TDH Like and follow the page to stay updated.

The Daily Headline is your daily informant that brings you information on a daily basis from verified sources ensuring credibility and quality of the content and presents it to you in the best way possible.

গত বছরের জুন মাসে ইয়াও জিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে সিআইডি। তখন পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন...
05/10/2022

গত বছরের জুন মাসে ইয়াও জিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে সিআইডি। তখন পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় অপর গ্রেপ্তারকৃতরা হলেন বিগো বাংলার কর্মী মোস্তাফা সাইফ রেজা, আরিফ হোসেন, এস এম নাজমুল হক ও আসমা উল হুসনা সেজুতী। তারা সবাই এখন জেলহাজতে। অশ্লীলতা ছড়িয়ে প্রতারণার ডিজিটাল মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। পাশাপাশি অর্থপাচারের অনুসন্ধানে নামে সিআইডি।

সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা...
03/10/2022

সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসীরা গত মাসে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন। এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ এব...
03/10/2022

প্রবাসীরা গত মাসে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন। এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ এবং গত আগস্টের তুলনায় ২৪.৪ শতাংশ কম। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ইউসুফ লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি দুবাইয়ের সুনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম...
02/10/2022

ইউসুফ লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি দুবাইয়ের সুনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে বাংলাদেশে মন...
17/09/2022

চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে বাংলাদেশে মন বসছিল না জিনবোর। কিন্তু তৃণর সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনের গল্পটা বদলে যায়। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অবেশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

16/09/2022
16/09/2022


ডিমের দাম গত মাসে ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার খামারমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। এরপর দ্রুত দাম কমে গিয়েছিল। অবশ্...
16/09/2022

ডিমের দাম গত মাসে ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার খামারমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। এরপর দ্রুত দাম কমে গিয়েছিল। অবশ্য আগের পর্যায়ে নামেনি। বাজারে ডিমের দাম সাধারণত প্রতি হালি ৩২ থেকে ৩৬ টাকা।

09/09/2022
ওদিকে নতুন করে গুঁড়া দুধের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, ...
29/08/2022

ওদিকে নতুন করে গুঁড়া দুধের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, এক বছরে গুঁড়া দুধের দাম প্রায় ২২ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, টিসিবির এই হিসাবে গুঁড়া দুধের নতুন বাড়তি দামটি আসেনি। সেটি যুক্ত হলে বছরের মূল্যবৃদ্ধির হার আরও বেশি দাঁড়াবে।

Address

Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when TDH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TDH:

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All