত্যার বিচার চাওয়ায় মা-বাবাকে প্রাননাশের হুমকি

www.swadeshvisontv.com

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপায় মেয়ে হত্যার বিচার চাওয়ায় মা-বাবাকে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছোট শিবা গ্রামে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রতিবেদকের কাছে কান্নাজড়িত কণ্ঠে এমনই অভিযোগ করেন ধর্ষণের স্বীকার হয়ে নিহত হওয়া স্বপ্না আক্তারের (১২) বাবা মো. বাবুল ফকির। স্বপ্না আক্তার হত্যায় মো. রেজাউল সরদারকে আসামী করে মামলা করায় আসামীর আত্মীয় স্বজন ও তার দলের লোকেরা স্বপ্না আক্তারের বাবা-মাকে হত্যার হুমকি দেয়। মামলা সূত্রে ও নিহত স্বপ্না আক্তারের বাবা মো. বাবুল ফকির (৩৫) জানান, আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। আমার মেয়ে আমার চাচী আয়শা বিবির সাথে রেজাউল সরদারের জমিতে বিকাল বেলা শাক তুলতে গেলে আমার চাচী শাক তুলে বাসায় ফেরে। কিন্তু আমার মেয়ে আরও শাক তুলতে থাকলে রেজাউল সরদার আমার মেয়েকে একা পেয়ে তার বুকে পিঠে লাথি মারে। এতে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেললে রেজাউল সরদার আমার মেয়েকে তার জমির পশ্চিম পাশে বড় খালের পাড়ে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে। পরে আমার মেয়েকে খালের পানিতে কচুরীপানা দিয়ে চাপা দিয়ে রাখে। পরে পুলিশ কচুরীপানা থেকে আমার মেয়েকে মৃত উদ্ধার করে। আমার মেয়েকে হত্যা করায় রেজাউল সরদার কে আসামী করে গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করি। যার মামলা নং- ১২, তারিখ- ১৬/০১/২০২৩। গলাচিপা থানা পুলিশ রেজাউল সরদারকে আটক করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। রেজাউল সরদার জেলে থাকলেও তার আত্মীয় স্বজন ও দলের লোকজন আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে। এদিকে রেজাউল সরদারকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনার জন্য তার আত্মীয় স্বজনরা বিভিন্ন তদবীর চালিয়ে যাচ্ছে। আর আমি মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। তাছাড়া রেজাউল সরদার জামিনে মুক্তি পেলে আমি বিচারতো পাবোই না বরং আমরাও ভয়ে আতংকে আছি। তারা বলে “মামলা মোকদ্দমা করলে কিছু হয় না। তোর মেয়েকে মেরেছি। এখন তোদের পালা।” আমি অটো রিকসা চালাই। গরিব মানুষ বলে মেয়ে হত্যার বিচার কি পাব না। আমরা ঠিকমত বাড়িতে থাকতে পারি না। না জানি কোন সময় রেজাউল সরদারের লোকজন আমাদের উপর হামলা করে। একদিকে মেয়েকে হারিয়েছি অন্যদিকে আমরা প্রানের ভয়ে আছি। আমি আমার মেয়েটাকে খুব ভালবাসতাম। কিন্তু আমার মেয়েটাকে রেজাউল সরদার মেরে ফেলল। এই কথা বলে বাবুল ফকির কান্নায় ভেঙ্গে পড়েন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক সহ সকলের কাছে আমার মেয়ে হত্যার বিচার রেজাউল সরদারের ফাঁসি দাবী করছি। যাতে করে আর কেউ এভাবে কোন মেয়েকে ধর্ষণ বা হত্যা করার সাহস না পায়।

14/10/2023

মুক্তি পেল 'মুজিব :একটি জাতির রুপকার।

07/11/2022

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, নির্...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Swadesh Vision.Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swadesh Vision.Tv:

Videos

Share

Category


Other TV Channels in Dhaka

Show All